Madhyamik Life Science MCQ Online Test-3 | মাধ্যমিক জীবন বিজ্ঞান মক্ টেস্ট-৩
MADHYAMIK LIFE SCIENCE MCQ MOCK TEST-3
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো:
১. অক্সিন হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদগমে সাহায্য করে।
উত্তরঃ মিথ্যা
২. ডিম্বানু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়।
উত্তরঃ মিথ্যা
৩. হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা কখনও বাহক হয় না।
উত্তরঃ সত্য
৪. ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোন বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে।
উত্তরঃ সত্য
৫. অভঙ্গুর দূষক জৈব বিবর্ধনের জন্য দায়ী।
উত্তরঃ মিথ্যা
৬. পায়রার লেজের পালকের সংখ্যা হল 23টি।
উত্তরঃ মিথ্যা
৭. নিউরােনের কোষদেহকে নিউরােসাইটন বলে।
উত্তরঃ সত্য
৮. মানুষের করােটীয় স্নায়ুর সংখ্যা ১২ টি।
উত্তরঃ মিথ্যা
৯. অ্যামাইটোসিসের অপর নাম অ্যাকাইনােসিস।
উত্তরঃ মিথ্যা
১০. মানুষের অ্যালােজোমের সংখ্যা 44টি।
উত্তরঃ সত্য
১১. টেস্টসের আবিষ্কর্তা হলেন মেন্ডেল।
উত্তরঃ মিথ্যা
১২. হিমােফিলিয়া একটি y ক্রোমােজোম বাহিত রােগ।
উত্তরঃ মিথ্যা
১৩. মানুষের একনেত্র দৃষ্টি দেখা যায়।
উত্তরঃ মিথ্যা
১৪. ফ্ল্যাজেলা হল প্যারামিসিয়ামের গমন অঙ্গ।
উত্তরঃ মিথ্যা
১৫. ফার্নের প্রধান উদ্ভিদদেহ ডিপ্লয়েড (2n) প্রকৃতির।
উত্তরঃ সত্য
১৬. গর্ভযন্ত্র ডিম্বানু ও সহকারী কোষ নিয়ে গঠিত।
উত্তরঃ মিথ্যা
১৭. আধুনিক জিনতত্তের জনক হলেন মেন্ডেল।
উত্তরঃ সত্য
১৮. পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা হল একটি।
উত্তরঃ মিথ্যা
১৯. আন্দমান ও নিকোবর অঞ্চল ‘সুন্দাল্যান্ড হটস্পট’-এ অবস্থিত।
উত্তরঃ সত্য
২০. জোড়কলমে মূল সহ গাছটি হলো সিয়ন।
উত্তরঃ মিথ্যা
২১. ‘জেনেটিক কাউন্সিলার’ জেনেটিক রোগের চিকিৎসা করেন।
উত্তরঃ সত্য
২২. ‘ইয়োহিপ্পাস’কে বলা হয় ‘ঊষাকালের ঘোড়া’।
উত্তরঃ সত্য
২৩. ‘ডায়াবেটিস ইনসিপিডাস’ রোগে বৃক্কীয় নালিকার পুনঃশোষণ ক্ষমতা হ্রাস পায়।
উত্তরঃ সত্য
২৪. অ্যামাইটোসিসে বেম তন্তু গঠিত হয়।
উত্তরঃ মিথ্যা