মাধ্যমিক ভৌতবিজ্ঞান অনলাইন মক্ টেস্ট সেট-৩ | Madhyamik Physical Science MCQ Online Mock Test WBBSE Set-3

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মাধ্যমিক ভৌতবিজ্ঞান অনলাইন মক্ টেস্ট সেট-৩ | Madhyamik Physical Science MCQ Online Mock Test WBBSE Set-3

MP Phy Science MCQ Test-3

মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক্ টেস্ট-৩

1 / 15

1.1 বায়ুমণ্ডলের কোন্ স্তরে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন স্থাপন করা হয় ?

2 / 15

1.2 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হল

3 / 15

1.3 STP-তে 1 লিটার H₂ গ্যাসের ভর

4 / 15

1.4 কঠিন পদার্থের ক্ষেত্রে α, β ও γ -এর মধ্যে সম্পর্ক

5 / 15

1.5 আলোক কেন্দ্রগামী কোনো রশ্মির চ্যুতি হয়

6 / 15

1.6 আলোর প্রতিসরণের ক্ষেত্রে যেটি অপরিবর্তিত থাকে সেটি হল

7 / 15

1.7 1C = _______ esu আধান (শূন্যস্থান পূরণ করো)

8 / 15

1.8 বৈদ্যুতিক যন্ত্রের গায়ে অঙ্কিত তারা (star) চিহ্ন নির্দেশ করে

9 / 15

1.9 তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না

10 / 15

1.10 4, 12, 20, 38 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে বলে

11 / 15

1.11 কোন্ যৌগটির মধ্যে তড়িৎযোজী ও সমযোজী উভয় প্রকার বন্ধন বর্তমান ?

12 / 15

1.12 অ্যাসিড মিশ্রিত জলের তড়িদ্ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ওজনের অনুপাত

13 / 15

1.13 নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামী বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন করে

14 / 15

1.14 থামিট মিশ্রণটি হল

15 / 15

1.15 কোটি অসম্পৃক্ত যৌগ ?

Your score is

The average score is 34%

0%

বিভাগ-‘ক’

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :

1.1 বায়ুমণ্ডলের কোন্ স্তরে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন স্থাপন করা হয় ?
(a) ট্রপোস্ফিয়ার (b) মেসোস্ফিয়ার
(c) এক্সোস্ফিয়ার (d) থার্মোস্ফিয়ার।

উত্তরঃ (c) এক্সোস্ফিয়ার

1.2 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হল
(a) PV=8RT (b) PV=`frac(RT){4}`
(c) PV=RT (d) PV=`frac(RT){2}`

উত্তরঃ (b) PV= `frac(RT){4}`

1.3 STP-তে 1 লিটার H₂ গ্যাসের ভর
(a) 1 g (b) 2 g (c) 0.089 g (d) 0.89 g

উত্তরঃ (c) 0.089 g

1.4 কঠিন পদার্থের ক্ষেত্রে α, β ও γ -এর মধ্যে সম্পর্ক
(a) 6α = 3β = 2γ (b) α = 2β = 3y
(c) α = β = γ (d) 2α = 3β = γ

উত্তরঃ (a) 6α = 3β = 2γ

1.5 আলোেক কেন্দ্রগামী কোনো রশ্মির চ্যুতি হয়
(a) 0° (b) 60° (c) 90° (d) 45°

উত্তরঃ (a) 0°

1.6 আলোর প্রতিসরণের ক্ষেত্রে যেটি অপরিবর্তিত থাকে সেটি হল
(a) আলোর বেগ (b) কম্পাঙ্ক (c) তরঙ্গদৈর্ঘ্য
(d) সবকয়টি।

উত্তরঃ (b) কম্পাঙ্ক

1.7 1C = _______ esu আধান (শূন্যস্থান পূরণ করো)
(a) `frac1{300}` (b) 3×10⁹ (c) 3.6×10⁶
(d) 3×10⁶

উত্তরঃ (b) 3×10⁹

1.8 বৈদ্যুতিক যন্ত্রের গায়ে অঙ্কিত তারা (star) চিহ্ন নির্দেশ করে
(a) ভোল্টেজ রেটিং (b) ওয়াট রেটিং
(c) এনার্জি রেটিং (d) অ্যাম্পিয়ার রেটিং।

উত্তরঃ (c) এনার্জি রেটিং

1.9 তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না
(a) α-রশ্মি (b) β-রশ্মি (c) γ-রশ্মি
(d) পজিট্রন।

উত্তরঃ (c) γ-রশ্মি

1.10 4, 12, 20, 38 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে বলে
(a) ক্ষার ধাতু (b) ক্ষারীয় মৃত্তিকা ধাতু
(c) মুদ্রা ধাতু (d) হ্যালোজেন।

উত্তরঃ (b) ক্ষারীয় মৃত্তিকা ধাতু

1.11 কোন্ যৌগটির মধ্যে তড়িৎযোজী ও সমযোজী উভয় প্রকার বন্ধন বর্তমান ?
(a) H₂O (b) CaCl₂ (c) KCN (d) KCI

উত্তরঃ (c) KCN

1.12 অ্যাসিড মিশ্রিত জলের তড়িদ্ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ওজনের অনুপাত
(a) 1:2 (b) 2:1 (c) 1:8 (d) 8:1

উত্তরঃ (c) 1:8

1.13 নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামী বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন করে
(a) NH₃ (b) HCI (c) KNO₃ (d) NaOH

উত্তরঃ (a) NH₃

1.14 থামিট মিশ্রণটি হল
(a) Fe₂O₃ + Al (b) Fe₂O₃ + Cu
(c) FeO + Al (d) FeO + Cu

উত্তরঃ (a) Fe₂O₃ + Al

1.15 কোটি অসম্পৃক্ত যৌগ ?
(a) CH₄ (b) C₂H₆ (c) C₂H₄ (d) C₂H₅OH

উত্তরঃ (c) C₂H₄

Leave a Reply