Madhyamik Physical Science Online MCQ Mock Test With Answer Set-4 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক্ টেস্ট-৪ অনলাইন।
MP Phy Science MCQ Test-4
বিভাগ-‘ক’
1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :
1.1 বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল
(a) এক্সোস্ফিয়ার
(b) ওজোনোস্ফিয়ার
(c) থার্মোস্ফিয়ার
(d) মেসোস্ফিয়ার।
উত্তরঃ (c) থার্মোস্ফিয়ার
1.2 বয়েলের সূত্রের গাণিতিক রূপটি হল
(a) PV = ধ্রুবক
(b) PT = ধ্রুবক
(c) `fracV{T}` = ধ্রুবক
(d) `fracP{T}` = ধ্রুবক।
উত্তরঃ (a) PV = ধ্রুবক
1.3 অ্যামোনিয়ার বাষ্পঘনত্ব হল
(a) 17
(b) 17 g/cc
(c) 8.5
(d) 8.5 g/cc.
উত্তরঃ (c) 8.5
1.4 কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল
(a) m
(b) m⁻¹
(c) °C⁻¹
(d) °C
উত্তরঃ (c) °C⁻¹
1.5 একটি পাতলা উত্তল লেন্সের আলোেক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি ?
(a) অসদ ও অবশীর্ষ
(b) সদ্ ও অবশীর্ষ
(c) সদ্ ও সমশীর্ষ
(d) অসদ্ ও সমশীর্ষ।
উত্তরঃ (d) অসদ্ ও সমশীর্ষ
1.6 কোন্ ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না ?
(a) তির্যক আপতন
(b) সমান্তরাল আপতন
(c) লম্ব আপতন
(d) প্রতিসরণ।
উত্তরঃ (c) লম্ব আপতন
1.7 কোনো পরিবাহীর রোধ R, দৈর্ঘ্য l এবং প্রস্থচ্ছেদ A হলে
(a) R & IA
(b) R & `fracI{A}`
(c) R & `fracA{I}`
(d) `R & frac1{IA}`
উত্তরঃ (b) R & `fracI{A}`
1.8 ফিউজ তারের উপাদানগুলি হল
(a) তামা ও টিন
(b) টিন ও সিসা
(c) তামা ও সিসা
(d) তামা, সিসা ও টিন।
উত্তরঃ (b) টিন (Sn) ও সিসা (Pb)
1.9 সর্বাধিক ভেদন ক্ষমতাযুক্ত তেজস্ক্রিয় রশ্মিটি হল
(a) α
(b) β
(c) γ
(d) ẞ ও γ উভয়ই।
উত্তরঃ (c) γ
1.10 পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা
(a) বৃদ্ধি পায়
(b) হ্রাস পায়
(c) একই থাকে
(d) প্রথমে হ্রাস পায় ও পরে বৃদ্ধি পায়।
উত্তরঃ (a) বৃদ্ধি পায়
1.11 দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগ হল
(a) ভিনিগার
(b) জল
(c) খাদ্যলবণ
(d) চিনি।
উত্তরঃ (c) খাদ্যলবণ (NaCl)
1.12 তড়িৎ বিশ্লেষণে তড়িৎশক্তি রূপান্তরিত হয়
(a) শব্দ শক্তিতে
(b) তাপ শক্তিতে
(c) চুম্বক শক্তিতে
(d) রাসায়নিক শক্তিতে।
উত্তরঃ (d) রাসায়নিক শক্তিতে
1.13 নীচের কোন্ গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় ?
(a) N₂
(b) H₂S
(c) HCI
(d) NH₃
উত্তরঃ (b) H₂S
1.14 ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান
(a) Al
(b) Zn
(c) Fe
(d) Cu
উত্তরঃ (a) Al
1.15 কোটির বন্ধন দৈর্ঘ্য সর্বাধিক ?
(a) C–C
(b) C = C
(c) C ≡ C
(d) C–H
উত্তরঃ (a) C–C