আফ্রিকা কবিতার বহুবিকল্পভিত্তিক প্রশ্নের মক্ টেস্ট | আফ্রিকা কবিতার MCQ মক্ টেস্ট দশম শ্রেণি | MCQ Mock Test Poem Africa Madhyamik Bengali WBBSE
দশম শ্রেণির বাংলা পাঠ্যবই সমাধান | WBBSE Bengali Textbook Solution
দশম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট | WBBSE Madhyamik All Subject Unit Test Question Paper
মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ | WBBSE Madhyamik Exam Routine 2025
দশম শ্রেণির বিগত বছরের প্রশ্নপত্র সমস্ত বিষয় | WBBSE All Subject Previous Year Question Paper
দশম শ্রেণির সমস্ত বিষয়ের মক্ টেস্ট | WBBSE Class 10 All Subject MCQ MOCK Test
• সঠিক উত্তরটি নির্বাচন করো : (প্রশ্নের মান-১)
Q ➤ ১. ‘সেই হোক তোমার সভ্যতার শেষ পূণ্যবাণী’- ‘সভ্যতার শেষ পূণ্যবাণী’ হলো — (ক) বিদ্বেষ ত্যাগ করো (খ) ক্ষমা করো (গ) ভালোবাস (ঘ) মঙ্গল করো
Q ➤ ২. ‘কবির সংগীতে বেজে উঠেছিল’ — কী বেজে উঠেছিল ? (ক) সংগীতের মূর্চ্ছনা (খ) সুন্দরের আরাধনা (গ) সুরের ঝংকার (ঘ) রাগরাগিনী
Q ➤ ৩. ‘ছিনিয়ে নিয়ে গেল তোমাকে’ – ‘তোমাকে’ বলতে বোঝানো হয়েছে— (ক) ইউরোপকে (খ) আফ্রিকাকে (গ) আমেরিকাকে (ঘ) ভারতবর্ষকে
Q ➤ ৪.’হায় ছায়াবৃতা’ – ‘ছায়াবৃতা’ বলতে বোঝানো হয়েছে— (ক) এশিয়া মহাদেশকে (খ) আফ্রিকা মহাদেশকে (গ) সমগ্র বিশ্বকে (ঘ) ভারতবর্ষকে
Q ➤ ৫. দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’ – মানহারা মানবী হল— (ক) ইউরোপ (খ) আফ্রিকা (গ) সমগ্র বিশ্ব (ঘ) ভারতবর্ষ
Q ➤ ৬. নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল— (ক) দুর্গমের রহস্য (খ) জলস্থল-আকাশের দুর্বোধ সংকেত (গ) প্রাকৃতিক রহস্য (ঘ) রহস্য ও দুর্বোধ সংকেত
Q ➤ ৭. ‘এল মানুষ-ধরার দল’ যাদের নখ ছিল— (ক) শেয়ালের চেয়ে তীক্ষ্ণ (খ) নেকড়ের চেয়ে তীক্ষ্ণ (গ) হায়নার চেয়ে তীক্ষ্ণ (ঘ) সিংহের চেয়ে ধারালাে
Q ➤ ৮. ‘ছিনিয়ে নিয়ে গেল তােমাকে’ – কে ছিনিয়ে নিয়ে গেল ? (ক) প্রাচী ধরিত্রী (খ) বনস্পতি (গ) প্রকৃতির দৃষ্টি (ঘ) রুদ্র সমুদ্রের বাহু
Q ➤ ৯. ‘আফ্রিকা’ কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত– (ক) মানসী (খ) চিত্রা (গ) গীতাঞ্জলি (ঘ) পত্রপুট
Q ➤ ১০. ‘এল ওরা লোহার হাতকড়ি নিয়ে’ – ওরা হল – (ক) ভারতীয় (খ) ইউরোপীয় (গ) আমেরিকান (ঘ) আফ্রিকান
Q ➤ ১১.আফ্রিকা হল একটি – (ক) শহর (খ) মহাসাগর (গ) মহাদেশ (ঘ) উপমহাদেশ
Q ➤ ১২.স্রষ্টার অসন্তোষ ছিল – (ক) তাঁর সৃষ্টির প্রতি (খ) নিজের প্রতি (গ) আফ্রিকার প্রতি (ঘ) পশ্চিমি দুনিয়ার প্রতি
Q ➤ ১৩.কবি আদিম যুগের যে বিশেষণ ব্যবহার করেছেন, তা হল— (ক) চেতনাতীত (খ) দৃষ্টি অতীত (গ) অপমানিত (ঘ) উদভ্রান্ত
Q ➤ ১৪.নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন— (ক) কবি (খ) ছায়াবৃতা (গ) দয়াময় দেবতা (ঘ) স্রষ্টা
Q ➤ ১৫.নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন, কারণ— (ক) বিভীষিকার প্রচণ্ড মহিমা (খ) সভ্যের বর্বর লোভ (গ) নিজের প্রতি অসন্তোষ (ঘ) আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত
Q ➤ ১৬.যে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, সে হলো – (ক) দুর্গমের রহস্য (খ) দৃষ্টি অতীত জাদু (গ) যুগান্তরের কবি (ঘ) রুদ্র সমুদ্রের বাহু
Q ➤ ১৭.’রুদ্র সমুদ্রের বাহু’ আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধেছিল – (ক) জলতরঙ্গের বন্ধনে (খ) নিভৃত অবকাশে (গ) পর্বতকন্দরে (ঘ) বনস্পতির নিবিড় পাহারায়
Q ➤ ১৮.আফ্রিকার অন্তঃপুরে আলো ছিল – (ক) দুর্বোধ (খ) কৃপণ (গ) আবিল (ঘ) নগ্ন
Q ➤ ১৯. নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল— (ক) দুর্বোধ সংকেত (খ) ভাষাহীন ক্রন্দন (গ) নির্লজ্জ অমানুষতা (ঘ) দুর্গমের রহস্য
Q ➤ ২০.আফ্রিকা চিনেছিল জল-স্থল-আকাশের – (ক) দুর্বোধ সংকেত (খ) দুর্গমের রহস্য (গ) জাদু (ঘ) বিদ্রূপ
Q ➤ ২১.প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকার মনে যা জাগাচ্ছিল, তা হল – (ক) বিভীষিকা (খ) অসন্তোষ (গ) ক্রন্দন (ঘ) মন্ত্র
Q ➤ ২২.আফ্রিকা বিদ্রূপ করছিল – (ক) নতুন সৃষ্টিকে (খ) শঙ্কাকে (গ) আপনাকে (ঘ) ভীষণকে
Q ➤ ২৩.আফ্রিকা বিদ্রূপ করছিল ভীষণকে – (ক) বিভীষিকার প্রচণ্ড মহিমায় (খ) কালো ঘোমটার নীচে (গ) বিরূপের ছদ্মবেশে (ঘ) তাণ্ডবের দুন্দুভিনিনাদে
Q ➤ ২৪.কে শঙ্কাকে হার মানাতে চাইছিল ? (ক) কবি (খ) আফ্রিকা (গ) রুদ্র সমুদ্রের বাহু (ঘ) দৃষ্টি অতীত জাদু
Q ➤ ২৫.’তাণ্ডব’ শব্দের অর্থ হলো – (ক) উদ্দাম নাচ (খ) তছনছ করা (গ) হইচই করা (ঘ) অপমান
Q ➤ ২৬.’আফ্রিকা’ কবিতায় কবি ‘ছায়াবৃতা’ সম্বোধন করেছেন – (ক) আদিম অরণ্যকে (খ) আফ্রিকার কৃষ্ণাঙ্গী ক্রীতদাসীকে (গ) আফ্রিকাকে (ঘ) ঔপনিবেশিক শাসনকে
Q ➤ ২৭.আফ্রিকাকে কবি ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন, কারণ— (ক) আফ্রিকার লোকেদের গায়ের রং কালো (খ) আফ্রিকা জঙ্গলাকীর্ণ (গ) আফ্রিকায় ছ – মাস রাত্রি থাকে (ঘ) মানচিত্রে আফ্রিকাকে কালো বিন্দুর মতো লাগে
Q ➤ ২৮.কালো ঘোমটার নীচে কী অপরিচিত ছিল ? (ক) উপেক্ষার আবিল দৃষ্টি (খ) আফ্রিকার মানবরূপ (গ) সভ্যের বর্বর লোভ (ঘ) মানুষের শুভবুদ্ধি
Q ➤ ২৯.উপেক্ষার দৃষ্টি কেমন ছিল ? (ক) আবিল (খ) তীক্ষ্ণ (গ) বর্বর (ঘ) অন্ধ
Q ➤ ৩০.’আফ্রিকা’ কবিতায় ‘ওরা’ এলো— (ক) লোহার হাতকড়ি নিয়ে (খ) মানুষ ধরার দল নিয়ে (গ) অরণ্যপথে (ঘ) সমুদ্রপারে
Q ➤ ৩১.’এল ওরা লোহার হাতকড়ি নিয়ে’ — ওরা হল – (ক) ভারতীয় (খ) আমেরিকান (গ) ইউরোপীয় (ঘ) জংলি উপজাতি
Q ➤ ৩২.মানুষ ধরার দলের নথ ছিল – (ক) নেকড়ের চেয়ে তীক্ষ্ণ (খ) ইগলের চেয়ে কঠিন (গ) সিংহের চেয়ে ধারালো (ঘ) বাঘের চেয়ে নির্দয়
Q ➤ ৩৩.মানুষ ধরার দল গর্বে যার চেয়েও বেশি অন্ধ ছিল – (ক) ভাষাহীন ক্রন্দন (খ) কৃপণ আলো (গ) সূর্যহারা অরণ্য (ঘ) বীভৎস কাদার শিশু
Q ➤ ৩৪.সভ্যের লোভ কেমন ? (ক) নির্লজ্জ (খ) আবিল (গ) বর্বর (ঘ) পঙ্কিল
Q ➤ ৩৫.সভ্যের বর্বর লোভ নগ্ন করল – (ক) উপেক্ষার আবিল দৃষ্টিকে (খ) আপন নির্লজ্জ অমানুষতাকে (গ) আফ্রিকার মানবরুপকে (ঘ) মানুষ ধরার দলকে
Q ➤ ৩৬.আফ্রিকার ক্রন্দন কেমন ? (ক) ভদ্র (খ) বীভৎস (গ) আবিল (ঘ) ভাষাহীন
Q ➤ ৩৭.অরণ্যপথ কেমন হলো ? (ক) সূর্যহারা (খ) অন্ধ (গ) বাষ্পাকুল (ঘ) পিচ্ছিল
Q ➤ ৩৮.অরণ্যপথে ধূলি পঙ্কিল হল – (ক) রক্তে মিশে (খ) অশ্রুতে মিশে (গ) ঘামে ভিজে (ঘ) রক্তে অশ্রুতে মিশে
Q ➤ ৩৯.‘তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে / পঙ্কিল হল ধূলি তোমার ____ মিশে।’ ( শূন্যস্থান ) (ক) বিরূপের ছদ্মবেশে (খ) অপমানিত ইতিহাসে (গ) শেষ রশ্মিপাতে (ঘ) রক্তে অশ্রুতে
Q ➤ ৪০.যারা কাঁটা-মারা জুতো পরেছিল, তারা হল— (ক) দস্যু (খ) নেকড়ে (গ) মানুষ ধরার দল (ঘ) পশু
Q ➤ ৪১.বীভৎস কাদার পিন্ড কী দিয়ে গেল ? (ক) ভাষাহীন ক্রন্দন (খ) পদচিহ্ন (গ) চিরচিহ্ন (ঘ) অপমান
Q ➤ ৪২.‘বীভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার ____ ( শূন্যস্থান)। (ক) কালো ঘোমটার নীচে (খ) কৃপণ আলোর অন্তঃপুরে (গ) অপমানিত ইতিহাসে (ঘ) মায়ের কোলে
Q ➤ ৪৩.যে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল, তা অবস্থিত – (ক) রুদ্ধ সমুদ্রে (খ) সমুদ্রপারে (গ) সূর্যহারা অরণ্যে (ঘ) মানবীর দ্বারে
Q ➤ ৪৪.পূজার ঘণ্টা কখন বাজছিল ? (ক) সকালে (খ) সন্ধ্যায় (গ) সকালে সন্ধ্যায় (ঘ) মধ্যরাতে
Q ➤ ৪৫.কার নামে পুজার ঘণ্টা বাজছিল ? (ক) সভ্য দেশগুলির নামে (খ) ঔপনিবেশিক শাসকের নামে (গ) আফ্রিকার রাজার নামে (ঘ) দয়াময় দেবতার নামে
Q ➤ ৪৬.কবির সংগীতে বেজে উঠেছিল— (ক) মধুর বাংকার (খ) পূজার ঘণ্টা (গ) সুন্দরের আরাধনা (ঘ) সুরের মূর্ছনা
Q ➤ ৪৭. “শিশুরা খেলছিল ________।” – (ক) মায়ের কোলে (খ) পাড়ায় পাড়ায় (গ) গুপ্ত গহ্বরে (ঘ) বাষ্পাকুল অরণ্যপথে
Q ➤ ৪৮.আজ কোন্ দিকে ঝড় আসছে ? (ক) পূর্ব দিগন্তে (খ) পশ্চিম দিগন্তে (গ) উত্তর দিগন্তে (ঘ) দক্ষিণ দিগন্তে
Q ➤ ৪৯.পশ্চিম দিগন্তে কোন সময়ে ঝড় আসছে ? (ক) প্রভাত কালে (খ) দ্বিপ্রহরে (গ) গোধূলি বেলায় (ঘ) প্রদোষ কালে
Q ➤ ৫০.‘প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস’– ‘প্রদোষ’ শব্দের অর্থ – (ক) ভোর (খ) রাত্রি (গ) দুপুর (ঘ) সন্ধ্যা