MCQ Mock Test for Class 9 Bengali Aam Atir Bhepu CBSE নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আম আঁটির ভেঁপু থেকে mcq প্রশ্ন উত্তর।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
প্রিয় ছাত্র-ছাত্রী তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সুদৃঢ় করতে আমরা অনলাইন ফ্রি মক টেস্টের আয়োজন করেছি। আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর উপযোগী MCQ প্রশ্নোত্তর তৈরি করা হয়। পরীক্ষার্থীরা সহজেই যে কোনো বিষয়ের উপর MCQ প্রশ্নের অনলাইন মক টেস্ট দিতে পারবে এবং পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি হয়েছে তা বুঝে নিতে পারবে। আশাকরি আমাদের এই প্রচেষ্টা ছাত্র-ছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে।

👉Online Mock Test কেন দেবেন ?

• Exam দেওয়ার জন্য আপনি কতটা তৈরি হয়েছেন সেটা জানতে পারবেন।

• পরীক্ষার প্যাটার্নের সাথে আপনার পরিচিতি ঘটে।

• পড়াশোনার ঘাটতির বিষয়ে আপনার দুর্বলতাকে চিহ্নিত করে।

• Online Mock Test দেওয়াটা বেশ মজার এবং তার সাথে পড়া শেখার আগ্রহ বাড়িয়ে তোলে।

• নিয়মিতভাবে Mock Test দিলে আপনার আত্মবিশ্বাস তৈরি করতে এবং পরীক্ষা উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।

👉Prosnodekho.com থেকে Mock Test কেন দেবেন ?

• পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস ও প্রশ্নকাঠামো অনুসরণ করে প্রশ্ন তৈরি করা হয়।

• প্রতিদিন যখন ইচ্ছে Online Mock Test দিতে পারবেন।

• পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন প্রশ্নের Mock Test পাওয়া যায়।

• আপনার পরীক্ষার প্রস্তুতির কৌশলের অংশ হিসাবে মক্ টেস্টগুলি অত্যন্ত অপরিহার্য।

Aam Atir Bhepu 4-5

1 / 25

১.দুর্গার টিনের পুতুলের বাক্স বার করে এনেছিল—

 

2 / 25

২. দুর্গার বাক্সে অনুসন্ধান করে পাওয়া গিয়েছিল—

 

3 / 25

৩. যার পুতুলের বাক্স থেকে পুঁতির মালা চলে গিয়েছিল বলে দুর্গার ওপর দোষ দেওয়া হয়েছিল—

 

4 / 25

৪. দিদিকে খুঁজতে গিয়ে অপু দিদির কথা প্রথম জিজ্ঞেস করেছিল—

 

5 / 25

৫. 'সেখানে দুর্গা প্রায়ই থাকে।' এখানে বলতে কোথায় ?

 

6 / 25

৬. অপু কোন শ্রেণীতে পড়ে ?

7 / 25

৭. অপুর কাছে কার রচিত পাঁচালী ছিল ?

8 / 25

৮. 'মিষ্টি যেন গুড়।'- দুর্গা এখানে কোন ফলের কথা বলেছে ?

9 / 25

৯. 'ওদের তুমি মঙ্গল করো' কে সন্তানদের জন্য মঙ্গল কামনা করেছিল ?

10 / 25

১০. 'কবিরাজি ঔষধের তালিকা' রয়েছে কার কাছে—

 

11 / 25

১১. কোন গাছের ফুল শুঁয়ার মতো মতো পালকওয়ালা ও সাদা সাদা ?

12 / 25

১২. সোনামুখী তলায় দুর্গা কয়টা আম কুড়িয়ে পেয়েছিল ?

13 / 25

১৩. সোনামুখী তলায় অপু কয়টা আম কুড়িয়ে পেয়েছিল ?

14 / 25

১৪. হৈ-হাই শব্দে কার বাড়ির ছেলেমেয়েরা সোনামুখী তলায় আম কুড়াতে গিয়েছিল ?

15 / 25

১৫. সোনামুখী তলা থেকে কে দুর্গাকে চলে যেতে বলেছিল ?

16 / 25

১৬. সোনামুখী থেকে গড়ের পুকুর ধারের বাগান যেতে কত সময় লাগে ?

17 / 25

১৭. গড়ের পুকুর ধারের বাগানে দুর্গা ক'টা আম খেয়েছেলো ?

18 / 25

১৮. 'নেবুর পাতায় করমচার/হে বিষ্টি ধরে যা।' বৃষ্টির সময় কারা চেঁচিয়ে বলছিল ?

19 / 25

১৯. ঝড়ের সময় যে গাছের তলায় অপু ও দুর্গা দাঁড়িয়েছিল সে গাছের মাথায় কোন ফল ঝুলছিল ?

 

20 / 25

২০. বৃষ্টির পর কার স্ত্রী পুকুরঘাটে যাচ্ছিল ?

21 / 25

২১. বৃষ্টির পর বাড়ি ফেরার সময়ে দুর্গার হাতে কি ছিল ?

22 / 25

২২. বৃষ্টির পর বাড়ি ঢোকার সময় অপুর হাতে কি ছিল ?

23 / 25

২৩. সর্বজয়া কুয়োঁর জল তুলতে কার বাড়ি যেত ?

24 / 25

২৪. ঝড়ের পরে দুর্গা কার বাগান থেকে নারিকেল কুড়ি এনেছিল ?

25 / 25

২৫. সর্বজয়া দুর্গাকে সতুদের বাড়িতে কি ফেরত দিয়ে আসতে বলেছিল ?

Your score is

The average score is 60%

0%

This Post Has 3 Comments

  1. Unknown

    Very useful content, Thank you.

  2. Anonymous

    It is a very useful content. It helps in my CBSE Term 1 examination. Thank you.

Leave a Reply