MCQ Mock Test for Class 9 Sahitya Sanchayan O Aam Atir Bhepu New Syllabus সাহিত্য সঞ্চয়ন ও আম আঁটির ভেঁপু।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

                     Mock Test
                  ১.গদ্য-ছুটি
                  ২.গদ্য-চিঠি
                  ৩.কবিতা-খেয়া
                  ৪. স্বরসন্ধি
১.কলকাতায় মামার বাড়ি যাওয়ার সময় ফটিক মাখনকে কী কী দিয়েছিল ?



(ক) ছিপ ঘুড়ি লাটাই।

২. ফটিকের কয়জন মামাতো ভাই আছে?



(গ) তিন জন।

৩. মাঠে খেলতে গিয়ে ‘মারো ঠেলা হেঁইয়ো’ বলে কারা খেলছিল? 



(ক) ছেলেরা।

৪. ফটিকের মামার নাম কী ?



(খ) বিশ্বম্ভর।

৫. ছুটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?



(ক) সাধনা পত্রিকায়।

৬. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটি নেওয়া হয়েছে-



(ক) গল্পগুচ্ছ থেকে।

৭. ফটিকের মামা কোথায় কাজ করতে গিয়েছিলেন ?



(খ) পশ্চিমে।

৮. স্বামীজী কাকে ‘জো’ বলে ডাকতেন?



(ক) মিস জোসেফাইন ম্যাকলাউড।

৯. মিসেস বুলের বয়স কত ?



(ক) 50 বছর। 

১০. মিস নোবেলের ধমনীতে কোন রক্ত প্রবাহিত?



(খ) কেল্টিক রক্ত।

১১.  ‘নারীকুলের রত্নবিশেষ’ কাকে বলা হয়েছে?



 (গ) মিসেস সেভিয়ার ।

১২. মিস নোবেলের পুরো নাম কী ?



(খ) মিস মার্গারেট নোবেল।

১৩. স্টার্ডির পুরো নাম কী ছিল?



(ক) মিঃ ইটি স্টার্ডি।

১৪. ‘…. একবার বেরোলে আর ভিতরে যায় না…’ভিতরে কী যায় না ?



(গ) হাতির দাঁত।

১৫. পাঠ্য ‘খেয়া’ কবিতাটি কী ধরনের কবিতা ?



(গ) রূপকধর্মী কবিতা।

১৬. ‘রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত খেয়া কবিতাটি তে কয়টি গ্রামের কথা কবি বলেছেন ?



(ঘ) দুইটি।

১৭. ‘উঠে কত সুধা’- এখানে ‘সুধা’ হলো-



(গ) অমৃত।

১৮. নব নব তৃষ্ণা ও ক্ষুধায় কী পরিপূর্ণ হলো ?



(ক) সভ্যতা।

১৯. __________ মুকুট কত ফুটে আর টুটে-



(গ) সোনার।

২০. সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী আনাগোনা করে ?



(খ) দুপারের গ্রামবাসী।

২১. অপু কোন সময় পাখি দেখতে গিয়েছিল ?



ক) মাঘ মাসের শেষে।

২২. অপু কোন মাঠে পাখি দেখতে গিয়েছিল ?



খ) কুটির মাঠে।

২৩. অপুর দিদির বয়স- 



ক) দশ-এগারো

২৪. হরিহর যাঁর বাড়িতে গোমস্তার কাজ করে-



খ) অন্নদা রায়।

২৫. কোনো এক __________  অপুর মা চিংড়ি মাছ  রান্না করছিল।



ক) গ্রীষ্ম দুপুরে।

26. কে মাথায় করে খাবার ফেরি করে ?



খ) চিনিবাস।

27. দুর্গার বাক্সে অনুসন্ধান করে পাওয়া গিয়েছিল-



গ) পুঁতির মালা ও আমের গুটি।

28. ‘কবিরাজি ঔষধের তালিকা’ রয়েছে কার কাছে-



গ) অপুর কাছে।

29. সোনামুখী তলায় দুর্গা কয়টা আম কুড়িয়ে পেয়েছিল?



গ) আট-নয়টা।

30. সর্বজয়া দুর্গাকে সতুদের বাড়িতে ________ ফেরত দিয়ে আসতে বলেছিল-



ক) নারিকল।

31. অপর+অহ্ণ- এর সন্ধিবদ্ধ পদ কী হবে?



(খ) অপরাহ্ণ।

32. অতীব- পদটির সন্ধি বিচ্ছেদ কী হবে?



(খ) অতি + ইব।

33. ভানুদয়- পদটির সন্ধি বিচ্ছেদ কী হবে?



(ক) ভানু + উদয়।

34. মহা + ঈশ্বর এর সন্ধিবদ্ধ পদ কী হবে?



(ক) মহেশ্বর

35. উত্তর + উত্তর এর সন্ধিবদ্ধ পদ কী হবে?



(গ) উত্তরোত্তর।

36. তথৈবচ- পদটির সন্ধি বিচ্ছেদ কী হবে?



(ঘ) তথা + এবচ।

37. মনু + অন্তর- এর সন্ধিবদ্ধ পদ কী হবে?



(ঘ) মন্বন্তর।

38. গো + অক্ষ- এর সন্ধিবদ্ধ পদ কী হবে?



(খ) গবাক্ষ।

39. পশ্বধম- পদটির সন্ধি বিচ্ছেদ কী হবে?



(ক) পশু + অধম।

40. মাত্রাদেশ- পদটির সন্ধি বিচ্ছেদ কী হবে?



(গ) মাতৃ + আদেশ।

তোমার বন্ধুদের শেয়ার করো….

This Post Has One Comment

  1. Unknown

    thanks for the online mock test

Leave a Reply