অসুখী একজন কবিতার MCQ মক্ টেস্ট দশম শ্রেণি | MCQ Mock Test Poem Asukhi Ekjon Class 10 WBBSE

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অসুখী একজন কবিতার বহুবিকল্পীয় প্রশ্নের মক্ টেস্ট | অসুখী একজন কবিতার MCQ মক্ টেস্ট দশম শ্রেণি | MCQ Mock Test Poem Asukhi Ekjon Class 10 WBBSE

মাধ্যমিক বাংলা সিলেবাস ২০২৫| দশম শ্রেণির বাংলা পাঠ্যসূচী ২০২৫ | WBBSE Madhyamik Bengali Syllabus 2025

দশম শ্রেণির বাংলা পাঠ্যবই সমাধান | WBBSE Bengali Textbook Solution

দশম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট | WBBSE Madhyamik All Subject Unit Test Question Paper

মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ | WBBSE Madhyamik Exam Routine 2025

দশম শ্রেণির বিগত বছরের প্রশ্নপত্র সমস্ত বিষয় | WBBSE All Subject Previous Year Question Paper

দশম শ্রেণির সমস্ত বিষয়ের মক্ টেস্ট | WBBSE Class 10 All Subject MCQ MOCK Test

• সঠিক উত্তরটি নির্বাচন করো : (প্রশ্নের মান-১)

Q ➤ ১.’অসুখী একজন’কবিতার কবি পাবলো নেরুদার জন্মস্থান- (ক) চিলি (খ) জার্মানি (গ) আফ্রিকা (ঘ) আর্জেন্টিনা


Q ➤ ২.অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত ? (ক) ফরাসি (খ) আরবি (গ) স্পেনিশ (ঘ) ইংরেজি


Q ➤ ৩. নবারুণ ভট্টাচার্য রচিত ’অসুখী একজন’ কবিতাটি তাঁর কোন গ্রন্থের অন্তর্গত- (ক) বিদেশি কবিতার বাহার (খ) বিদেশি ফুলে রক্তের ছিটে (গ) বিদেশি ফুলের রক্তের ডালা (ঘ) বিদেশি ফুলের স্বদেশী গান


Q ➤ ৪.’অসুখী একজন’কবিতাটি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত- (ক) Extravagaria (খ) Extravagaria (গ) Paradise Lost (ঘ) Twillight


Q ➤ ৫.”আমি তাকে ছেড়ে দিলাম”।-‘অসুখী একজন’কবিতায় ‘তাকে’ বলতে বোঝানো হয়েছে- (ক) বাড়ির ভৃত্যকে (খ) গির্জার নানকে (গ) একটি কুকুরকে (ঘ) একজন মেয়েকে


Q ➤ ৬.’অসুখী একজন’কবিতায় কথক মেয়েটিকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যান- (ক) ঘরের মধ্যে (খ) জানালার পাশে (গ) উঠোনে (ঘ) দরজায়


Q ➤ ৭. সে জানতো না আমি আর- (ক) কখনো কথা বলবো না (খ) কখনো ফিরে আসবো না (গ) কখনো যুদ্ধে যাবো না (ঘ) কখনো গান গাইব না


Q ➤ ৮. অসুখী একজন কবিতাটি বাংলায় তরজমা করেন ? (ক) বিজন ভট্টাচার্য (খ) নবারুণ ভট্টাচার্য (গ) মহাশ্বেতা দেবী (ঘ) জয় গোস্বামী


Q ➤ ৯. একটা সপ্তাহ আর একটা- (ক) মাস কেটে গেল (খ) বছর কেটে গেল (গ) একটা করে বছর চলে গেল (ঘ) ছুটে গেল কিছু মানুষ


Q ➤ ১০.পাবলো নেরুদার প্রকৃত নাম- (ক) নেপতালি রিকার্দো বাসোয়ালতো (খ) গঞ্জালো ভিদেলা (গ) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো (ঘ) পাবলো পিকাসো


Q ➤ ১১.অসুখী একজন কবিতায় বৃষ্টি কী ধুয়ে দিয়েছিল ? (ক) রাস্তার ধুলো (খ) রক্তের দাগ (গ) কথকের পায়ের দাগ (ঘ) কাঠ কয়লার দাগ


Q ➤ ১২. তারপর যুদ্ধ এলো- (ক) শান্ত হলুদ দেবতাদের মত (খ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত (গ) মৃত মানুষের পাহাড়ের মত (ঘ) প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডবের মত


Q ➤ ১৩.’ডুবে ছিল ধ্যানে’- কারা ডুবেছিল ধ্যানে। ? (ক) কবির পরিবার (খ) দেবতারা (গ) মানুষেরা (ঘ) ঋষি মনিরা


Q ➤ ১৪. রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত যুদ্ধে- (ক) সবকিছু ধ্বংস হলো (খ) অপেক্ষারত মেয়েটি মারা গেল (গ) শিশু আর বাড়িরা খুন হলো (ঘ) দেবতাদের বিনাশ হল


Q ➤ ১৫.দেবতারা কত বছর ধরে ডুবে ছিল ? (ক) হাজার বছর (খ) একশো বছর (গ) কুড়ি বছর (ঘ) দশ বছর


Q ➤ ১৬. যুদ্ধের ভয়ানক ধ্বংসের মাঝেও- (ক) মেয়েটির মৃত্যু হল না (খ) কথকের মৃত্যু হলো না (গ) দেবতাদের ধ্যান ভঙ্গ হলো না (ঘ) শিশু ও বাড়িরা ধ্বংস হলো না


Q ➤ ১৭.অসুখী একজন কবিতায় কবি ক’টি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন ? (ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) চারটি


Q ➤ ১৮. যুদ্ধের ভয়াবহতায় সমস্ত সমতলে- (ক) ভূমিকম্প হল (খ) ধরে গেল আগুন (গ) ধ্বংসস্তূপ গড়ে উঠলো (ঘ) জমাট বাধলে রক্তের দাগ


Q ➤ ১৯. “হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে”- (ক) শিশু ও বাড়িরা (খ) শান্ত হলুদ দেবতারা (গ) গির্জার নানরা (ঘ) অপেক্ষারত মেয়েটি


Q ➤ ২০.অসুখী একজন কবিতায় কবি ঝুলন্ত বিছানার পাশের গাছটি ছিল- (ক) গোলাপি (খ) সবুজ (গ) হলুদ (ঘ) নীল


Q ➤ ২১.”উলটে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে”- কারা ? (ক) গির্জার নানরা (খ) অপেক্ষারত মেয়েটি (গ) শিশু ও বাড়িরা (ঘ) শান্ত হলুদ দেবতারা


Q ➤ ২২.“তারা আর স্বপ্ন দেখতে পারল না।” – কারা স্বপ্ন দেখতে পারল না ? (২০২০) (ক) সেই মেয়েটি (খ) গির্জার নান (গ) কবিতার কথক (ঘ) শান্ত হলুদ দেবতারা


Q ➤ ২৩.”যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে ছিলাম”- ‘যেখানে’ বলতে বোঝানো হয়েছে- (ক) বাড়ির শয়নকক্ষে (খ) যুদ্ধক্ষেত্রের পাশে (গ) মিষ্টি বাড়ির বারান্দায় (ঘ) বাড়ির উঠানে


Q ➤ ২৪. শিশু আর বাড়িরাখুন হলো- (ক) যুদ্ধে (খ) ধ্যানমগ্ন অবস্থায় (গ) ঝড়-বৃষ্টিতে (ঘ) প্রবল ভূমিকম্পে


Q ➤ ২৫. যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইল- (ক) মৃতদেহ (খ) কাঠ কয়লা (গ) শান্ত হলুদ দেবতারা (ঘ) শিশু ও নানরা


Q ➤ ২৬. যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল মৃত পাথরের মূর্তির বীভৎস- (ক) দেহ (খ) মাথা (গ) কঙ্কাল (ঘ) রক্তমাখা শরীর


Q ➤ ২৭. আর সেই মেয়েটি আমার- (ক) ভালোবাসায় (খ) অপেক্ষায় (গ) ব্যথায় কাতর (ঘ) বিরহে বিষন্ন


Q ➤ ২৮.অসুখী একজন কবিতায় কবি সেই মিষ্টি বাড়ির জল তরঙ্গটি কোন সময়ের- (ক) প্রাচীনকালের (খ) আধুনিক সময়ের (গ) বিংশ শতকের (ঘ) মধ্যযুগের


Q ➤ ২৯. ‘অসুখী একজন’কবিতায় যে বাদ্যযন্ত্রের কথা আছে- (ক) হারমোনিয়াম (খ) সেতার (গ) জলতরঙ্গ (ঘ) একতারা


Q ➤ ৩০. ‘সে জানতো না।’- সে কী জানত না ? (ক) কথক ফিরে আসবে (খ) কথক আর কখনো ফিরে আসবে না (গ) কথক কখন আসবে (ঘ) কথক শীঘ্রই ফিরে আসবে


Q ➤ ৩১. ‘অসুখী একজন’ কবিতাটির কবি হলেন– (ক) মানেজ (খ) রোকে ডালটন (গ) লেওজেল রুগমা (ঘ) পাবলো নেরুদ


Q ➤ ৩২. পাবলো নেরুদা ছিলেন – (ক) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ (খ) ইউরোপিয়ান কবি ও রাজনীতিবিদ (গ) রাশিয়ান কবি ও ভাস্কর্য শিল্পী (ঘ) জার্মান কবি ও চিত্রকর


Q ➤ ৩৩. অসুখী একজন’ কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল- (ক) মশারির (খ) চিমনির (গ) বিছানার (ঘ) বসার ঘরের


Q ➤ ৩৪. একটা কুকুর চলে যাওয়ার পর হেঁটে গিয়েছিল – (ক) গির্জার এক নান (খ) পরাজিত সৈনিক (গ) কবির আপনজন (ঘ) গল্পের কথক


Q ➤ ৩৫. ‘অসুখী একজন’ কবিতায় শিশু আর বাড়িরা- (ক) হারিয়ে গেল (খ) খুন হল (গ) বেঁচে গেল (ঘ) ফিরে এলো


Leave a Reply