বহুবিকল্পভিত্তিক প্রশ্নের উত্তর : দ্বিতীয় অধ্যায় সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা দশম শ্রেণি ইতিহাস | MCQ Question Answer Chapter-2 Class 10 History wbbse

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বহুবিকল্পভিত্তিক প্রশ্নের উত্তর : দ্বিতীয় অধ্যায় সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা দশম শ্রেণি ইতিহাস | MCQ Question Answer Chapter-2 Class 10 History wbbse

1. দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

2. দশম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

3. দশম শ্রেণির ইতিহাস সমস্ত বিষয়ের ইউনিট টেস্টClick Here

বহুবিকল্পভিত্তিক প্রশ্নের উত্তর : দ্বিতীয় অধ্যায় দশম শ্রেণি ইতিহাস | MCQ Question Answer Chapter-2 Class 10 (Madhyamik) History wbbse

সঠিক উত্তরটি নির্বাচন করো ; প্রতিটি প্রশ্নের মান- ১

১. ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন–
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) অক্ষয়কুমার দত্ত

উত্তরঃ (খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

২. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম প্রকাশ ঘটে-
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে।

৩. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) হরিশচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ) উমেশচন্দ্র দত্ত

উত্তরঃ (ক) গিরিশচন্দ্র ঘোষ।

৪. ভারতের প্রথম সংবাদপত্র হল–
(ক) বেঙ্গল গেজেট
(খ) সমাচার দর্পণ
(গ) হিন্দু প্যাট্রিয়ট
(ঘ) বামাবোধিনী

উত্তরঃ (ক) বেঙ্গল গেজেট

৫. ‘বামাবোধিনী’ পত্রিকার স্বত্বাধিকারী ও সম্পাদক ছিলেন-
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
(ঘ) শিশিরকুমার ঘোষ

উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত।

৬. ব্রাহ্মধর্মের প্রবর্তক হলেন—
(ক) রামমোহন রায়
(খ) বিবেকানন্দ
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) রামমোহন রায়

৭. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি ছিল–
(ক) সাপ্তাহিক পত্রিকা
(খ) মাসিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(ঘ) পাক্ষিক পত্রিকা

উত্তরঃ (খ) মাসিক পত্রিকা

৮. ভারতের প্রথম জাতীয় পত্রিকাটি হল–
(ক) সমাচার দর্পণ
(খ) হিন্দু প্যাট্রিয়ট
(গ) সোমপ্রকাশ
(ঘ) বেঙ্গল গেজেট

উত্তরঃ (খ) হিন্দু প্যাট্রিয়ট

৯. ‘সংবাদ প্রভাকর’ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন—
(ক) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(খ) ঈশ্বরীপ্রসাদ বসু
(গ) ঈশ্বর রায়চৌধুরী
(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তরঃ (ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত।

১০. ‘সোমপ্রকাশ’ নামক সংবাদপত্র প্রথম প্রকাশিত হয় –
(ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে

১১. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন–
(ক) রাধাকান্ত দেব
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তরঃ (ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

১২. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রথমবার প্রকাশিত হয়–
(ক) ১৮২০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে।

১৩. ‘গ্রামবার্তা প্রকাশিকা’র মোট যে ক’ভাগ প্রকাশিত হয়েছিল ?
(ক) ১৭ ভাগ
(খ) ১৯ ভাগ
(গ) ৫০ ভাগ
(ঘ) ৭১ ভাগ

উত্তরঃ (খ) ১৯ ভাগ

১৪. ‘গ্রামবার্তা প্রকাশিকা ‘ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –
(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(খ) হরিনাথ মজুমদার
(গ) গিরিশচন্দ্র ঘোষ
(ঘ) মধুসূদন দত্ত

উত্তরঃ (খ) হরিনাথ মজুমদার

১৫. ‘গ্রামবার্তা প্রকাশিকা’র সম্পাদক হলেন–
(ক) দীনবন্ধু মিত্র
(খ) মধুসূদন দত্ত
(গ) হরিশচন্দ্র মুখার্জি
(ঘ) এদের কেউ নন

উত্তরঃ (ঘ) এদের কেউ নন

১৬. ‘হুতোমপ্যাঁচা’ কার ছদ্মনাম ?
(ক) শিশিরকুমার ঘোষের
(খ) উমেশচন্দ্র দত্তের
(গ) কালীপ্রসন্ন সিংহের
(ঘ) অমৃতলাল বসুর

উত্তরঃ (গ) কালীপ্রসন্ন সিংহের।

১৭. হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়—
(ক) ১৭৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৮৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৭৮০ খ্রিস্টাব্দে

১৮. প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম হল–
(ক) বেঙ্গল গেজেট
(খ) দিগদর্শন
(গ) সম্বাদ কৌমুদী
(ঘ) প্রভাকর

উত্তরঃ (খ) দিগদর্শন

১৯. ‘দিগদর্শন’ প্রকাশ করেন –
(ক) তারাচাঁদ দত্ত
(খ) কালিপ্রসাদ ঘোষ
(গ) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) জে মার্শম্যান

উত্তরঃ (ঘ) জে মার্শম্যান

২০. ‘বামাবোধিনী পত্রিকা’ প্রকাশিত হয় –
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬১ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে

২১. ‘বামাবোধিনী পত্রিকা’ ছিল–
(ক) দৈনিক পত্রিকা
(খ) মাসিক পত্রিকা
(গ) সাপ্তাহিক পত্রিকা
(ঘ) ত্রৈমাসিক পত্রিকা

উত্তরঃ (খ) মাসিক পত্রিকা

২২. ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন—
(ক) শিশিরকুমার ঘোষ
(খ) কৃস্লচন্দ্র মজুমদার
(গ) উমেশচন্দ্র দত্ত
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তরঃ (গ) উমেশচন্দ্র দত্ত

২৩. ব্রাহ্মসমাজের বামাবোধিনী সভার মুখপত্র ছিল—
(ক) সম্বাদ কৌমুদী
(খ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা
(গ) বামাবোধিনী পত্রিকা
(ঘ) প্রভাকর

উত্তরঃ (গ) বামাবোধিনী পত্রিকা।

২৪. ‘হুতোমপ্যাঁচার নক্সা’ রচনা করেন-
(ক) শিশিরকুমার ঘোষ
(খ) উমেশচন্দ্র দত্তের
(গ) কালীপ্রসন্ন সিংহ
(ঘ) অমৃতলাল বসু

উত্তরঃ (গ) কালীপ্রসন্ন সিংহ।

২৫. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ হল একটি–
(ক) পত্রিকা
(খ) কাব্যগ্রন্থ
(গ) কবিতা
(ঘ) নাটক

উত্তরঃ (ঘ) নাটক।

২৬. নীলদর্পণ নাটককে ‘আঙ্কল টমস কেবিন’ এর সঙ্গে তুলনা করেছিলেন—
(ক) নবগোপাল মিত্র
(খ) শিশির কুমার ঘোষ
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২৭. ‘নীলদর্পণ’ প্রথমবার প্রকাশিত হয়–
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৬০ খ্রিস্টাব্দে।

২৮. নীলদর্পণ নাটকের প্রথম অভিনয় হয় –
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে

২৯. ‘নীলদর্পণ’-এর ইংরেজি অনুবাদটি প্রকাশিত হয় যার নামে তিনি হলেন–
(ক) দীনবন্ধু মিত্র
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) গিরিশচন্দ্র ঘোষ
(ঘ) রেভারেন্ড জেমস লং

উত্তরঃ (ঘ) রেভারেন্ড জেমস লং

৩০. সূচনাকালে ‘হিন্দু প্যাট্রিয়ট’ ছিল একটি–
(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(ঘ) মাসিক পত্রিকা

উত্তরঃ (খ) সাপ্তাহিক পত্রিকা।

৩১. ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা হয়–
(ক) ১৮৩২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে।

৩২. এশিয়াটিক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয়–
(ক) ১৭৭৪ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯৮ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৭৮৪ খ্রিস্টাব্দে

৩৩. ‘জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন’ প্রতিষ্ঠিত হয়েছিল‌। অথবা, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়–
(ক) ১৭১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে

৩৪. ‘জনশিক্ষা কমিটি’ বা ‘কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন’ গঠিত হয়–
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে।

৩৫. জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন–
(ক) টমাস মেকলে
(খ) উইলিয়াম জোনস
(গ) কোলব্রুক
(ঘ) ডেভিড ড্রামন্ড

উত্তরঃ (ক) টমাস মেকলে।

৩৬. কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮২০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮২৪ খ্রিস্টাব্দে

৩৭. ‘হিন্দু কলেজ’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮১১ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে।

৩৮. হিন্দু কলেজ বর্তমানে যে নামে পরিচিত–
(ক) সেন্ট জেভিয়ার্স
(খ) স্কটিশচার্চ কলেজ
(গ) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
(ঘ) প্রেসিডেন্সি কলেজ

উত্তরঃ (গ) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

৩৯. মেকলে মিনিট প্রকাশিত হয়–
(ক) ১৮০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮২০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে।

৪০. ভারতে পাশ্চাত্য শিক্ষার ‘ম্যাগনাকার্টা’ বলা হয়–
(ক) মেকলে মিনিটকে
(খ) উডের ডেসপ্যাচকে
(গ) চুঁইয়ে পড়া নীতিকে
(ঘ) অকল্যান্ড মিনিটকে

উত্তরঃ (খ) উডের ডেসপ্যাচকে।

৪১. ভারতে পাশ্চাত্য শিক্ষার নীতি গৃহীত হয়–
(ক) ১৮২৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮২৪ খ্রিস্টাব্দে

৪২. পাশ্চাত্য শিক্ষার প্রধান উদ্যোক্তা ছিলেন–
(ক) লর্ড বেন্টিঙ্ক
(খ) জেমস প্রিন্সেপ
(গ) লর্ড মেকলে
(ঘ) রামমোহন রায়

উত্তরঃ (ঘ) রামমোহন রায়

৪৩. ‘উডের ডেসপ্যাচ’ প্রকাশিত হয় –
(ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে

৪৪. ভারতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে–
(ক) চুঁইয়ে পড়া নীতির দ্বারা
(খ) উডের ডেসপ্যাচ দ্বারা
(গ) জনশিক্ষা কমিটির দ্বারা
(ঘ) মেকলে মিনিট দ্বারা

উত্তরঃ (ঘ) মেকলে মিনিট দ্বারা।

৪৫. ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮০০ খ্রিস্টাব্দে
(খ) ১৮২০ খ্রিস্টাব্দে
(গ) ১৮২৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮০০ খ্রিস্টাব্দে।

৪৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার যে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন, সেটি হল–
(ক) কলকাতা মাদ্রাসা
(খ) সংস্কৃত কলেজ
(গ) হুগলি কলেজ
(ঘ) হিন্দু কলেজ

উত্তরঃ (খ) সংস্কৃত কলেজ

৪৭. জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন বর্তমানে যে নামে পরিচিত–
(ক) প্রেসিডেন্সি কলেজ
(খ) স্কটিশ চার্চ কলেজ
(গ) সেন্ট জেভিয়ার্স কলেজ
(ঘ) বিদ্যাসাগর কলেজ

উত্তরঃ (খ) স্কটিশ চার্চ কলেজ

৪৮. ‘ক্যালকাটা ফিমেল স্কুল’ প্রতিষ্ঠিত হয়–
(ক) ১৮২৬ খ্রিস্টাব্দে
(খ) ১৮৪৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৪৯ খ্রিস্টাব্দে

৪৯. ‘কলকাতা স্কুল বুক সোসাইটি’ গঠিত হয়–
(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে।

৫০. ক্যালকাটা ফিমেল স্কুল যখন থেকে বেথুন স্কুল নামে পরিচিত হয়–
(ক) ১৮৬২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫১ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৫১ খ্রিস্টাব্দে

৫১. বেথুন স্কুল বেথুন কলেজে উন্নীত হয়—
(ক) ১৮৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

৫২. ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ র প্রথম সম্পাদক ছিলেন—
(ক) রাজা রামমোহন রায়
(খ) রাজা রাধাকান্ত দেব
(গ) উইলিয়াম কেরি
(ঘ) এঁদের কেউ নন

উত্তরঃ (খ) রাজা রাধাকান্ত দেব

৫৩. ‘বেথুন স্কুল’ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৪৯ খ্রিস্টাব্দে।

৫৪. ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠা করেন—
(ক) রামমোহন রায়
(খ) রাধাকান্ত দেব
(গ) ড্রিংক ওয়াটার বেথুন
(ঘ) ডেভিড হেয়ার

উত্তরঃ (ঘ) ডেভিড হেয়ার

৫৫. স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮২০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮১৭ খ্রিস্টাব্দে

৫৬. ‘স্ত্রীশিক্ষা বিধায়ক‘ (১৮২২ খ্রি.) গ্রন্থ রচনা করেন–
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রাধাকান্ত দেব
(গ) গৌরমোহন বিদ্যালঙ্কার
(ঘ) রামমোহন রায়

উত্তরঃ (গ) গৌরমোহন বিদ্যালঙ্কার

৫৭. স্কটিশচার্চ কলেজের পূর্ব নাম ছিল–
(ক) হিন্দু কলেজ
(খ) জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন
(গ) এলফিনস্টোন কলেজ
(ঘ) মেট্রোপলিটান কলেজ

উত্তরঃ (খ) জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন।

৫৮. ব্রাহ্মসমাজের মুখপত্র ছিল—
(ক) বামাবোধিনী পত্রিকা
(খ) বিদ্যাহারাবলী পত্রিকা
(গ) সর্বশুভকরী পত্রিকা
(ঘ) তত্ত্ববোধিনী পত্রিকা

উত্তরঃ (ঘ) তত্ত্ববোধিনী পত্রিকা।

৫৯. ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি–
(ক) রাজা রামমোহন রায়
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) ড্রিংক ওয়াটার বিটন (বেথুন)

উত্তরঃ (খ) কালীপ্রসন্ন সিংহ

৬০. ভারতে শিক্ষাক্ষেত্রে ‘চুঁইয়ে পড়া ‘ নীতির প্রবর্তন করেন—
(ক) চার্লস উড
(খ) লর্ড আমহার্স্ট
(গ) হোরেস উইলসন
(ঘ) মেকেলে

উত্তরঃ (ঘ) মেকেলে

৬১. ‘কলকাতা মেডিকেল কলেজ’ স্থাপিত হয়–
(ক) ১৮১৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে।

৬২. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ–
(ক) ড. এন. ওয়ালিশ
(খ) ড. জে. গ্রান্ট
(গ) ড. এম. জে. ব্রামলি
(ঘ) ড. এইচ. এইচ. গুডিভ

উত্তরঃ (গ) ড. এম. জে. ব্রামলি।

৬৩. কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন–
(ক) রামমোহন রায়
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) শিবনাথ শাস্ত্রী
(ঘ) রামচন্দ্র বিদ্যাবাগীশ

উত্তরঃ (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর

৬৪. ‘নব্যবঙ্গ’ কথাটি প্রথম ব্যবহার করেন–
(ক) ডিরোজিও
(খ) ডেভিড হেয়ার
(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(ঘ) রামমোহন রায়

উত্তরঃ (গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

৬৫. ‘নব্যবঙ্গ’ র প্রতিষ্ঠাতা ছিলেন –
(ক) রামমোহন রায়
(খ) ডিরোজিও
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ (খ) ডিরোজিও

৬৬. ‘লন্ডন ফার্মাকোপিয়া’ এবং ‘অ্যানাটমি’ নামক দুটি গ্রন্থের বঙ্গানুবাদ করেন–
(ক) রাজকৃষ্ণ দে
(খ) উমাচরণ শেঠ
(গ) দ্বারকানাথ গুপ্ত
(ঘ) মধুসূদন গুপ্ত

উত্তরঃ (ঘ) মধুসূদন গুপ্ত।

৬৭. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য–
(ক) উইলিয়াম কোলভিল
(খ) চার্লস উড
(গ) টমাস মেকলে
(ঘ) চার্লস গ্র্যান্ট প্রতিষ্ঠা হয়

উত্তরঃ (ক) উইলিয়াম কোলভিল।

৬৮. ‘সংবাদ প্রভাকর’– এর সম্পাদক ছিলেন—
(ক) ভবানীচরণ
(খ) ঈশ্বর গুপ্ত
(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(ঘ) মার্শম্যান

উত্তরঃ (খ) ঈশ্বর গুপ্ত

৬৯. বাংলায় সংবাদপত্রের সূচনা ঘটায়—
(ক) সোমপ্রকাশ
(খ) সমাচার দর্পণ
(গ) বেঙ্গল গেজেট
(ঘ) দিগদর্শন

উত্তরঃ (গ) বেঙ্গল গেজেট

৭০. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়–
(ক) ১৮৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে।

৭১. ‘আধুনিক ভারতের জনক’ বলা হয়–
(ক) রাজা রামমোহন রায়কে
(খ) বিদ্যাসাগরকে
(গ) কেশবচন্দ্র সেনকে
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুরকে

উত্তরঃ (ক) রাজা রামমোহন রায়কে।

৭২. জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয়—
(ক) ১৮০০ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮২৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮২৩ খ্রিস্টাব্দে

৭৩. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন—
(ক) রামমোহন রায়
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) আনন্দমোহন বসু

উত্তরঃ (গ) কেশবচন্দ্র সেন

৭৪. সতীদাহপ্রথা রদ করেন—
(ক) লর্ড ডাফরিন
(খ) লর্ড আমহার্স্ট
(গ) লর্ড কার্জন
(ঘ) লর্ড বেন্টিঙ্ক

উত্তরঃ (ঘ) লর্ড বেন্টিঙ্ক।

৭৫. সতীদাহপ্রথা রদ হয়—
(ক) ১৮২০ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে।

৭৬. ১৮৯৩ খ্রিস্টাব্দে বিশ্বধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়—
(ক) ইংল্যান্ডে
(খ) ফ্রান্সে
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(ঘ) জার্মানিতে

উত্তরঃ (গ) মার্কিন যুক্তরাষ্ট্রে

৭৭. কোন খ্রিস্টান মিশনারি এদেশে ইংরেজি শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল ?
(ক) রবার্ট মে
(খ) ওয়ার্ড
(গ) উইলিয়াম কেরি
(ঘ) মার্শম্যান

উত্তরঃ (গ) উইলিয়াম কেরি

৭৮. ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে অন্যতম–
(ক) শাস্তিসুধা ঘোষ
(খ) কল্পনা মিত্র
(গ) প্রিয়ংবদা দেবী
(ঘ) চন্দ্ৰমুখী বসু

উত্তরঃ (ঘ) চন্দ্ৰমুখী বসু

৭৯. বিধবাবিবাহ আইন পাস করেন–
(ক) লর্ড ক্যানিং
(খ) লর্ড বেন্টিঙ্ক
(গ) লর্ড ডাফরিন
(ঘ) লর্ড কর্নওয়ালিশ

উত্তরঃ (ক) লর্ড ক্যানিং।

৮০. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বাঙালি উপাচার্য–
(ক) আশুতোষ মুখোপাধ্যায়
(খ) উমাপ্রসাদ মুখোপাধ্যায়
(গ) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
(ঘ) গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়

উত্তরঃ (ক) আশুতোষ মুখোপাধ্যায়

৮১. ইয়ং বেঙ্গল দলের প্রধান মুখপত্র ছিল–
(ক) সমাচার দর্পণ
(খ) জ্ঞানাম্বেষণ পত্রিকা
(গ) সম্বাদ কৌমুদী
(ঘ) মিরাৎ-উল-আখবার

উত্তরঃ (খ) জ্ঞানাম্বেষণ পত্রিকা

৮২. কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম এম.ডি. উপাধি প্রাপক–
(ক) মধুসূদন গুপ্ত
(খ) নীলরতন সরকার
(গ) ডা. মহেন্দ্রলাল সরকার
(ঘ) চন্দ্রকুমার দে

উত্তরঃ (ঘ) চন্দ্রকুমার দে

৮৩. ‘বিধবাবিবাহ আইন’ পাস হয়—
(ক) ১৮৪৬ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে।

৮৪. রামমোহন রায় কার কাছ থেকে ‘রাজা’ উপাধি পেয়েছিলেন ?
(ক) দ্বিতীয় বাহাদুর শাহ
(খ) সম্রাট ফারুকশিয়ার
(গ) জাহান্দার শাহ
(ঘ) দ্বিতীয় আকবর

উত্তরঃ (ঘ) দ্বিতীয় আকবর

৮৫. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয়—
(ক) 1872 খ্রিস্টাব্দে
(খ) 1878 খ্রিস্টাব্দে
(গ) 1876 খ্রিস্টাব্দে
(ঘ) 1894 খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) 1878 খ্রিস্টাব্দে

৮৬. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেন—
(ক) লর্ড কার্জন
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড লিটন
(ঘ) লর্ড নথক

উত্তরঃ (গ) লর্ড লিটন

৮৭. ‘ব্রহ্মানন্দ’ উপাধি ছিল—
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুরের
(খ) শিবনাথ শাস্ত্রীর
(গ) কেশবচন্দ্র সেনের
(ঘ) মধুসূদন গুপ্তর

উত্তরঃ (গ) কেশবচন্দ্র সেনের।

৮৮. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন—
(ক) লর্ড নর্থক
(খ) লর্ড কার্জন
(গ) লর্ড ওয়েলেসলি
(ঘ) ওয়ারেন হেস্টিংস

উত্তরঃ (ক) লর্ড নর্থক

৮৯. ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়—
(ক) বোম্বাই বিশ্ববিদ্যালয়
(খ) মাদ্রাজ বিশ্ববিদ্যালয়
(গ) বেনারস বিশ্ববিদ্যালয়
(ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়

উত্তরঃ (ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়

৯০. গ্রামবার্তাপ্রকাশিকা প্রকাশিত হতো—
(ক) কলকাতা
(খ) ঢাকা
(গ) নদিয়া
(ঘ) কুষ্টিয়া থেকে

উত্তরঃ (D) কুষ্টিয়া থেকে

৯১. রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন–
(ক) রাজা রামমোহন রায়
(খ) কেশবচন্দ্র সেন
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী

উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দ।

৯২. ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে—
(ক) বাংলায়
(খ) দিল্লিতে
(গ) মাদ্রাজে
(ঘ) বোম্বাইয়ে

উত্তরঃ (ক) বাংলায়

৯৩. ‘ব্রাহ্মসমাজ’ প্রতিষ্ঠিত হয়েছিল—
(ক) 1878 খ্রিস্টাব্দে
(খ) 1892 খ্রিস্টাব্দে
(গ) 1882 খ্রিস্টাব্দে
(ঘ) 1902 খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) 1878 খ্রিস্টাব্দে

৯৪. বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় ?
(ক) ঊনবিংশ শতক
(খ) বিংশ শতক
(গ) একবিংশ শতক
(ঘ) অষ্টাদশ শতক

উত্তরঃ (ক) ঊনবিংশ শতক

৯৫. “তিন আইন” পাস হয়—
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে।

৯৬. রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় ?
(ক) 1872 খ্রিস্টাব্দে
(খ) 1892 খ্রিস্টাব্দে
(গ) 1887 খ্রিস্টাব্দে
(ঘ) 1897 খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) 1897 খ্রিস্টাব্দে

৯৭. ‘আদি ব্রাহ্মসমাজ’– এর প্রধান নেতা ছিলেন—
(ক) কেশবচন্দ্র সেন
(খ) আনন্দমোহন বসু
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

৯৮. ‘প্রশ্নোত্তর’ গ্রন্থটি রচনা করেন–
(ক) বিদ্যাসাগর
(খ) কেশবচন্দ্র সেন
(গ) বিজয়কৃষ্ণ গোস্বামী
(ঘ) রামমোহন রায়

উত্তরঃ (গ) বিজয়কৃষ্ণ গোস্বামী।

৯৯. সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন—
(ক) বেন্টিঙ্ক
(খ) ওয়ারেন হেস্টিংস
(গ) লর্ড ওয়েলেসলি
(ঘ) রবার্ট ক্লাইভ

উত্তরঃ (ক) বেন্টিঙ্ক

১০০. ‘বিধবা পুনর্বিবাহ আইন’ পাশ হয়—
(ক) 1856 খ্রিস্টাব্দে
(খ) 1900 খ্রিস্টাব্দে
(গ) 1857 খ্রিস্টাব্দে
(ঘ) 1875 খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) 1856 খ্রিস্টাব্দে

Leave a Reply