MCQ Test Bangla Ganer Dhara | উচ্চমাধ্যমিক মকটেস্ট বাংলা গানের ইতিহাস |প্রাক্টিস সেট-২

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

       ( H.S ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে,

 বাংলা গানের ধারা অধ্যায়টি 2022 সালে 
পরীক্ষার সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে)
                        উচ্চ মাধ্যমিক 
                 বাংলা গানের ইতিহাস
                       প্রাক্টিস্ সেট-২

১. বাংলা সঙ্গীত জগতে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গীতশৈলী হল-



ক) খেয়াল।

২. শ্রী কৃষ্ণ কীর্তনের খণ্ডিত পুঁথিটি পাওয়া গিয়েছিল-



ক) বাঁকুড়া জেলার ক্যাকিলা গ্রামে।

৩. ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল-



গ) অবিভক্ত বাংলায়।

৪. চর্যা গান গুলির আবিষ্কারক হলেন-



ঘ) হরপ্রসাদ শাস্ত্রী।

৫. ‘কবি ঈশ্বর গুপ্ত’ কাকে পক্ষীর দলের প্রতিষ্ঠাতা বলেছেন-



ঘ) শিবচন্দ্র ঠাকুরকে।

৬. সন্তুর বাদ্য যন্ত্রের বিখ্যাত শিল্পী হলেন-



গ) দুলাল রায়।

৭. সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সঙ্গীত পরিচালক ছিলেন-



ক) রবি শংকর।

৮. বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গানের সুরের উৎস হলো-



ক) লালন গীতি।

৯. একজন বিখ্যাত কবিয়াল হলেন-



খ) লালন শাহ।

১০. চারণ কবি বলা হয়-



ঘ) মুকুন্দ দাসকে।

১১. দ্বিজেন্দ্র গীতির বিখ্যাত শিল্পী হলেন-



খ) কৃষ্ণা চট্টোপধ্যায়।

১২. বাঁশিতে বিখ্যাত ছিলেন-



ক) মেহেদী হুসেন খাঁ।

১৩. মাঝি মাল্লাদের গান হল-



গ) ভাটিয়ালি।

১৪. নিখিল ব্যানার্জি বাজাতেন-



ঘ) সেতার।

১৫. দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয়চন্দ্র রায় কোন গানের শিল্পী ছিলেন-



গ) খেয়াল।

১৬. ভূপেন হাজারিকা মূলত যে ভাষায় গান লিখতেন-



খ) অহমিয়া।

১৭. আখড়াই গানের বিশিষ্ট শিল্পী হলেন-



ক) রামনিধি গুপ্ত।

১৮. রূপচাঁদ পক্ষীর আসল নাম হল-



গ) গৌরহরি দাস মহাপাত্র।

১৯. বাংলায় প্রথম বীণা বাদক হিসেবে যার নাম করা যায়-



ক) মাধব ভট্টাচার্য।

২০. পূর্বরাগ কোন সঙ্গীত এর অন্তর্গত?



ঘ) বৈষ্ণব পদাবলী।

২১. বাউল শব্দের উল্লেখ আছে যে গ্রন্থে-



ক) চৈতন্যচরিতামৃত।

২২. ‘নবজীবনের গান’ নামক গণসংগীতটির রচয়িতা হলেন-



গ) জ্যোতিরিন্দ্র মৈত্র।

২৩. চর্যাগানের মোট সংখ্যা-



খ) ৫০টি

২৪. মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হলো-



গ) কন্ঠ।

২৫. ঝুমুর হলো-



ঘ) লোকসংগীত।


আরো দেখো….
Practice Set-1    CLICK HERE

তোমার বন্ধুদের শেয়ার করো….

Leave a Reply