বাংলা গানের ধারা MCQ | Bangla Ganer Dhara MCQ | WBCHSE H.S

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
 

( H.S ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে,

 বাংলা গানের ধারা অধ্যায়টি 2022 সালে 
পরীক্ষার সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল)

Q ➤ ১. বাংলা সঙ্গীত জগতে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গীতশৈলী হল— (ক) খেয়াল (খ) ধ্রুপদ (গ) টপ্পা (ঘ) ঠুংরি


Q ➤ ২. শ্রীকৃষ্ণকীর্তনের খণ্ডিত পুঁথিটি পাওয়া গিয়েছিল— (ক) বাঁকুড়া জেলার ক্যাকিলা গ্রামে (খ) নেপালের রাজদরবারের গ্রন্থ গারে (গ) নদিয়া জেলার নবদ্বীপে (ঘ) মথুরার কৃষ্ণ মন্দিরে


Q ➤ ৩. ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল— (ক) পাঞ্জাবে (খ) রাজস্থানে (গ) অবিভক্ত বাংলায় (ঘ) ছোটোনাগরপুর অঞ্চলে


Q ➤ ৪. চর্যা গান গুলির আবিষ্কারক হলেন— (ক) বসন্ত রঞ্জন রায় (খ) মুনি দত্ত (গ) দীনেশ রঞ্জন সেন (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী


Q ➤ ৫. ‘কবি ঈশ্বর গুপ্ত’ কাকে পক্ষির দলের প্রতিষ্ঠাতা বলেছেন— (ক) নবকৃষ্ণদেবকে (খ) রামনারায়ান মিশ্রকে (গ) রামচন্দ্র মিত্রকে (ঘ) শিবচন্দ্র ঠাকুরকে


Q ➤ ৬. সন্তুর বাদ্য যন্ত্রের বিখ্যাত শিল্পী হলেন— (ক) জ্যোতি গোহ (খ) মনিরার নাগ (গ) দুলাল রায় (ঘ) মহম্মদ আলি খাঁ


Q ➤ ৭. সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সঙ্গীত পরিচালক ছিলেন— (ক) রবি শংকর (খ) সত্যজিৎ রায় (গ) বিসমিল্লা খাঁ (ঘ) বিলায়েত খাঁ


Q ➤ ৮. বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গানের সুরের উৎস হলো— (ক) লালন গীতই (খ) সেতার (গ) মীরার ভজন (ঘ) হিন্দি লঘুসংগীত


Q ➤ ৯. বিখ্যাত কবিয়াল হলেন— (ক) নজরুল ইসলাম (খ) লালন শাহ (গ) লালন ফকির (ঘ) ভি. বালসারা


Q ➤ ১০. চারণ কবি বলা হয়— (ক) দ্বিজেন্দ্রলাল রায় (খ) রজনীকান্ত (গ) অতুল প্রসাদ সেন (ঘ) মুকুন্দ দাস


Q ➤ ১১. দ্বিজেন্দ্র গীতির বিখ্যাত শিল্পী হলেন— (ক) নির্মলা মিশ্র (খ) কৃষ্ণা চট্টোপধ্যায় (গ) প্রতিমা বন্দোপাধ্যায় (ঘ) লোপামুদ্রা মিত্র


Q ➤ ১২. বাঁশিতে বিখ্যাত ছিলেন— (ক) মেহেদী হুসেন খাঁ (খ) আফতাবউদ্দিন খাঁ (গ) বাহাদুর খাঁ (ঘ) কৃষ্ণচন্দ্র দে


Q ➤ ১৩. মাঝি মাল্লাদের গান হল— (ক) টপ্পা (খ) ভাওইয়া (গ) ভাটিয়ালি (ঘ) ঝুমুর


Q ➤ ১৪. নিখিল ব্যানার্জি বাজাতেন— (ক) বাঁশি (খ) সরোদ (গ) তবলা (ঘ) সেতার


Q ➤ ১৫. দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয়চন্দ্র রায় কোন গানের শিল্পী ছিলেন— (ক) ধ্রুপদ (খ) টপ্পা (গ) খেয়াল (ঘ) ঠুংরী


Q ➤ ১৬. ভূপেন হাজারিকা মূলত যে ভাষায় গান লিখতেন— (ক) ওড়িয়া (খ) অহমিয়া (গ) বাংলা (ঘ) হিন্দি


Q ➤ ১৭. আখড়াই গানের বিশিষ্ট শিল্পী হলেন— (ক) রামনিধি গুপ্ত (খ) রাম ঠাকুর (গ) শ্রীদাম দাস (ঘ) মোহনচাঁদ বসু


Q ➤ ১৮. রূপচাঁদ পক্ষীর আসল নাম হল— (ক) রামনারায়ন মিশ্র (খ) শিবচন্দ্র ঠাকুর (গ) গৌর হরি দাস মহাপাত্র (ঘ) মধুসূদন কিন্নর


Q ➤ ১৯. বাংলায় প্রথম বীণা বাদক হিসেবে যার নাম করা যায়— (ক) মাধব ভট্টাচার্য (খ) অতুল চন্দ্র মিত্র (গ) রাম শংকর ভট্টাচার্য্য (ঘ) ক্ষেত্রমোহন গোস্বামী


Q ➤ ২০. পূর্বরাগ কোন সঙ্গীত এর অন্তর্গত ? (ক) মঙ্গল গীতি (খ) লোকসংগীত (গ) শ্যামা সংগীত (ঘ) বৈষ্ণব পদাবলী


Q ➤ ২১. বাউল শব্দের উল্লেখ আছে যে গ্রন্থে— (ক) চৈতন্যচরিতামৃত (খ) গীতগোবিন্দ (গ) শ্রীকৃষ্ণকীর্তন (ঘ) রঘুবংশ


Q ➤ ২২. নবজীবনের গান নামক গণসংগীত টির রচয়িতা হলেন— (ক) সুকান্ত ভট্টাচার্য (খ) সত্যেন্দ্রনাথ দত্ত (গ) জ্যোতিরিন্দ্র মৈত্র (ঘ) সলিল চৌধুরী


Q ➤ ২৩. চর্যাগানের মোট সংখ্যা— (ক) ৪৯টি (খ) ৫০টি (গ) ৫১টি (ঘ) ৫২টি


Q ➤ ২৪. মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হলো— (ক) বাঁশি (খ) একতারা (গ) কন্ঠ (ঘ) ঢোল


Q ➤ ২৫. ঝুমুর হলো— (ক) কীর্তন (খ) শাক্ত গীতি (গ) ভক্তিগীতি (ঘ) লোকসংগীত


This Post Has One Comment

Leave a Reply