মহুয়ার দেশ কবিতার MCQ Online Mock Test | WBCHSE HS Bengali – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রিয় ছাত্র-ছাত্রী, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়ে এসেছি বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায়ের জন্য MCQ মক্ টেস্ট। নিজেকে যাচাই করার জন্য অত্যন্ত উপযোগী এই মক্ টেস্ট। Quiz Test প্র্যাকটিস করলে তুমি অনেকের থেকে এক কদম এগিয়ে থাকবে। পরীক্ষার্থী কতটা প্রস্তুতি নিয়েছে তার আন্দাজ পাওয়ার জন্য Quiz Blog এর আয়োজন করা হলো। প্রতিটি প্রশ্নের মান -১, প্র্যাকটিস্ করার শেষে অবশ্যই একটা কমেন্ট করবে। কারণ তোমার একটা কমেন্ট ব্লগ চালিয়ে যাওয়ার অণুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।

 

Q ➤ ১. ‘মহুয়ার দেশ’ কবিতায় কীসের ‘গভীর, বিশাল শব্দের কথা বলা হয়েছে ? (ক) কয়লা খনির (খ) সমুদ্রের (গ) মেঘের (ঘ) কারখানার


Q ➤ ২. ‘সবুজ সকাল’ কীসে ভেজা ? (উঃ মাঃ ২০১৯) (ক) জলে (খ) মেঘে (গ) শিশিরে (ঘ) ভোরের আলোয়


Q ➤ ৩. “আমার ক্লান্তির উপরে ঝরুক”— (ক) বকুল ফুল (খ) মহুয়া ফুল (গ) শিউলি ফুল (ঘ) এদের কোনোটিই নয়


Q ➤ ৪. ‘অলস সূর্য’ বলা হয়েছে— (ক) সকালের সূর্যকে (খ) মেঘলা দিনের সূর্যকে (গ) দুপুরের সূর্যকে (ঘ) অস্তাচলগামী সূর্যকে


Q ➤ ৫. “মেঘমদির মহুয়ার দেশ” আছে— (উঃ মাঃ ২০১৮) (ক) খুব খুব কাছে (খ) অনেক অনেক দূরে (গ) নিবিড় অরণ্যে (ঘ) প্রান্তরের শেষে


Q ➤ ৬. “অবসন্ন মানুষের শরীরে দেখি” (উঃ মাঃ ২০১৫) (ক) ধুলোর কলঙ্ক (খ) অপমানের কলঙ্ক (গ) পোড়া দাগ (ঘ) চাঁদের কলঙ্ক


Q ➤ ৭. ‘মহুয়ার দেশ’ কবিতাটি কোন কাব্য সংকলন থেকে গৃহীত ? (ক) নানা কথা (খ) খোলা চিঠি (গ) তিনপুরুষ (ঘ) কয়েকটি কবিতা


Q ➤ ৮. ‘মহুয়ার দেশ’ কবিতায় রাতের নির্জন-নিঃসঙ্গতাকে আলোড়িত করে— (ক) নিশাচরের কোলাহল (খ) শিকারীর পদসঞ্চার (গ) অবসন্ন মানুষের আনাগোনা (ঘ) সমুদ্রের দীর্ঘশ্বাস


Q ➤ ৯. “ধোঁয়ার বঙ্কিম নি:শ্বাস ঘুরে ফিরে আসে- (উঃ মাঃ ২০১৭) (ক) নির্জন নিঃসঙ্গতার মতো (খ) উজ্জ্বল স্তব্ধতার মতো (গ) শীতের দুঃস্বপ্নের মতো (ঘ) সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো


Q ➤ ১০. ‘মহুয়ার দেশ’ কবিতায় কীসের রঙ ‘ধূসর ? (ক) জলস্রোত (খ) মহুয়া (গ) ফেনা (ঘ) ধোঁয়া


Q ➤ ১১. অলস সূর্য ছবি আঁকে— (ক) দিগন্তে (খ) পশ্চিমের আকাশে (গ) সন্ধ্যার জলস্রোতে (ঘ) হৃদয়ে


Q ➤ ১২. উজ্জ্বল আলোর স্তম্ভ ছিল— (ক) গলিত সোনার মতো (খ) সন্ধ্যায় ল্যাম্পপোস্টের মতো (গ) মেঘলা বিকেলের মতো (ঘ) দেবদারু গাছের মতো


Q ➤ ১৩. জলের অন্ধকারের ধূসর ফেনায়— (ক) জোৎস্না পড়ে (খ) রুপোলি মাছেদের দেখা যায় (গ) আগুন লাগে (ঘ) নৌকা ভাসে


Q ➤ ১৪. ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে-ফিরে আসে— (ক) শিশিরের ফোটার মতো (খ) শীতের দুঃখ স্বপ্নের মতো (গ) রেখার মতো (ঘ) ভোরের কুয়াশার মতো


Q ➤ ১৫. মহুয়ার দেশ হলো— (ক) মেঘ-মদির (খ) চিরসবুজ (গ) নিত্যচঞ্চল (ঘ) আলোকদীপ্ত


Q ➤ ১৬. মহুয়ার দেশে পথের দু-ধারে ছায়া ফেলে— (ক) সজীনার গাছ (খ) হিজলের বন (গ) তালের সারি (ঘ) দেবদারু গাছ


Q ➤ ১৭. কবি নিজের ক্লান্তির উপরে ঝরে পড়ার কথা বলেছেন— (ক) সমুদ্রের উচ্ছাস (খ) বিকেলের বাতাস (গ) মহুয়ার ফুল (ঘ) নিশ্চিন্ত ঘুম


Q ➤ ১৮. কয়লা খনির শব্দ কবি শুনতে পান— (ক) নির্জন দুপুরে (খ) নিবিড় অন্ধকারে (গ) শিশিরভেজা সকালে (ঘ) শীতের সন্ধ্যায়


Q ➤ ১৯. অলস সূর্য একে দিয়ে যায়— (ক) সৌর কিরণ (খ) আলোক রেখা (গ) আলোর স্তম্ভ (ঘ) ছায়াপথ


Q ➤ ২০. ‘আর আগুন লাগে’- যেখানে আগুন লাগে— (ক) জলের ওপরে (খ) জলের অন্ধকারে (গ) নদীতে (ঘ) ঝরনার জল স্রোতে


Q ➤ ২১. ‘মহুয়ার দেশ’ কবিতাটির ক-টি স্তবক ? (ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) চারটি


This Post Has 2 Comments

  1. Rafik

    আপনাদের অনেক অনেক ধন্যবাদ।।
    এই mock test এর মাধ্যমে ছাত্র -ছাত্রী খুবই উপকৃত হয়েছে এবং হচ্ছে।

Leave a Reply