নানা রঙের দিন নাটকের MCQ প্রশ্নোত্তর প্রাক্টিস্ Set-1 Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
 
প্রিয় ছাত্র-ছাত্রী, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়ে এসেছি বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায়ের জন্য MCQ মক্ টেস্ট। নিজেকে যাচাই করার জন্য অত্যন্ত উপযোগী এই মক্ টেস্ট। Quiz Test প্র্যাকটিস করলে তুমি অনেকের থেকে এক কদম এগিয়ে থাকবে। পরীক্ষার্থী কতটা প্রস্তুতি নিয়েছে তার আন্দাজ পাওয়ার জন্য Quiz Blog এর আয়োজন করা হলো। প্রতিটি প্রশ্নের মান -১, প্র্যাকটিস্ করার শেষে অবশ্যই একটা কমেন্ট করবে। কারণ তোমার একটা কমেন্ট ব্লগ চালিয়ে যাওয়ার অণুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।
                  
                            MCQ Set-1
 

Q ➤ ১. ‘নানা রঙের দিন ’ নাটকের পটভূমিতে আছে— (ক) শখের থিয়েটার (খ) গ্রুপ থিয়েটার (গ) পেশাদারি থিয়েটার (ঘ) শৌখিন থিয়েটার


Q ➤ ২. ‘নানা রঙের দিন ’ নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স— (ক) ৫০ বছর (খ) ৬৮ বছর (গ) ৬০ বছর (ঘ) ৭০ বছর


Q ➤ ৩. ‘নানা রঙের দিন’ নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স ছিল প্রায়— (ক) ৬০ বছর (খ) ৬৫ বছর (গ) ৫৫ বছর (ঘ) ৬৮ বছর


Q ➤ ৪. থিয়েটারের মঞ্চটি ফাঁকা ছিল কারণ— (ক) সেদিন অভিনয় ছিল না (খ) অভিনয় তখনও শুরু হয়নি (গ) সবাই অভিনয় শেষে চলে গিয়েছিল (ঘ) রজনীবাবু একা থাকতে চান


Q ➤ ৫. ‘নানা রঙের দিন ’ নাটকটিতে চরিত্র আছে— (ক) ছয়টি (খ) দুটি (গ) তিনটি (ঘ) পাঁচটি


Q ➤ ৬. রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পােশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন ? (ক) ঔরঙ্গজীবের (খ) দিলদারের (গ) মহম্মদের (ঘ) সাজাহানের


Q ➤ ৭. দিলদারের পােশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল— (ক) মােমবাতি (খ) ধূপ (গ) প্রদীপ (ঘ) জ্বলন্ত মােমবাতি


Q ➤ ৮. সেদিন রজনীবাবু অভিনয় করছিলেন— (ক) সাজাহান চরিত্রে (খ) ঔরঙ্গজেব চরিত্রে (গ) দিলদার চরিত্রে (ঘ) মিরজুমলা চরিত্রে


Q ➤ ৯. রজনীকান্ত নাটকের সূচনায় মঞ্চের ওপর দাঁড়িয়ে হাসছিলেন কেন ? (ক) গ্রিনরুম ফাঁকা বলে (খ) প্রেক্ষাগৃহে কেউ নেই বলে (গ) তার কী হবে এই কথা চিন্তা করে (ঘ) গ্রিনরুমেই ঘুমিয়ে পড়ার কথা ভেবে


Q ➤ ১০. রজনীবাবুর নিজের মতে, তার কাণ্ডজ্ঞান লুপ্ত হওয়ার মূলে রয়েছে— (ক) অত্যন্ত ক্লান্ত হয়ে পড়া (খ) শারীরিক অক্ষমতা (গ) মানসিক যন্ত্রণা (ঘ) অতিরিক্ত মদ্যপান


Q ➤ ১১. “বাঃ বাঃ বুঢঢা ! আচ্ছাহি কিয়া !” – এই বুঢঢা হল— (ক) রজনীকান্ত চট্টোপাধ্যায় (খ) কালীনাথ সেন (গ) রামব্রীজ (ঘ) শাজাহান


Q ➤ ১২. “আরে, গেল কোথায় লােকটা ?”– লােকটি হল— (ক) রামধন (খ) রামব্রীজ (গ) রামরতন (ঘ) রামতন্ময়


Q ➤ ১৩. “ঘুরেফিরে কানে বাজছে আমার।”— ঘুরেফিরে বক্তার কানে কী বাজছে ? (ক) চিৎকারটা (খ) হাসিটা (গ) বকুনিটা (ঘ) গলাটা


Q ➤ ১৪. “কাল রাতেও ঠিক একই ব্যাপার।”– ব্যাপারটা হল— (ক) দিলদার সেজে অভিনয় করা (খ) জ্বলন্ত মােমবাতি হাতে দাঁড়িয়ে থাকা (গ) মদ গিলে গ্রিনরুমে পড়ে থাকা (ঘ) কালীনাথকে বকা দেওয়া


Q ➤ ১৫. রামব্রীজকে বকশিশ দেওয়ার কারণ কী ? (ক) অভিনয়শেষে রজনীবাবুর জন্য গাড়ি ডেকে দেওয়া (খ) রজনীবাবুকে খুশি করার জন্য পানীয় কিনে আনা (গ) রজনীবাবুকে ঘুম থেকে ডেকে তুলে ট্যাক্সি ডেকে আনা (ঘ) দিলদার চরিত্রে রজনীবাবুর মেক-আপ করা


Q ➤ ১৬. রামব্রীজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন ? (ক) এক টাকা (খ) তিন টাকা (গ) চার টাকা (ঘ) দুই টাকা


Q ➤ ১৭. “সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন”। তিনি হলেন— (ক) রজনীকান্ত চাটুজ্জে (খ) রামব্রীজ (গ) কালীনাথ সেন (ঘ) রজনীকান্তের বন্ধু


Q ➤ ১৮. “সেই আনন্দে আমাকেই দেড় বােতল খাইয়ে গেলেন।” আনন্দের কারণ হল— (ক) পুরস্কার পাওয়া (খ) লটারি পাওয়া (গ) বকশিশ পাওয়া (ঘ) রাজত্ব পাওয়া


Q ➤ ১৯. “মুখের ভেতরটা যেন”— বক্তার মুখের ভেতরটার সঙ্গে কীসের তুলনা করা হয়েছে ? (ক) শুকনাে কাঠ (খ) স্টেডিয়াম (গ) অডিটোরিয়াম (ঘ) অ্যাকোরিয়াম


Q ➤ ২০. “রজনীবাবু অনেক তাে বয়েস হল, এবার”— তাকে কী পরামর্শ দেওয়া হয়েছিল ? (ক) নাটক করাটা ছাড়ুন (খ) মদ খাওয়াটা ছাড়ুন (গ) চুলে কলপ করাটা ছাড়ুন (ঘ) পরের ব্যাপারে মাথা ঘামানাে ছাড়ুন


Q ➤ ২১. “রজনীবাবু ভাই, শরীরটার দিকে একটু নজর দিন”–শরীরের দিকে নজর দিতে বলা হয়েছে, কারণ— (ক) রজনীবাবু খুবই অসুস্থ (খ) তিনি শরীরের প্রতি খুবই অযত্ন করেন (গ) তিনি নিয়মমতাে খাওয়াদাওয়া করেন না (ঘ) তার বয়স হয়েছে


Q ➤ ২২. রজনীকান্ত চুলে কলপ লাগান— (ক) একবারও নয় (খ) প্রত্যহ দুই বার (গ) প্রত্যহ হাফ শিশি (ঘ) সপ্তাহে হাফ শিশি


Q ➤ ২৩. “লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি টিয়ার্কি মাৱেন”,– তাতে রজনীকান্তকে— (ক) বয়েসটা ঠিক বােঝা যায় না (খ) ছেলেমানুষ মনে হয় না (গ) গম্ভীর মনে হয় না (ঘ) বেশি বয়স্ক মনে হয় না


Q ➤ ২৪. “এক-পা এক-পা করে এগিয়ে চলেছে ”— কীসের দিকে এগিয়ে চলেছে ? (ক) বাড়ির দিকে (খ) উঠোনের দিকে (গ) রাস্তার দিকে (ঘ) মৃত্যুর দিকে


Q ➤ ২৫. “এরপর রজনীবাবু এসে বলবেন,” — কী বলবেন ? (ক) আমি ফাস্ট সিনে প্লে করব না ভাই (খ) আমি মাঝ সিনে প্লে করব না ভাই (গ) আমি লাস্ট সিনে প্লে করব না ভাই (ঘ) আমি কোনাে সিনে প্লে করব না ভাই


This Post Has One Comment

Leave a Reply