ভারতীয় সরকারের তরফ থেকে NIA তে বিভিন্ন শূন্য পদে নিয়োগ ২০২৩-২০২৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভারতীয় সরকারের তরফ থেকে NIA তে বিভিন্ন শূন্য পদে নিয়োগ। ২০২৩-২০২৪

Employment No.– 95/001/Depu-Insp&SI/NIA/2024/18033

এনআইএ নিয়োগ 2023: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সহকারী পদের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করছে। ডেপুটেশন ভিত্তিতে এনআইএ-তে সাব-ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল। NIA নিয়োগ 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত হিসাবে, প্রার্থীর উচ্চ বয়স সীমা 56 বছরের বেশি হওয়া উচিত নয়। আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল, সাথে অফিসিয়াল নোটিশটি দেওয়া হল।

» পদের নাম– Inspector, Sub-Inspector, Assistant sub-Inspector, Head-Constable.

» মোট শূন্যপদ– ১১৯টি।

» শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ফৌজদারি মামলার তদন্ত, বা গোয়েন্দা কাজ বা অপারেশন বা তথ্য প্রযুক্তি মামলা বা সন্ত্রাসবাদ বিরোধী প্রশিক্ষণের ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকা দরকার।
অন্যান্য পদের জন্য যোগ্যতা সম্পর্কে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।

» বয়সসীমা– আবেদনকারীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

» আবেদন পদ্ধতি– অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট www.nia.gov.in/recruitment-notice.htm -এ গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করার পর নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি জমা করতে হবে।

» আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা– The SP (Adm.).NIA HQ, opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003

» আবেদন ফি– আবেদন প্রার্থীদের কোনোরকম আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে না।

» মাসিক বেতন– NIA নিয়োগ 2023-এর বিজ্ঞপ্তি অনুসারে, নীচে উল্লিখিত বেতন স্কেল:

ইন্সপেক্টর এর জন্য- নির্বাচিত ব্যক্তি পাবেন পে ম্যাট্রিক্স লেভেল-7 (প্রি-সংশোধিত PB-2 (Rs 9300-34800/-) সঙ্গে গ্রেড পে 4600 টাকা।

সাব ইন্সপেক্টরের জন্য- নির্বাচিত প্রার্থী পাবেন পে ম্যাট্রিক্স লেভেল-6 (Rs.35400 থেকে Rs.112400) সঙ্গে গ্রেড পে 4200 টাকা।

অ‍্যাসিসট‍্যান্ট সাব ইন্সপেক্টর জন্য- নির্বাচিত প্রার্থী পাবেন পে ম্যাট্রিক্স লেভেল-5 (Rs.29200 থেকে Rs.92300) সঙ্গে গ্রেড পে 2800 টাকা।

হেড কনস্টেবলের জন্য – নির্বাচিত প্রার্থী পাবেন পে ম্যাট্রিক্স লেভেল-4 (Rs.25500 থেকে Rs.81700) সঙ্গে গ্রেড পে 2400 টাকা।

» আবেদনের শেষ তারিখ– 22শে ফেব্রুয়ারী, ২০২৪।

Official Notification– Download Now

Official Link– Click Here

Leave a Reply