National Mineral Development Corporation (NMDC) এ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪
»Advt No– 1/2024
National Mineral Development Corporation নিয়োগ২০২৪: National Mineral Development Corporation (NMDC) এর তরফে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল, সাথে অফিসিয়াল নোটিশটি দেওয়া হল।
» পদের নাম– Head- NMDC CSR Foundation, Project Manager, Monitoring and Evaluation Officer, Office Manager, District Coordinators and Block Coordinators.
» মোট শূন্যপদ– ১৬
» শিক্ষাগত যোগ্যতা–
Head – NMDC CSR Foundation-
প্রার্থীদের একজন ইঞ্জিনিয়ারিং/ মেডিকেল গ্র্যাজুয়েট/ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ কস্ট অ্যাকাউন্ট্যান্ট/ বাণিজ্য/ মানবিক/ বিজ্ঞান/ উন্নয়ন ব্যবস্থাপনা/ গ্রামীণ ব্যবস্থাপনা/ গ্রামীণ উন্নয়ন/ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা/ এমবিএ/ এমএসডব্লিউ কমিউনিটি/ গ্রামীণ উন্নয়ন বিশেষায়িত বিষয়ে স্নাতকোত্তর হতে হবে।
Project Manager-
আবেদনকারীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং/ মেডিকেল গ্র্যাজুয়েট/ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ কস্ট অ্যাকাউন্ট্যান্ট/ বাণিজ্য/ মানবিক/ বিজ্ঞান/ উন্নয়ন ব্যবস্থাপনা/ গ্রামীণ ব্যবস্থাপনা/গ্রামীণ উন্নয়ন/ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা/ এমবিএ/ এমএসডব্লিউ কমিউনিটি/ ডেভেলপমেন্ট স্পেশালাইজেশনে স্নাতকোত্তর হতে হবে।
** অন্যান্য পদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে নীচে দেওয়া অফিসিয়াল নোটিশটি দেখুন।
» বয়সসীমা– আবেদনকারীর বয়স ২৮-৩৮ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় আছে। ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।
» আবেদন পদ্ধতি– অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট www.nmdc.co.in থেকে অনলাইন এ আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নাম্বার ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর উপযুক্ত তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে।
»আবেদন ফি– প্রার্থীদের কোনোরকম আবেদন ফি দিতে হবে না।
»মাসিক বেতন – ২০০০০০/-টাকা।
» আবেদনের শেষ তারিখ– ৩০শে জানুয়ারী, ২০২৪।
Official Notification– Download Now