নীলধ্বজের প্রতি জনা MCQ Test
👉Online Mock Test কেন দেবেন ?
• Exam দেওয়ার জন্য আপনি কতটা তৈরি হয়েছেন সেটা জানতে পারবেন।
• পরীক্ষার প্যাটার্নের সাথে আপনার পরিচিতি ঘটে।
• পড়াশোনার ঘাটতির বিষয়ে আপনার দুর্বলতাকে চিহ্নিত করে।
• Online Mock Test দেওয়াটা বেশ মজার এবং তার সাথে পড়া শেখার আগ্রহ বাড়িয়ে তোলে।
• নিয়মিতভাবে Mock Test দিলে আপনার আত্মবিশ্বাস তৈরি করতে এবং পরীক্ষা উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।
👉Prosnodekho.com -এর Mock Test কেন দেবেন ?
• পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস ও প্রশ্নকাঠামো অনুসরণ করে প্রশ্ন তৈরি করা হয়।
• প্রতিদিন যখন ইচ্ছে Online Mock Test দিতে পারবেন।
• পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন প্রশ্নের Mock Test পাওয়া যায়।
• আপনার পরীক্ষার প্রস্তুতির কৌশলের অংশ হিসাবে মক্ টেস্টগুলি অত্যন্ত অপরিহার্য।
Q ➤ ১. “যথাসাধ্য কে যুঝিল”- ‘যুঝিল’ শব্দের অর্থ কী ? (ক) যুক্তি করল (খ) যত্ন করল (গ) যুদ্ধ করল (ঘ) যাত্রা করল
Q ➤ ২. “পিতা ব্রাহ্মণ”- কার পিতার কথা বলা হয়েছে ? (ক) অর্জুন (খ) ব্যাসদেব (গ) পরাশর মুনি (ঘ) সত্যবতী
Q ➤ ৩. “নীলধ্বজের প্রতি জনা” কবিতাটির উৎস মহাভারতের কোন পর্বে রয়েছে ? (ক) শান্তি পর্বে (খ) অশ্বমেধ পর্বে (গ) উদ্যোগ পর্বে (ঘ) বিরাট পর্বে
Q ➤ ৪. কীসের সাহায্যে ভীষ্মকে বধ করা হয়েছিল ? (ক) অর্জুন (খ) কৃষ্ণ (গ) ধৃতরাষ্ট্র (ঘ) শিখন্ডী
Q ➤ ৫. “শাশুড়ির যোগ্য বধূ” কাকে বলা হয়েছে ? (ক) কুন্তী (খ) জনা (গ) ইন্দিরা (ঘ) দ্রৌপদী
Q ➤ ৬. কে কখনো দাবানল নেভাতে পারে না ? (ক) জনার অশ্রু (খ) বৃষ্টি (গ) কুরঙ্গীর অশ্রুবারি (ঘ) প্রবীরের অশ্রু
Q ➤ ৭. ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় কাকে ‘পৌরব-গৌরব’ বলা হয়েছে ? (ক) পিতামহ ভীষ্মকে (খ) দ্রোনাচার্যকে (গ) যুধিষ্ঠিরকে (ঘ) অর্জুনকে
Q ➤ ৮. এই কবিতায় মহারথী প্রথা লঙ্ঘন করে কাকে হত্যা করা হয়েছিল বলে উল্লেখ আছে ? (ক) অর্জুন (খ) কৰ্ণ (গ) অশ্বত্থামা (ঘ) পিতামহ ভীষ্ম
Q ➤ ৯. “কি কুছলে নরাধম বধিল তাঁহারে”- কাকে বধ করার কথা বলা হয়েছে ? (ক) দ্রোনাচার্য (খ) কর্ণ (গ) ভীষ্ম (ঘ) প্রবীর
Q ➤ ১০. খাণ্ডব বন দহন করার সময় কে পার্থকে সাহায্য করেছিল ? (ক) দ্রোনাচার্য (খ) পিতামহ ভীষ্ম (গ) অগ্নিদেব (ঘ) কৃষ্ণ
Q ➤ ১১. “লোকমাতা রমা কি হে এ ভ্রষ্টা রমণী ?”- কাকে ‘ভ্রষ্টা রমণী’ বলা হয়েছে ? (ক) কুন্তী (খ) দ্রৌপদী (গ) জনা (ঘ) ইন্দিরা
Q ➤ ১২. “ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে”- উদ্দিষ্ট ব্যক্তি কীসের ছদ্মবেশ ধারণ করেছিলেন ? (ক) বৃহন্নলা (খ) ব্ৰাহ্মণ (গ) ক্ষত্রিয় (ঘ) বণিক
Q ➤ ১৩. এই কবিতায় কাকে ‘পাণ্ডুরথী’ বলা হয়েছে ? (ক) যুধিষ্ঠির (খ) পাণ্ডব (গ) ভীম (ঘ) অর্জুন
Q ➤ ১৪. জনা কোথায় প্রাণ বিসর্জন দিতে চলেছেন ? (ক) যমুনার জলে (খ) জাহ্নবীর জলে (গ) সাগরের জলে (ঘ) কোনোটিই নয়
Q ➤ ১৫. এই কবিতায় কাকে ‘কু-কুলের কুলাচার্য’ বলা হয়েছে ? (ক) শিখন্ডী (খ) ভীষ্ম পিতামহ (গ) দ্রোনাচার্য (ঘ) ব্যাসদেব
Q ➤ ১৬. নীলধ্বজ কোথাকার রাজা ? (ক) হস্তিনাপুর (খ) পাঞ্চাল (গ) মাহেশ্বরপুরী (ঘ) মথুরা
Q ➤ ১৭. ব্যাসদেবের মাতা ছিলেন একজন– (ক) ক্ষত্রিয় কন্যা (খ) ধীবর কন্যা (গ) ব্রাহ্মণ কন্যা (ঘ) কোনোটিই নয়
Q ➤ ১৮. জনার পুত্রের নাম কী ? (ক) প্রবীর (খ) প্ৰতাপ (গ) প্ৰণব (ঘ) প্রবীণ
Q ➤ ১৯. এই কবিতায় কাকে ‘ফাল্গুনী’ বলা হয়েছে ? (ক) কুন্তী (খ) দ্রৌপদী (গ) কৃষ্ণ (ঘ) অর্জুন
Q ➤ ২০. মহাভারতের চরিত্র পাঞ্চলী কোন নামে অধিক পরিচিত ? (ক) সুভদ্রা (খ) সত্যবতী (গ) দ্রৌপদী (ঘ) কুন্তী
Q ➤ ২১. “নাশ, মহেম্বাস তারে ” মহেশ্বাস কথাটির অর্থ কি ? (ক) মহারথী (খ) মহা ধনুর্ধর (গ) মহাবীর (ঘ) মহাপুরুষ
Q ➤ ২২.”ভুলিবো এ জ্বালা”- এ জ্বালা হল— (ক) একমাত্র প্রিয় পুত্র প্রবীরের মৃত্যুজনিত জ্বালা (খ) স্বামী নীলধ্বজের বিমুখ হওয়ার জ্বালা (গ) অর্জুনের হন্তারক হওয়ার জ্বালা (ঘ) কর্ণের অসহায় মৃত্যুজনিত জ্বালা
Q ➤ ২৩.” বিধাতার এই বিধি জগতে”- বিধি হল– (ক) উত্থান পতন (খ) দিনরাত (গ) জন্ম মৃত্যু (ঘ) সুখ-দুঃখ
Q ➤ ২৪. “বসেছে পুত্র হা রিপু”–”পুত্র হা” শব্দের অর্থ হলো— (ক) পুত্র হন্তারক (খ) পুত্রের পিতা (গ) পুত্রের শিক্ষক (ঘ) পুত্রের পালনকারী
Q ➤ ২৫. “কে না জানে তারে শৈরিনী”– “শৈরিনী” আখ্যা দেওয়া হয়েছে— (ক) সত্যবতীকে (খ) কুন্তিকে (গ) প্রমীলাকে (ঘ) দ্রৌপদীকে
Q ➤ ২৬. “কুলটা যে নারী”– এখানে ‘কুলটা’ বলা হয়েছে— (ক) সত্যাবতীকে (খ) কুন্তীকে (গ) দ্রৌপদীকে (ঘ) মন্দোদরীকে
Q ➤ ২৭. “পাণ্ডব কীর্তন গান শতত”– গান গেয়েছেন– (ক) শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব (খ) হরপ্রসাদ শাস্ত্রী (গ) ভীষ্ম (ঘ) দ্রোণাচার্য
Q ➤ ২৮. “ধীবর জননী পিতা ব্রাহ্মণ”– এখানে সন্তান হলেন— (ক) ব্যসদেব (খ) দ্রোণাচার্য (গ) দ্বৈপায়ন (ঘ) ভীষ্ম
Q ➤ ২৯.”সত্যবতী সুত” বলা হয়েছে— (ক) ব্যাসদেবকে (খ) কর্ণকে (গ) ভীষ্মকে (ঘ) অর্জুনকে
Q ➤ ৩০. “ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দূর্মতি”– দুর্মতি হলো— (ক) নীলধ্বজ (খ) কৃষ্ণ (গ) শিব ঠাকুর (ঘ) অর্জুন
Q ➤ ৩১.মধুসূদন দত্ত রচিত নীলধজের প্রতি জনা কবিতা কোন কাব্য গ্রন্থ থেকে গৃহীত ? (ক) তিলোত্তমা সম্ভব (খ) বীরাঙ্গনা (গ) মেঘনাদবত কাব্য (ঘ) কোনোটিই নয়
Q ➤ ৩২.নীলধজের প্রতি জনা বীরাঙ্গনা কাব্যের কত নং সর্গ— (ক) ৯ (খ) ১০ (গ) ১১ (ঘ) ১২
Q ➤ ৩৩. বীরাঙ্গনা কাব্যে মোট কবিতা রয়েছে— (ক) ১১ (খ) ১২ (গ) ১৩ (ঘ) ১৪
Q ➤ ৩৪. বীরাঙ্গনা কাব্যের প্রকাশকাল হলো— (ক) ১৮৬১ খ্রিষ্টাব্দ (খ) ১৮৬২ খ্রিষ্টাব্দ (গ) ১৮৬৩ খ্রিষ্টাব্দ (ঘ) ১৮৬৪ খ্রিষ্টাব্দ
Q ➤ ৩৫. ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় পাশ্চাত্যের কোন কবির কোন কাব্যের প্রভাব রয়েছে ? (ক) অভীদের হিরইডস (খ) লিও তলোয়স্তের ওয়ার এন্ড পিস (গ) দামতের ডিভাইন লাভ (ঘ) কোনোটিই নয়
Q ➤ ৩৬. অভীদ কোন দেশের কবি ছিলেন ? (ক) ফ্রান্স (খ) রোম (গ) জার্মান (ঘ) রাশিয়া
Q ➤ ৩৭. “বাজিছে রণবাদ্য আজি”– রণবাদ্য কোথায় বাজছিল ? (ক) রাজপ্রাসাদের সামনে সদর রাস্তায় (খ) রাজপ্রাসাদের অন্দরে (গ) রাজ তোরণে (ঘ) রণ ক্ষেত্রে
Q ➤ ৩৮. “এইতো সাজে তোমারে খত্রমণি তুমি”– এখানে তুমি হলেন— (ক) অর্জুন (খ) নীলধ্বজ (গ) কর্ণ (ঘ) রাবণ