নুন কবিতার Online MCQ Mock Test একাদশ শ্রেণি বাংলা | Noon Kobita Online MCQ Mock Test Class 11 WBCHSE

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নুন কবিতার Online MCQ Test

WBCHSE Class 11 Bengali Exam Online MCQ Mock Test. আজকের বিষয় একাদশ শ্রেণির বাংলা বিষয়ের MCQ Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাৎসরিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। বাংলা প্রশ্ন পত্রে ‘অথবা’ সহ মোট ২২টি প্রশ্ন থাকে। 18 টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

👉Online Mock Test কেন দেবেন ?

• Exam দেওয়ার জন্য আপনি কতটা তৈরি হয়েছেন সেটা জানতে পারবেন।

• পরীক্ষার প্যাটার্নের সাথে আপনার পরিচিতি ঘটে।

• পড়াশোনার ঘাটতির বিষয়ে আপনার দুর্বলতাকে চিহ্নিত করে।

• Online Mock Test দেওয়াটা বেশ মজার এবং তার সাথে পড়া শেখার আগ্রহ বাড়িয়ে তোলে।

• নিয়মিতভাবে Mock Test দিলে আপনার আত্মবিশ্বাস তৈরি করতে এবং পরীক্ষা উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।

👉Prosnodekho.com -এর Mock Test কেন দেবেন ?

• পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস ও প্রশ্নকাঠামো অনুসরণ করে প্রশ্ন তৈরি করা হয়।

• প্রতিদিন যখন ইচ্ছে Online Mock Test দিতে পারবেন।

• পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন প্রশ্নের Mock Test পাওয়া যায়।

• আপনার পরীক্ষার প্রস্তুতির কৌশলের অংশ হিসাবে মক্ টেস্টগুলি অত্যন্ত অপরিহার্য।

Online MCQ Mock Test
একাদশ শ্রেণি বাংলা
কবিতা— নুন

Q ➤ ১. নুন কবিতাটি কার লেখা ? (ক) সুনীল গঙ্গোপাধ্যায় (খ) শক্তি চট্টোপাধ্যায় (গ) জয় গোস্বামী (ঘ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত


Q ➤ ২. জয় গোস্বামী কত সালে জন্মগ্রহণ করেন ? (ক) ১৯৫০ (খ) ১৯৪৫ (গ) ১৯৫৪ (ঘ) ১৯৫৮


Q ➤ ৩. জয় গোস্বামীর শিক্ষাগত যোগ্যতা কত দূর ? (ক) দশম (খ) নবম (গ) দ্বাদশ (ঘ) একাদশ


Q ➤ ৪. কোন কাব্যগ্রন্থের জন্য জয় গোস্বামী আনন্দ পুরষ্কার পান ? (ক) ঘুমিয়েছো ঝাউপাতা (খ) নীল দিগন্ত (গ) ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ (ঘ) ভূতুমভগবান


Q ➤ ৫. কোন কাব্যগ্রন্থের জন্য কবি সাহিত্য একাদেমি পুরষ্কার পান ? (ক) ঘুমিয়েছো ঝাউপাতা (খ) নীল দিগন্ত (গ) পাগলি তোমার সঙ্গে (ঘ) ভূতুমভগবান


Q ➤ ৬. জয় গোস্বামীর একটি উপন্যসের নাম কি ? (ক) পিতা (খ) মাতা (গ) সন্তান (ঘ) পুত্র


Q ➤ ৭. নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে ? (ক) ভাত (খ) ঘুমিয়েছো ঝাউপাতা (গ) মানুষ (ঘ) ভূতুমভগবান


Q ➤ ৮. ভূতুমভগবান কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ? (ক) ১৯৮৮ খ্রীঃ (খ) ১৯৯০ খ্রীঃ (গ) ১৯৮০ খ্রীঃ (ঘ) ১৯৭৫ খ্রীঃ


Q ➤ ৯. নুন কবিতাটি প্রথম কোন জেলার ছোট পত্রিকাতে প্রকাশিত হয় ? (ক) মুর্শিদাবাদ (খ) নদীয়া (গ) ২৪ পরগনা (ঘ) কোচবিহার


Q ➤ ১০. ভূতুমভগবান কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেছিলেন ? (ক) সুনীল গঙ্গোপাধ্যায় (খ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত (গ) ডা. জয়ন্ত সেন (ঘ) অশোক রাহা


Q ➤ ১১. বেঁচে থাকবার জন্য প্রাথমিক ভাবে মানুষের কি প্রয়োজন ? (ক) অন্ন বস্ত্র বাসস্থান (খ) খাদ্য পোশাক (গ) জল অন্ন (ঘ) বাসস্থান


Q ➤ ১২ . কবিতা কথকের চাহিদা কেমন ? (ক) বেশি (খ) মাঝারি (গ) যৎসামান্য (ঘ) সীমাহীন


Q ➤ ১৩. কবিতার কথক বাঁচবার জন্য কোন দুটি বিষয়ের উপর জোর দিয়েছেন ? (ক) অন্ন-বস্ত্র (খ) জল-বাসস্থান (গ) অন্ন-বাসস্থান (ঘ) বস্ত্র-জল


Q ➤ ১৪. কীভাবে তাদের দিন চলে ? (ক) মহা সুখে (খ) দুঃখে (গ) অসুখ আর ধার দেনাতে (ঘ) কান্নাকাটি করে


Q ➤ ১৫. ‘আমরা তো অল্পে খুশি’- আমরা বলতে কারা ? (ক) সমাজের অবহেলিত সাধারণ মানুষ (খ) কবির পরিবার (গ) সমাজের সমস্ত শ্রেনির মানুষ (ঘ) উচ্চ সমাজের মানুষ


Q ➤ ১৬. “আমাদের দিন চলে যায়……।”– (ক) সাধারণ ভাত-কাপড়ে (খ) তামাশা করে (গ) নেচে-গেয়ে (ঘ) ঘুরে বেড়িয়ে


Q ➤ ১৭. “কিন্তু পুঁতব কোথায় ?”– কি পুঁতব কথা বলা হয়েছে ? (ক) জুঁই চারা (খ) গোলাপ চারা (গ) লাউ গাছের চারা (ঘ) তুলসীগাছের চারা


Q ➤ ১৮. কবিতার কথক নিজেদেরকে কি করতে নিষেধ করেছেন ? (ক) আনন্দ (খ) দুঃখ (গ) হাসতে (ঘ) খেলতে


Q ➤ ১৯. ‘আমরা তো অল্পে খুশি’– অল্পে খুশি থাকার কারণ কি ? (ক) কারণ তাদের আকাঙ্ক্ষা খুবই সামান্য (খ) তারা প্রয়োজনের তুলনায় অনেক বেশি খরচ করে বলে (গ) তারা গঞ্জিকা সেবন করে বলে (ঘ) ধারদেনাতে তাদের দিন চলে যায় বলে


Q ➤ ২০. ‘চলে যায় দিন আমাদের’- আমাদের দিন কিভাবে চলে যায় ? (ক) গঞ্জিকা সেবন করে (খ) সাধারণ ভাত-কাপড়ে (গ) আমরা দুই ভাই মিলে ঝগড়া করে (ঘ) অসুখে ধার-দেনাতে


Q ➤ ২১. রাতে দুই ভাই মিলে কি করে ? (ক) আফিম খায় (খ) সিগারেট খায় (গ) ঘুরে বেড়ায় (ঘ) গঞ্জিকা টানে


Q ➤ ২২. নুন কবিতায় সবদিন সাধারণ মানুষের কি না হওয়ার কথা বলা হয়েছে ? (ক) বাজার (খ) ঝগড়া (গ) অশান্তি (ঘ) খাবার


Q ➤ ২৩. বাড়ি ফেরার পথে কি কিনে আনা হয় ? (ক) পাখির খাঁচা (খ) ফুলের টব (গ) ফুলের তোড়া (ঘ) গোলাপ চারা


Q ➤ ২৪. ‘সে অনেক পরের কথা’- কোন বিষয়টা অনেক পরে কথা ? (ক) ধারের টাকা শোধ হবে কিনা (খ) ঠান্ডা ভাতে নুন হবে কিনা (গ) গোলাপ চারায় ফুল ফুটবে কিনা (ঘ) রাত্রে গঞ্জিকা টাকা হবে কিনা


Q ➤ ২৫. “মাঝে মাঝে চলেও না দিন,বাড়ি ফিরি…।”– (ক) সকালবেলায় (খ) দুপুর রাতে (গ) ভরদুপুরে (ঘ) ভোরবেলা


Q ➤ ২৬. ‘খেতে বসে রাগ চলে যায়’– রাগ চড়ে যাওয়ার কারন কি ? (ক) ঠান্ডা ভাতে লবণ নেই (খ) ধারের টাকা শোধ হয়নি (গ) গোলাপচারা নষ্ট হয়ে গেছে (ঘ) বাড়িতে খাবার নেই


Q ➤ ২৭. “রাগ চড়ে মাথায় আমার, আমি তার…. চড়ি।”– (ক) মাথায় (খ) কাঁধে (গ) কপালে (ঘ) সারা শরীরে


Q ➤ ২৮. “আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে…..ব্যবস্থা হোক।”– (ক) মাছের (খ) মাংসের (গ) লবণের (ঘ) ঘি -এর


Leave a Reply