স্টেট সিলেকশন বোর্ড এর মাধ্যমে ওড়িশাতে প্রচুর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩-২০২৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

স্টেট সিলেকশন বোর্ড এর মাধ্যমে ওড়িশা তে প্রচুর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩-২০২৪

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। যে প্রার্থীরা বেসরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে এবং এসএসবি ওড়িশার সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনগুলি গ্রহণ করতে চলেছেন । ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল, সাথে অফিসিয়াল নোটিশটি দেওয়া হল।

» পদের নাম– Assistant Teacher

» মোট শূন্যপদ– ২০৬৪

» শিক্ষাগত যোগ্যতা– SSB Odisha Teacher 2024-এর জন্য অনলাইনে আবেদন করার জন্য, একজন ব্যক্তিকে অবশ্যই UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে, উপরন্তু, তাকে অবশ্যই 2 বছরের ব্যাচেলর অফ এডুকেশন সম্পন্ন করতে হবে।

» বয়সসীমা– আবেদনকারীর বয়স ২১থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় আছে। ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।

» আবেদন পদ্ধতি– অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট www.ssbodisha.ac.in থেকে অনলাইন এ আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নাম্বার ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর উপযুক্ত তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। সব শেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদনকারীদের অবশ্যই বি.এড থাকতে হবে।

» আবেদনের শেষ তারিখ– ৭ই ফেব্রুয়ারী, ২০২৪।

Official Notification– Download Now

Leave a Reply