ভারত সরকারের মাধ্যমে ওয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) এ প্রচুর ট্রেড অ‍্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভারত সরকারের মাধ্যমে ওয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) এ প্রচুর ট্রেড অ‍্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৪

» Advt No– HRAQ/REC-WP-B/2023-81 DATED 30/12/2023

OIL India Recruitment 2024: OIL India Limited বর্তমানে অয়েল ইন্ডিয়া লিমিটেডের প্রাসঙ্গিক বাণিজ্যে ট্রেড শিক্ষানবিশ পদের জন্য আগ্রহী এবং উপযুক্ত প্রার্থীদের খুঁজছে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল, সাথে অফিসিয়াল নোটিশটি দেওয়া হল।

» পদের নাম– Trade Apprentice

» মোট শূন্যপদ– ৪২১

» শিক্ষাগত যোগ্যতা–

MDL22023-এর জন্য-একটি সরকারী স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক ডিজেল ট্রেডে ট্রেড সার্টিফিকেটসহ সরকার স্বীকৃত বোর্ড থেকে ১০ম শ্রেণী পাস হতে হবে।

FTR22023-এর জন্য-
সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিটার ট্রেডে ট্রেড সার্টিফিকেটসহ সরকার স্বীকৃত বোর্ড থেকে ১০ম শ্রেণী পাস হতে হবে।

IMC22023-এর জন্য-
সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইন্সট্রুমেন্ট মেকানিক ট্রেডে ট্রেড সার্টিফিকেটসহ সরকার স্বীকৃত বোর্ড থেকে ১০ম শ্রেণী পাস হতে হবে।

AEL12023-এর জন্য-
সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডে ট্রেড সার্টিফিকেটসহ সরকার স্বীকৃত বোর্ড থেকে ১০ম শ্রেণী পাস হতে হবে। প্রার্থীদের অবশ্যই বৈদ্যুতিক লাইসেন্সিং বোর্ড থেকে বৈধ ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানস পারমিট (পার্ট/ক্লাস I এবং পার্ট/ক্লাস II) থাকতে হবে। প্রার্থীদের অন্যান্য যোগ্যতা সম্পর্কে আরও তথ্য ওয়েল ইন্ডিয়া লিমিটেড নিয়োগ ২০২৪-এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

» বয়সসীমা– আবেদনকারীর বয়স ৩০-৩৮ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় আছে। ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।

» আবেদন পদ্ধতি– অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট www.oil-india.com থেকে অনলাইন এ আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নাম্বার ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর উপযুক্ত তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে।

» আবেদন ফি– প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২০০ টাকা দিতে হবে।

» মাসিক বেতন – ২৬৬০০ – ৯০০০০/- টাকা।

» আবেদনের শেষ তারিখ– ৩০শে জানুয়ারী, ২০২৪।

Official Notification– Download Now

Leave a Reply