Political Science Question Paper 2023 Class 11 WBCHSE | একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2023

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2023 Political Science question paper with answers for class eleventh students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০২৩ সালের উত্তরসহ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রে MCQ ও SAQ এর উত্তর করা আছে।

Annual Question Paper (XI)
(New Syllabus)
POLITICAL SCIENCE
(2023)
Time: 3hrs 15 mts.     Full Marks : 80

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও : 1 x 24 = 24

(i) ‘আইনের অনুশাসন’ কে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষাকবচ বলে বর্ণনা করেছেন ?
(a) ডাইসি (b) স্যাবাইন (c) মঁতেস্কু
(d) গিলক্রিস্ট।

উত্তরঃ (a) ডাইসি

(ii) আইনের প্রাচীনতম উৎস হলো
(a) প্রথা (b) ধর্ম (c) বিচারালয়ের সিদ্ধান্ত
(d) বিজ্ঞানসম্মত আলোচনা

উত্তরঃ (a) প্রথা

(iii) সিসেরো যে ধরনের সাম্যের প্রবক্তা ছিলেন তা হলো—
(a) স্বাভাবিক সাম্য (b) সামাজিক সাম্য
(c) আইনগত সাম্য (d) আন্তর্জাতিক সাম্য।

উত্তরঃ (a) স্বাভাবি

(iv) সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হলো—
(a) সামরিক একনায়কতন্ত্র
(b) দলগত একনায়কতন্ত্র
(c) ব্যক্তিগত একনায়কতন্ত্র
(d) শ্রেণিগত একনায়কতন্ত্র

উত্তরঃ (d) শ্রেণিগত একনায়কতন্ত্র

(v) ভারতে _________ বিদ্যমান।
(a) এক-নাগরিকত্ব
(c) আংশিক নাগরিকত্ব
(b) দ্বি-নাগরিকত্ব
(d) প্রাদেশিক নাগরিকত্ব।

উত্তরঃ (a) এক-নাগরিকত্ব

(vi) জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের _________ পদ্ধতি ।
(a) স্বাভাবিক (b) কৃত্রিম (c) অস্বাভাবিক
(d) অসাধারণ

উত্তরঃ (a) স্বাভাবিক

(vii) ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন—
(a) ডঃ বি. আর. আম্বেদকর
(b) জওহরলাল নেহেরু
(c) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
(d) সর্দার বল্লভভাই প্যাটেল

উত্তরঃ (c) ডঃ রাজেন্দ্রপ্রসাদ

(viii) ভারতের সংবিধান হলো—
(a) সুপরিবর্তনীয়
(b) দুষ্পরিবর্তনীয়
(c) শুধুমাত্র অংশত সুপরিবর্তনীয়
(d) অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয়

উত্তরঃ (d) অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয়

(ix) ভারতীয় সংবিধানের কোন্ অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে ?
(a) তৃতীয় (b) চতুর্থ (c) পঞ্চম (d) ষষ্ঠ।

উত্তরঃ (a) তৃতীয়

(x) গণপরিষদ গঠিত হয়েছিল ________ সদস্য নিয়ে।
(a) 359 (b) 360 (c) 375 (d) 389

উত্তরঃ (d) 389

(xi) রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতি দায়বদ্ধ থাকেন—
(a) জনগণের কাছে
(b) প্রসাশনের কাছে
(c) আইন বিভাগের কাছে
(d) বিচার বিভাগের কাছে।

উত্তরঃ (a) জনগণের কাছে

(xii) যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বোঝায়—
(a) একটি কেন্দ্রীয় সরকার
(b) কেন্দ্র ও রাজ্য উভয় সরকার
(c) একটি রাজ্য সরকার
(d) কেন্দ্র ও রাজ্য উভয় সরকার

উত্তরঃ (d) কেন্দ্র ও রাজ্য উভয় সরকার

(xiii) ভারতের সংবিধানে শিক্ষার অধিকার হলো—
(a) সংবিধিবদ্ধ অধিকার
(b) মৌলিক অধিকার
(c) নির্দেশমূলক নীতি
(d) সনদ।

উত্তরঃ (b) মৌলিক অধিকার

(xiv) ভারতের সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা হলো—
(a) 5    (b) 6    (c) 7    (d) 9

উত্তরঃ (b) 6

(xv) দল ব্যবস্থা অপরিহার্য—
(a) গণতন্ত্রে (b) একনায়কতন্ত্রে
(c) রাজতন্ত্রে (d) অভিজাততন্ত্রে।

উত্তরঃ (a) গণতন্ত্রে

(xvi) ভারতে দলত্যাগ নিরোধক আইন পাশ হয়—
(a) 1983 (b) 1985 (c) 1990 (d) 2000

উত্তরঃ (b) 1985

(xvii) ভারতে বিদ্যমান _________ ব্যবস্থা।
(a) একদলীয় (b) দ্বি-দলীয় (c) ত্রিদলীয় (d) বহুদলীয়।

উত্তরঃ (d) বহুদলীয়।

(xviii) ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে—
(a) 1980 সালে (b) 1990 সালে
(c) 1985 সালে (d) 1995 সালে

উত্তরঃ (c) 1985 সালে

(xix) প্রতিটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য—
(a) দানের উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করা
(b) শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা
(c) সরকার গঠন করা
(d) কার্যকরী বিরোধিতা করা।

উত্তরঃ (b) শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা

(xx) রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়
(a) রাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী
(c) নির্বাচন কমিশন (d) লোকসভার অধ্যক্ষ

উত্তরঃ (c) নির্বাচন কমিশন

(xxi) ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে ?
(a) 226 নং ধারা (b) 326 নং ধারা
(c) 328 নং ধারা (d) 332 নং ধারা।

উত্তরঃ (b) 326 নং ধারা

(xxii) মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল—
(a) 18 বছর (b) 20 বছর (c) 21 বছর
(d) 25 বছর।

উত্তরঃ (c) 21 বছর

(xxiii) আঞ্চলিক নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন—
(a) রাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী
(c) মুখ্যমন্ত্রী (d) প্রধান বিচারপতি।

উত্তরঃ (a) রাষ্ট্রপতি

(xxiv) ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব _________ ওপর ন্যস্ত।
(a) রাষ্ট্রপতির
(b) প্রধানমন্ত্রীর
(c) সুপ্রিম কোর্টের
(d) নির্বাচন কমিশনের

উত্তরঃ (d) নির্বাচন কমিশনের


👉আরো দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


( সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী )

2.নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16 = 16

(i) জনগণের সার্বভৌমিকতার কথা কে বলেছেন ?

উত্তরঃ ফরাসি দার্শনিক রুশো জনগণের
সার্বভৌমিকতার কথা বলেছেন।

অথবা,

হসের মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল ?

উত্তরঃ হসের মতে প্রকৃতির রাজ্য ছিল বিশৃঙ্খলায় পরিপূর্ণ,ভয়াবহ এবং অসহনীয়।

(ii) রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রধান পার্থক্য কী ?

উত্তরঃ রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রধান পার্থক্য হল এই যে, রাষ্ট্র একটি মূর্ত ধারণা যা পরিস্ফুট হয় সরকারের মাধ্যমে।

(iii) মার্কসবাদীদের মতে আইন কী ?

উত্তরঃ মার্কসবাদীদের মতে, আইন হলো
সমাজের উপরিকাঠামোর অন্তর্ভুক্ত এবং তা
অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত।

অথবা,

আইনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রথা, রীতি-নীতি ও নিয়ম-কানুনের সমষ্টি।

(iv) স্বাধীনতার একটি রক্ষাকবচ উল্লেখ করো।

উত্তরঃ মৌলিক অধিকার লিপিবদ্ধ করা– সংবিধানে মৌলিক অধিকার গুলিকে যদি লিপিবদ্ধ করা হয়, তাহলে জনগণ তার অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন থাকে। অধিকার ভঙ্গ হলে তারা আদালতে সাহায্য নিতে পারে।

(v) পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো ?

উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানী মিলের বক্তব্য অনুসারে যে শাসন ব্যবস্থায় সমস্ত জনগণ বা জনগণের সংখ্যা গরিষ্ঠ অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ক্ষমতাকে ব্যবহার করে থাকেন তাকে পরোক্ষ গণতন্ত্র বলা হয়।

অথবা,

দলগত একনায়কতন্ত্রের অর্থ কী ?

উত্তরঃ রাষ্ট্রক্ষমতা পুরোপুরি একটি দলের হাতে কেন্দ্রীভূত থাকলে এবং সেই দল ছাড়া দেশের অন্য কোন দলের অস্তিত্ব অস্বীকৃত হলে তাকে দলগত একনায়কতন্ত্র বলে।

(vi) সাম্য বলতে কী বোঝায় ?

উত্তরঃ সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকল মানুষই সমান। তাই প্রতিটি মানুষ অন্যের ন্যায় সমান অধিকার, সমান সুযোগ সুবিধা ও স্বাধীনতা ভোগের অধিকারী।

(vii) নাগরিক বলতে কী বোঝো ?

উত্তরঃ যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে।

অথবা,

ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ?

উত্তরঃ ভারতের সংবিধানের ৫ থেকে ১১ নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে।

(viii) নাগরিকতা বিলুপ্তির দুটি কারণ চিহ্নিত করো।

উত্তরঃ (1) কেউ স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করলে পূর্বেকার রাষ্ট্রের নাগরিকতা লোপ পায়; (2) দেশদ্রোহিতার অপরাধেও অনেক সময় নাগরিকতা লোক পায়।

(ix) গণপরিষদে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ গণপরিষদে খসড়া কমিটির সভাপতি ছিলেন বি আর আম্বেদকর।

অথবা,

গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল ?

উত্তরঃ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ২৮৪ জনের সই করলে গৃহীত হয় এবং এই দিনটি জাতীয় আইন দিবস হিসেবে পরিচিত।

(x) ভারতের সংবিধান কবে কার্যকরী হয় ?

উত্তরঃ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকরী হয়।

(xi) লিখিত ও অলিখিত সংবিধানের দুটি প্রধান পার্থক্য লেখো।

উত্তরঃ (1) লিখিত সংবিধান প্রধানত দুষ্পরিবর্তনীয় হয়। অন্যদিকে অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় হয়।
(2) লিখিত সংবিধানে সরকার সহজে স্বৈরাচারী হতে পারে না বলে নাগরিক অধিকার সুরক্ষিত থাকে। অপরদিকে অলিখিত সংবিধানে সরকার স্বৈরাচারী হতে পারে বলে নাগরিক অধিকার ক্ষুন্ন হতে পারে।

অথবা,

সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ দাও।

উত্তরঃ লিখিত ও অলিখিতের ক্ষেত্রে পার্থক্য:- সুপরিবর্তনীয় সংবিধান লিখিত এবং অলিখিত দুইই হতে পারে। কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধান মাত্রই লিখিত হয়।

(xii) এমন একটি দেশের নাম করো যেখানে অলিখিত সংবিধান রয়েছে।

উত্তরঃ যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরবের লিখিত কোনো সংবিধান নেই।

(xiii) রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলীয় স্বার্থ সংরক্ষণ করে থাকে।

অথবা,

রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তরঃ রাজনৈতিক দলের ক্ষেত্রে একটি বৃহৎ ও সুশৃঙ্খল দলীয় সংগঠন থাকে। অপরদিকে চাপসৃষ্টিকারী গােষ্ঠীগুলি সাংগঠনিক দিক থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্র হয়।

(xiv) ভারতের দুটি জাতীয় দলের নাম লেখো।

উত্তরঃ ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (সি পি আই এম)।

(xv) নির্বাচন কমিশনের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।

উত্তরঃ নির্বাচনের জন্য কর্মী নিয়োগের ক্ষেত্রে ক্ষমতা হীনতা।

অথবা,

বর্তমানে ভারতে নির্বাচন কমিশনে কমিশনারের সংখ্যা কত ?

উত্তরঃ বর্তমানে ভারতে নির্বাচন কমিশনে কমিশনারের সংখ্যা ৩ জন।

(xvi) সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো ?

উত্তরঃ যখন জাতিধর্মবর্ণ, স্ত্রী-পুরুষ, ধনী-নির্ধন, শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিক ভােট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারে, তখন তাকে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকার বলা হয়।

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 x 5 = 40

(i) রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো।

অথবা,

রাষ্ট্রবিজ্ঞান কী বিজ্ঞান পদবাচ্য ? ব্যাখ্যা করো।

(ii) রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য আলোচনা করো।

অথবা,

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদটি সমালোচনাসহ আলোচনা করো।

(iii) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো ? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপক্ষে যুক্তি দাও।

অথবা ,

জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো।

(iv) তুমি কী মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয়, কিন্তু কার্যত এককেন্দ্রিক ? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

অথবা,

রাষ্ট্রপতিশাসিত ও সংসদশাসিত শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো।

(v) ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো।

অথবা,

ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো।

Leave a Reply