Railway Apprentices Recruitment 2023-24 | মাধ্যমিক পাশে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Railway Apprentices Recruitment 2023-24 | মাধ্যমিক পাশে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ।

দক্ষিণ-পূর্ব রেল বিভিন্ন বিভাগে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। মোট ১৭৮৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ুন আজকের এই প্রতিবেদনে।

Employment No.- SER/P-HQ/RRC/PERS/ACT APPRENTICES/2023-24

Railway Apprentices Recruitment 2023-24 : ভারত সরকারের স্কিল ইন্ডিয়া ট্রেনিং এর মাধ্যমে ভারতীয় রেলওয়েতে এপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (Railway Recruitment Cell) -এর তরফ থেকে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের বিভিন্ন ওয়ার্কশপে প্রশিক্ষণ দেওয়া হবে।

» পদের নাম– Apprentice (শিক্ষানবিশ)

» মোট শূন্যপদ– ১৭৮৫ টি।

» শিক্ষাগত যোগ্যতা– স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং সেইসঙ্গে স্বীকৃত আইটিআই থেকে প্রাসঙ্গিক ট্রেডে প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।

» বয়সসীমা– আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় আছে। হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।

» অনলাইন আবেদন পদ্ধতি– প্রার্থীদের দক্ষিণ-পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.iroams.com -এ গিয়ে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পর নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করতে হবে। তারপর আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

» আবেদন ফি– আবেদনকারীকে এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থী, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা চাকরিপ্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

» মাসিক স্টাইপেন্ড– নির্বাচিত প্রার্থীদের বর্তমান কেন্দ্রীয় সরকারের শিক্ষানবিশকালীন স্টাইপেন্ড দেওয়ার নিয়ম অনুযায়ী প্রযোজ্য হারে স্টাইপেন্ড দেওয়া হবে।

» আবেদনের শেষ তারিখ– ২৮ ডিসেম্বর, ২০২৩।

Official Notification : Download Now

Leave a Reply