Northern Railway এর মাধ্যমে sports quota তে নিয়োগ ২০২৩-২০২৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Northern Railway এর মাধ্যমে sports quota তে নিয়োগ ২০২৩-২০২৪

Employment No.– RRC/NR-03/2023-24/Sports Quota

Railway Recruitment Cell, Northern Railway স্পোর্টস কোটায় 21টি পদে নিয়োগ করছে। উল্লিখিত পদের জন্য শূন্যপদগুলি প্রকৃতিতে স্থায়ী। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, উত্তর রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল, সাথে অফিসিয়াল নোটিশটি দেওয়া হল।

» পদের নাম– Sports Quota

» মোট শূন্যপদ– ২১টি।

» শিক্ষাগত যোগ্যতা– উচ্চমাধ্যমিক পাশ বা তার সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে । আর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

» বয়সসীমা– আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। কোনো রকম বয়সের ছাড় দেওয়া হবে না। ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।

» আবেদন পদ্ধতি– অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট www.rrcnr.org-এ গিয়ে আবেদন করতে হবে।

» আবেদন ফি– জেনারেল/ওবিসি/ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৫০০/- টাকা এবং ST/ SC/ মহিলা/সংখ্যালঘুদের ২৫০/- টাকা।

» মাসিক বেতন– ২৫৫০০-৮১১০০/- টাকা

» আবেদনের শেষ তারিখ–৩০ শে জানুয়ারী, ২০২৪।

Official Notification – Download Now

Leave a Reply