ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪

»Advt No– PL/HR/ESTB/APPR-2023-24

IOCL এর তরফে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল ট্রেডে শিক্ষানবিশ হিসেবে নিয়োগের জন্য গতিশীল এবং অভিজ্ঞ প্রার্থীদের খুঁজছে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল, সাথে অফিসিয়াল নোটিশটি দেওয়া হল।

» পদের নাম– engagement as Apprentices in Technical and Non-Technical trades at its locations under its 5 regions, viz., Eastern Region Pipelines (ERPL), Northern Region Pipelines (NRPL), South Eastern Region Pipelines (SERPL), Southern Region Pipelines (SRPL) and Western Region Pipelines (WRPL).

» মোট শূন্যপদ– ৪৭০

» শিক্ষাগত যোগ্যতা–
Technician Apprentice-Mechanical Trade:
প্রার্থীদের ০৩ বছর (অথবা ন্যূনতম এক বছর মেয়াদী/১০+২ আইটিআই-এর পরে পার্শ্বীয় এন্ট্রির মাধ্যমে দুই বছর) একটি সরকার থেকে প্রকৌশলের নিম্নলিখিত যে কোনও বিষয়ে পূর্ণ-সময়ের ডিপ্লোমা থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়:
i) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
ii) অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং।

Trade Apprentice (AssistantHuman Resource):
প্রার্থীদের একটি সরকার-স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ-সময়ের স্নাতক ডিগ্রি (স্নাতক) থাকতে হবে।

Domestic Data Entry Operator(Skill Certificate Holders):
প্রার্থীদের ন্যূনতম ১২ তম পাস (তবে স্নাতকের নীচে) থাকতে হবে। উপরন্তু, জাতীয় দক্ষতা যোগ্যতা ফ্রেমওয়ার্ক বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত অন্য কোনো কর্তৃপক্ষের অধীনে স্বীকৃত পুরস্কার প্রদানকারী সংস্থা দ্বারা জারি করা এক বছরের কম সময়ের প্রশিক্ষণের জন্য প্রার্থীদের “ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর” এর দক্ষতা শংসাপত্র থাকতে হবে।

** অন‍্যান‍্য পদগুলির জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে আরও জানতে, প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়তে পারেন, যা নীচে দেওয়া হয়েছে।

» বয়সসীমা– আবেদনকারীর বয়স ১৮-২৪ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় আছে। ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।

» আবেদন পদ্ধতি– অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট https://plapps.indianoilpipelines.in থেকে অনলাইন এ আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নাম্বার ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর উপযুক্ত তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে।

»আবেদন ফি– প্রার্থীদের কোনোরকম আবেদন ফি দিতে হবে না।

» আবেদনের শেষ তারিখ– ১লা ফেব্রুয়ারী, ২০২৪।

Official Notification– Download Now

Leave a Reply