ভারত সরকারের তরফ থেকে Intelligence Bureau তে প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩-২০২৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভারত সরকারের তরফ থেকে Intelligence Bureau তে প্রচুর শূন্য পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩-২০২৪

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ইন্টেলিজেন্স ব্যুরো (IB) কম্পিউটার বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং যোগাযোগের শাখায় সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার গ্রেড-II/টেকনিক্যাল পদের জন্য যোগ্য এবং পরিশ্রমী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করছে। ভারত সরকারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল, সাথে অফিসিয়াল নোটিশটি দেওয়া হল।

» পদের নাম–Assistant Central Intelligence Officer Grade-II/Technical

» মোট শূন্যপদ– ২২৬টি(Computer Science & Information Technology -৭৯
Electronics & Communication-১৪৭)

» শিক্ষাগত যোগ্যতা– B.E বা B.Tech এর ক্ষেত্রে একটি সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ/ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা তথ্য প্রযুক্তি বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

অথবা

একটি সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় / কলেজ / ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স এবং সহ পদার্থবিদ্যা সহ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি যোগাযোগ বা কম্পিউটার বিজ্ঞান; অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

» বয়সসীমা– আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় আছে। ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।

» আবেদন পদ্ধতি– অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট www.mha.gov.in /www.ncs.gov.inথেকে অনলাইন এ আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নাম্বার ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর উপযুক্ত তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। সব শেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদনকারীদের অবশ্যই ২০২১,২০২২,২০২৩ এর GATE পরীক্ষাটি পাশ করে থাকতে হবে।

» আবেদন ফি– সমস্ত আবেদনকারীদের ক্ষেত্রে ২০০/- টাকা আবেদন ফি লাগবে ।

» মাসিক বেতন– ৯৮০০০/- টাকা

» আবেদনের শেষ তারিখ– ১২ই জানুয়ারী, ২০২৪।

Official Notification– Download Now

Leave a Reply