মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ITI যোগ্যতায় কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিয়োগ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ২০২৩-২০২৪
Employment No– RKVK-1/2023
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ITI যোগ্যতায় কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিয়োগ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান কেন্দ্রের জন্য বিভিন্ন শূণ্য পদে নিয়োগ শুরু হয়েছে।রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিয়োগ হবে। অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল, সাথে অফিসিয়াল নোটিশটি দেওয়া হল।
» পদের নাম– Staff, Stenographer,Lab Technician, Assistant, Subject Specialist.
» মোট শূন্যপদ– ৭ টি।
» শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক , উচ্চমাধ্যমিক পাশ, আইটি আই এবং যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচার বিভাগে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এরই সঙ্গে প্রার্থীকে মাইক্রোসফ্ট অফিস ম্যানেজমেন্টের বিভিন্ন সফ্টওয়্যারে কাজের দক্ষতা রাখতে হবে।
» বয়সসীমা– আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় আছে। হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।
» আবেদন পদ্ধতি– অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট www.rkvk.ac.in -এ গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করার পর নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি জমা করতে হবে।
» আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা–Palli Siksha Bhavana, Visva-Bharati, P.O. Sriniketan, Dist: Birbhum, PIN-731236 (W.B)
» আবেদন ফি– ৫০০-১০০০/-টাকা আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে।
» মাসিক বেতন– ১৮০০০-৭৩২০০/- টাকা
» আবেদনের শেষ তারিখ– ২১শে জানুয়ারী, ২০২৪।
Official Notification– Download Now