Oil India limited এ মেডিক্যাল অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Oil India limited এ মেডিক্যাল অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪

»Advt No– HRAQ/REC-EX-B/2024-02

Oil India limited এর তরফে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে একই সঙ্গে মেডিক্যাল অফিসার সহ বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল, সাথে অফিসিয়াল নোটিশটি দেওয়া হল।

» পদের নাম– Superintending Medical Officer (Orthopedics), Superintending Medical Officer (Radiology), Superintending Engineer (Environment), Senior Officer (Chemical), Senior Officer (Electrical),
Senior Officer (Fire & Safety), Senior Accounts Officer / Senior Internal Auditor, Senior Officer (Mechanical), Senior Officer (Information Technology), Senior Officer (Electronics & Communication), Senior Officer, Senior Geologist, Senior Officer,
Senior Officer, Confidential Secretary.

» মোট শূন্যপদ– ১০২
Superintending Medical Officer (Orthopedics) (MD 01) – 01 Posts

Superintending Medical Officer (Radiology) (MD 02) – 01 Posts

Superintending Engineer (Environment) (ENV 03) – 02 Posts

Senior Officer (Chemical) (CE-04) – 02 Posts

Senior Officer (Electrical) (EE 05) – 10 Posts

Senior Officer (Fire & Safety) (FS 06) – 11 Posts

Senior Accounts Officer / Senior Internal Auditor (AC 07) – 11 Posts

Senior Officer (Mechanical) (ME 08) – 41 Posts

Senior Officer (Information Technology) (IT 09) – 03 Posts

Senior Officer (Electronics & Communication) (E&C 10) – 06 Posts

Senior Officer (Petroleum) (PE 11) – 05 Posts

Senior Geologist (Geo 12) – 03 Posts

Senior Officer (HR) (HR 13) – 03 Posts

Senior Officer (HSE)* (HSE 14) – 02 Posts

Confidential Secretary (CS 15) – 01 Post

» শিক্ষাগত যোগ্যতা– ন্যূনতম ৬৫% নম্বর সহ ন্যূনতম ৪ বছর মেয়াদী পরিবেশগত প্রকৌশলে স্নাতক ডিগ্রী বা ন্যূনতম ৪ বছর মেয়াদী প্রকৌশলের যে কোনও শাখায় স্নাতক ডিগ্রী সহ ন্যূনতম ২ বছর মেয়াদী পরিবেশ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রী সহ ন্যূনতম ৬০% মার্কস বা পরিবেশগত বিজ্ঞানে ন্যূনতম ৬০% নম্বর সহ সর্বনিম্ন ২ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে।

কম্পিউটার টমোগ্রাফি এবং/অথবা এমআরআই-এর কাজের জ্ঞান সহ ভারতের মেডিকেল কাউন্সিল দ্বারা স্বীকৃত একটি স্বনামধন্য মেডিকেল কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে এমডি (রেডিও ডায়াগনসিস) এবং কম্পিউটার ব্যবহারের সাথে পরিচিত হওয়া উচিত।

স্নাতক স্তরে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত সহ ন্যূনতম ২ বছর মেয়াদী রসায়নে ৬০% নম্বর সহ স্নাতকোত্তর হতে হবে।
** অন‍্যান‍্য পদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে নীচে দেওয়া অফিসিয়াল নোটিশটি দেখুন।

» বয়সসীমা– আবেদনকারীর বয়স ৫৪ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় আছে। ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।

» আবেদন পদ্ধতি– অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট www.oil-india.com থেকে অনলাইন এ আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নাম্বার ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর উপযুক্ত তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে।

»আবেদন ফি– UR/OBC প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০/- টাকা দিতে হবে। SC/ ST/ PWD প্রার্থীদের কোনোরকম আবেদন ফি দিতে হবে না।

»মাসিক বেতন – ৬০০০০-১৮০০০০/-টাকা।

» আবেদনের শেষ তারিখ– ২৯শে জানুয়ারী, ২০২৪।

Official Notification– Download Now

Leave a Reply