প্রিয় ছাত্র-ছাত্রী, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়ে এসেছি বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায়ের জন্য MCQ মক্ টেস্ট। নিজেকে যাচাই করার জন্য অত্যন্ত উপযোগী এই মক্ টেস্ট। Quiz Test প্র্যাকটিস করলে তুমি অনেকের থেকে এক কদম এগিয়ে থাকবে। পরীক্ষার্থী কতটা প্রস্তুতি নিয়েছে তার আন্দাজ পাওয়ার জন্য Quiz Blog এর আয়োজন করা হলো। প্রতিটি প্রশ্নের মান -১, প্র্যাকটিস্ করার শেষে অবশ্যই একটা কমেন্ট করবে। কারণ তোমার একটা কমেন্ট ব্লগ চালিয়ে যাওয়ার অণুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।
Set-1
Q ➤ ১. “ চিনিলাম আপনারে ” – রবীন্দ্রনাথ যেভাবে নিজেকে চিনেছেন— (ক) আঘাতে ও বেদনায় (খ) আঘাতে আঘাতে বেদনায় (গ) আঘাত ও বেদনায় (ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়।
Q ➤ ২. ‘এ জীবন’ হলাে— (ক) দুঃখের তপস্যা (খ) আমৃত্যু তপস্যা (গ) আমৃত্যুর দুঃখের তপস্যা (ঘ) তপস্যা।
Q ➤ ৩. ‘রূপনারানের কূলে’ কবিতায় জীবন নিয়ে যে পঙক্তিটি আছে— (ক) জানিলাম এ জীবন স্বপ্ন নয় (খ) আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন (গ) কঠিন সত্যকে জানিলাম এ জীবনে (ঘ) কোনােটিই নয়।
Q ➤ ৪. “সে কখনাে করে না ___________ ।”— (ক) বিভ্রান্ত (খ) বঞ্চনা (গ) আশাহত (ঘ) মােহগ্রস্ত।
Q ➤ ৫. রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন ? (ক) আপনার রূপ (খ) শহীদের আত্মদান (গ) শােষকের অত্যাচার (ঘ) সম্প্রীতির চেহারা।
Q ➤ ৬. রূপনারানের কূলে’ কবিতাটি যে কাব্যের অন্তর্গত— (ক) শেষ সপ্তক (খ) শেষলেখা (গ) মানসী (ঘ) মহুয়া।
Q ➤ ৭. “সে কখনো করে না বঞ্চনা” –‘সে’ হলো— (ক) মৃত্যু (খ) সত্য (গ) কঠিন সত্য (ঘ) কঠিন মিথ্যা
Q ➤ ৮. ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি ভালোবেসেছেন— (ক) কঠিনকে (খ) সত্যকে (গ) নিজেকে (ঘ) কঠিন সত্যকে
Q ➤ ৯. রুপ নারানের কূলে কবিতায় রূপনারান নদীটি কিসের প্রতীক ? (ক) কবির বাসস্থানের (খ) বিশ্ব সংসারের (গ) মৃত্যুর (ঘ)কল্পনার
Q ➤ ১০. “কঠিনেরে ভালোবাসিলাম” – যিনি ভালোবাসেন তিনি হলেন— (ক) নীরেন্দ্রনাথ (খ) জগদীশচন্দ্র (গ) দ্বিজেন্দ্রনাথ (ঘ) রবীন্দ্রনাথ
Q ➤ ১১. “জানিলাম এ জগৎ স্বপ্ন নয়” – যিনি জানলেন— (ক) রানি চন্দ (খ) রবীন্দ্রনাথ (গ) অবনীন্দ্রনাথ (ঘ) রথীন্দ্রনাথ
Q ➤ ১২. কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রূপ দেখেছিলেন ? (ক) দর্পনে (খ) হৃদয়ে (গ) রক্তের অক্ষরে (ঘ) পল্লীগ্রামে
Q ➤ ১৩. কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো ? (ক) দুর্বোধ্য (খ) অজ্ঞেয় (গ) কঠিন (ঘ) ব্যাখার অতীত
Q ➤ ১৪. কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন ? (ক) গোদাবরী কূলে (খ) কাবেরীর কূলে (গ) রূপনারানের কূলে (ঘ) দামোদরের কূলে
Q ➤ ১৫. “রূপনারানের কূলে” কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা হল ? (ক) সোনার (খ) রক্তের (গ) জলের (ঘ) শিক্ষার
Q ➤ ১৬. “রূপনারানের কূলে ” কবিতাটি রচিত হয় ? (ক) ২৮ মে, ১৯৪১ (খ) ৩০ মে, ১৯৪১ (গ) ১৬ মে, ১৯৪১ (ঘ) ১৩ মে, ১৯৪১
Q ➤ ১৭. ‘রূপনারানের কূলে’ কবিতাটির উৎস হল— (ক) শেষের কবিতা (খ) শেষ লেখা (গ) পুনশ্চ (ঘ) গীতাঞ্জলি
Q ➤ ১৮.”রক্তের অক্ষরে দেখিলাম”- কী দেখলেন ? (উঃ মাঃ ২০১৯) (ক) আপনার স্বপ্ন (খ) আপনার জগত (গ) আপনার বেদনা (ঘ) আপনার রূপ
Q ➤ ১৯. কবির মতে ‘এ জীবন’ হল— (ক) সত্যের সন্ধান করা (খ) স্বপ্ন নিয়ে বাঁচা (গ) সুখের তপস্যা করা (ঘ) আমৃত্যু দুঃখের তপস্যা
Q ➤ ২০. কীসের মাধ্যমে জীবনের ‘সকল দেনা শোধ’ করতে হয় ? (ক) মৃত্যুর (খ) জীবনের (গ) সত্যের (ঘ) কঠিনের
Pingback: উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | WBBSE H.S Bengali Question Answer - Prosnodekho -