রুপনারানের কূলে কবিতার MCQ, SAQ প্রশ্ন ও উত্তর | Rupnaraner Kule Poem Question Answer [WBCHSE]

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

                     রূপনারাণের কূলে

                    —রবীন্দ্রনাথ ঠাকুর

১. “ চিনিলাম আপনারে ” – রবীন্দ্রনাথ যেভাবে নিজেকে চিনেছেন—
(ক) আঘাতে ও বেদনায়
(খ) আঘাতে আঘাতে বেদনায়।
(গ) আঘাত ও বেদনায়।
(ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়।

উত্তরঃ (ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়।

২. ‘এ জীবন’ হলাে—
(ক) দুঃখের তপস্যা (খ) আমৃত্যু তপস্যা
(গ) আমৃত্যুর দুঃখের তপস্যা (ঘ) তপস্যা।

উত্তরঃ (গ) আমৃত্যুর দুঃখের তপস্যা।

৩. ‘রূপনারানের কূলে’ কবিতায় জীবন নিয়ে যে পঙক্তিটি আছে—
(ক) জানিলাম এ জীবন স্বপ্ন নয়
(খ) আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন।
(গ) কঠিন সত্যকে জানিলাম এ জীবনে
(ঘ) কোনােটিই নয়।

উত্তরঃ (খ) আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন।

৪. “সে কখনাে করে না ___________ ।”
(ক) বিভ্রান্ত (খ) বঞ্চনা (গ) আশাহত (ঘ) মােহগ্রস্ত।

উত্তরঃ (খ) বঞ্চনা

৫. রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন ?
(ক) আপনার রূপ
(খ) শহীদের আত্মদান
(গ) শােষকের অত্যাচার।
(ঘ) সম্প্রীতির চেহারা।

উত্তরঃ (ক) আপনার রূপ

৬. রূপনারানের কূলে’ কবিতাটি যে কাব্যের অন্তর্গত—
(ক) শেষ সপ্তক (খ) শেষলেখা (গ) মানসী
(ঘ) মহুয়া।

উত্তরঃ (খ) শেষলেখা

উচ্চমাধ্যমিক বাংলা সমস্ত পাঠের প্রশ্নোত্তর।

৭. “সে কখনো করে না বঞ্চনা” –‘সে’ হলো—
(ক) মৃত্যু (খ) সত্য (গ) কঠিন সত্য
(ঘ) কঠিন মিথ্যা

উত্তরঃ (গ) কঠিন সত্য।

৮. ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি ভালোবেসেছেন—
(ক) কঠিনকে (খ) সত্যকে (গ) নিজেকে
(ঘ) কঠিন সত্যকে

উত্তরঃ (ঘ) কঠিন সত্যকে।

৯. রুপ নারানের কূলে কবিতায় রূপনারান নদীটি কিসের প্রতীক ?
(ক) কবির বাসস্থানের (খ) বিশ্ব সংসারের
(গ) মৃত্যুর (ঘ)কল্পনার

উত্তরঃ বিশ্ব সংসারের।

১০. “কঠিনেরে ভালোবাসিলাম” – যিনি ভালোবাসেন তিনি হলেন—
(ক) নীরেন্দ্রনাথ (খ) জগদীশচন্দ্র
(গ) দ্বিজেন্দ্রনাথ (ঘ) রবীন্দ্রনাথ

উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ।

১১. “জানিলাম এ জগৎ স্বপ্ন নয়” – যিনি জানলেন—
(ক) রানি চন্দ (খ) রবীন্দ্রনাথ
(গ) অবনীন্দ্রনাথ (ঘ) রথীন্দ্রনাথ

উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ।

১২. কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রূপ দেখেছিলেন ?
(ক) দর্পনে (খ) হৃদয়ে (গ) রক্তের অক্ষরে
(ঘ) পল্লীগ্রামে

উত্তরঃ রক্তের অক্ষরে।

১৩. কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো ?
(ক) দুর্বোধ্য (খ) অজ্ঞেয় (গ) কঠিন
(ঘ) ব্যাখ্যার অতীত

উত্তরঃ কঠিন।

১৪. কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন ?
(ক) গোদাবরী কূলে (খ) কাবেরীর কূলে
(গ) রূপনারানের কূলে (ঘ) দামোদরের কূলে

উত্তরঃ রূপনারানের কূলে।

১৫. “রূপনারানের কূলে” কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা হল ?
(ক) সোনার (খ) রক্তের (গ) জলের (ঘ) শিক্ষার

উত্তরঃ রক্তের।

১৬. “রূপনারানের কূলে ” কবিতাটি রচিত হয় ?
(ক) ২৮ মে, ১৯৪১ (খ) ৩০ মে, ১৯৪১
(গ) ১৬ মে, ১৯৪১ (ঘ) ১৩ মে, ১৯৪১

উত্তরঃ ১৩ মে, ১৯৪১

১৭. ‘রূপনারানের কূলে’ কবিতাটির উৎস হল—
(ক) শেষের কবিতা (খ) শেষ লেখা (গ) পুনশ্চ
(ঘ) গীতাঞ্জলি

উত্তরঃ (খ) শেষ লেখা।

১৮.”রক্তের অক্ষরে দেখিলাম”- কী দেখলেন ? (উঃ মাঃ ২০১৯)
(ক) আপনার স্বপ্ন (খ) আপনার জগত
(গ) আপনার বেদনা (ঘ) আপনার রূপ

উত্তরঃ (ঘ) আপনার রূপ।

১৯. কবির মতে ‘এ জীবন’ হল—
(ক) সত্যের সন্ধান করা
(খ) স্বপ্ন নিয়ে বাঁচা
(গ) সুখের তপস্যা করা
(ঘ) আমৃত্যু দুঃখের তপস্যা

উত্তরঃ (ঘ) আমৃত্যু দুঃখের তপস্যা।

২০. কীসের মাধ্যমে জীবনের ‘সকল দেনা শোধ’ করতে হয়?
(ক) মৃত্যুর (খ) জীবনের (গ) সত্যের
(ঘ) কঠিনের

উত্তরঃ (ক) মৃত্যুর।

২১. কে মানুষের সাথে কখনও বঞ্চনা করেনা?
(ক) সত্য (খ) মিথ্যা (গ) জীবন (ঘ) মৃত্যু

উত্তরঃ (ক) সত্য।

২২. ‘রূপনারানের কূলে’ কবিতাটি রচিত হয়—
(ক) শান্তিনিকেতনে (খ) কালিম্পঙে
(গ) কলকাতায় (ঘ) শিলাইদহে

উত্তরঃ (ক) শান্তিনিকেতনে

২৩. ‘রূপনারানের কূলে’ কবিতাটি রচিত হয়—
(ক) ৩০ বৈশাখ , ১৩৪৮ (খ) ২৮ বৈশাখ , ১৩৪৮
(গ) ২৬ বৈশাখ , ১৩৪৮  (ঘ) ২৯ বৈশাখ , ১৩৪৮

উত্তরঃ (ক) ৩০ বৈশাখ , ১৩৪৮

২৪. ‘রূপনারানের কূলে’ কবিতাটি প্রথমে ক’টি ছত্রে লেখা হয়েছিল ?
(ক) নয় (খ) দশ (গ) এগারাে (ঘ) তেরাে

উত্তরঃ (গ) এগারাে।

২৫. ‘রূপনারানের কূলে’ কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা ?
(ক) ১০ সংখ্যক (খ) ১১ সংখ্যক
(গ) ৯ সংখ্যক (ঘ) ১২ সংখ্যক

উত্তরঃ (খ) ১১ সংখ্যক।

২৬. “ জানিলাম এ জগৎ _________”
(ক) মিথ্যা নয় (খ) নিদ্রা নয় (গ) স্বপ্ন নয়
(ঘ) কঠিন নয়

উত্তরঃ (গ) স্বপ্ন নয়।

২৭. ” চিনিলাম _________”
(ক) আপনারে (খ) তোমারে (গ) তাহারে
(ঘ) সকলে

উত্তরঃ আপনারে।

২৮. ‘সে কখনো বঞ্চনা করে না’— সে হল ?
(ক) মিথ্যা (খ) বন্ধু (গ) জননী (ঘ) সত্য

উত্তরঃ সত্য।

২৯. ‘জেগে উঠিলাম’ —কবির চেতনা কোথায় জাগরিত হল ?
(ক) সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের তীরে
(খ) যমুনাতীরে
(গ) রূপনারানের কূলে
(ঘ) গঙ্গাহৃদি বঙ্গভূমির কোলে

উত্তরঃ (গ) রূপনারানের কূলে।

৩০. রূপনারানের কূলে জেগে ওঠার অর্থ –
(ক) ঘুম থেকে জেগে ওঠা
(খ) অচৈতন্য থেকে চেতনা ফিরে পাওয়া
(গ) মােহভঙ্গ হওয়া
(ঘ) জীবনবােধে প্রাজ্ঞ হয়ে ওঠা

উত্তরঃ (ঘ) জীবনবােধে প্রাজ্ঞ হয়ে ওঠা।

৩১. রূপনারানের কূলে জেগে উঠে কবি দেখলেন –
(ক) সূর্য উঠে আলাের প্রকাশ ঘটেছে
(খ) আকাশে মেঘ কেটে গেছে
(গ) স্বপ্ন ও বাস্তবের পার্থক্য অনেক
(ঘ) ঘুমের জগৎ আর বাস্তবের জগতের কোনাে পার্থক্য নেই

উত্তরঃ (গ) স্বপ্ন ও বাস্তবের পার্থক্য অনেক।

৩২. “ রক্তের অক্ষরে দেখিলাম ” —কী দেখলেন ?
(ক) আপনার স্বপ্ন (খ) আপনার জগৎ
(গ) আপনার বেদনা (ঘ) আপনার রূপ

উত্তরঃ (ঘ) আপনার রূপ।

৩৩. “সত্য যে কঠিন, ‘— কবি এ কথা জানলেন—
(ক) শুধু আঘাতে আঘাতে
(খ) শুধু বেদনায় বেদনায়
(গ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়
(ঘ) চেতনাহীন হয়ে

উত্তরঃ (গ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়।

৩৪. কবি ‘আমৃত্যুর দুঃখের তপস্যা’ বলতে বুঝিয়েছেন—
(ক) পৃথিবীকে (খ) জীবনকে (গ) কর্মকে
(ঘ) কর্তব্যকে

উত্তরঃ (খ) জীবনকে।

৩৫. সত্যের দারুণ মূল্য লাভ করবেন—
(ক) কবি স্বয়ং
(খ) যে–কোনাে মানুষ
(গ) মৃত্যুঞ্জয়ী বীর
(ঘ) আত্মভােলা মানুষ

উত্তরঃ (ক) কবি স্বয়ং।

৩৬. জীবনের দেনা শােধ করবেন কবি—
(ক) মৃত্যুর মধ্য দিয়ে
(খ) জন্মের মধ্য দিয়ে
(গ) সত্যকে অস্বীকারের মধ্য দিয়ে
(ঘ) জীবন উপলব্ধির মধ্য দিয়ে

উত্তরঃ (ক) মৃত্যুর মধ্য দিয়ে।

৩৭. “সে কখনো করে না বঞ্চনা”- ‘সে’ বলতে বোঝানো হয়েছে— (উঃ মাঃ ২০১৬)
(ক) কঠিনকে (খ) মৃত্যুকে (গ) সত্যকে (ঘ) জীবনকে

উত্তরঃ (গ) সত্যকে।

৩৮. ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি ‘রূপনারায়ন’ বলতে বুঝিয়েছেন—
(ক) কোনো এক নদীকে
(খ) রূপময় এই জগৎকে
(গ) সত্যকে
(ঘ) ঈশ্বরকে

উত্তরঃ (খ) রূপময় এই জগৎকে।

৩৯. “রক্তের অক্ষরে দেখিলাম”- (উঃ মাঃ ২০১৫)
(ক) মৃত্যুর রূপ (খ) প্রকৃতির রূপ
(গ) আপনার রূপ (ঘ) রূপনারানের রূপ

উত্তরঃ (গ) আপনার রূপ।

৪০. “জানিলাম এ জগৎ”- (উঃ মাঃ ২০১৮)
(ক) মিথ্যা নয় (খ) নিদ্ৰা নয় (গ) স্বপ্ন নয়
(ঘ) কঠিন নয়

উত্তরঃ (গ) স্বপ্ন নয়।

৪১. ‘চিনিলাম আপনারে’- কবি কীভাবে নিজেকে চিনতে পেরেছেন?
(ক) আঘাতে
(খ) বেদনায়
(গ) রক্তের অক্ষরে
(ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়

উত্তরঃ (ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়।

SAQ Question Answer

১. রূপনারানের কূলে ’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?
উত্তরঃ ‘রূপনারানের কূলে’ কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত।

২. ‘রূপনারানের কূলে’ কবিতাটির রচনাকাল ও স্থান উল্লেখ করাে।
উত্তরঃ শান্তিনিকেতনের উদয়নে অবস্থানকালে ১৯৪১ খ্রিস্টাব্দের ১৩ মে এবং ১৪ মে এই দু-দিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর ‘রূপনারানের কূলে’ কবিতাটি রচনা করেন।

৩. “জেগে উঠিলাম”— কে, কোথায় জেগে উঠলেন ?
উত্তরঃ রূপনারানের কূলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারানের তীরে জেগে উঠলেন ।

৪ “জেগে উঠিলাম”— জেগে উঠে কবি কী উপলব্ধি করেছিলেন ?
উত্তরঃ বক্তা রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারানের কূলে জেগে উঠে উপলদ্ধি করলেন যে, ‘এ জগৎ স্বপ্ন নয়।’

৫. “জানিলাম এ জগৎ / স্বপ্ন নয়।”— কখন কবি এ কথা জেনেছিলেন ?
উত্তরঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন- সায়াহ্নে যখন রূপনারানের কূলে জেগে উঠেছিলেন, তখনই জেনেছিলেন যে এ জগৎ স্বপ্ন নয় ।

৬. রূপনারানের কূলে জেগে উঠে কবি কী জানলেন ?
উত্তরঃ রূপনারানের কূলে জেগে উঠে কবি জানলেন যে, এ জগৎ স্বপ্ন নয়।

৭. “জানিলাম এ জগৎ / স্বপ্ন নয়।” — কবির চোখে এ জগৎ কেমন ?
উত্তরঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘রূপনারানের কুলে’ জেগে উঠে জেনেছিলেন, যে জগতে তিনি ছিলেন তা স্বপ্ন নয়, তা আঘাত- সংঘাতে ভরা কঠিন বাস্তব।

৮. “দেখিলাম আপনার রূপ,”— কবি কীভাবে এই রূপ দেখলেন ?
উত্তরঃ ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রক্তের অক্ষরে নিজের এই রূপ দেখলেন।

৯. “রক্তের অক্ষরে দেখিলাম” বলতে কীভাবে দেখার কথা বলা হয়েছে ?
উত্তরঃ ‘রূপনারানের কূলে কবিতায় রক্তের অক্ষরে দেখিলাম’ বলতে কবি যুদ্ধের ফলে সৃষ্ট মৃত্যুর অভিজ্ঞতার কথা বলেছেন।

১০ “চিনিলাম আপনারে”— কে আপনারে চিনেছিলেন ?
উত্তরঃ ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং আপনারে অর্থাৎ নিজেকে চিনেছিলেন ।

১১. “চিনিলাম আপনারে”— এই চেনার স্বরূপ কী ?
উত্তরঃ ‘রূপনারানের কূলে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেকে চেনার অর্থ আসলে সত্যের কঠিন অথচ যথাযথ স্বরূপকে চিনতে বা বুঝতে পারা।

১২. “চিনিলাম আপনারে”— কবি কীভাবে নিজেকে চিনলেন ?
উত্তরঃ দ্বন্দ্ব-সংঘাতমুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় নিজেকে চিনলেন।

১৩. “সত্য যে কঠিন”— কবি সত্যকে কঠিন বলেছেন কেন ?
                              অথবা,
‘রূপনারানের কূলে’ কবিতার কবি সত্যকে কঠিন বলেছেন কেন ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘রূপনারানের কূলে’ কবিতায় সত্য কঠিন বলতে বুঝিয়েছেন যে, সত্য সব সময় কাঙ্ক্ষিত নাও হতে পারে।

১৪. “সত্য যে কঠিন”— এ কথা বলেও সত্য সম্পর্কে কবির প্রতিক্রিয়া কী ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘রূপনারানের কূলে’ কবিতায় সত্যকে কঠিন জেনেও তাকে ভালোবেসেছেন।

১৫. “সত্য যে কঠিন”— তবু কবি সত্যকে ভালােবাসেন কেন ?
উত্তরঃ সত্য কঠিন জেনেও কবি সত্যকে ভালােবাসেন, কারণ সত্য কখনও বঞ্চনা করে না।

১৬. রূপনারানের কূলে ‘কবিতায় কবি সত্যকে কোন্ বিশেষণে ভূষিত করেন ?
উত্তরঃ ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি সত্যকে কঠিন বিশেষণে ভূষিত করেছেন।

১৭. “সত্য যে কঠিন”— বক্তা সত্যের সঙ্গে কেমন আচরণ করেছেন ?
উত্তরঃ বক্তা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যকে কঠিন জেনেও তাকে ভালােবেসেছেন।

১৮. “কঠিনেরে ভালােবাসিলাম”— কবি কেন কঠিন’- কে ভালােবাসলেন ?
                            অথবা,
“কঠিনেরে ভালােবাসিলাম”- কঠিনকে ভালােবাসার কারণ কী ?
উত্তরঃ ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি ‘কঠিন’কে ভালােবেসেছিলেন কারণ কঠিনই হল সত্যের স্বরূপ এবং সে কখনও কাউকে বঞ্চনা করে না।

১১ “সে কখনাে করে না বঞ্চনা।”— বক্তা কে ?
উত্তরঃ ‘রূপনারানের কূলে’ কবিতায় উল্লিখিত পঙক্তিটির বক্তা কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং।

২০. “সে কখনাে করে না বঞ্চনা।”— এরূপ বলার কারণ কী ?
উত্তরঃ সত্য যেহেতু মায়া বা স্বপ্ন নয়, তা কঠোর ও কঠিন বাস্তব, তাই তা কাউকে মােহোবিষ্ট বা স্বপ্নাবিষ্ট করে প্রবঞ্চনা করে না।

২১. “সে কখনাে করে না বঞ্চনা।”— কে কখনও করে না বঞ্চনা ?
উত্তরঃ ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন যে, কঠিন সত্য কখনও কবি তথা মানুষকে বঞ্চনা করে না।

২২. “আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন”— কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন ?
                           অথবা,
কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন ?

উত্তরঃ জীবনধারণ করতে গিয়ে প্রতিটি মানুষকেই প্রতিনিয়ত ব্যথা-বেদনা আঘাত দুঃখ-দুর্দশাকে বরণ করতে হয় বলেই রবীন্দ্রনাথ ঠাকুর ‘রূপনারানের কুলে’ কবিতায় জীবনকে দুঃখের তপস্যা বলেছেন।

২৩. ‘রূপনারানের কুলে’ কবিতায় মৃত্যুতে সকল দেনা কীভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন ?
                           অথবা,
 “মৃত্যুতে সকল দেনা শােধ করে দিতে।”— মৃত্যুতে সকল দেনা কীভাবে শােধ করা সম্ভব বলে কবি মনে করেছেন ?

উত্তরঃ ‘রূপনারানের কূলে’ কবিতায় আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়েই মৃত্যুতে সকল দেনা শােধ করা সম্ভব হবে বলে কবি মনে করেছেন।

২৪. ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি কীসের মূল্য লাভ করতে চেয়েছেন ?
উত্তরঃ ‘রূপনারানের কুলে’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যের দারুণ মূল্য লাভ করতে চেয়েছেন ।

২৫ ‘সকল দেনা শােধ করে দিতে।’— ‘সকল দেনা’ বলতে কী বােঝ ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘রূপনারানের কূলে’ কবিতায় সকল দেনা বলতে কোনাে মানুষ তার সারা জীবনে যা যা অর্জন করে সে-সবের কথা বলেছেন।

২৬. “সত্যের দারুণ মূল্য লাভ করিবারে”— ‘সত্যের দারুণ মূল্য’ বলতে কী বােঝ ?
উত্তরঃ সত্যের দারুণ মূল্য বলতে কবি অপ্রিয় ও কঠিন সত্যকে স্বীকার করার জন্য যে মনােবল ও নিরাসক্ত মনােভাবের প্রয়ােজন তার কথা বলেছেন।

২৭. সত্যের দারুণ মূল্য লাভ করিবারে কী ঘটেছে কবিজীবনে ?
উত্তরঃ সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য সারাজীবন ধরে দুঃখের তপস্যা করতে হয়েছে কবিকে।

২৮. সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কী করতে হয় ?
উত্তরঃ সত্যের দারুণ মূল্য অর্থাৎ প্রকৃত মূল্য লাভ করার জন্য আমৃত্যু দুঃখের তপস্যা করতে হয়।

২৯. কবি মৃত্যুতে সকল দেনা শােধ করে দিতে চান কেন ?
উত্তরঃ নিশ্চিন্তে মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করতে চান বলেই কবি প্রকৃতি ও মানবসমাজের সকল দেনা শােধ করে দিতে চান ।

This Post Has One Comment

Leave a Reply