রুপতত্ত্ব MCQ Mock Test দ্বাদশ শ্রেণি বাংলা | Ruptotto MCQ Mock Test HS [WBCHSE]

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
 
প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় Ruptotto Mock Test. তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী Quiz. যে কোনো পরীক্ষায় সময় ধরে পড়াশোনা করা ছাত্র ছাত্রীরা সব সময় এগিয়ে থাকে। নিজের অগ্রগতি জানার জন্য অবশ্যই মক টেস্ট দেওয়া প্রয়োজন। পরীক্ষার্থী কতটা প্রস্তুতি নিয়েছে তার আন্দাজ পাওয়ার জন্য এই Quiz Blog এর আয়োজন করা হলো । প্রতিটি প্রশ্নের উত্তর নির্ভুল ভাবে করার চেষ্টা করা হয়েছে, তারপরেও যদি কোন ভুল থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সাফল্যই আমাদের সাফল্য।ধন্যবাদ।
 

Q ➤ ১. পদ গঠনের চরিত্র অনুযায়ী সমাস— (ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার


Q ➤ ২. শব্দকে আমরা এককরূপে পায় একমাত্র— (ক) বিশেষ্য পদে (খ) বিশেষণ পদে (গ) সর্বনাম পদে (ঘ) অভিধানে


Q ➤ ৩. স্বাধীন রূপমূলের উদাহরণ হলো— (ক) ছাত্ররা (খ) ছাত্র (গ) ছাত্রকে (ঘ) ছাত্রদের


Q ➤ ৪. ভাষার সবচেয়ে ছোটো অর্থপূর্ণ একক হলো— (ক) শব্দার্থ তত্ত্ব (খ) রূপতত্ত্ব (গ) ধ্বনিতত্ত্ব (ঘ) বাক্যতত্ত্ব


Q ➤ ৫. পরাধীন ব্যাকরণ সম্মত রূপমূল কত প্রকার ? (ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার


Q ➤ ৬. একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে— (উঃ মাঃ ২০১৭) (ক) সমাস (খ) পদদ্বৈত (গ) সন্ধি (ঘ) প্রত্যয়


Q ➤ ৭. নিষ্পাদক রূপমূল হল— (ক) প্রত্যয় (খ) উপসর্গ (গ) প্রত্যয় ও উপসর্গ উভয়ই (ঘ) কোনোটিই নয়


Q ➤ ৮. রূপতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কী ? (ক) Morphology (খ) Phonology (গ) Phonetics (ঘ) Semantics


Q ➤ ৯. যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়— (উঃ মাঃ ২০১৮) (ক) বিভক্তি (খ) প্রত্যয় (গ) উপসর্গ (ঘ) অনুসর্গ


Q ➤ ১০. সমন্বয়ী রূপমূল কোনটি ? (ক) বিভক্তি (খ) প্রত্যয় (গ) উপসর্গ (ঘ) কোনোটিই নয়


Q ➤ ১১. ‘হাঁসজারু’ শব্দটি একটি— (ক) ক্র্যানবেরি রূপমূল (খ) জোড়কলম শব্দ (গ) ফাঁকা রূপ (ঘ) শূন্য রূপ


Q ➤ ১২. রূপতত্ত্ব অনুযায়ী সমাস কয় প্রকার ? (ক) তিন প্রকার (খ) পাঁচ প্রকার (গ) ছয় প্রকার (ঘ) সাত প্রকার


Q ➤ ১৩. রূপমূল হল (উঃ মাঃ ২০১৫)— (ক) ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক (খ) পদের গঠনবৈচিত্র (গ) শব্দর্থের উপাদান (ঘ) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক


Q ➤ ১৪. একটি ‘শূন্য রূপ’ হল— (ক) ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি (খ) প্রত্যয় (গ) উপসর্গ (ঘ) শূন্য বিভক্তি


Q ➤ ১৫. ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ হল— (ক) প্রলাপ শব্দের ‘লাপ’ (খ) প্রলাপ শব্দের ‘প্র’ (গ) উপগ্রহ শব্দের ‘উপ’ (ঘ) উপগ্রহ শব্দের ‘গ্রহ’


Q ➤ ১৬. ‘ফুলওয়ালা’ শব্দের ‘ফুল’ হল— (ক) স্বাধীন রূপমূল (খ) পরাধীন রূপমূল (গ) সহরুপ (ঘ) সবকটিই


Q ➤ ১৭. প্রত্যয় কোন জাতীয় রূপমূল ? (ক) স্বাধীন (খ) নিষ্পাদিত (গ) আভিধানিক (ঘ) সমন্বয়ী


Q ➤ ১৮. তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়— (ক) শব্দের সঙ্গে (খ) উপসর্গের সঙ্গে (গ) বিভক্তির সঙ্গে (ঘ) ধাতুর সঙ্গে


Q ➤ ১৯. যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়— (ক) প্রত্যয় (খ) অনুসর্গ (গ) উপসর্গ (ঘ) বিভক্তি


Q ➤ ২০. বাংলা উপসর্গগুলি একধরনের অব্যয় হলেও আচরণ ও ব্যবহারে— (ক) কারকের মতো (খ) সমাসের মতো (গ) বিভক্তির মতো (ঘ) প্রত্যয়ের মতো


Q ➤ ২১. ‘ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা’ – এটি হল— (ক) বর্ণনামূলক সমাস (খ) মিশ্র রূপমূল (গ) জটিল রূপমূল (ঘ) আভিধানিক রূপমূল


Q ➤ ২২. একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে— (ক) পদদ্বৈত (খ) সমাস (গ) সন্ধি (ঘ) প্রত্যয়


Q ➤ ২৩. ‘চুপ-চাপ’ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে ? (ক) বর্ণনামূলক সমাস (খ) ব্যাখ্যামূলক সমাস (গ) অনুকার পদগঠন (ঘ) পদদ্বৈত


Q ➤ ২৪. Allomorph -এর বাংলা প্রতিশব্দ— (ক) সহরূপমূল (খ) স্বাধীন রূপমূল (গ) বদ্ধ রূপমূল (ঘ) সমরূপমূল


This Post Has One Comment

Leave a Reply