Q ➤ ১. পদ গঠনের চরিত্র অনুযায়ী সমাস— (ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার
Q ➤ ২. শব্দকে আমরা এককরূপে পায় একমাত্র— (ক) বিশেষ্য পদে (খ) বিশেষণ পদে (গ) সর্বনাম পদে (ঘ) অভিধানে
Q ➤ ৩. স্বাধীন রূপমূলের উদাহরণ হলো— (ক) ছাত্ররা (খ) ছাত্র (গ) ছাত্রকে (ঘ) ছাত্রদের
Q ➤ ৪. ভাষার সবচেয়ে ছোটো অর্থপূর্ণ একক হলো— (ক) শব্দার্থ তত্ত্ব (খ) রূপতত্ত্ব (গ) ধ্বনিতত্ত্ব (ঘ) বাক্যতত্ত্ব
Q ➤ ৫. পরাধীন ব্যাকরণ সম্মত রূপমূল কত প্রকার ? (ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার
Q ➤ ৬. একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে— (উঃ মাঃ ২০১৭) (ক) সমাস (খ) পদদ্বৈত (গ) সন্ধি (ঘ) প্রত্যয়
Q ➤ ৭. নিষ্পাদক রূপমূল হল— (ক) প্রত্যয় (খ) উপসর্গ (গ) প্রত্যয় ও উপসর্গ উভয়ই (ঘ) কোনোটিই নয়
Q ➤ ৮. রূপতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কী ? (ক) Morphology (খ) Phonology (গ) Phonetics (ঘ) Semantics
Q ➤ ৯. যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়— (উঃ মাঃ ২০১৮) (ক) বিভক্তি (খ) প্রত্যয় (গ) উপসর্গ (ঘ) অনুসর্গ
Q ➤ ১০. সমন্বয়ী রূপমূল কোনটি ? (ক) বিভক্তি (খ) প্রত্যয় (গ) উপসর্গ (ঘ) কোনোটিই নয়
Q ➤ ১১. ‘হাঁসজারু’ শব্দটি একটি— (ক) ক্র্যানবেরি রূপমূল (খ) জোড়কলম শব্দ (গ) ফাঁকা রূপ (ঘ) শূন্য রূপ
Q ➤ ১২. রূপতত্ত্ব অনুযায়ী সমাস কয় প্রকার ? (ক) তিন প্রকার (খ) পাঁচ প্রকার (গ) ছয় প্রকার (ঘ) সাত প্রকার
Q ➤ ১৩. রূপমূল হল (উঃ মাঃ ২০১৫)— (ক) ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক (খ) পদের গঠনবৈচিত্র (গ) শব্দর্থের উপাদান (ঘ) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক
Q ➤ ১৪. একটি ‘শূন্য রূপ’ হল— (ক) ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি (খ) প্রত্যয় (গ) উপসর্গ (ঘ) শূন্য বিভক্তি
Q ➤ ১৫. ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ হল— (ক) প্রলাপ শব্দের ‘লাপ’ (খ) প্রলাপ শব্দের ‘প্র’ (গ) উপগ্রহ শব্দের ‘উপ’ (ঘ) উপগ্রহ শব্দের ‘গ্রহ’
Q ➤ ১৬. ‘ফুলওয়ালা’ শব্দের ‘ফুল’ হল— (ক) স্বাধীন রূপমূল (খ) পরাধীন রূপমূল (গ) সহরুপ (ঘ) সবকটিই
Q ➤ ১৭. প্রত্যয় কোন জাতীয় রূপমূল ? (ক) স্বাধীন (খ) নিষ্পাদিত (গ) আভিধানিক (ঘ) সমন্বয়ী
Q ➤ ১৮. তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়— (ক) শব্দের সঙ্গে (খ) উপসর্গের সঙ্গে (গ) বিভক্তির সঙ্গে (ঘ) ধাতুর সঙ্গে
Q ➤ ১৯. যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়— (ক) প্রত্যয় (খ) অনুসর্গ (গ) উপসর্গ (ঘ) বিভক্তি
Q ➤ ২০. বাংলা উপসর্গগুলি একধরনের অব্যয় হলেও আচরণ ও ব্যবহারে— (ক) কারকের মতো (খ) সমাসের মতো (গ) বিভক্তির মতো (ঘ) প্রত্যয়ের মতো
Q ➤ ২১. ‘ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা’ – এটি হল— (ক) বর্ণনামূলক সমাস (খ) মিশ্র রূপমূল (গ) জটিল রূপমূল (ঘ) আভিধানিক রূপমূল
Q ➤ ২২. একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে— (ক) পদদ্বৈত (খ) সমাস (গ) সন্ধি (ঘ) প্রত্যয়
Q ➤ ২৩. ‘চুপ-চাপ’ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে ? (ক) বর্ণনামূলক সমাস (খ) ব্যাখ্যামূলক সমাস (গ) অনুকার পদগঠন (ঘ) পদদ্বৈত
Q ➤ ২৪. Allomorph -এর বাংলা প্রতিশব্দ— (ক) সহরূপমূল (খ) স্বাধীন রূপমূল (গ) বদ্ধ রূপমূল (ঘ) সমরূপমূল
Pingback: উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | WBBSE H.S Bengali Question Answer - Prosnodekho - Prosnodekho