Set -2 Online MCQ Mock Test Indian Olden History in Bengali/প্রাচীন ভারতের ইতিহাস থেকে বহু বিকল্পীয় প্রশ্ন ও উত্তর।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

                         Set-2
১. সঠিক উত্তরটি নির্বাচন করো।

Time’s Up

score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

১.১ মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন ?



(D) সেলুকস নিকেটর।

১.২ ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয় ?



(B) মৌর্য যুগে।

১.৩ মহাবীর ছিলেন—



(C) তেইশতম তীর্থঙ্কর।

১.৪ কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল ?



(D) কুষাণ।

১.৫ “ কাদম্বরী ” কাব্যের রচয়িতা কে ?



(B) বানভট্ট।

১.৬ সংস্কৃত নাটক “ রত্নাবলী ” কে লিখেছিলেন ?



(B) হর্ষবর্ধন।

১.৭ আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন ?



(C) 712 খ্রিস্টাব্দে।

১.৮ কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?



(A) চন্দ্রগুপ্ত মৌর্য।

১.৯ হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন ?



(D) শশাঙ্ক।

১.১০ সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ ‘ এলাহাবাদ প্রশস্তি ’ কে রচনা করেছিলেন ?



(B) হরিষেণ।

১.১১ গুপ্তযুগে কে “ উত্তর রামচরিত ” নাটক রচনা করেছিলেন ?



(D) ভবভূতি।

১.১২ ‘ শকাব্দের ‘ প্রবর্তক কে ?



(C) কনিষ্ক।

১.১৩ ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন ?



(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

১.১৪ কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যােগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন ?



(D) মেগাস্থিনিস।

১.১৫ সম্রাট অশােকের সাম্রাজ্যে নীচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না ?



(A) মাদ্রাজ।

১.১৬ চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাঙ কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?



(D) হর্ষবর্ধন।

১.১৭ ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানি এলিজাবেথের যুগ ও গ্রীসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন ?



(A) গুপ্ত যুগ।

১.১৮ আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন ?



(C) এ্যারিস্টোটল।

১.১৯ ‘ দি ইন্ডিকা ’ কে লিখেছিলেন ?



(D) মেগাস্থিনিস।

১.২০ ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত হয় ?



(D) চন্দ্রগুপ্ত মৌর্য।

তোমার বন্ধুদের শেয়ার করো….

Leave a Reply