WBCHSE Bengali Shikar Kobitar MCQ Mock Test | উচ্চমাধ্যমিক বাংলা শিকার কবিতার মক্ টেস্ট
👉HS বাংলা সমস্ত অধ্যায়ের মক্ টেস্ট👈
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
Q ➤ ১. সারারাত হরিণ নিজেকে কার হাত থেকে বাঁচিয়েছিল ? (ক) শিকারির (খ) চিতাবাঘিনির (গ) হৃদয়হীনের (ঘ) রাতের হিংস্র পশুদের
Q ➤ ২. সারারাত হরিণটি ঘুরেছিল— (ক) শাল-পিয়ালের বনে (খ) অর্জুন-সুন্দরীর বনে (গ) মেহগনি-অর্জুনের বনে (ঘ) সেগুন-সুন্দরীর বনে
Q ➤ ৩. ‘সুন্দরীর বন থেকে অর্জুনের বনে’ কীসের মতো অন্ধকার ছিল ? (ক) মেহগনির মতো (খ) অশ্বত্থের মতো (গ) অর্জুনের মতো (ঘ) সুন্দরীর মতো
Q ➤ ৪. চিতাবাঘিনির তাড়া খাওয়া হরিণটি ছিল—(ক) সজীব সতেজ (খ) সতেজ বাদামি (গ) সুন্দর বাদামি। (ঘ) সুন্দর সতেজ
Q ➤ ৫. সুন্দর বাদামি হরিণ যার জন্য অপেক্ষা করেছিল— (ক) অন্ধকারের জন্য (খ) সবুজ ঘাসের জন্য (গ) ঝরনার জলের জন্য (ঘ) ভোরের জন্য
Q ➤ ৬. “সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল।”—কারণ— (ক) রাত তার ভালো লাগছিল না (খ) সে তার সঙ্গীদের খুঁজে পাচ্ছিল না (গ) রাতে খাবারের খোঁজ করা অসম্ভব (ঘ) চিতাবাঘিনির হাত থেকে বাঁচার জন্য
Q ➤ ৭. “এসেছে সে ভোরের আলোয় নেমে;”— কে ? (ক) ঘাসফড়িং (খ) চিতাবাঘিনি (গ) শিকারি (ঘ) হরিণ
Q ➤ ৮. “এসেছে সে ভোরের আলোয় নেমে;”— এর কারণ কী ? (ক) জল খাওয়া (খ) বিশ্রাম নেওয়া (গ) ঘাস খাওয়া (ঘ) খেলা করা
Q ➤ ৯. ‘শিকার’ কবিতায় কচি বাতাবিলেবুর মতো ছিল—(ক) ভোরের সুবাস (খ) সবুজ সুগন্ধি (গ) ঘাস হরিণের হৃদয় (ঘ) ময়ূরের ডানার রং
Q ➤ ১০. সবুজ সুগন্ধি ঘাসকে কবি যার সঙ্গে তুলনা করেছেন— (ক) নতুন ধান (খ) শরতের সকাল (গ) কচি বাতাবিলেবু (ঘ) রূপসি মেয়ে
Q ➤ ১১. হরিণ কী ‘ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে’ ? (ক) দুর্বাঘাস (খ) বাতাবিলেবুর পাতা (গ) সুগন্ধি ঘাস (ঘ) পেয়ারা পাতা
Q ➤ ১২. হরিণটি ভোরের আলোয় যেখানে নেমেছিল— (ক) ঝরনার জলে (খ) নদীর জলে (গ) অন্ধকারের সমুদ্রে (ঘ) অর্জুন-সুন্দরীর বনে
Q ➤ ১৩. “নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল…” -কে ? (ক) চিতাবাঘিনি (খ) শিকারি (গ) বাদামি হরিণ (ঘ) একটি সিংহ
Q ➤ ১৪. নদীর জলে নামা হরিণের শরীর ছিল— (ক) ঘুমহীন ক্লান্ত বিহ্বল (খ) বিহ্বল ক্লান্ত ঘুমহীন (গ) ঘুমহীন বিহ্বল ক্লান্ত (ঘ) ক্লান্ত ঘুমহীন বিহ্বল
Q ➤ ১৫. নদীর ঢেউয়ে হরিণটি নেমেছিল— (ক) তৃষ্ণা মেটানোর জন্য (খ) আত্মরক্ষার জন্য (গ) স্রোতের মতো আবেশ পাওয়ার জন্য (ঘ) হরিণীর খোঁজে
Q ➤ ১৬. “একটা আবেশ দেওয়ার জন্য;” — এই আবেশের সঙ্গে কার তুলনা করা হয়েছে ? (ক) স্রোতের (খ) বৃষ্টির (গ) জলপ্রপাতের (ঘ) ঝড়ের
Q ➤ ১৭. হরিণটি যে উল্লাস খুঁজে নিতে চেয়েছিল সবুজ-নীল ডানার মতো তা ছিল— (ক) বিবর্ণ ইচ্ছার মতো (খ) ভোরের রৌদ্রের মতো (গ) সূর্যের সোনার বর্শার মতো (ঘ) ময়ূরের নৃত্যের মতো
Q ➤ ১৮. “এই নীল আকাশের নীচে সূর্যের বর্শার মতো জেগে উঠে…”— (ক) আলোর (খ) রঙের (গ) সোনার (ঘ) তীক্ষ্ণ
Q ➤ ১৯. হরিণটি জেগে উঠতে চেয়েছিল— (ক) তীক্ষ্ণ ধনুকের মতো (খ) সূর্যের রশ্মির মতো (গ) ময়ূরের ডানার মতো (ঘ) সূর্যের সোনার বর্শার মতো
Q ➤ ২০. ‘হরিণীর পর হরিণীকে’ হরিণটি চমকে দিতে চেয়েছিল— (ক) সাধে সাহসে সৌন্দর্যে (খ) সাহসে সাধে সৌন্দর্যে (গ) সৌন্দর্যে সাধে সাহসে (ঘ) সাধে সৌন্দর্যে সাহসে
Q ➤ ২১. “একটা অদ্ভুত শব্দ।”— কীসের শব্দ ? (ক) চিতাবাঘিনির গর্জনের (খ) হৃদয়ের বিবর্ণ ইচ্ছার (গ) সুগন্ধি ঘাস ছিঁড়ে খাওয়ার (ঘ) বন্দুকের
Q ➤ ২২. “নদীর জল ______________ মতো লাল।”— (ক) মোরগফুলের পাপড়ির (খ) জবাফুলের পাপড়ির (গ) মচকাফুলের পাপড়ির (ঘ) নারীর পায়ের আলতার
Q ➤ ২৩. “নদীর জল মচকাফুলের পাপড়ির মতো লাল।”— নদীর জল লাল হয়েছে ? (ক) মানুষের রক্তে (খ) হরিণের রক্তে (গ) শিকারির রক্তে (ঘ) বনের পশুর রক্তে
Q ➤ ২৪. হরিণশিকারের ফলে নদীর জল কেমন লাল হয়েছিল ? (ক) মচকাফুলের পাপড়ির মতো (খ) কুঙ্কুমের মতো (গ) মোরগফুলের মতো (ঘ) সোনার বর্শার মতো
Q ➤ ২৫. “আগুন জ্বলল আবার”- কখন আবার আগুন জ্বলল ? (ক) হরিণ শিকারের পর (খ) ভোরবেলায় (গ) চিতাবাঘিনি হত্যার পর (ঘ) দুপুরে
Q ➤ ২৬. ‘শিকার’ কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল যে কারণে— (ক) হরিণের মাংস তৈরি করার জন্য (খ) কৃষকদের উৎসবের জন্য (গ) নক্ষত্রের আলোর কারণে (ঘ) দেশোয়ালিদের পরবের জন্য
Q ➤ ২৭. “আগুন জ্বলল আবার—” -এর আগে কেন আগুন জ্বলেছিল ? (ক) অন্ধকার দূর করার জন্য (খ) শরীর গরম রাখার জন্য (গ) হরিণের মাংস তৈরির জন্য (ঘ) চিতাবাঘিনির হাত থেকে বাঁচার জন্য
Q ➤ ২৮. ঘাসের বিছানা ছিল— (ক) নক্ষত্রের নীচে (খ) মেহগনির বনে (গ) পাড়াগাঁতে (ঘ) নদীর ধারে
Q ➤ ২৯. ‘নক্ষত্রের নীচে ঘাসের বিছানায়’ যা হয়েছিল— (ক) চকোরের জ্যোৎস্না পান (খ) অনেক পুরোনো শিশিরভেজা গল্প। (গ) নবান্নের আয়োজন (ঘ) অনন্ত ঘুম
Q ➤ ৩০. ‘নক্ষত্রের নীচে ঘাসের বিছানায়’ কী গল্প হত ? (ক) পুরোনো রূপকথার গল্প (খ) পুরোনো শিশিরভেজা গল্প (গ) রৌদ্রভেজা গল্প (ঘ) পুরোনো বৃষ্টিভেজা গল্প
Q ➤ ৩১. টেরিকাটা মানুষেরা খায়— (ক) বিড়ি (খ) আঙুর (গ) পেয়ারা (ঘ) সিগারেট
Q ➤ ৩২. যে মানুষগুলোকে ঘাসের বিছানায় দেখা গিয়েছিল তারা ছিল— (ক) রক্তচক্ষু (খ) সজ্জন স্বভাবের (গ) উন্মাদ (ঘ) টেরিকাটা
Q ➤ ৩৩. “টেরিকাটা কয়েকটা মানুষের মাথা”— কোথায় অবস্থান করছিল ? (ক) টেন্টে (খ) বাঁশের মাচায় (গ) ঘাসের বিছানায় (ঘ) শতরঞ্চিতে
Q ➤ ৩৪. “টেরিকাটা কয়েকটা মানুষের মাথা”- এরা হল— (ক) পুলিশ (খ) ডাকাত (গ) সৈন্য (ঘ) শিকারি
Q ➤ ৩৫. ‘শিকার’ কবিতাটিতে কোন্ ঋতুর বর্ণনা পাই আমরা ? (ক) শরৎ (খ) হেমন্ত (গ) শীত (ঘ) বসন্ত
Q ➤ ৩৬. ‘শিকার’ কবিতায় শিকারটি সংঘটিত হয়েছিল— (ক) ভোরবেলায় (খ) বিকেলবেলায় (গ) সন্ধ্যাবেলায় (ঘ) রাতের বেলায়
Q ➤ ৩৭. ভোরবেলা হরিণটি কী খাচ্ছিল ? (ক) ঘাস (খ) সুগন্ধি ঘাস (গ) নরম ঘাস (ঘ) কোমল ঘাস
Q ➤ ৩৮. “ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো/একটা আবেশ দেওয়ার জন্য” হরিণটি কী করল ?— (ক) নরম ঘাসের উপর শুয়ে পড়ল (খ) নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল (গ) অর্জুন বনের ছায়ায় বসে রইল (ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের উত্তাপ নিল।
Q ➤ ৩৯. ‘উষ্ণ লাল’ রংটি ছিল— (ক) ভোরের সূর্যের (খ) অস্তগামী সূর্যের (গ) হরিণের মাংসের (ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের
Q ➤ ৪০. “ভোর;/আকাশের রং…” – ‘শিকার’ কবিতায় আকাশের রং – (ক) গঙ্গাফরিঙের দেহের মতো কোমল নীল (খ) ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল (গ) প্রজাপতির দেহের মতো কোমল নীল (ঘ) টিয়াপাখির দেহের মতো কোমল নীল
Q ➤ ৪১. “টিয়ার পালকের মতো সবুজ।” – সবুজ রংটি হল — (ক) পেয়ারা ও নোনা গাছের (খ) কলা গাছের (গ) বাতাবি লেবুর (ঘ) ঘাসের
Q ➤ ৪২. দেশোয়ালিরা মাঠে আগুন জ্বেলেছিল – (ক) হরিণের মাংস রান্নার জন্য (খ) শরীর উম্ রাখার জন্য (গ) জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচার জন্য (ঘ) শুকনো পাতা পোড়ানোর জন্য
Q ➤ ৪৩. দেশোয়ালিরা যে আগুন জ্বেলেছিল তার রং – (ক) মোরগফুলের মতো লাল (খ) মচকাফুলের মতো লাল (গ) কুসুমের মতো লাল (ঘ) রক্তের মতো লাল
Q ➤ ৪৪. বন ও আকাশ ঝিলমিল করছে – (ক) সবুজ ঘাসের মতো (খ) ময়ূরের সবুজ নীল ডানার মতো (গ) ভোরের আলোর মতো (ঘ) টলমল শিশিরের মতো
Q ➤ ৪৫. আকাশের রংকে কবি তুলনা করেছেন – (ক) ঘাসফড়িং-এর দেহের সঙ্গে (খ) সমুদ্রের জলের সঙ্গে (গ) বিকেলের রোদের সঙ্গে (ঘ) গাছের পাতার সঙ্গে
Q ➤ ৪৬. “আমার নীল মদের গেলাসে রেখেছিল” — কী রেখেছিল ? (ক) বরফ (খ) মুক্তা (গ) হিরে (ঘ) হরিণের মাংস
Q ➤ ৪৭. সারারাত মাঠে আগুন জ্বেলেছে।” – কারা আগুন জ্বেলেছে ? (ক) প্রবাসীরা (খ) অতিথিবৃন্দ (গ) দেশোয়ালিরা (ঘ) বনবাসীরা
👉HS বাংলা সমস্ত অধ্যায়ের মক্ টেস্ট👈
Pingback: উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | WBBSE H.S Bengali Question Answer - Prosnodekho -