সবুজ জামা কবিতার প্রশ্ন ও উত্তর অষ্টম শ্রেণি বাংলা | Sobuj Jama Kobitar Question Answer Class 8 Bengali wbbse
সাহিত্য মেলা
অষ্টম শ্রেণি বাংলা
সবুজ জামা কবিতার প্রশ্ন ও উত্তর অষ্টম শ্রেণির বাংলা | Sobuj Jama Kobitar Question Answer Class 8 Bengali wbbse
সবুজ জামা কবিতার ‘হাতে কলমে’ প্রশ্ন ও উত্তর অষ্টম শ্রেণির বাংলা | Sobuj Jama Kobitar Question Answer Class 8 Bengali wbbse
1. অষ্টম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্ন Click Here
সবুজ জামা কবিতার ‘হাতে কলমে’ প্রশ্ন ও উত্তর অষ্টম শ্রেণির বাংলা | Sobuj Jama Kobitar Question Answer Class 8 Bengali wbbse
১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ?
উত্তরঃ বীরেন্দ্র চট্টোপাধ্যায় ১৯২০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
১.২ তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখাে।
উত্তরঃ বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থ হল ‘গ্রহচ্যুত’ ও ‘ভিসা অফিসের সামনে।
২। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।
২.১ তােতাইবাবুর সবুজ জামা চাই কেন ?
উত্তরঃ তােতাইবাবু গাছের মতাে সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায়, তাই তার সবুজ জামা চায়।
২.২ সবুজ গাছেরা কোন্ পতঙ্গ পছন্দ করে ?
উত্তরঃ সবুজ গাছেরা প্রজাপতির মতাে রঙিন পতঙ্গ পছন্দ করে।
২.৩ সবুজ জামা আসলে কী ?
উত্তরঃ গাছেদের সবুজ পাতা যেমন তাদের প্রাণধারণে সাহায্য করে, তেমনি তােতাইবাবুর সবুজ জামা হল তার প্রাণশক্তির প্রতীক।
২.৪ “এক পায়ে দাঁড়িয়ে থাকা তাে খেলা”— এখানে কোন্ খেলার কথা বলা হয়েছে ?
উত্তরঃ এখানে গাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকার সঙ্গে তুলনা করে শিশুদের একপায়ে ছুটে ছুটে খেলার কথা বলা হয়েছে৷
২.৫ তােতাই সবুজ জামা পরলে কী কী ঘটনা ঘটবে ?
উত্তরঃ তােতাই সবুজ জামা পরলে তার কাছে প্রজাপতি এসে বসবে আর তার কোলে ঝরে পড়বে একটা, দুটো, তিনটে লাল নীল ফুল।
৩। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে।
৩.১ ‘দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না।’– এই পঙক্তির মধ্যে‘যেন’ শব্দটি ব্যবহৃত হয়েছে কেন ? এ রকম তার কী কী শব্দ দিয়ে একই কাজ করা যায় ?
উত্তরঃ সাধারণত তুলনামূলক অব্যয় পদ হিসেবে ‘যেন’ শব্দটি ব্যবহৃত হয়। এখানে ‘যেন’ অব্যয় পদ ব্যবহার করে কবি বােঝাতে চেয়েছেন- যারা চশমা ছাড়া কিছু দেখতে পায় না, দাদু সেইসব মানুষের দলেরই একজন। এইসব মানুষ সহজ ও স্বাভাবিকভাবে কোনােকিছুই গ্রহণ করতে পারে না। এইরকম অন্য তুলনামূলক শব্দ হল– মতাে, ন্যায়, ইত্যাদি।
৩.২ ‘সবুজ জামা’ কবিতায় তােতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কী বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখো।
উত্তরঃ ‘সবুজ জামা’ কবিতায় তােতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় নতুন যুগের শিশু ও প্রকৃতির মধ্যে এক চমৎকার মেল বন্ধন তৈরি করতে চেয়েছেন। এখানে তােতাইবাবু শিশুদের নতুন যুগের প্রতিনিধি৷ সে সবুজ জামা গায়ে দিয়ে গাছের মতােই প্রাণবন্ত হয়ে উঠতে চায়। কবি চেয়েছেন,শুধু পুঁথিগত শিক্ষায় নয়, আগামী প্রজন্ম বেড়ে উঠুক প্রকৃতির মাঝে, প্রকৃতির নিজস্ব নিয়মে। তারা তাদের চারপাশের পৃথিবীর সঙ্গে সহজসরল সম্পর্ক গড়ে তুলুক।
৪। নির্দেশ অনুসারে উত্তর দাও।
৪.১ ‘ইস্কুল’ শব্দটির ধবনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখাে এবং একই রকম আরও দুটি শব্দ লেখাে।
উত্তরঃ ইংরেজি ‘স্কুল’ শব্দের শুরুতে যে যুক্তব্যঞ্জন আছে, উচ্চারণের সুবিধার জন্য তার আগে ‘ই’ স্বরধবনি এসেছে, অর্থাৎ এখানে ‘আদিস্বরাগম’ ঘটেছে। স্কুল > ইস্কুল। এইরকম আরও দুটি উদাহরণ—
১. স্টেশন > ইস্টিশন, ২. স্কেল > এস্কেল।
৪.২ ‘চোখ’ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে অন্তত তিনটি বাক্য লেখাে।
উত্তরঃ ‘চোখ’ শব্দের তিনটি ভিন্ন অর্থ হলো-
(১) নজরে রাখা অর্থে।
বাক্য- ছেলেটিকে চোখে চোখে রাখো, চুরি করার অভ্যাস আছে।
(২) ইশারা অর্থে।
বাক্য- গোপাল চোখ টিপতেই আমি বুঝে গেলাম, ও কাজ শেষ করেছে।
(৩) বুদ্ধি হওয়া অর্থে- যাক কর্তাবাবুর চোখ তাহলে এতদিনে খুলেছে।
• অতিরিক্ত প্রশ্নোত্তর : ‘সবুজ জামা’ কবিতা অষ্টম শ্রেণি বাংলা | Sobuj Jama Kobitar Extra Question Answer Class 8 Bengali wbbse
• বহুবিকল্পীয় প্রশ্ন উত্তর : সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান- ১
১. বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম–
(ক) ১৮২০ খ্রিস্টাব্দে
(খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯২০ খ্রিস্টাব্দে
২. কোনটি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত কাব্যগ্রন্থ নয় ?
(ক) ভিসা অফিসের সামনে
(খ) মানুষের মুখ
(গ) চোখের বালি
(ঘ) ভারত বর্ষ
উত্তরঃ (গ) চোখের বালি।
৩. বীরেন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত-
(ক) গায়ক
(খ) কবি
(গ) নাট্যকার
(ঘ) গল্পকার
উত্তরঃ (খ) কবি।
৪. ‘সবুজ জামা’ কবিতাটির মূলকাব্যগ্রন্থ হল—
(ক) মহাদেবের দুয়ার
(খ) বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা
(গ) ভারতবর্ষ
(ঘ) লখিন্দর
উত্তরঃ (খ) বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা।
৫. ‘অ-আ-ক-খ পড়বে না।’- কে ?
(ক) তােতাই
(খ) কবি
(গ) দাদু
(ঘ) তোতা এর বন্ধু
উত্তরঃ (ক) তােতাই
৬. ‘সবুজ জামা পড়ে থাকে’— সবুজ জামা কে পড়ে থাকে ?
(ক) গাছেরা
(খ) পাহাড়
(গ) তোতাই
(ঘ) মরুভূমি
উত্তরঃ (ক) গাছেরা।
৭. “টুপ করে তার কোলের ওপর নেমে আসবে”—
(ক) প্রজাপতি
(খ) কাঠবিড়ালি
(গ) বৃষ্টি
(ঘ) ফুল
উত্তরঃ (ঘ) ফুল।
৮. ‘একটি সবুজ জামা চাই।’-কে সবুজ জামা চাই ?
(ক) তাতাইবাবু
(খ) তােতনবাবু
(গ) টুকাইবাবু
(ঘ) তােতাইবাবু
উত্তরঃ (ঘ) তােতাইবাবু।
৯. “এক পায়ে দাঁড়িয়ে থাকে”-
(ক) তােতাইবাবু
(খ) দাদু
(গ) গাছেরা
(ঘ) তােতাইয়ের বন্ধুরা
উত্তরঃ (গ) গাছেরা।
১০.তােতাই কোথায় যাবে না ?
(ক) ইস্কুলে
(খ) মামাবাড়িতে
(গ) খেলতে
(ঘ) স্নান করতে
উত্তরঃ (ক) ইস্কুলে।
১১. চশমা ছাড়া কে চোখে দেখে না ?
(ক) তােতাই
(খ) দাদু
(গ) তোতাই এর মা
(ঘ) কবি
উত্তরঃ (খ) দাদু।
১২. একটা, দুটো তিনটে লাল-নীল ফুল নেমে আসবে-
(ক) কোলের ওপর
(খ) মাথার ওপর
(গ) হাতের ডানায়
(ঘ) মুখের ওপর
উত্তরঃ (ক) কোলের ওপর।
১৩. ‘তবেই না তার ______ প্রজাপতি বসবে।’- শূন্যস্থান পূরণ করো।
(ক) হাতে
(খ) বইয়ের ওপর
(গ) ডালে
(ঘ) পাতার ওপর
উত্তরঃ (গ) ডালে
১৪. তবেই না তার ডালে বসবে-
(ক) পাখি
(খ) প্রজাপতি
(গ) মৌমাছি
(ঘ) ভ্রমর
উত্তরঃ (খ) প্রজাপতি।
১৫. একপায়ে দাঁড়িয়ে থাকা তাে-
(ক) দৌড়ােনাে
(খ) বসে থাকা
(গ) খেলা
(ঘ) ঘুমানাে
উত্তরঃ (গ) খেলা।
১৬. তার কোলের উপর নেমে আসবে-
(ক) একটা দুটো তিনটে লাল-নীল ফুল
(খ) একটা লাল ফুল
(গ) দুটো তিনটে লাল নীল ফুল
(ঘ) একটা দুটো তিনটে হলুদ ফুল
উত্তরঃ (ক) একটা দুটো তিনটে লাল-নীল ফুল
• অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন উত্তর : নিচের প্রশ্নগুলির অনধিক কুড়িটি শব্দে উত্তর দাও : প্রশ্নের মান– ১
১. “তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই।”– তো তাই বাবুর সবুজ জামা চাই কেন ?
উত্তরঃ সবুজ প্রকৃতির আচ্ছাদনে আবৃত হয়ে সতেজ থাকতে চায়।
২. কোথায় অ-আ-ক-খ পড়বে না কেন ?
উত্তরঃ তোরাই অ-আ-ক-খ পড়বে না, কারণ সে গাছের মতো সবুজ জামা পড়ে প্রকৃতির মধ্যে থাকতে চায়।
৩. ‘তোতাই স্কুলে যাবে না’- তাহলে তো তাই কী করবে ?
উত্তরঃ স্কুলে না গিয়ে তোতাই গাছের মতো সবুজ জামা পড়ে এক পায়ে দাঁড়িয়ে থাকবে।
৪. গাছেরা কীভাবে দাঁড়িয়ে থাকে ?
উত্তরঃ গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে কারণ তারা মানুষের মত চলতে পারে না।
৫. ‘চশমা ছাড়া চোখে দেখে না।’- কে চশমা ছাড়া চোখে দেখে না ?
উত্তরঃ তো তাই এর দাদুর চশমা ছাড়া চোখে দেখেনা।
৬. ‘তবেই না তার ডালে প্রজাপতি বসবে।’- কী হলে তার ডালে প্রজাপতি বসবে ?
উত্তরঃ তোতাই একটি সবুজ জামা পেলে তার ডালে অর্থাৎ হাতে প্রজাপতি বসবে।
৭. ‘একটা দুটো তিনটে লাল নীল ফুল।’- তোমার দেখা একটি লাল ও একটি নীল ফুলের নাম লেখ।
উত্তরঃ আমার দেখা একটা লাল ফুল ‘জবা’ এবং একটি নীল ফুল হলো ‘অপরাজিতা’।
৮. ‘তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন ?’- উদ্ধৃত লাইনটির ব্যাখ্যা দাও।
উত্তরঃ তোতাই গাছেদের মতো সবুজ জামা চাইলে তাকে বোঝানোর চেষ্টা করা হয়, গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে। গাছেদের মতো হওয়ার মধ্যে কোনো সাফল্য নেই, কোনো প্রাপ্তি নেই।