সাহিত্য মেলা
ষষ্ঠ শ্রেণি বাংলা
ষষ্ঠ শ্রেণির বাংলা ‘শহিদ যতীন্দ্রনাথ দাশ’ গল্পের প্রশ্ন ও উত্তর | Class 6 Bengali ‘Sohid Jotindranath Das’ Glper Question Answer wbbse
ষষ্ঠ শ্রেণির বাংলা ‘শহিদ যতীন্দ্রনাথ দাশ’ গল্পের লেখক পরিচিতি, বিষয় সংক্ষেপ, নামকরণ, হাতে কলমে প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Bengali ‘Sohid Jotindranath Das’ Glper Question Answer wbbse
1. ষষ্ঠ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. ষষ্ঠ শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
3. ষষ্ঠ শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
4. ষষ্ঠ শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
5. ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
6. ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্ন Click Here
ষষ্ঠ শ্রেণির বাংলা বঙ্গ আমার ! জননী আমার ! কবিতার কবি পরিচিতি, অতিরিক্ত প্রশ্ন উত্তর, বিষয় সংক্ষেপ, নামকরণ, হাতে কলমে প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Bengali ‘Sohid Jotindranath Das’ Glper Question Answer wbbse
লেখক পরিচিতিঃ আশিসকুমার মুখোপাধ্যায় (১৯২৬-২০১১) : জন্ম নদীয়া জেলার রাণাঘাটে। পড়াশোনা সেন্ট পলস কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রাবস্থা থেকেই তিনি নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত। ফুটবল বিশেষজ্ঞ ও আকাশবাণীতে ফুটবলের ইংরাজি ধারাভাষ্যকার ছিলেন। তাঁর রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল স্বাধীনতার রূপকার নেতাজি সুভাষ, ইতিহাসের পাতা থেকে।
শব্দার্থ : আমরণ অনশন– মৃত্যু পর্যন্ত উপবাস। পিকেটিং– দাবি আদায়ের জন্য দলবদ্ধভাবে অবস্থান। মেয়াদ– ধার্য সময় বা কাল। দুর্গম– যেখানে অতিকষ্টে যাওয়া যায়। অবৈতনিক– বেতন নেয় না এমন। আনুগত্য– বশ্যতা। প্রত্যাহার– ফিরিয়ে নেওয়া। ব্যবস্থাপক– নিয়ম বিধান বা আইন গঠনকারী। যাবজ্জীবন– চিরজীবন, আমরণ। অঙ্গীকার– প্রতিজ্ঞা। নিরুপদ্রব উৎপাতহীন, নিরাপদ। প্রলুব্ধ– অত্যন্ত লোভযুক্ত, আকৃষ্ট।
শহিদ যতীন্দ্রনাথ দাশ
—আশিসকুমার মুখোপাধ্যায়
হাতে কলমে’র প্রশ্নোত্তর ‘শহিদ যতীন্দ্রনাথ দাশ’ ষষ্ঠ শ্রেণি বাংলা | ‘Sohid Jotindranath Das’ Golper Question Answer Class 6 Bengali wbbse
১.১ আশিসকুমার মুখোপাধ্যায় কোন্ খেলার ধারাভাষ্যকার ছিলেন ?
উত্তরঃ আশিসকুমার মুখোপাধ্যায় ফুটবল খেলার ইংরাজি ধারাভাষ্যকার ছিলেন।
১.২ তাঁর লেখা একটি বইয়ের নাম লেখো।
উত্তরঃ তাঁর লেখা একটি বইয়ের নাম হল ‘ইতিহাসের পাতা থেকে’।
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ যতীন দাশ কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?
উত্তরঃ ১৯০৪ সালের ২৭ অক্টোবর উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে যতীন দাশ জন্মগ্রহণ করেছিলেন।
২.২ যতীন দাশের পিতার নাম কী ছিল ?
উত্তরঃ যতীন দাশের পিতার নাম বঙ্কিমবিহারী দাশ।
২.৩ যতীন দাশের পিতা কোথায় চাকরি করতেন ?
উত্তরঃ যতীন দাশের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে স্থায়ী চাকরি করতেন।
২.৪ যতীন দাশের ছদ্মনাম কী ছিল ?
উত্তরঃ যতীন দাশের ছদ্মনাম ছিল ‘রবীন’ ও ‘কালীবাবু’।
২.৫ হিন্দ নওজোয়ান সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ বিপ্লবী ভগৎ সিংহ পাঞ্জাবে হিন্দ নওজোয়ান সভা প্রতিষ্ঠা করেন।
২.৬ মি. প্যাট্রি কে ছিলেন ?
উত্তরঃ মি. প্যাট্রি তদানীন্তন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন।
২.৭ লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের কোন্ জেলে বদলি করা হয় ?
উত্তরঃ লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়।
২.৮ কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণাভরে অগ্রাহ্য করেন ?
উত্তরঃ যতীনের পিতা বঙ্কিমবিহারী দাশ ও তাঁর ছোটোভাই কিরণচন্দ্র দাশ জামিনের প্রস্তাব ঘৃণাভরে অগ্রাহ্য করেন।
৩. নীচের বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো :
অংশ, উত্তীর্ণ, ঐতিহাসিক, আক্রান্ত, জীবন, ভোজন, পিতা, সন্দেহ, জাতীয়, মেয়াদ।
উত্তরঃ
» অংশ(বিশেষ্য)→ আংশিক (বিশেষণ)
» জীবন (বিশেষ্য) → জীবিত (বিশেষণ)
» সন্দেহ (বিশেষ্য) → সন্দিগ্ধ (বিশেষণ)
» জাতি (বিশেষণ) ←জাতীয় (বিশেষ্য)
» উত্তরণ (বিশেষণ) ←উত্তীর্ণ (বিশেষ্য)
» ভোজন (বিশেষণ) ←ভোজ্য (বিশেষ্য)
» মেয়াদ (বিশেষণ) ←মেয়াদি (বিশেষ্য)
» ইতিহাস(বিশেষণ)←ঐতিহাসিক (বিশেষ্য)
» পিতা (বিশেষণ) ←পৈতৃক (বিশেষ্য)
» আক্রমণ (বিশেষণ) ←আক্রান্ত (বিশেষ্য)
৪. সন্ধিবিচ্ছেদ করো : পর্যন্ত, কিন্তু, প্রত্যক্ষ, সিদ্ধান্ত, যতীন্দ্র, ব্যগ্র।
উত্তরঃ
» পর্যন্ত = পরি + অন্ত।
» কিন্তু = কিম্ + তু।
» প্রত্যক্ষ = প্রতি + অক্ষ।
» সিদ্ধান্ত = সিদ্ধ + অন্ত।
» যতীন্দ্র = যতি + ইন্দ্ৰ।
» ব্যগ্র = বি + অগ্র।
৫. নীচে কতকগুলি শব্দ দেওয়া হল। শব্দগুলির সঙ্গে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ তৈরি করো : জীবন, শেষ, বেশ, পথ, ঠিক, দারুণ, উপায়, জ্ঞান, করণীয়।
উত্তরঃ
» জীবন– আ(উপসর্গ) + জীবন→ আজীবন
» শেষ— প(উপসর্গ) + রিশেষ→ পরিশেষ
» বেশ— প্র(উপসর্গ) + বেশ→ প্রবেশ
» পথ— বি(উপসর্গ) + পথ→ বিপথ
» ঠিক— বে(উপসর্গ) + ঠিক→ বেঠিক
» দারুণ— নি(উপসর্গ) + দারুণ→ নিদারুণ
» উপায়— নি(উপসর্গ) + রুপায়→ নিরুপায়
» জ্ঞান— অ(উপসর্গ) + জ্ঞান→ অজ্ঞান
» করণীয়— অ(উপসর্গ) + নুকরণীয়→ অনুকরণীয়
৬. নীচে কতকগুলি গুরুত্বপূর্ণ ঘটনার সাল তারিখ নীচে দেওয়া হল। ঘটনাগুলি গল্প থেকে খুঁজে লেখো :
উত্তরঃ
» ২৭ অক্টোবর ১৯০৪— শহিদ বিপ্লবী যতীন্দ্রনাথ দাশের জন্ম।
» ৮ এপ্রিল ১৯২৯— দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে সভ্যদের আসনের পাশে ভগৎ সিংহ ও বটুকেশ্বর দত্তের দ্বারা শক্তিশালী বোমা বিস্ফোরণ।
» ২৫ জুন ১৯২৯— যতীন দাশ ও তাঁর ১৫ জন সহযোদ্ধাকে লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়।বিশেষ জরুরি ঘোষণায় অনশনকারীদের দাবিদাওয়া সব মেনে নিলেন এবং প্রত্যেক প্রদেশে জেল অনুসন্ধান কমিটি স্থাপনের প্রতিশ্রুতি দেন।
» ১১ আগস্ট ১৯২৯— বড়োলাট লর্ড আরউইন এক বিশেষ জরুরি ঘোষণায় অনশনকারীদের দাবিদাওয়া সব মেনে নিলেন এবং প্রত্যেক প্রদেশে জেল অনুসন্ধান কমিটি স্থাপনের প্রতিশ্রুতি দিলেন।
» ১৩ সেপ্টেম্বর ১৯২৯— শনিবার ১৩ সেপ্টেম্বর ১৯২৯ তারিখে ঠিক ১ টা ১৫ মিনিট অমর বিপ্লবী যতীন দাশ চিরনিদ্রায় ঢলে পড়লেন।
৭. নীচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ বেছে লেখো :
৭.১ তাঁরা সব মিলিয়ে দশ ভাই বোন ছিলেন।
উত্তরঃ দশ— সংখ্যাবাচক শব্দ।
৭.২ যতীন ভবানীপুরের মিত্র ইন্সটিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন।
উত্তরঃ প্রথম— পূরণবাচক শব্দ।
৭.৩ বিচারে তাঁর ছয়মাসের জেল হয়।
উত্তরঃ ছয়— সংখ্যাবাচক শব্দ।
৭.৪ তাঁর দ্বিতীয় ছদ্মনাম কালীবাবু।
উত্তরঃ দ্বিতীয়— পূরণবাচক শব্দ।
৮. নীচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও :
৮.১ কিশোর বিপ্লবী হিসেবেই যতীন্দ্রনাথ দাশের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল।
৮.২ ছেলেবেলা থেকে তিনি একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে।
৮.৩ শুরু হয় অগ্নিযুগের এক অবিস্মরণীয় রক্তে রাঙা অধ্যায়।
৮.৪ শেষ পর্যন্ত এল শেষের সেই ভয়ংকর দিনটা।
উত্তরঃ
উদ্দেশ্য | বিধেয় |
৮.১ কিশোর বিপ্লবী হিসেবেই যতীন্দ্রনাথ দাশের নাম | সর্বত্র ছড়িয়ে পড়েছিল। |
৮.২ ছেলেবেলা থেকেই তিনি | একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে। |
৮.৩ অগ্নিযুগের এক অবিস্মরণীয় রক্তে রাঙা অধ্যায় | শুরু হয়। |
৮.৪ শেষের সেই ভয়ংকর দিনটা শেষ পর্যন্ত এল। |
শেষ পর্যন্ত এল। |
৯. নীচের বাক্যগুলির মধ্যে যেসব বিভক্তিযুক্ত শব্দ এবং অনুসর্গ আছে তা খুঁজে লেখো :
৯.১ জাতীয় কংগ্রেসের সঙ্গে মত পার্থক্যের জন্য ভগৎ সিংহ, ভগবতী চরণ শুক্লা এবং আরও কয়েকজন কংগ্রেসের প্রতি আনুগত্য প্রত্যাহার করেন।
উত্তরঃ
» কংগ্রেসের পদটির– ‘এর’ ও পার্থক্যের পদটির– ‘এর’, দুটি বিভক্তি।
» অনুসর্গ হলো — সঙ্গে, জন্য, প্রতি।
৯.২ ছেলেবেলা থেকে তিনি একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে।
উত্তরঃ
» মনে মনে—‘এ’ বিভক্তি,
» অনুসর্গ হলো— থেকে।
৯.৩ সাতটি দিন নিরুপদ্রবে কেটে গেল।
উত্তরঃ নিরুপদ্রবে—‘এ’ বিভক্তি।
৯.৪ শরীর সব দিক থেকেই ভেঙে পড়ছে।
উত্তরঃ অনুসর্গ হলো—‘থেকেই।
১০. নীচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও :
১০.১ যতীন দাশের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন ? এর ফল কী হয়েছিল ?
উত্তরঃ ১৯০১ সালের দশহারার দিনে যতীন দাশের বাবা বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গাস্নান করে একটা ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। পথে রেড রোডে কয়েকটি ব্রিটিশ টমি তাঁদের জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটি চেপে চলে যায়। বঙ্কিমবাবুকে ছেলেমেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়। ওই কারণে তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন!
» এর ফলে তিনি একটা স্টেশনারি দোকান খুলে সংসার চালাতেন। সেজন্য তাঁকে দুঃখ দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয়েছিল।
১০.২ ‘…… তোমার মতো মহান বিপ্লবীর জন্যও একটা কাজ আমায় অবশ্যই করতে হবে’— কে, কাকে একথা বলেছিলেন?
উত্তরঃ অগ্নিযুগের একজন বিপ্লবী যতীন্দ্রনাথ দাশ একথা বলেছিলেন। তিনি বিপ্লবী বীর ভগৎ সিংকে একথা বলেছিলেন।
১০.৩ কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে কী ঘটেছিল ?
উত্তরঃ ১৯২৯ সালের ৮ এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশন চলছিল। সেই অধিবেশন যখন চলছিল তখন সভ্যদের আসনের পাশে বিপ্লবী বীর ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটান। তাঁদেরকে ওখানে গ্রেফতার করা হয়।
১০.৪ ১৪ জুন ১৯২৯ যতীন দাশকে কেন গ্রেফতার করা হয় ?
উত্তরঃ তদানীন্তন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান মি. প্যাট্রি (Mr. Pattry) নিজে তদন্ত করে ত্রিশটি নামের একটি তালিকা বার করেন। যার মধ্যে অন্যতম ছিলেন যতীন দাশ। কালবিলম্ব না করে Lahore Conspiracy case এর অন্যতম অভিযুক্ত আসামি হিসেবে কলকাতার প্রকাশ্য রাজপথ থেকে যতীন দাশকে গ্রেফতার করা হয়।
১০.৫ ১৯২৯ সালের ১৩ জুলাই অনশন শুরু হয় কেন ?
উত্তরঃ ২ জুলাই, ১৯২৯ যতীন দাশ গোপনে বটুকেশ্বর দত্ত ও ভগৎ সিং এর সঙ্গে দেখা করে বলেন যে, সেন্ট্রাল জেলে তাঁদের ওপর যে অমানুষিক পুলিশি নির্যাতন চলছে, তার প্রতিবাদে তাঁরা ১৬ জন সমবেতভাবে অনশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই ১৯২৯, ১৩ জুলাই থেকে অনশন শুরু হয়।
১০.৬ অনশন করার আগে যতীন তাঁর সহযোদ্ধাদের কী অঙ্গীকার করান ? তিনি অনশন ভঙ্গ করবেন না কেন ?
উত্তরঃ অনশন আরম্ভ করার ঠিক দু-এক দিন আগে যতীন তাঁর সহযোদ্ধাদের অঙ্গীকার করিয়ে নেন যে, তাঁদের দাবিগুলোর যথাযথ মীমাংসা হয়ে গেলে তাঁরা অবশ্যই অনশন ভঙ্গ করবেন।
যতীন দাশ মনে করতেন তাঁর পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খলমোচনের এক অভাবনীয় সুযোগ। এটাই তাঁর ছেলেবেলার স্বপ্ন এবং এ বিষয়ে তাঁর পিতা বঙ্কিমবিহারী দাশের অনুমতি আগেই তিনি পেয়ে গেছেন। তাই তিনি অনশন ভঙ্গ করবেন না।
১০.৭ জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন কেন ?
উত্তরঃ আট দিনের পর যতীনের অনশন ভঙ্গের জন্য (২০ জুলাই তারিখে) ভোরবেলা জেল সুপার, জেল-ডাক্তার ও আটজন বেশ হৃষ্টপুষ্ট পাঠানকে সঙ্গে নিয়ে যতীনের সেলে প্রবেশ করেন। ডাক্তার একটি সরু নল যতীনের নাকের মধ্যে প্রবেশ করিয়ে দুধ ঢালতে শুরু করে দেন। আর কোনো উপায় না দেখে যতীন ইচ্ছাকৃতভাবে জোরে জোরে কাশতে থাকেন। ফলে ওই নলটির মুখ খাদ্যনালি থেকে সরে গিয়ে শ্বাসনালির মধ্যে ঢুকে যায় এবং কিছুটা দুধও যতীনের ফুসফুসে ঢুকে যাওয়ায় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন।
১০.৮ জেলে যতীন দাশের পাশে স্লেট পেনসিল রাখা হয়েছিল কেন ?
উত্তরঃ জ্ঞান ফিরে পাবার পর যতীন দাশের গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। সে জীবনে আর কথা বলতে পারবে না। কণ্ঠ দিয়ে আর আওয়াজ বেরুবে না। তাই তাঁকে ওই স্লেট পেনসিলের ব্যবহার করে পেনসিল দিয়ে স্নেটে লিখে জানাতে হবে। তাই যতীন দাশের পাশে স্লেট-পেনসিল রাখা হয়েছিল।
১০.৯ কিরণ দাশকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন ?
উত্তরঃ জেলে যতীন দাশের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। গলা দিয়ে তাঁর কোনো আওয়াজ বেরুচ্ছে না। যতীনের এই শোচনীয় অবস্থা উপলব্ধি করে বড়োলাট লর্ড আরউইন তাঁর বিশেষ ক্ষমতা বলে যতীনকে দেখাশোনা করার জন্যই যতীনের ভাই কিরণ দাশকে লাহোর সেন্ট্রাল জেলে আনিয়ে নিয়েছিলেন।
১০.১০ যতীন দাশের সহযোদ্ধারা পথ অবরোধ করে শুয়েছিলেন কেন ?
উত্তরঃ এক সর্বজন নিন্দিত গুপ্তচরের জামিনে যতীনকে মুক্ত করা হয় পঞ্চান্ন দিনের দিন (৫/৯/১৯২৯)। পরের দিন একেবারে কাকভোরে ডাক্তার ও জেল সুপার অ্যাম্বুলেন্স ও সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে জেলে আসেন। তাঁরা যাতে যতীনের কাছে গিয়ে অসুস্থ অবস্থায় তাঁকে তুলে নিয়ে না যেতে পারে, তাই যতীনের সহযোদ্ধারা তাঁর সেলের চারপাশে ব্যারিকেড রচনা করে পথ অবরোধ করে শুয়েছিলেন।