**উদাহরণ
*বিদ্যার জন্য আলয় = বিদ্যালয়।
*বিদ্যার জন্য আলয়– ব্যাসবাক্য/বিগ্রহ বাক্য/সমাস বাক্য
*বিদ্যালয়– সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ।
*বিদ্যা– পূর্ব পদ, আলয়– পরপদ
*বিদ্যা,আলয়– সমস্যমান পদ
(i)সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ:-
সমাসবদ্ধ পদের অন্য নাম সমস্ত পদ। সমস্ত অর্থাৎ সকল বা সব। সমাসের নিয়ম মেনে আবদ্ধ হয় বলে এর নাম সমাসবদ্ধ। সমস্যমান পদ গুলি মিলিত হয়ে যে এক নতুন পদ গঠিত হয়, তাকে সমাসবদ্ধ পদ বলে। যেমন- ‘বিদ্যা’র জন্য আলয়’ = ‘বিদ্যালয়’।
(ii)সমস্যমান পদ:-
সমস্যমান অর্থাৎ সমাসবদ্ধ করা হচ্ছে এমন। যে যে পদ গুলি নিয়ে সমাস করা হচ্ছে, সেই সেই পথ গুলিকে বলে সমস্যমান পদ। যেমন- বিদ্যা এবং আলয় পদ দুটি সমস্যমান পদ।
(ii) পূর্বপদ:-
সমস্যমান পদ গুলির মধ্যে প্রথমে যে পথটি থাকে তাকে পূর্বপদ বলে। যেমন- ‘বিদ্যা’ পদটি পূর্বপদ।
(iv) পরপদ বা উত্তরপদ:-
সমস্যমান পদ গুলির মধ্যে পূর্বপদ এর পরে যে পদ থাকে, তাকে পরপদ উত্তরপদ বলে। যেমন- ‘আলয়’ পদটি পরপদ উত্তরপদ।
(v) ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাসবাক্য:-
যে বাক্য বা পদগুলির মাধ্যমে সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয়, তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাসবাক্য বলা হয়। যেমন- বিদ্যার জন্য আলয়।
(vi) সন্ধি ও সমাসের পার্থক্য।