অসুখী একজন কবিতার পাঠ্যাংশের ব্যাকরণ দশম শ্রেণি (মাধ্যমিক) বাংলা | Textual Grammar Asukhi Ekjon Kobita (Madhyamik) Class 10 Bengali wbbse

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অসুখী একজন কবিতার পাঠ্যাংশের ব্যাকরণ দশম শ্রেণি (মাধ্যমিক) বাংলা | Textual Grammar Asukhi Ekjon Kobita (Madhyamik) Class 10 Bengali wbbse

1. দশম শ্রেণির অসুখী একজন কবিতার সমস্ত ধরণের প্রশ্নোত্তর Click Here

2. দশম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

3. দশম শ্রেণির বাংলা সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট Click Here

পাঠ্যাংশের ব্যাকরণ : অসুখী একজন কবিতা দশম শ্রেণি (মাধ্যমিক) বাংলা | Textual Grammar Asukhi Ekjon Kobita (Madhyamik) Class 10 Bengali wbbse

📌 কারক ও অ-কারক বিভক্তি নির্ণয় :

১. আমি তাকে ছেড়ে দিলাম।

• আমি— কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি

• তাকে— কর্মকারকে ‘এ’ বিভক্তি

২. অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়

• দরজায়— অধিকরণ কারকে ‘য়’ বিভক্তি

৩. আমি চলে গেলাম দূর…. দূরে

• দূরে— অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি

৪. হেঁটে গেল গির্জার এক নান

• গির্জার— সম্বন্ধপদে ‘র’ বিভক্তি

• নান— কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি

৫. বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ

• বৃষ্টিতে— করণ কারকে ‘তে’ বিভক্তি

• পায়ের— সম্বন্ধপদে ‘এর’ বিভক্তি

• দাগ— কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি

৬. ঘাস জন্মালো রাস্তায়

• ঘাস— কর্তৃকারকে শূন্য বিভক্তি

• রাস্তায়— স্থানাধিকরণ কারকে ‘য়’ বিভক্তি বা, অধিকরণ কারকে ‘য়’ বিভক্তি

৭. শিশু আর বাড়িরা খুন হলো।

• শিশু— কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি

৮. সেই মেয়েটির মৃত্যু হলো না।

• মেয়েটির— কর্তৃকারক, ‘টির’ নির্দেশক যোগে।

• মৃত্যু— কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।

৯. সমস্ত সমতলে ধরে গেল আগুন

• সমতলে— স্থানাধিকরণ কারকে ‘এ’ বিভক্তি বা, অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি

• আগুন— কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।

১০. শান্ত হলুদ দেবতারা

• দেবতারা— কর্তৃকারকে ‘রা’ বিভক্তি

১১. যারা হাজার বছর ধরে / ডুবে ছিল ধ্যানে।

• হাজার— অধিকরণ কারকে শূন্য বিভক্তি

১২. উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে।

• মন্দির থেকে— অপাদান কারকে থেকে অনুসর্গ।

১৩. তারা আর স্বপ্ন দেখতে পারল না।

• স্বপ্ন— কর্মকারকে শূন্য বিভক্তি

১৪. যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে ছিলাম।

• ঝুলন্ত— কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি

• বিছানায়— অধিকরণ কারকে ‘য়’ বিভক্তি

১৫. জ্বলে গেল আগুনে

• আগুনে— করণ কারকে ‘এ’ বিভক্তি

১৬. সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা

• কাঠকয়লা— কর্মকারকে শূন্য বিভক্তি

১৭. আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।

• মেয়েটি— কর্তৃকারকে ‘টি’ নির্দেশক যোগে।

• আমার— সম্বন্ধপদে ‘র’ বিভক্তি

📌 ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় :

• সপ্তাহ = সপ্ত অহের সমাহার, সমাহার দ্বিগু

• আগ্নেয়পাহাড়ের = আগ্নেয় যে পাহাড়, সাধারণ কর্মধারয়, তাতে

• মিষ্টি বাড়ি = মিষ্টি যে বাড়ি, সাধারণ কর্মধারয় সমাস

• ঝুলন্ত বিছানা = ঝুলন্ত যে বিছানা, সাধারণ কর্মধারয় সমাস

• সমতলে = সম যে তল, সাধারণ কর্মধারয় সমাস

• গোলাপি গাছ গোলাপি যে গাছ, সাধারণ কর্মধারয় সমাস

• করতলের = করের তল, সম্বন্ধ তৎপুরুষ সমাস

• জলতরঙ্গ = জলের তরঙ্গ, সম্বন্ধ তৎপুরুষ সমাস

• কাঠকয়লা = কয়লায় রূপান্তরিত কাঠ, মধ্যপদলোপী কর্মধারয় সমাস

• কালো দাগ = কালো যে দাগ, সাধারণ কর্মধারয় সমাস।

📌 নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন :

১. আমি তাকে ছেড়ে দিলাম। (নঞর্থক বাক্যে)

উত্তরঃ আমি তাকে ধরে রাখলাম না।

২. সে জানত না আমি আর কখনো ফিরে আসব না। (জটিল বাক্যে)

উত্তরঃ আমি যে আর কখনও ফিরে আসব না তা সে জানত না।

৩. একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। (সরল বাক্যে)

উত্তরঃ একটা সপ্তাহ থেকে একটা বছরও কেটে গেল।

৪. বৃষ্টিতে ধুয়ে দিলাম আর পায়ের দাগ। (জটিল বাক্যে)

উত্তরঃ বৃষ্টিতে যা ধুয়ে দিল, তা আমার পায়ের দাগ।

৫. সেই মেয়েটির মৃত্যু হলো না। (হ্যাঁ-বোধক বাক্যে)

উত্তরঃ সেই মেয়েটি অমর রইল।

৬. তারা আর স্বপ্ন দেখতে পারল না। (হ্যাঁ-বোধক বাক্যে)

উত্তরঃ তারা স্বপ্ন দেখা থেকে বঞ্চিত রইল।

৭. তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। (জটিল বাক্যে)

উত্তরঃ তারপর যে যুদ্ধ এলো তা রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।

৮. যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। (সরল বাক্যে)

উত্তরঃ শহরের জায়গায় কাঠকয়লা ছড়িয়ে রইল।

৯. শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। (সরল বাক্যে)

উত্তরঃ হাজার বছর ধরে ধ্যানে ডোবা শান্ত-হলুদ দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উলটে পড়ল

১০. যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। (যৌগিক বাক্যে)

উত্তরঃ শহর ছিল এবং সেই স্থানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা।

১১. তারা আর স্বপ্ন দেখতে পারলো না। (অস্তর্থক বাক্যে)

উত্তরঃ তারা স্বপ্ন দেখতে অসমাপ্ত রইল।

📌 বাচ্যান্তর বা বাচ্য পরিবর্তন :

১. আমি তাকে ছেড়ে দিলাম। (ভাববাচ্যে)

উত্তরঃ আমার তাকে ছেড়ে দেওয়া হল।

২. সে জানত না। (ভাববাচ্যে)

উত্তরঃ তার জানা ছিল না।

৩. আমি আর কখনও ফিরে আসব না। (ভাববাচ্যে)

উত্তরঃ আমার আর কখনও ফিরে আসা হবে না।

৪. একটা কুকুর চলে গেল। (ভাববাচ্যে)

উত্তরঃ একটা কুকুরের চলে যাওয়া হল।

৫. হেঁটে গেল গির্জার এক নান। (ভাববাচ্যে)

উত্তরঃ গির্জার এক নানের হেঁটে যাওয়া হল।

৬. বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ।
(কর্মবাচ্যে)

উত্তরঃ বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধুয়ে দেওয়া হল।

৭. বছরগুলো নেমে এল তার মাথার ওপর।
(ভাববাচ্যে)

উত্তরঃ তার মাথার ওপর বছরগুলির নেমে আসা হল।

৮. সেই মেয়েটির মৃত্যু হলো না। (কর্তৃবাচ্যে)

উত্তরঃ ‌সেই মেয়েটি মারা গেল না।

৯. যারা হাজার বছর ডুবে ছিল ধ্যানে। (কর্মবাচ্যে)

উত্তরঃ যাদের দ্বারা হাজার বছর ধ্যানে ডোবা হয়েছিল।

১০. উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। (ভাববাচ্যে)

উত্তরঃ উল্টে পড়া হল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে।

১১. তারা আর স্বপ্ন দেখতে পারলো না। (কর্মবাচ্যে)

উত্তরঃ তাদের দ্বারা আর স্বপ্ন দেখা হলো না।

📌 আরও দেখুনঃ

1. মাধ্যমিক বাংলা পাঠ্যসূচী ২০২৪-২৫ Click Here

2. মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ Click Here

3. মাধ্যমিক বিগত বছরের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Madhyamik Previous Years Question Paper Click Here

4. মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি অনলাইন MCQ মক্ টেস্ট | Madhyamik Preparation MCQ Mock Test Click Here

📌 অন্যান্য বিষয় দেখুনঃ

1. দশম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

2. দশম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

3. দশম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

4. দশম শ্রেণির জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

5. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply