ঠিক বা ভুল নির্ণয় করো : দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় | True or False Question Answer Class 10 (Madhyamik) History Chapter-2 wbbse
1. দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. দশম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
3. দশম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট Click Here
ঠিক বা ভুল নির্ণয় করো : দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা | True or False Question Answer Class 10 (Madhyamik) History Chapter-2 wbbse
• ঠিক বা ভুল নির্ণয় করো : প্রতিটি প্রশ্নের মান- ১
১. ফোর্ট উইলিয়াম কলেজ 1901 খ্রিষ্টাব্দে স্থাপিত হয়।
উত্তরঃ ভুল (1800 খ্রিষ্টাব্দে)।
২. ‘যত মত তত পথ’ এই মতবাদের প্রবক্তা স্বামী বিবেকানন্দ।
উত্তরঃ ভুল (রামকৃষ্ণদেব)।
৩. ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’ পাশ হয় 1876 খ্রিস্টাব্দে।
উত্তরঃ ঠিক।
৪. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন উইলিয়াম বেন্টিঙ্ক।
উত্তরঃ ভুল (লর্ড ওয়েলেসলি)।
৫. ‘ছুঁতোম প্যাঁচার নকশা’ একটি ব্যঙ্গাত্মক রচনা।
উত্তরঃ ঠিক।
৬. বোর্ড অব কন্ট্রোলের সভাপতি ছিলেন স্যার চার্লস উড।
উত্তরঃ ঠিক।
৭. রামমোহন রায়কে ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ বলেছেন বিদ্যাসাগর।
উত্তরঃ ভুল (রবীন্দ্রনাথ ঠাকুর)।
৮. মেকলে এবং আলেকজান্ডার ডাফ ছিলেন পাশ্চাত্যবাদী ।
উত্তরঃ ঠিক।
৯. মদনমোহন তর্কালঙ্কার বেথুনকে ‘ক্যালকাটা ফিমেল স্কুল’ প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
উত্তরঃ ঠিক।
১০. জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন চার্লস উড।
উত্তরঃ ভুল (নবগোপাল মিত্র)।
১১. হরিনাথ মজুমদার পরিচিত ছিলেন ‘কাঙাল হরিনাথ’ নামে।
উত্তরঃ ঠিক।
১২. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ।
উত্তরঃ ভুল (অক্ষয় কুমার দত্ত)।
১৩. আত্মীয়সভা পরবর্তীকালে ব্রাহ্মসমাজে পরিণত হয়।
উত্তরঃ ঠিক।
১৪. কলকাতা ছিল বাংলার নবজাগরণের প্রধান প্রাণকেন্দ্র।
উত্তরঃ ঠিক।
১৫. ‘নব্যবঙ্গ’ গোষ্ঠীর প্রাণপুরুষ ডেভিড হেয়ার।
উত্তরঃ ভুল (ডিরোজিও)
১৬. মেকলে মিনিটস প্রবর্তিত হয় লর্ড বেন্টিঙ্কের আমলে।
উত্তরঃ ঠিক।
১৭. ‘নীলদর্পণ’ নাটক ইংরেজিতে অনুবাদ করেন জেমস লঙ।
উত্তরঃ ভুল (মাইকেল মধুসূদন দত্ত)।
১৮. রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ।
উত্তরঃ ভুল (স্বামী বিবেকানন্দ)।
১৯. বন্দেমাতরম সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত।
উত্তরঃ ঠিক।
২০. বামা্বোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা উমেশচন্দ্র দত্ত।
উত্তরঃ ঠিক।
২১. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ ভুল। (কালীপ্রসন্ন সিংহ)।
২২. ডেভিড হেয়ার 1829 খ্রিস্টাব্দে হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন।
উত্তরঃ ভুল (1818 খ্রিষ্টাব্দে)।
২৩. ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়।
উত্তরঃ ঠিক।
২৪. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ ঠিক।
২৫. হিন্দু বালিকা বিদ্যালয় বর্তমান নাম বেথুন স্কুল।
উত্তরঃ ঠিক।
২৬. ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম নলিনী রঞ্জন বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ ভুল (কাদম্বিনী গঙ্গোপাধ্যায়)।
২৭. রাজা রামমোহন রায় 1856 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন।
উত্তরঃ ভুল (1828 খ্রিস্টাব্দে)।
২৮. কেশবচন্দ্র সেন সম্পাদিত পত্রিকাটির নাম ইন্ডিয়ান মিরর।
উত্তরঃ ঠিক।
২৯. গোঁসাইজী নামে পরিচিত ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী।
উত্তরঃ ঠিক।
৩০. ঈশ্বর গুপ্ত নববিধান প্রতিষ্ঠা করেছিলেন।
উত্তরঃ ভুল (কেশবচন্দ্র সেন)।
৩১. ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট।
উত্তরঃ ঠিক।
৩২. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম ‘দিগ্দর্শন’।
উত্তরঃ ঠিক।
৩৩. ব্রাহ্ম সভা স্থাপিত হয় 1928 খ্রিষ্টাব্দে।
উত্তরঃ ভুল। (1828 খ্রিষ্টাব্দে)।
৩৪. বিধবা বিবাহ আইন পাশ হয় 1756 খ্রিস্টাব্দের 16 ই জুলাই।
উত্তরঃ ভুল। (1856 খ্রিস্টাব্দের 16 জুলাই)।
৩৫. কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৩৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ ঠিক।
৩৬. নীলদর্পণ নাটকটি প্রথম কোথায় প্রকাশিত হয় ঢাকায়।
উত্তরঃ ঠিক।
৩৭. বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র কোথায় ছিল কলকাতা।
উত্তরঃ ঠিক
৩৮. Man Making Religion কথাটি বলেছিলেন দয়ারাম সাহানি।
উত্তরঃ ভুল (স্বামী বিবেকানন্দ)।
৩৯. ব্রাহ্মসমাজে কে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন রামমোহন রায়।
উত্তরঃ ভুল (কেশবচন্দ্র সেন)।
৪০. প্রথম শিক্ষা কমিশনের নাম ‘হান্টার কমিশন’।
উত্তরঃ ঠিক।