2016 Geography Question Paper with answers for class eleventh students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০১৬ সালের উত্তরসহ ভূগোল বিষয়ের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রে MCQ ও SAQ এর উত্তর করা আছে।
Annual Question Paper (XI)
GEOGRAPHY
2016
(New Syllabus)
Time : 3 Hours 15 Minutes
Full Marks : 70
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.
এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বিভাগ – ক
(i) ‘পাত’ শব্দটি প্রথম ব্যবহার করেন—
(a) পিচো (b) ম্যাকেঞ্জি (c) পার্কার
(d) উইলসন।
উত্তরঃ (d) উইলসন।
(ii) নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয়—
(a) ট্রান্সফর্ম চ্যুতি
(b) বেনিয়ফ জোন
(c) মধ্য-মহাসাগরীয় শৈলশিরা
(d) ত্রিপাত সংযোগ।
উত্তরঃ (b) বেনিয়ফ জোন
(iii) ‘History of Ocean Basin’ বইটি লেখেন—
(a) এইরি (b) হ্যারি হেস (c) প্র্যাট
(d) ওয়েগনার।
উত্তরঃ (b) হ্যারি হেস
(iv) ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে—
(a) সিল (b) ডাইক (c) ল্যাকোলিথ
(d) ফ্যাকোলিথ।
উত্তরঃ (a) সিল
(v) অনুভূমিক তলের সাথে চ্যুতিতল যে কোণে হেলে থাকে, তাকে বলে—
(a) চ্যুতি তলের নতি (b) চ্যুতি কোণ
(c) ব্যবধি (d) আয়াম।
উত্তরঃ (a) চ্যুতি তলের নতি
(vi) ‘ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ’ নামে পরিচিত—
(a) স্ট্রম্বলি (b) হাওয়াই (c) ফুজিয়ামা
(d) ভিসুভিয়াস আগ্নেয়গিরি।
উত্তরঃ (a) স্ট্রম্বলি
(vii) ‘ভূগোল’ শব্দটি প্রথম প্রচলন করেন—
(a) রিটার (b) এরাটোসথেনিস
(c) হামবোল্ট (d) টলেমি।
উত্তরঃ (b) এরাটোসথেনিস
(viii) বেরিং স্রোত লক্ষ্য করা যায়—
(a) প্রশান্ত মহাসাগরে
(b) আটলান্টিক মহাসাগরে
(c) ভারত মহাসাগরে
(d) কুমেরু মহাসাগরে।
উত্তরঃ (a) প্রশান্ত মহাসাগরে
(ix) নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক ?
(a) ব্যাঙ (b) সাপ (c) খরগোশ (d) বাঘ।
উত্তরঃ (c) খরগোশ
(x) নিম্নের কোনটি চুনজাতীয় সিন্ধুকদের উদাহরণ ?
(a) রেডিও ল্যারিয়ান (b) প্রবাল
(c) টেরোপড (d) ডায়াটম।
উত্তরঃ (c) টেরোপড
(xi) বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস হল—
(a) জল (b) বায়ু (c) অক্সিজেন (d) সূৰ্য৷
উত্তরঃ (d) সূৰ্য৷
(xii) বিয়োজকের একটি উদাহরণ হল—
(a) ব্যাকটিরিয়া (b) সরীসৃপ
(c) উভচর প্রাণী (d) পতঙ্গ।
উত্তরঃ (a) ব্যাকটিরিয়া
(xiii) অ্যানাড্রোমাস মাছ—
(a) সব সময় সমুদ্রে থাকে
(b) সব সময় নদীতে থাকে
(c) ডিম পাড়ার সময় নদী থেকে সমুদ্রে আসে
(d) ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে।
উত্তরঃ (d) ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে।
(xiv) নিম্নলিখিত কোটি সামাজিক সম্পদ ?
(a) বাড়ি (b) গাড়ি (c) বিদ্যালয় (d) স্বাস্থ্য।
উত্তরঃ (c) বিদ্যালয়
(xv) ‘বস্তুর কার্যকারিতাই সম্পদ’ উক্তিটি করেছেন—
(a) লিন্ডেম্যান (c) অকারম্যান
(c) জিমারম্যান (d) ট্যান্সলে।
উত্তরঃ (c) জিমারম্যান
(xvi) ‘ভেল্ড’ তৃণভূমি অবস্থিত—
(a) মার্কিন যুক্তরাষ্ট্রে
(b) দক্ষিণ আফ্রিকায়
(c) অস্ট্রেলিয়ায়
(d) ব্রাজিলে।
উত্তরঃ (b) দক্ষিণ আফ্রিকায়
(xvii) নীচের কোন্ দেশের জলসেচ ব্যবস্থা ‘কারেজ প্রথা’ নামে পরিচিত ?
(a) পাকিস্তান (b) বাংলাদেশ (c) চীন
(d) আফগানিস্তান।
উত্তরঃ (a) পাকিস্তান
(xviii) কয়লার উপজাত দ্রব্য কোনটি ?
(a) আলকাতরা (b) প্যারাফিন
(c) ডিজেল (d) গ্যাসোলিন।
উত্তরঃ (a) আলকাতরা
(xix) কোন্ দেশকে ‘রুটির ঝুড়ি’ বলা হয় ?
(a) চিলিকে (b) নিউজিল্যাণ্ডকে
(c) ইউক্রেনকে (d) মার্কিন যুক্তরাষ্ট্রকে।
উত্তরঃ (c) ইউক্রেনকে
(xx) অতিরিক্ত জলসেচের ফলে—
(a) ফসলের বৃদ্ধি সুনিশ্চিত হয়
(b) মৃত্তিকার উর্বরতা বাড়ে
(c) মৃত্তিকা লবণাক্ত হয়
(d) মৃত্তিকার উর্বরতা হ্রাস পায়।
উত্তরঃ (c) মৃত্তিকা লবণাক্ত হয়
(xxi) লোহার উৎকৃষ্ট আকরিকটি হল—
(a) ম্যাগনেটাইট (b) অ্যানথ্রাসাইট
(c) লিমোনাইট (d) ল্যাটেরাইট।
উত্তরঃ (a) ম্যাগনেটাইট
বিভাগ – খ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 × 14 = 14
(a) ভূগোল শাস্ত্রের কোন্ শাখায় জনসংখ্যা এবং তৎসংক্রান্ত বিষয় আলোচনা করা হয় ?
উত্তরঃ জনসংখ্যা ভূগোলে।
(b) পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন ?
উত্তরঃ অ্যানাক্সিম্যান্ডার।
অথবা,
গ্যালাক্সি কী ?
উত্তরঃ গ্যাল্যাক্সি হল অসংখ্য নক্ষত্র, নিহারিকা ও গ্রহাণু নিয়ে গঠিত গ্যাসীয় বস্তুপুঞ্জের বিশালাকার মেঘ যা মহাকাশে অবিরাম পাক খায় ।নক্ষত্রগুলিও এর মধ্যে প্রদক্ষিণ করে।
(c) আকস্মিক ভূ-আলোড়নের দুটি উদাহরণ দাও।
উত্তরঃ ভূমিকম্প, অগ্ন্যুৎপাত।
অথবা,
ভূমিকম্পের কোন্ তরঙ্গকে দেহতরঙ্গ বলে ?
উত্তরঃ P তরঙ্গ এবং S তরঙ্গকে।
(d) একদিকে অত্যধিক পার্শ্বচাপের ফলে ভাঁজের অক্ষতল যখন প্রায় অনুভূমিক হয়ে যায়, তখন তাকে কী ধরনের ভাঁজ বলে ?
উত্তরঃ শায়িত ভাঁজ।
(e) কোন ধরনের পাত সীমান্তে মহাসামুদ্রিক খাতগুলি গড়ে ওঠে ?
উত্তরঃ অভিসারী পাত সীমান্তে।
(f) জীবভর কাকে বলে ?
উত্তরঃ পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলের কোনো নির্দিষ্ট প্রজাতির জীবের সংখ্যা বা পরিমাণকে জীবভর বলে। বাস্তুতন্ত্রে উৎপাদকের (সবুজ উদ্ভিদের) জীবভর সবচেয়ে বেশি।
অথবা,
ইকোটোনের সংজ্ঞা দাও।
উত্তরঃ পাশাপাশি দুটি বাস্তুতন্ত্র একটি সংকীর্ণ অঞ্চলে মিশে যায় এবং এই অন্তবর্তী অঞ্চলে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে ইকোটন বলে। যেমন- পার্কল্যান্ড সাভানা।
(g) বেঙ্গুয়েলা স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?
উত্তরঃ আটলান্টিক মহাসাগরে।
অথবা,
সি-উইড কী ?
উত্তরঃ সমুদ্রজলে জন্মানো থ্যালোফাইটা ও স্পারমাটোফাইটা পর্বের সামুদ্রিক শ্যাওলা ও উদ্ভিদকে সমুদ্রিক আগাছা বা সি উইড বলে। এটি অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ ও খাদ্য রূপে ব্যবহৃত হয়।
(h) ক্রায়োলাইটকে অনন্য সম্পদ বলার কারণ কী ?
উত্তরঃ ক্রায়োলাইট কেবলমাত্র গ্রিনল্যান্ডে পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না, তাই ক্রায়োলাইটকে অনন্য সম্পদ বলে।
অথবা,
জাতীয় সম্পদের একটি উদাহরণ লেখো।
উত্তরঃ রেল, সড়ক, বিমান পথ, বন্দর, বনভূমি প্রভৃতি।
(i) পশ্চিমবঙ্গে কোথায় মৎস্য বন্দর গড়ে তোলা হয়েছে ?
উত্তরঃ শংকরপুরে।
অথবা,
ভারতের একটি অভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্রের ও একটি গভীর সমুদ্রের মাছের নাম লেখ।
উত্তরঃ রুই, কাতলা এবং সার্ডিন।
(j) একটি উদাহরণসহ ডেমার্সাল মাছের সংজ্ঞা দাও।
উত্তরঃ যেসব মাছ সমুদ্রের গভীর জলে বিচরণ করে তাদের ডেমার্সাল মৎস্য বলে। যেমন- কড, হ্যাডক, টুনা প্রভৃতি।
(k) নিউজিল্যাণ্ডের কোন্ প্রান্তে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে কাজে লাগিয়ে ফলের চাষ করা হয় ?
উত্তরঃ উত্তর দ্বীপের পূর্ব উপকূল।
অথবা,
ইউক্রেনের অধিকাংশ জমি কী উদ্দেশ্যে ব্যবহৃত হয় ?
উত্তরঃ কৃষিকাজ।
(l) ভূমি আচ্ছাদনের সংজ্ঞা দাও।
উত্তরঃ প্রকৃতি সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক উপাদান (যথা – অরণ্য, তৃণভূমি, হিমবাহ, জলাশয়, নদী প্রভৃতি) দ্বারা আবৃত ভূভাগকে ভূমি আচ্ছাদন বলে।
(m) চ্যালকোপাইরাইট থেকে কোন ধাতু নিষ্কাশিত হয় ?
উত্তরঃ তামা।
অথবা,
কোন্ পদ্ধতিতে লিগনাইট কয়লা থেকে গ্যাসোলিন বা পেট্রোল উৎপাদন করা হয় ?
উত্তরঃ হাইড্রোজেনেশন।
(n) তামার একটি প্রধান আকরিকের নাম লেখো।
উত্তরঃ কিউপ্রাইট, টেনানটাইট, চালকোসাইট, কোভেলাইট প্রভৃতি।
বিভাগ – গ
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 7 x 5 = 35
3. চিত্রসহ পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন বর্ণনা করো । পাত সঞ্চালনের দুটি কারণ লেখো। 5+2
অথবা,
মহাদেশীয় ও মহাসাগরীয় ভূ-ত্বকের মধ্যে পার্থক্য লেখো। বৃত্তচাপীয় দ্বীপমালার দুটি উদাহরণ দাও। 4+3
4. চিত্রসহ স্বাভাবিক চ্যুতি ও বিপরীত চ্যুতির বর্ণনা দাও। অভিকর্ষ বিচ্যুতি কাকে বলে ? 5+2
অথবা,
ভূমিকম্পের P তরঙ্গ এবং S তরঙ্গের পার্থক্য বর্ণনা করো । কোন্ পাত সীমানায় শিলা ভাঁজের সৃষ্টি হয় ? 5+2
5. লোহিত সাগরের জল আরব সাগরের জলের তুলনায় অধিক উষ্ণ কেন ? চিত্রসহ উত্তর আটলান্টিক মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলির বর্ণনা দাও । 3+4
অথবা,
উৎপাদক ও বিয়োজকের মধ্যে তুলনা করো। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্যগুলি লেখো। 4+3
6. সরলবর্গীয় অরণ্যাঞ্চলে কাষ্ঠশিল্পের বিকাশের কারণ কি কি ? জাপানে মৎস্য চাষের অবনতির কারণ কি ? 4+3
অথবা,
ভারতে মাছ শিকারের অনুকূল অবস্থাগুলির বর্ণনা দাও । অনন্য বা অদ্বিতীয় সম্পদ বলতে কি বোঝ ? 5+2
7. (a) মানচিত্রে স্থান চিহ্নিতকরণ আবশ্যিক। 1×2
প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি চিহ্নিত করো ও তাদের নাম লেখো :
(i) দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য
(ii) উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র।
ভারতের খনিজ তেল উত্তোলক অঞ্চলের বিবরণ দাও। 5
অথবা,
ব্রাজিলের ভূমি ব্যবহারের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করো। 5