2017 Geography Question Paper with answers for class eleventh students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০১৭ সালের উত্তরসহ ভূগোল বিষয়ের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রে MCQ ও SAQ এর উত্তর করা আছে।
Annual Question Paper (XI)
GEOGRAPHY
2017
(New syllabus)
Time : 3 Hours 15 Minutes
Full Marks: 70
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপাত্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.
এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বিভাগ – ক
1. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) : 1 x 21 = 21
(i) ‘কেন্দ্রমণ্ডল’-এর মূল উপাদান হল
(a) অ্যালুমিনিয়াম ও নিকেল
(b) সিলিকা ও ক্রোমিয়াম
(c) নিকেল ও ক্রোমিয়াম
(d) নিকেল ও লোহা।
উত্তরঃ (d) নিকেল ও লোহা।
(ii) ‘সমস্থিতি’ (Isostasy) শব্দটি প্রথম প্রবর্তন করেন—
(a) ডাটন (b) প্র্যাট (c) এয়ারি (d) হেফোর্ড।
উত্তরঃ (a) ডাটন
(iii) হ্যারি হেস যে মতবাদের প্রবর্তন করেন, সেটি হল—
(a) সমুদ্রবক্ষের বিস্তৃতি (b) মহীসঞ্চরণ
(c) পাত-সংস্থান (d) সমস্থিতি।
উত্তরঃ (a) সমুদ্রবক্ষের বিস্তৃতি
(iv) সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ হল—
(a) ‘P’ তরঙ্গ (b) ‘S’ তরঙ্গ (c) ‘L’ তরঙ্গ
(d) ‘K’ তরঙ্গ।
উত্তরঃ (c) ‘L’ তরঙ্গ
(v) আগ্নেয়গিরি থেকে পদার্থসমূহ নির্গত হয়—
(a) শুধুই কঠিন অবস্থায়
(c) শুধুই গ্যাসীয় অবস্থায়
(b) শুধুই তরল অবস্থায়
(d) কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায়।
উত্তরঃ (d) কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায়।
(vi) চ্যুতিতল বরাবর যদি ঝুলন্ত-প্রাচীর নিচের দিকে নেমে যায় তাকে বলে—
(a) থ্রাস্ট চ্যুতি (b) স্বাভাবিক চ্যুতি
(c) সোপান চ্যুতি (d) বিপরীত চ্যুতি ।
উত্তরঃ (b) স্বাভাবিক চ্যুতি
(vii) আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্রখাতটি হল—
(a) মারিয়ানা খাত
(b) সুন্দা খাত
(c) পুয়ের্তোরিকো খাত
(d) দক্ষিণ স্যান্ডউইচ খাত।
উত্তরঃ (c) পুয়ের্তোরিকো খাত।
(viii) ‘ডায়াটম সিন্ধুকদ’ সবচেয়ে বেশি দেখা যায়—
(a) ভূমধ্যসাগরে
(b) আটলান্টিক মহাসাগরে
(c) ভারত মহাসাগরে
(d) সুমেরু ও কুমেরু মহাসাগরে।
উত্তরঃ (d) সুমেরু ও কুমেরু মহাসাগরে।
(ix) নিউফাউণ্ডল্যাণ্ড দ্বীপের কাছে যে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয়েছে তা হল—
(a) উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডর স্রোত
(b) উপসাগরীয় স্রোত ও ক্যানারি স্রোত
(c) উত্তর আটলান্টিক স্রোত ও ক্যালিফোর্নিয়া স্রোত
(d) উত্তর আটলান্টিক স্রোত ও বেঙ্গুয়েলা স্রোত।
উত্তরঃ (a) উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডর স্রোত।
(x) পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল—
(a) বারিমণ্ডল (b) শিলামণ্ডল (c) বায়োম
(d) জীবমণ্ডল।
উত্তরঃ (d) জীবমণ্ডল।
(xi) পচা পাতা → লার্ভা → ছোট → মাছ বড় মাছ যে খাদ্যশৃঙ্খলকে নির্দেশ করে সেটি হল—
(a) বিয়োজক খাদ্যশৃঙ্খল
(b) শিকারী খাদ্যশৃঙ্খল
(c) চারণভূমি খাদ্যশৃঙ্খল
(d) পরজীবী খাদ্যশৃঙ্খল।
উত্তরঃ (d) পরজীবী খাদ্যশৃঙ্খল।
(xii) বাস্তুতন্ত্রে যেসব জীব নিজেরা খাদ্য তৈরী করতে পারে, তাদের বলে—
(a) মাংসাশী (b) পরভোজী (c) স্বভোজী
(d) বিয়োজক।
উত্তরঃ (c) স্বভোজী
(xiii) ‘পরিবেশ-বান্ধব সম্পদ’-এর একটি উদাহরণ হল—
(a) সৌরশক্তি (b) কয়লা (c) পেট্রোলিয়াম
(d) প্রাকৃতিক গ্যাস।
উত্তরঃ (a) সৌরশক্তি
(xiv) ‘World Resources and Industries’ – বইটির রচয়িতা হলেন—
(a) মিচেল (b) জিমারম্যান (c) লিণ্ডেম্যান
(d) মার্শাল।
উত্তরঃ (b) জিমারম্যান
(xv) আর্জেন্টিনার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম—
(a) ডাউনস্ (b) পম্পাস (c) ল্যানোস
(d) ভেল্ড।
উত্তরঃ (b) পম্পাস
(xvi) ‘অ্যানাড্রোমাস মাছ’-এর একটি উদাহরণ হল—
(a) হেরিং (b) কড (c) ইলিশ (d) ম্যাকারেল।
উত্তরঃ (c) ইলিশ
(xvii) ‘পোল্ডারভূমি’ দেখা যায়—
(a) পেরিয়ায় (b) চিলিতে (c) নেদারল্যান্ডে
(d) জাপানে।
উত্তরঃ (c) নেদারল্যান্ডে
(xviii) যে জলসেচ ব্যবস্থা গ্রহণে জলের সর্বনিম্ন অপচয় ঘটে, তা হল—
(a) ছিটানো সেচ ব্যবস্থা
(b) বিন্দু-পতন সেচ ব্যবস্থা
(c) খালের মাধ্যমে সেচ ব্যবস্থা
(d) কৃপ দ্বারা সেচ ব্যবস্থা।
উত্তরঃ (b) বিন্দু-পতন সেচ ব্যবস্থা
(xix) একটি অ-ধাতব খনিজের উদাহরণ হল—
(a) ম্যাঙ্গানীজ (b) অভ্র (c) বক্সাইট
(d) তামা।
উত্তরঃ (b) অভ্র
(xx) তাপের সুপরিবাহী একটি ধাতু হল
(a) জিপসাম (b) অভ্র (c) ম্যাঙ্গানীজ
(d) তামা
উত্তরঃ (d) তামা
(xxi) ‘বিটুমিনাস’ কয়লায় কার্বনের পরিমাণ হল—
(a) < 35% (b) 35% – 50% (c) 50% – 85% (d) > 85%.
উত্তরঃ (c) 50% – 85%
বিভাগ – খ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 x 14
(a) বিজ্ঞানের কোন্ শাখা ‘ভূমিরূপবিদ্যা’র সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত ?
উত্তরঃ বিজ্ঞানের ভূতত্ত্ব শাখা ‘ভূমিরূপবিদ্যা’র সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত
(b) গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তিতলটির নাম করো।
উত্তরঃ গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তিতল লক্ষ করা যায়, তাকে উইশার্ট (1897) ও গুটেনবার্গ (1912) এর নামানুসারে বলা হয় উইশার্ট-গুটেনবার্গ বিযুক্তিরেখা।
অথবা,
‘অ্যাসথেনোস্ফিয়ার’ কী ?
উত্তরঃ ভূত্বকের নিচে বা গুরুমন্ডলের উপরিভাগে যে থকথকে, সান্দ্র, নমনীয় প্লাস্টিকের মত দুর্বল স্তর রয়েছে তাকে অ্যাস্থেনোস্ফিয়ার বা ক্ষুব্দমন্ডল বলে।
ভূবিজ্ঞানী ব্যারেল এই স্তরকে অ্যাস্থেনোস্ফিয়ার বা ক্ষুব্দমন্ডল নামে অভিহিত করেছেন।
(c) ‘ক্রাকাতোয়া’ আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত ?
উত্তরঃ ক্রাকাতোয়া হল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রার মধ্যকার সুন্দা প্রণালীতে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ।
অথবা,
‘প্রতিসম ভাজ’-এর সংজ্ঞা দাও।
উত্তরঃ যে ভাঁজের দু-পাশের বাহু সমান কোণে দুদিকে হেলে থাকে এবং দুটি বাহু সমান দৈর্ঘ্যের হয় তাকে প্রতিসম ভাঁজ বলে।
(d) ‘সমভূকম্পতীব্রতা রেখা” কাকে বলে ?
উত্তরঃ ভূমিকম্পের সমান তীব্রতা যুক্ত অঞ্চল গুলিকে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করা হয় তাকে সমভূমিকম্পতীব্রতা রেখা বা (Isoseismal Line) বলে।
(e) আলবাট্রস মালভূমিটি কোন্ মহাসাগরের তলদেশে অবস্থিত ?
উত্তরঃ ক্যালিফোর্নিয়া উপদ্বীপের সীমানায় প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত।
(f) কোন্ কোন্ সমুদ্রস্রোত মিলিত হয়ে ‘আগুলহাস স্রোত’ সৃষ্টি করে ?
উত্তরঃ মাদাগাস্কার ও মোজাম্বিক সমুদ্রস্রোত মিলিত হয়ে ‘আগুলহাস স্রোত’ সৃষ্টি করে।
অথবা,
সমুদ্র তলদেশের কোন্ অংশে সর্বাধিক পরিমাণ ‘স্থলভাগজাত অবক্ষেপ’ দেখা যায় ?
উত্তরঃ সমুদ্র তলদেশের মহীসোপান অংশে।
(g) দুটি ‘স্থলজ বাস্তুতন্ত্র’-এর উদাহরণ দাও।
উত্তরঃ বনভূমির বাস্তুতন্ত্র ও তৃণভূমির বাস্তুতন্ত্র।
অথবা,
‘বাস্তুতন্ত্র’-এর সংজ্ঞা দাও।
উত্তরঃ কোনো একটি পরিবেশের জৈব ও অজৈব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান-প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে উঠে তাকেই বাস্তুতন্ত্র বা Ecosystem বলে।
(h) ‘গচ্ছিত সম্পদ’ কাকে বলে ?
উত্তরঃ প্রকৃতিতে এমন অনেক সম্পদ আছে যে গুলির অবস্থান সুনির্দিষ্ট ও পরিমাণও সীমিত, তাদের গচ্ছিত সম্পদ বলে।
যেমন— কয়লা, খনিজ তেল, আকরিক লোহা প্রভৃতি
অথবা,
‘অবরুদ্ধ প্রবহমান সম্পদ’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ যে সকল সম্পদ প্রবাহমান হলেও অধিক ও অবিবেচনাপ্রসূত ব্যাবহারের ফলে নিঃশেষ বা অবলুপ্তির সম্ভাবনা থাকে, তাদের অবরুদ্ধ প্রবাহমান সম্পদ বলে।
যেমন— গাছ প্রবাহমান সম্পদ হলেও তা যদি অবিবেচনাপ্রসূত ও নির্বিচারে কেটে ফেলা হয় তবে তা একদিন অবলুপ্তি হবে।
(i) ম্যানগ্রোভ অরণ্যে যে বিশেষ ধরনের উদ্ভিদ জন্মায় তার নাম করো।
উত্তরঃ ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরী, গরান, গেওয়া, হেঁতাল, কেয়া, গােলপাতা প্রভৃতি গাছ বেশি দেখা যায়।
(j) উত্তর-পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণক্ষেত্রের অন্তর্গত দুটি ‘মগ্নচড়া’র নাম করো।
উত্তরঃ গ্র্যান্ড ব্যাংক ও সেবল ব্যাংক।
অথবা,
ভারতে ‘ন্যাশনাল ফিসারিজ ডেভেলপমেন্ট বোর্ড’-এর প্রধান কার্যালয়টি কোথায় অবস্থিত ?
উত্তরঃ ভারতের ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের সদর দপ্তর হায়দ্রাবাদ শহরে অবস্থিত।
(k) ‘ভূমির ব্যবহার’-এর সংজ্ঞা দাও ।
উত্তরঃ কোন নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট এলাকায় মানুষ তার নিজস্ব সংস্কৃতি অনুসারে এবং আপন প্রয়োজনে জমির কার্যকারিতার উপর ভিত্তি করে বিক্ষিপ্তভাবে বা সামগ্রিকভাবে জমির যে ব্যবহারিক চরিত্র গড়ে তোলে, তাকে ভূমির ব্যবহার বা Land Use বলে।
(l) ‘প্লাবন খাল’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ কিছু কিছু নদী আছে যেগুলি কেবল বর্ষার প্লাবনে জলপূর্ণ হয় এবং বছরের অন্য সময় এগুলিতে জলের পরিমাণ যথেষ্ট কমে যায়। এইসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে প্লাবন খাল।
অথবা,
‘আসোয়ান বাঁধ’ কোন্ দেশে এবং কোন্ নদীর ওপর নির্মিত হয়েছে ?
উত্তরঃ মিশরের নীল নদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে।
(m) ‘অভ্র’-এর দুটি আকরিকের নাম করো।
উত্তরঃ মাসকোভাইট, বায়োটাইট, ফ্লগোপাইট, প্যারাগোনাইট, লেপিডোলাইট, লেপিডোমিলেন ইত্যাদি।
অথবা,
ভারতের দুটি টার্সিয়ারী কয়লাখনি অঞ্চলের নাম লেখো।
উত্তরঃ অসমের লখিমপুর জেলার মাকুম, জয়পুর এবং মেঘালয়ের গারো, খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড়ি অঞ্চলে টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায়।
(n) ইউরেনিয়াম উৎপাদনে কোন্ দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে ?
উত্তরঃ কাজাখস্তান। 2021 সালে খনি থেকে ইউরেনিয়ামের সর্বাধিক অংশ উৎপাদন করে (বিশ্ব সরবরাহের 45%)।
বিভাগ – গ
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 7×5=35
3. ওয়েগনার প্রবর্তিত ‘মহাদেশীয় সঞ্চরণ মতবাদ’-এর স্বপক্ষে যে কোনো দুটি প্রমাণ আলোচনা করো । পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ল্যাপলাসের ‘নীহারিকা মতবাদটি সংক্ষেপে লেখো। 4+3
অথবা
প্রাকৃতিক ভূগোলের যে কোনো দুটি শাখা সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন ধরনের পাত-সীমান্তের সংজ্ঞা দাও। 4+3
4. অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট যে কোনো তিন প্রকার ‘উদ্বেধী ভূমিরূপ’ চিত্রসহ বর্ণনা করো। ‘ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে ? 6+1
অথবা,
‘ভাঁজ’-এর যে কোনো দুটি ‘গাঠনিক উপাদান’ চিত্রসহ আলোচনা করো। চিত্রসহ ‘ঝুলন্ত প্রাচীর’ ও ‘পাদমূল প্রাচীর’-এর সংজ্ঞা দাও। 4+3
5. সমুদ্রজলে লবণতার তারতম্যের কারণগুলি বিশ্লেষণ করো। আটলান্টিক মহাসাগরের তলদেশে অবস্থিত বিভিন্ন মহাসাগরীয় শৈলশিরাগুলির নাম করো। 5+2
অথবা,
বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহের পদ্ধতি আলোচনা করো। ‘খাদ্য পিরামিড’ বলতে কী বোঝায় ? 5+2
6. নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য অঞ্চল কাষ্ঠশিল্পে অনুন্নত কেন ? সম্পদ সৃষ্টিতে ‘সংস্কৃতি’র ভূমিকা আলোচনা করো। 5+2
অথবা,
নাতিশীতোষ্ণ অঞ্চলে সামুদ্রিক মৎস্যচারণক্ষেত্র গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ বিশ্লেষণ করো। উদাহরণ সহ ‘নিরপেক্ষ উপাদান’-এর সংজ্ঞা দাও। 5+2
7. মানচিত্রে স্থান চিহ্নিতকরণ আবশ্যিক।
(a) প্রদত্ত পৃথিবীর রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি চিহ্নিত করো ও তাদের নাম লেখো : 1×2
(i) ইউরেশিয়ার সরলবর্গীয় বৃক্ষের অরণ্য অঞ্চল
(ii) উত্তর-পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণক্ষেত্র।
(b) আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়লা সম্পদ বন্টনের একটি বিবরণ দাও। ‘প্রচলিত’ ও ‘অপ্রচলিত’ শক্তির বিভিন্ন উৎসগুলির নাম করো। 3+2
অথবা,
অত্যধিক জলসেচের কুফলগুলি আলোচনা করো। বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি বর্ণনা করো। 3+2