2018 Geography Question Paper with answers for class eleventh students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০১৮ সালের উত্তরসহ ভূগোল বিষয়ের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রে MCQ ও SAQ এর উত্তর করা আছে।
Annual Question Paper (XI)
GEOGRAPHY
2018
(New syllabus)
Time : 3 Hours 15 Minutes
Full Marks: 70
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপাত্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.
এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বিভাগ – ‘ক’
1. সঠিক উত্তরটি বেছে নাও ( সকল প্রশ্ন আবশ্যিক ) : 1 × 21 = 21
(i) নীচের কোনটি ভূগোলশাস্ত্রের শাখা নয়?
(a) জলবায়ুবিদ্যা (b) জলবিজ্ঞান
(c) ভূমিরূপবিদ্যা (d) নৃতত্ত্ববিদ্যা
উত্তরঃ (d) নৃতত্ত্ববিদ্যা
(ii) মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হল—
(a) গ্রানাইট (b) ব্যাসল্ট (c) শ্লেট
(d) বেলেপাথর
উত্তরঃ (b) ব্যাসল্ট
(iii) পাত শব্দটি প্রথম ব্যবহার করেন—
(a) জেটি উইলসন (b) এ. ওয়েবার
(c) এ. এল ওয়েগনার (d) জে. টি হ্যাক
উত্তরঃ (a) জেটি উইলসন
(iv) নীচের কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয় ?
(a) ভঙ্গিল পর্বত (b) স্তূপ পর্বত
(c) ক্ষয়জাত পর্বত (d) গ্রস্ত উপত্যকা
উত্তরঃ (a) ভঙ্গিল পর্বত
(v) নীচের কোনটি জীবন্ত আগ্নেয়গিরি ?
(a) পোপো (b) ভিসুভিয়াস (c) ক্রাকাতোয়া
(d) ফুজিয়ামা
উত্তরঃ (b) ভিসুভিয়াস
(vi) পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা অধিক ভূমিকম্পপ্রবণ দেশ হল—
(a) কানাডা (b) ইন্দোনেশিয়া (c) জাপান
(d) মেক্সিকো।
উত্তরঃ (c) জাপান
(vii) বেঙ্গুয়েলা স্রোত দেখা যায়—
(a) আফ্রিকার পশ্চিমউপকূলে
(b) দ. আমেরিকার পশ্চিমউপকূলে
(c) অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে
(d) ক্যালিফোর্নিয়া উপকূলে
উত্তরঃ (a) আফ্রিকার পশ্চিমউপকূলে
(viii) মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তরাংশের নাম—
(a) উইভিল টম্পসন শৈলশিরা
(b) ডলফিন শৈলশিরা
(c) চ্যালেঞ্জার শৈলশিরা
(d) ওয়ালভিস শৈলশিরা
উত্তরঃ (b) ডলফিন শৈলশিরা
(ix) নীচের কোনগুলি সিলিকা সমৃদ্ধ সিন্ধুকর্দ ?
(a) টেরোপড ও গ্লোবোজারিনা সিন্ধুকর্ন
(b) টেরোপর্ড ও রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ
(c) ডায়াটম ও রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ
(d) ডায়াটম ও গ্লোবোজারিনা সিন্ধুকদ।
উত্তরঃ (c) ডায়াটম ও রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ
(x) বাস্তব্যবিদ্যা শব্দটি প্রথম প্রবর্তন করেন—
(a) লিন্ডেম্যান (b) ট্যান্সলে (c) হেকেল
(d) ওডাম।
উত্তরঃ (c) হেকেল
(xi) প্রাথমিক খাদকের একটি উদাহরণ হল
(a) মানুষ (b) ব্যাকটিরিয়া (c) বাঘ
(d) হরিণ।
উত্তরঃ (d) হরিণ।
(xii) অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে বলা হয় ?
(a) নেরিটিক বাস্তুতন্ত্র
(b) পিলাজিক বাস্তুতন্ত্র
(c) লেনটিক বাস্তুতন্ত্র
(d) লোটিক বাস্তুতন্ত্র
উত্তরঃ (a) নেরিটিক বাস্তুতন্ত্র
(xiii) জলবিদ্যুৎ হল একটি—
(a) প্রবহমান সম্পদ
(b) সঞ্চিত সম্পদ
(c) সামাজিক সম্পদ
(d) সাংস্কৃতিক সম্পদ
উত্তরঃ (a) প্রবহমান সম্পদ
xiv) আয়রন উড পাওয়া যায়—
(a) নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে
(b) ভূমধ্যসাগরীয় অরণ্যে
(c) সরলবর্গীয় অরণ্যে
(d) পর্ণমোচী অরণ্যে
উত্তরঃ (a) নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে
(xv) অস্ট্রেলিয়ায় নাতিশীতোয় তৃণভূমি যে নামে পরিচিত,তা হল
(a) ভেল্ড (b) ডাউনস্ (c) স্টেপস্
(d) ক্যাম্পস
উত্তরঃ (b) ডাউনস্
(xvi) নীচের কোনটি পিলেজিক জাতীয় মাছ ?
(a) কড (b) টুনা (c) হেরিং (d) হ্যালিবার্ট
উত্তরঃ (c) হেরিং
(xvii) অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে রয়েছে—
(a) বনভূমি (b) পর্বত (c) মরুভূমি (d) তৃণভূমি।
উত্তরঃ (c) মরুভূমি।
(xviii) ভাকরা-নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে জলসেচ করা হয়—
(a) উত্তরপ্রদেশ (b) মধ্যপ্রদেশ
(c) অন্ধ্রপ্রদেশ (d) পাঞ্জাব
উত্তরঃ (d) পাঞ্জাব
(xix) নীচের আকোরিক গুলির মধ্যে কোনটি লৌহ আকরিক নয় ?
(a) লিগনাইট (b) লিমোনাইট
(c) ম্যাগনেটাইট (d) হেমাটাইট
উত্তরঃ (a) লিগনাইট
(xx) নীচের দেশ গুলির মধ্যে কোনটি থোরিয়াম উৎপাদনে শ্রেষ্ঠ ?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র (b) কানাডা
(c) কাজাখস্তান (d) ভারত
উত্তরঃ (d) ভারত
(xxi) একটি উল্লেখযোগ্য লৌহ সংকর ধাতু হল—
(a) তামা (b) ম্যাঙ্গানিজ (c) অভ্র
(d) থোরিয়াম।
উত্তরঃ (b) ম্যাঙ্গানিজ
বিভাগ – ‘খ’
2. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও ৷( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1×14=14
(a) প্যাঞ্জিয়া নামক বৃহৎ প্রাচীন ভূখন্ডের উত্তর ও দক্ষিণ অংশের নাম উল্লেখ করো।
উত্তরঃ প্যাঞ্জিয়ার উত্তর অংশের নাম আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণ অংশের নাম গন্ডোয়ানাল্যান্ড।
(b) কনরাড বিযুক্তি তল কী ?
উত্তরঃ ভূত্বকের দুটি অংশ সিয়াল ও সীমা । এই সিয়াল ও সীমা ভূ অভ্যন্তরে যে সীমারেখার মাধ্যমে পরস্পর থেকে পৃথক হয়েছে তাকে কনরাড বিযুক্তিতল বলে ।
অথবা,
কেন্দ্রমন্ডল প্রধানত কী কী উপাদান দ্বারা গঠিত ?
উত্তরঃ কেন্দ্রমন্ডল ভারী, ধাতব, অর্ধতরল পদার্থের সমবয়ে গঠিত ।এখানে লোহা, নিকেল, অক্সিজেন, গন্ধক প্রভৃতি মিশ্রিত অবস্থায় থাকলেও লোহা ও নিকেলের পরিমান সবচেয়ে বেশি তাই এই স্তরটিকে নিফে বলে।
(c) সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে ?
উত্তরঃ যেসব আগ্নেয়গিরি থেকে এখন অগ্ন্যুৎপাত হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে হতে পারে, সেগুলিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে । যেমন– ফুজিয়ামা, ক্রাকাতোয়া
অথবা,
শিলাস্তরের নতি বোঝায় ?
উত্তরঃ শিলাস্তর বা স্তরায়ণ তল বা ভাঁজের বাহু অনুভূমিক তলের সঙ্গে যে কোন উৎপন্ন করে তাকে শিলাস্তরের নতি বলে, ক্লাইনোমিটার ও এস. রে কম্পাসের সাহায্যে শিলাস্তরের নতি পরিমাপ করা হয় ।
(d) শায়িত ভাঁজের সংজ্ঞা দাও।
উত্তরঃ অত্যাধিক পার্শ্বচাপের কারণে কোনো ভাঁজের একদিকের বাহু অপরদিকের বাহুর উপর পুরোপুরি উঠে গিয়ে ভাঁজের অক্ষতল অনুভূমিক তলের সঙ্গে প্রায় সমান্তরালে অবস্থান করে (সর্বাধিক ১০ ডিগ্রি কোণে), তখন তাকে শায়িত ভাঁজ বলে ।
(e) সুন্ডা খাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ ভারত মহাসাগরের পূর্ব অংশে জাভা ও সুমাত্রা দ্বীপের দক্ষিণে ভারত মহাসাগরের গভীরতম সমুদ্রখাত সুন্ডা খাত অবস্থিত ।
(f) টেলিগ্রাফ মালভূমির অবস্থান উল্লেখ করো।
উত্তরঃ উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রিনল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অংশে টেলিগ্রাফ মালভূমি অবস্থিত ।
অথবা,
উষ্ণ কুরোশিও স্রোতের সাথে যে শীতল স্রোত মিশেছে তার নাম উল্লেখ করো।
উত্তরঃ শীতল ওয়াশিয়ো স্রোত বা ওইয়া স্রোত ।
(g) জীবভর কাকে বলে ?
উত্তরঃ পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলের কোনো নির্দিষ্ট প্রজাতির জীবের সংখ্যা বা পরিমাণ কে জীবভর বলে। বাস্তুতন্ত্রে উৎপাদকের (সবুজ উদ্ভিদের) জীবভর সবচেয়ে বেশি।
অথবা,
রাসায়নিক স্বভোজী বলতে কী বোঝায় ?
উত্তরঃ যে সব উৎপাদক সূর্যের আলো ছাড়াই রাসায়নিক প্রক্রিয়ায় সরল যৌগ থেকে জটিল পুষ্টিযৌগ প্রস্তুত করে, তাদের রাসায়নিক স্বভোজী বলে। যেমন – কেমোসিন্থেটিক Pi ব্যাকটেরিয়া।
(h) সম্পদের সংজ্ঞা দাও।
উত্তরঃ অধ্যাপক ই. ডব্লু জিমারম্যানের মতে সম্পদ কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, তার মধ্যে সুপ্ত কার্যকরী ক্ষমতা হল সম্পদ। সম্পদ মানুষের অভাব মোচন করে, মানুষকে নির্দিষ্ট লক্ষ্য পূরণে সাহায্য করে।”
অথবা,
পরিবেশমিত্র সম্পদ বলতে কী বোঝায় ?
উত্তরঃ যে সব সম্পদ পরিবেশ দূষণ ঘটায় না”, পরিবেশ ও জীবমন্ডলের ক্ষতি করে না, জীবমন্ডলের বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখ তাদের পরিবেশমিত্র সম্পদ বলে। যেমন- জলবিদ্যুৎশক্তি, বায়ুশক্তি, সৌরশক্তি প্রভৃতি ।
(i) ভূমধ্যসাগরীয় চিরহরিৎ অরণ্য এর অক্ষাংশগত বিস্তার উল্লেখ করো ?
উত্তরঃ উভয় গোলার্ধেও ৩০ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি অক্ষরেখার মধ্যে মহাদেশ সমূহের পশ্চিমভাগে যেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু বিরাজ করে সেখানে ভূমধ্যসাগরীয় চিরহরিৎ অরণ্য দেখা যায় ।
(j) যে মাছ গভীর সমুদ্রে বাস করে তার নাম করো।
উত্তরঃ ডেমার্সাল মাছ।
অথবা,
বাণিজ্যিক মৎস্য আহরণ কাকে বলে ?
উত্তরঃ স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি বাণিজ্যের উদ্দেশ্যে আধুনিক যন্ত্রপাতি সাহায্য নিয়ে বিপুল মূলধন বিনিয়োগে দক্ষ ধীবর শ্রেণির মাধ্যমে সমুদ্রের নোনা জলে বৃহত্মাত্রায় যে মৎস্য শিকার করা হয় তাকে বাণিজ্যিক মৎস্য আহরণ বলে।
(k) জাপানের দুটি সমভূমির নাম করো।
উত্তরঃ কোয়ান্টো সমভূমি ও কিনকি সমভূমি।
অথবা,
পোল্ডারভূমি কী ?
উত্তরঃ নেদারল্যান্ডের উত্তর পশ্চিমদিকে অবস্থিত জুইডার জি উপসাগরের অগভীর অংশ সমুদ্রথেকে উদ্ধার করে নিম্ম সমতল ভূমিতে পরিণত করা হয়েছে। সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা নতুন জমিকে ডাচ ভাষায় পোল্ডারভূমি বলা হয়।
(l) নিত্যবহ খাল বলতে কী বোঝায় ?
উত্তরঃ যে সব নদীতে সারাবছর জল থাকে, সেই সব নদী থেকে খনন করা খাল গুলিকে নিত্যবহ খাল বলে ।উত্তর ভারতে নিত্যবহ খাল বেশি দেখা যায় ।
(m) অস্ট্রেলিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য কয়লা উত্তোলনকারী অঞ্চলের নাম করো।
উত্তরঃ নিউ সাউথ ওয়েলস।
অথবা,
পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য তামা উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তরঃ চিলি।
(n) ম্যাঙ্গানিজ- এর দুটি আকরিকের নাম করো।
উত্তরঃ পাইরোলুসাইট,ব্রনাইট, সাইলোমিলেন, হসম্যানাইট।
বিভাগ – ‘গ’
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 7×5 =35
3. ‘এইরি’ প্রবর্তিত সমস্থিতি তত্ত্বটি ব্যাখ্যা করো । প্রতিবিধান তলের সংজ্ঞা দাও। 6+1
অথবা,
অভিসারী ও প্রতিসারী পাত সীমানা বলতে কী বোঝো ? প্রতিসারী পাত সীমান্তে যে সকল ভূমিরূপ গঠিত হয়, সেগুলির উদাহরণ সহ আলোচনা করো। 2+5
4. শিলাস্তরের ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। স্বাভাবিক চ্যুতি ও বিপরীত চ্যুতির সংজ্ঞা দাও। 4+3
অথবা,
ভূমিকম্পের ভূগাঠনিক কারণসমূহ আলোচনা করো। ডাইক ও সিল এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। 4+3
5. অবস্থানের উপর ভিত্তি করে ‘সামুদ্রিক সঞ্চয় এর শ্রেণিবিভাগ করো এবং তাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2+5
অথবা,
‘বাস্তুতন্ত্র’– এর সংজ্ঞা দাও। বাস্তুতন্ত্রের বিভিন্ন’ উপাদানগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 1+6
6. “সম্পদ হল প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির যুক্ত ফল” উক্তিটির ব্যাখ্যা করো। ‘ক্যাটাড্রোমাস মাছ এর-প্রকৃতি উল্লেখ করো। 5+2
অথবা,
“অরণ্য সংরক্ষণ” এর বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো ।‘অবরুদ্ধ প্রবাহমান সম্পদ’-এর একটি উদাহরণ দাও। 6+1
7. মানচিত্রে স্থান চিহ্নিত করণ আবশ্যিক।
(a) প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি চিহ্নিত করো ও লেখো।
(i) আফ্রিকার ‘সাভানা তৃণভূমি’।
(ii) উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরের মৎস্যক্ষেত্র।
(b) জলবিভাজিকা বলতে কী বোঝায় ?
ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। 1+4
অথবা,
অচিরাচরিত শক্তির উৎসগুলি কী কী ? মার্কিন যুক্তরাষ্ট্রে লৌহ আকরিকের বন্টন সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 3+2