WB Higher Secondary Bengali Suggestion 2022 / উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

   WBCHSE H.S Bengali Suggestion     
                             2022 
উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২২
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা বিষয়ের পরীক্ষার্থীদের জন্য সাজেশন্ নিচে দেওয়া হল।
                   গল্প- ভাত 
                মহাশ্বেতা দেবী
• রচনাধর্মী প্রশ্ন।
১. “আসল বাদাটা খোঁজ করা হয়না উচ্ছবের।”
– আসল বাদা কোনটা ? উচ্ছব আর আসল বাদাটার খোঁজ করতে পারল না কেন? ১+৪
উত্তর দেখার জন্য-   এখানে ক্লিক করুন
২. “ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে।”- কে, কীভাবে এই ভাত জোগাড় করেছিল? তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। ৩+২
৩. “ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ো উতলা করে।”- তাকে বলতে কাকে বোঝানো হয়েছে ? ভাতের গন্ধ থাকে উতলা করে কেন? ১+৪
৪. “দাঁতগুলো বের করে সে কামড়ের মত হিংস্র ভঙ্গি করে”- কে, কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। ১+১+৩
উত্তর দেখার জন্য-   এখানে ক্লিক করুন
৫. “মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়।”- কারা কেন উচ্ছবকে মারতে মারতে থানায় নিয়ে গিয়েছিল? ৫
৬. ‘এসব কথা শুনে উৎসব বুকে বল পায়।”- কোন কথায় উচ্ছব বুকে বল পায়? তার সম্পর্কে একথা বলার কারণ কী? ২+৩
• সংক্ষিপ্ত উত্তরধর্মী (SAQ) প্রশ্নোত্তর।
১. “বাসিনী থমকে দাঁড়ায়।”- বাসিনীর থমকে দাঁড়ানোর কারণ কী ?
উঃ ভাত খেতে নিষেধ করায় উচ্ছবের চোখ বাদার হিংস্র কামটের মত ফিরে তাকায়, তা দেখে বাসিনী থমকে দাঁড়ায়।
২. “ভাত নামলেও খাওয়া নেই একন।”- এর কারণ কী ?
উঃ তান্ত্রিকের বিধান অনুযায়ী রান্না শেষ হলেও হোম শেষ না হওয়া পর্যন্ত খাওয়া নিষিদ্ধ। তাই ভাত নামলেও খাওয়া নেই এখন।
৩. “দে বাসিনী বাগ্যতা করি তোর।”- বক্তা বাসিনীর কাছে কী চাইছে ?
উঃ বক্তা বাসিনীর কাছে এক মুঠো চাল চাইছে খাওয়ার জন্য।
৪. “উচ্ছব পাগল হয়েছিল।”- উচ্ছব পাগল হলো কেন ?
উঃ রাতে মাতলা নদীর প্রবল বন্যায় উচ্ছবের সবকিছু ভেসে যাওয়ার শোকে সে পাগল হয়েছিল।
৫. “সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি।”-কী কারণে ছেলেরা চাকরি করে না?
উঃ বাবার প্রচুর সম্পত্তি আঠারো খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলের অসাগর জমি আছে- ফলে টাকাপয়সা অর্থ-সম্পদের কোন চিন্তা নাই। তাই ছেলেরা চাকরি করে না।
৬. “খুবই অদ্ভুত কথা।”- অদ্ভুত কথাটি কী ?
উঃ অদ্ভুত কথা হল বড়লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও পিসিমার বিয়ে হয়নি- বাড়িতেই থেকে গেছে।
৭. উচ্ছব এর প্রকৃত নাম কী? তার বাবার নাম উল্লেখ করো।
উঃ উচ্ছব এর প্রকৃত নাম উৎসব নাইয়া। তার বাবার নাম হরিচরণ নাইয়া।
৮. “তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে।”- তাদের অস্বস্তির কারণ কী ?
উঃ উচ্ছবের কাঁদার ব্যাপারে উচ্ছব জানায় সে বাদা থেকে আসছে। ঝড়-জল-বন্যায় তার সবকিছু সব্বনাশ হয়ে গেছে। একথা শুনেই তাস পিটানো ছেলেরা অস্বস্তিতে পড়ে।
৯. “সে বুঝতে পারে।”- কে কী বুঝে ফেলে?
উঃ বহুদিনের ভাতের প্রত্যাশী উৎসব নাইয়া বুঝে ফেলে অশুচি বলে বাড়ির লোকেরা সমস্ত ভাত রাস্তায় ফেলে দেবে।
১০. “আজ এই যজ্ঞি-হোম হচ্ছে।”-বাড়ির এই যজ্ঞি-হোমে কি কি লাগছে ?
উঃ বাড়ির এই যজ্ঞি-হোমে বেল,কেওড়া, অশ্বত্থ,বট, তেঁতুল- এই প্রতিটি গাছের আধমন করে সমান মাপের কাঠ, কালো বিড়ালের লোম, শ্মশানের বালি ইত্যাদি লাগছে।
১১. “এ গল্প গ্রামের সবাই শুনেছে।”- কোন গল্পের কথা বলা হয়েছে ?
উঃ বাসিনীর কাজ করার বাড়িতে অর্থাৎ তার মনিবের বাড়িতে হেলা-ঢেলা ভাত অর্থাৎ ভাতের প্রাচুর্য- সেই গল্পের কথা বলা হয়েছে।
১২. “এখন চান করব নে।”- বক্তা কেন চান করতে চায়নি ?
উঃ ক্ষুধার্ত উৎসব জানে চান করলেই খিদের মাত্রা বাড়বে অথচ সে খেতে পারবে না। খিদের জ্বালাকে দমিয়ে রাখতে সে চান করতে চায়নি।
১৩. “সে স্বর্গ সুখ পায়।”- কে, কীসে স্বর্গসুখ পেয়েছিল?
উঃ হাঁড়ি ভর্তি ভাতের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে উচ্ছব স্বর্গসুখ পেয়েছিল।
১৪. “দূরে ফেলে দিয়ে আসি।”- কে, কী দূরে ফেলতে চেয়েছিল ?
উঃ উচ্ছব নাইয়া বাসিনীর হাতে থাকা অশৌচ বাড়ির ভাত ভর্তি ডেকচি দূরে ফেলে দিয়ে আসতে চেয়েছিল।

Leave a Reply