WB HS Education Online Mock Test [WBCHSE] | উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান অনলাইন মক্ টেস্ট।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Education Online Mock Test, Prosnodekho.com



HS Education Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। শিক্ষাবিজ্ঞান প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে শিক্ষাবিজ্ঞান বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

HS Education Mock Test-1

1 / 24

(i) মনোযোগের বাহ্যিক একটি নির্ধারক হল –

2 / 24

(ii) গ্যাগনের শিখনের শেষ স্তরটি হল –

3 / 24

(ii) সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় –

4 / 24

(iv) “স্ব-শাসিত কলেজ” গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে ?

5 / 24

(v) জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় –

6 / 24

(vi) কম্পিউটারের স্থায়ী স্মৃতি হল –

7 / 24

(vii) অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচী –

8 / 24

(vii) 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মধ্যমান কত ?

9 / 24

(ix) কোঠারী কমিশন বা ভারতীয় কমিশন বিদ্যালয় শিক্ষার ক'টি স্তম্ভের কথা বলেছেন ?

10 / 24

(x) শিখনের শেষ স্তরটি হল –

11 / 24

(xi) বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে –

12 / 24

(xii) শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তি বিদ্যার (Technology of education) উদাহরণ হল –

13 / 24

(xiii) মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন –

14 / 24

(xiv) বয়স্ক শিক্ষাকে ‘সামাজিক শিক্ষা' হিসেবে অভিহিত করেন –

15 / 24

(xv) “বুদ্ধি হল শেখার ক্ষমতা” বলেছেন –

16 / 24

(xvi) কোন কমিশনে শিক্ষার কাঠামো 10+2+3+2 সুপারিশ করা হয়েছে ?

17 / 24

(xvii) ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল –

18 / 24

(xviii) সপ্তপ্রবাহের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে ?

19 / 24

(xix) ‘জনার্দন রেড্ডি কমিটি ' কত সালে গঠিত হয় ?

20 / 24

(xx) মুদালিয়র কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হলেন –

21 / 24

(xxi) 'The Nature of Intelligence' বইটির রচয়িতা হলেন –

22 / 24

(xxii) গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা কোন কমিশনের সুপারিশ আছে ?

23 / 24

(xxiii) কোনটি প্রাক-প্রাথমিক শিক্ষালয় নয় ?

24 / 24

(xxiv) অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে ?

Your score is

The average score is 62%

0%

HS EDUCATION MCQ TEST – 2
HS EDUCATION MCQ TEST – 3
HS EDUCATION MCQ TEST – 4
HS EDUCATION MCQ TEST – 5
HS EDUCATION MCQ TEST – 6
HS EDUCATION MCQ TEST – 7
HS EDUCATION MCQ TEST – 8
HS EDUCATION MCQ TEST – 9
HS EDUCATION MCQ TEST – 10

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে প্রদত্ত অংশে লেখো : 1×24=24

(i) মনোযোগের বাহ্যিক একটি নির্ধারক হল–
(a) অভ্যাস (b) তীব্রতা (c) আগ্রহ
(d) মেজাজ।

উত্তরঃ (b) তীব্রতা

(ii) গ্যাগনের শিখনের শেষ স্তরটি হল–
(a) বাচনিক শিখন (b) সংকেত শিখন
(c) ধারণার শিখন
(d) সমস্যা সমাধানের শিখন।

উত্তরঃ (d) সমস্যা সমাধানের শিখন।

(ii) সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়–
(a) 2001 (b) 2003 (c) 2002 (d) 2004

উত্তরঃ (c) 2002

(iv) “স্ব-শাসিত কলেজ” গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে ?
(a) মুদালিয়র (b) রাধাকৃষ্ণান
(c) কোঠারি (d) জাতীয় শিক্ষানীতি 1986।

উত্তরঃ (d) জাতীয় শিক্ষানীতি 1986

(v) জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়–
(a) 1985 (b) 1988 (c) 1978 (d) 1968.

উত্তরঃ (b) 1988

(vi) কম্পিউটারের স্থায়ী স্মৃতি হল–
(a) ROM (b) CAL (c) RAM (d) CAI

উত্তরঃ (a) ROM

(vii) অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচী–
(a) মাধমিক (b) প্রাথমিক (c) উচ্চমাধ্যমিক (d) প্রাক-প্রাথমিক

উত্তরঃ (b) প্রাথমিক

(vii) 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মধ্যমান কত ?
(a) 116 (b) 14 (c) 11.5 (d) 14.5

উত্তরঃ (b) 14

(ix) কোঠারী কমিশন বা ভারতীয় কমিশন বিদ্যালয় শিক্ষার ক’টি স্তম্ভের কথা বলেছেন ?
(a) দুইটি (b) তিনটি (c) চারটি (d) পাঁচটি।

উত্তরঃ (c) চারটি

(x) শিখনের শেষ স্তরটি হল–
(a) পুনরুদ্রেক (b) জ্ঞানার্জন (c) প্রত্যভিজ্ঞা (d) ধারণ বা সংরক্ষণ।

উত্তরঃ (c) প্রত্যভিজ্ঞা

(xi) বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে–
(a) NCERT (b) CABE (c) NCTE
(d) UGC

উত্তরঃ (a) NCERT

(xii) শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তি বিদ্যার (Technology of education) উদাহরণ হল–
(a) প্রোগ্রাম শিখন (b) রেডিও
(c) ওভারহেড প্রজেক্টর (d) ইন্টারনেট

উত্তরঃ (a) প্রোগ্রাম শিখন

(xiii) মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন –
(a) স্পিয়ারম্যান (b) থর্নডাইক (c) থার্স্টোন (d) গিলফোর্ড।

উত্তরঃ (c) থার্স্টোন।

(xiv) বয়স্ক শিক্ষাকে ‘সামাজিক শিক্ষা’ হিসেবে অভিহিত করেন–
(a) এ পি জে আব্দুল-কালাম
(b) রাজেন্দ্র প্রসাদ
(c) মৌলানা আবুল কালাম আজাদ
(d) এস রাধাকৃষ্ণান

উত্তরঃ (c) মৌলানা আবুল কালাম আজাদ

(xv) “বুদ্ধি হল শেখার ক্ষমতা” বলেছেন–
(a) প্লেটো (b) অ্যারিস্টটল (c) থর্নডাইক
(c) স্কিনার

উত্তরঃ (a) প্লেটো

(xvi) কোন কমিশনে শিক্ষার কাঠামো 10+2+3+2 সুপারিশ করা হয়েছে ?
(a) কোঠারি (b) মুদালিয়র
(c) জনার্দন রেড্ডি (d) রাধাকৃষ্ণান

উত্তরঃ (a) কোঠারি

(xvii) ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল–
(a) 1948 – 1949 (b) 1952 – 1953
(c) 1964 – 1966 (d) 1990 – 1992

উত্তরঃ (c) 1964 – 1966

(xviii) সপ্তপ্রবাহের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে ?
(a) রাধাকৃষ্ণান কমিশন
(b) কোঠারি কমিশন
(c) জাতীয় শিক্ষানীতি 1968
(d) মাধ্যমিক শিক্ষা কমিশন

উত্তরঃ (d) মাধ্যমিক শিক্ষা কমিশন

(xix) ‘জনার্দন রেড্ডি কমিটি ‘ কত সালে গঠিত হয় ?
(a) 1990 (b) 1992 (c) 1986 (d) 1991

উত্তরঃ (b) 1992

(xx) মুদালিয়র কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হলেন–
(a) শিক্ষামন্ত্রী (b) মুখ্যসচিব
(c) শিক্ষাসচিব
(d) রাজ্যের শিক্ষা আধিকারিক

উত্তরঃ (d) রাজ্যের শিক্ষা আধিকারিক

(xxi) ‘The Nature of Intelligence’ বইটির রচয়িতা হলেন–
(a) স্কিনার (b) স্পিয়ারম্যান
(c) প্যাভলভ্ (d) থার্স্টোর্ন

উত্তরঃ (d) থার্স্টোর্ন

(xxii) গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা কোন কমিশনের সুপারিশ আছে ?
(a) রাধাকৃষ্ণান কমিটি
(b) জাতীয় শিক্ষানীতি 1968
(c) মুদালিয়র কমিশন
(d) কোঠারি কমিশন

উত্তরঃ (a) রাধাকৃষ্ণান কমিটি

(xxiii) কোনটি প্রাক-প্রাথমিক শিক্ষালয় নয় ?
(a) নার্সারি স্কুল (b) মাধ্যমিক স্কুল
(c) কেজি স্কুল (d) মন্তেসরি স্কুল।

উত্তরঃ (b) মাধ্যমিক স্কুল

(xxiv) অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে ?
(a) স্কিনার (b) প্যাভলভ (c) টমসন
(d) কোহলার।

উত্তরঃ (a) স্কিনার।

This Post Has 7 Comments

Leave a Reply