WB HS EVS Question Paper With Answer 2023 | উচ্চমাধ্যমিক পরিবেশবিদ্যা প্রশ্নপত্র ২০২৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY ENVIRONMENTAL STUDIES QUESTION PAPER WITH ANSWER 2023
উচ্চমাধ্যমিক পরিবেশবিদ্যা প্রশ্নপত্র ২০২৩ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।

ENVIRONMENTAL STUDIES
( New Syllabus )
2023
Total Time: 3 Hours 15 minutes
Total Marks : 80

✪ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিস্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপায়ে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

✪ Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.

• এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 28.

• এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক— বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

• প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে
হবে, অন্যত্র নয়।

উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24 = 24

(i) অতিরিক্ত সেচের ফলে
(a) মাটির লবণাক্ততা বৃদ্ধি পায়
(b) মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়
(c) মাটির লবণাক্ততা হ্রাস পায়
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (a) মাটির লবণাক্ততা বৃদ্ধি পায়

(ii) নীচের কোটির সাথে ‘নবধান্য’ কর্মসূচী যুক্ত ?
(a) পাট (b) চাল (c) আম (d) নিম।

উত্তরঃ (b) চাল

(iii) কোন্ সালে ভারতবর্ষে ‘জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট’ সেল গঠিত হয়েছিল ?
(a) 1992 (b) 1997 (c) 1972 (d) 1998.

উত্তরঃ (c) 1972

(iv) কোন্ মাটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট হয় ?
(a) লাল মাটি (b) বেলে মাটি
(c) কালো মাটি (d) দোআঁশ মাটি।

উত্তরঃ (c) কালো মাটি

(v) সবুজ উদ্ভিদরা সালোকসংশ্লেষের জন্য মাটি থেকে কোন্ উপাদানটি সংগ্রহ করে ?
(a) জল (b) ফসফেট্‌ (c) ইউরিয়া
(d) নাইট্রেট।

উত্তরঃ (a) জল

(vi) আদিম উদ্ভিদ ‘Citrus indica’ ভারতবর্ষে কোথায় পাওয়া যায় ?
(a) তুরা জেলা (মেঘালয়)
(b) পুরুলিয়া জেলা (পশ্চিমবঙ্গ)
(c) রাঁচি জেলা (ঝাড়খণ্ড)
(d) এদের সবকটি।

উত্তরঃ (a) তুরা জেলা (মেঘালয়)

(vii) গুজরাটে যজ্ঞাগ্নিতে কোন্ ফুল প্রধানত ব্যবহার করা হয় ?
(a) জবা (হিবিস্কাস) (b) সামী
(c) ধুতুরা (d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (b) সামী

(viii) মাটির প্রধান ভৌত উপাদানকে বলে—
(a) হিউমাস (b) ছত্রাক (c) জৈব পদার্থ
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (d) এদের কোনোটিই নয়।

(ix) গ্রীষ্মকালে ‘ক্রান্তীয়’ এবং ‘নাতিশীতোষ্ণ’ দেশের দিনের দৈর্ঘ্যের মধ্যে ব্যবধান
আনুমানিক কত ?
(a) 1 ঘন্টা (b) 2 ঘন্টা (c) 3 ঘন্টা
(d) 4 ঘন্টা।

উত্তরঃ (b) 2 ঘন্টা

(x) মালি সভ্যতা কোন্ দেশের সঙ্গে যুক্ত ছিল ?
(a) আফ্রিকা (b) ভারতবর্ষ (c) অস্ট্রেলিয়া
(d) কোনোটিই নয় ।

উত্তরঃ (a) আফ্রিকা

(xi) সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত
(a) সুস্থায়ী অর্থনীতি ও সুস্থায়ী সমাজ
(b) ‘ব্রান্টল্যান্ড কমিশন’ রিপোর্ট
(c) পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার
(d) এদের সবকটি।

উত্তরঃ (d) এদের সবকটি।

(xii) IS 10500′ অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত সীমা কত ?
(a) 300 মিলিগ্রাম/লিটার
(b) 200 মিলিগ্রাম / লিটার
(c) 0-05 মিলিগ্রাম / লিটার
(d) 0.3 মিলিগ্রাম / লিটার।

উত্তরঃ (c) 0-05 মিলিগ্রাম / লিটার

(xiii) ভারতবর্ষে ‘ছত্রাক’ প্রজাতির মোট সংখ্যা বর্তমানে কত ?
(a) 850 (b) 1228 (c) 12500 (d) 18

উত্তরঃ (c) 12500

(xiv) কোন্ দেশে ধানের ক্ষেতে ‘Azolla’ প্রচুর পরিমাণে সার হিসাবে ব্যবহৃত হয় ?
(a) ভিয়েতনাম (b) ভারতবর্ষ (c) বাংলাদেশ
(d) মায়ানমার।

উত্তরঃ (a) ভিয়েতনাম

(xv) শিল্পাঞ্চলের বাতাসে সালফার ডাই অক্সাইডের (SO2) বাৎসরিক গড় ঘনত্ব
সর্বাধিক অনুমোদিত মান কত ?
(a) ৪০ মাইক্রোগ্রাম/ঘন মিটার
(b) 60 মাইক্রোগ্রাম/ঘন মিটার
(c) 15 মাইক্রোগ্রাম/ঘন মিটার
(d) 50 মাইক্রোগ্রাম/ঘন মিটার।

উত্তরঃ (a) ৪০ মাইক্রোগ্রাম/ঘন মিটার

(xvi) নীচের কোন্ জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা (Biosphere Reserve ) ভারতবর্ষের মেঘালয় রাজ্যে অবস্থিত ?
(a) নীলগিরি (b) নন্দাদেবী (c) নকরেক
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) নকরেক

(xvii) ভারত সরকার 1986 সালে নীচের কোন্ আইনটি প্রণয়ন করে ?
(a) জীববৈচিত্র্য আইন
(b) বন সংরক্ষণ আইন
(c) কীটনাশক আইন
(d) পরিবেশ সুরক্ষা আইন।

উত্তরঃ (d) পরিবেশ সুরক্ষা আইন।

(xviii) একটি বসতি এলাকায় রাতের বেলায় শব্দ মাত্রার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত ?
(a) 40 ডেসিবেল (b) 45 ডেসিবেল
(c) 50 ডেসিবেল (d) 55 ডেসিবেল।

উত্তরঃ (b) 45 ডেসিবেল

(xix) কোন্ সালে ভারতবর্ষে ‘হস্তি প্রকল্প’ চালু হয়েছিল ?
(a) 1992 (b) 1973 (c) 2003 (d) 2007

উত্তরঃ (a) 1992

(xx) ভারতবর্ষের কোন্ অঞ্চলে প্রবাল প্রাচীর দেখা যায় ?
(a) লাক্ষাদ্বীপ (b) উত্তরাখণ্ড (c) কর্ণাটক
(d) সিকিম।

উত্তরঃ (a) লাক্ষাদ্বীপ

(xxi) নীচের কোটি জৈবপতঙ্গনাশক-এর বাণিজ্যিক উৎপাদনে ব্যবহার করা হয় ?
(a) Anabaena azollae
(b) Bacillus thuringiensis
(c) Rhizobium lupine
(d) এদের সবকটি।

উত্তরঃ (b) Bacillus thuringiensis

(xxii) ভারতবর্ষে ‘টাঙ্গিয়া’ পদ্ধতি কারা প্রচলন করেছিল ?
(a) ডাচ্‌ (b) ব্রিটিশ (c) মুঘল (d) ফরাসি।

উত্তরঃ (b) ব্রিটিশ

(xxiii) ইয়াম (Dioscorea deltoidea) ব্যবহৃত হয়—
(a) জন্মনিরোধক বড়ি তৈরিতে
(b) ম্যালেরিয়া প্রতিরোধে
(c) ক্যানসার প্রতিরোধে
(d) প্রশান্তিদায়ক ঔষধ তৈরিতে।

উত্তরঃ (a) জন্মনিরোধক বড়ি তৈরিতে

(xxiv) ‘সুস্থায়ী কৃষি’ বলতে বোঝায়
(a) কৃষি শিল্পের ধারাবাহিক বিকাশ
(b) কৃষি-রাসায়নিকের ধারাবাহিক বিকাশ
(c) পরিবেশের ভারসাম্য বিঘ্ন না করে কৃষির বিকাশ
(d) কোনোটিই নয় ।

উত্তরঃ (c) পরিবেশের ভারসাম্য বিঘ্ন না করে কৃষির বিকাশ

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16

(i) ‘তেঁতুল (ট্যামারিন্ড)’ গাছের বৈজ্ঞানিক নাম কী ?

উত্তরঃ তেঁতুল গাছের বৈজ্ঞানিক নাম— Tamarindus indica.

অথবা,

‘I.U.C.N.’ -এর পুরো কথাটি কী ?

উত্তরঃ The International Union for Conservation of Nature.

(ii) ‘স্তন্যপায়ী প্রাণীর’ বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত ?

উত্তরঃ ‘স্তন্যপায়ী প্রাণীর’ বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান অষ্টম।

অথবা,

‘পাখির’ বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত ?

উত্তরঃ ‘পাখির’ বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান দ্বিতীয়।

(iii) ‘বিরল প্রজাতি’ বলতে কী বোঝো ?

উত্তরঃ একটি প্রজাতি যা অস্বাভাবিক, সংখ্যায় কম, বা প্রচুর নয়।

অথবা,

টিস্যু কালচার’-এর উদ্দেশ্য কী ?

উত্তরঃ উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদনই হলো ‘টিস্যু কালচার’-এর উদ্দেশ্য।

(iv) “একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির ওপর” এই উক্তিটি কে করেছিলেন ?

উত্তরঃ উক্তিটি করেছিলেন চাণক্য।

অথবা,

‘জল সভ্যতা’ বলতে কী বোঝো ?

উত্তরঃ নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতাগুলিকে জলসভ্যতআ বা নদীমাতৃক সভ্যতা বলা হয়। যেমন- সিন্ধু নদীর উপত্যকায় হরপ্পা সভ্যতা

(v) কোন্ সালে ‘আমাদের সাধারণ ভবিষ্যৎ (Our Common Future)’ নামক রিপোর্টটি প্রকাশিত হয়েছিল ?

উত্তরঃ 1987 সালে অক্টোবর মাসে ‘আমাদের সাধারণ ভবিষ্যৎ (Our Common Future)’ নামক রিপোর্টটি প্রকাশিত হয়েছিল।

অথবা,

‘পার্থিব মূলধন’- ‘-এর একটি উদাহরণ দাও।

উত্তরঃ কয়লা।

(vi) মাটির গুণমান বজায় রাখতে ‘হিউমাস’ কীভাবে সাহায্য করে ?

উত্তরঃ হিউমাস রাসায়নিক সারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। জলের ধারণক্ষমতা বাড়ায়, ফলে সহজেই গাছ মাটি থেকে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে।

অথবা,

ল্যাটেরাইট মাটি’ কাকে বলে ?

উত্তরঃ ইটভাঙা সুড়কির মতাে এক ধরনের শক্ত বাদামি লাল কাঁকুরে মাটিকে বলে ল্যাটেরাইট মাটি।

(vii) একটি মিথোজীবী ফার্নের উদাহরণ দাও।

উত্তরঃ লাইকেন।

অথবা,

মাইকোরাইজা’ কাকে বলে ?

উত্তরঃ মৃত্তিকাস্থিত ছত্রাকের সঙ্গে উদ্ভিদ মূলের যে মিথোজীবী সম্পর্কের ফলে উভয় গোষ্ঠীর মধ্যে পুষ্টি উপাদান সমূহের দ্বিমুখী প্রবাহ ঘটে তাকে মাইকোরাইজা বলে।

(viii) ‘ক্রিস্টাল প্রোটিন’ কাকে বলে ?

উত্তরঃ

অথবা,

‘শস্য পোকার জৈব নিয়ন্ত্রণ’ বলতে কী বোঝো ?

উত্তরঃ শস্য উৎপাদনের জন্য বিভিন্ন কীটপতঙ্গের বিরুদ্ধে লড়াই করার জন্য যে কম ক্ষতিকারক বা ক্ষতি করে না এমন কীটনাশক প্রয়োগ পদ্ধতিকে ‘শস্য পোকার জৈব নিয়ন্ত্রণ’ বলে।

(ix) ‘ইন্টারক্রপিং’ কাকে বলে ?

উত্তরঃ নির্দিষ্ট সারি পদ্ধতিতে একই জমিতে একই সাথে দুই বা ততোধিক ফসল জন্মানোকে ‘ইন্টারক্রপিং’ বা আন্তঃফসল বলে।

(x) পানীয় জলের ‘কাঠিন্য’ বলতে কী বোঝো ?

উত্তরঃ যে পানীয় জলে বেশি পরিমাণে দ্রবীভূত খনিজ পদার্থ বা আয়রন যেমন- ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে তাকে পানীয় জলের ‘কাঠিন্য’ বলে।

(xi) ‘দূষণকারী মূল্য দেবে’ নীতি কি ?

উত্তরঃ

(xii) পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে ‘তথ্য বিনিময়ের’ গুরুত্ব উল্লেখ করো।

উত্তরঃ পরিবেশ ব্যবস্থাপনায় পরিবেশের বিভিন্ন উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তথ্য বিনিময়ের মাধ্যমে পরিবেশ সম্পর্কে ধারণা পাওয় রায়।

(xiii) ‘ব্যুরো অফ্ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস্’- ‘-এর ভূমিকা কী ?

উত্তরঃ BIS = পণ্যের মানকরণ, চিহ্নিত করণ, গুণমান এর ক্ষেত্রে শংসাপত্র দেয়।

(xiv) ‘R.S.P.M.’-এর পুরো কথাটি কী ?

উত্তরঃ Respirable Suspended Particulate Matter.

(xv) ‘পরিবেশের সূচক’ বলতে কী বোঝো ?

উত্তরঃ পরিবেশ সূচক হল একটি সাংখ্যমান যার দ্বারা মানব স্বাস্থ্যের ওপর পরিবেশের প্রভাব এবং পরিবেশের অবস্থা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়।

(xvi) ‘N.A.E.B.’-এর পুরো কথাটি কী ?

উত্তরঃ National Afforestation and Eco-development Board.

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40

(i) জৈববৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। ‘জৈববৈচিত্র্যের মূল্য’ বলতে কী বোঝো ? 6+2

অথবা,

‘জৈববৈচিত্র্য সংরক্ষণ’-এর গুরুত্ব উল্লেখ করো। জৈববৈচিত্র্য সংরক্ষণ’-এর প্রধান কৌশলগুলি আলোচনা করো। 4+4

(ii) ‘পরিবেশ ব্যবস্থাপনা’ বলতে কী বোঝো ? পরিবেশ ব্যবস্থাপনার সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক উদাহরণসহ আলোচনা করো। 3+5

অথবা,

পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে আইনি সংস্থানের বিভিন্ন দিকগুলি আলোচনা করো।

(iii) সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। ‘সুস্থায়িত্বের’ তিনটি নীতি উল্লেখ করো। 5+3

(iv) সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং অসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা
করো। 8

(v) ‘মিশ্র চাষ’, ‘শস্যের আবর্তন’ এবং ‘কৃষিবন’-এর ভূমিকা সংক্ষিপ্তভাবে উল্লেখ
করো। I.P.M.’- এর দুটি সুবিধার কথা লেখো। 6+2

অথবা,

সুস্থায়ী কৃষির বিকাশের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি ব্যাখ্যা করো। ‘সজীব-আগাছানাশক’ কাকে বলে ? 6+2

Leave a Reply