WB HS History Online Mock Test Set-2 [WBCHSE] | উচ্চমাধ্যমিক ইতিহাস অনলাইন মক্ টেস্ট।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS History Online Mock Test, Prosnodekho.com



HS History Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ইতিহাস প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ প্রশ্নগুলো সম্ভব হয়নি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইতিহাস বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

HS History Mock Test-2

1 / 23

(i) ‘জীবনের জলসাঘর' হল—

 

2 / 23

(ii) 'ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো'- এই কথাটি বলেছেন—

 

3 / 23

(iii) আধুনিক ইতিহাসচর্চার জনক হলেন—

4 / 23

(iv) লুভর মিউজিয়াম অবস্থিত–

 

5 / 23

(v) মুর্শিদ কুলি খাঁ ছিলেন বিশ্বস্ত অনুচর—

 

6 / 23

(vi) আই-লা-স্যাপেলের সন্ধি হয়েছিল–

 

7 / 23

(vii) 'Lays of Ancient Rome' গ্রন্থটির লেখক হলেন–

 

8 / 23

(viii) ভারতে রেলপথের সম্প্রসারণের জনক ছিলেন–

 

9 / 23

(ix) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়—

 

10 / 23

(x) The History of British India' গ্রন্থের লেখক হলেন–

 

11 / 23

(xi) ‘শিব জ্ঞানে জীব সেবা’ এই কথাটি বলেছেন–

 

12 / 23

(xii) জ্যোতিরাও ফুলে ‘সত্যশোধক সমাজ' প্রতিষ্ঠা করেন–

 

13 / 23

(xiii) 'দক্ষিণ ভারতের বিদ্যাসাগর' কাকে বলা হয় ?

14 / 23

(xiv) সংস্কার প্রবর্তনে চিন সম্রাটের কাছে আবেদন জানায়—

 

15 / 23

(xv) মাইকেল-ও-ডায়ার যুক্ত ছিলেন–

 

16 / 23

(xvi) ‘মুসলিম লীগের’ প্রতিষ্ঠা হয়—

 

17 / 23

(xvii) কোন দেশীয় রাজা প্রথম ‘অধীনতামূলক মিত্রতা’ নীতি গ্রহণ করেন—

18 / 23

(xviii) ওয়ালচাঁদ হীরাচাঁদ কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন ?

19 / 23

(xix) ১৯৩৫ খ্রীঃ ভারত শাসন আইন অনুসারে ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়— 

20 / 23

(xx) গান্ধীজী ১৯৪২ খ্রীঃ ২৬ এপ্রিল ভারত ছাড়ো পরিকল্পনা পেশ করেন কোন পত্রিকায়–

 

21 / 23

(xxi) সুভাষ চন্দ্র বসু ১৯৪৩ খ্রীঃ ২৯ অক্টোবর ‘আজাদ হিন্দ সরকার' নামে স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করেন—

22 / 23

(xxii) ভারতের সংবিধান রচনার জন্য ১৯৪৬ খ্রীঃ গণপরিষদ গঠিত হয় কোন পরিকল্পনা অনুসারে–

 

23 / 23

(xxiii) স্বাধীন ইন্দোনেশিয়ায় প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন–

 

Your score is

The average score is 64%

0%

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি গ্রহণ করে লেখো : 1×24=24

(i) ‘জীবনের জলসাঘর’ হল—
(a) লোক কথার উদাহরণ
(b) পৌরাণিক উদাহরণ
(c) কিংবদন্তীর উদাহরণ
(d) স্মৃতি কথার উদাহরণ

উত্তরঃ (d) স্মৃতি কথার উদাহরণ

(ii) ‘ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো’- এই কথাটি বলেছেন—
(a) র‍্যাঙ্কে (b) ই এইচ কার
(c) এস সি হিল (d) রবার্ট ওর্ম

উত্তরঃ (b) ই এইচ কার

(iii) আধুনিক ইতিহাসচর্চার জনক হলেন–
(a) হেরোডোটাস (b) থুকিডিডিস
(c) ইবন-খালদুন (d) সেন্ট অগাস্টিন।

উত্তরঃ (c) ইবন-খালদুন

(iv) লুভর মিউজিয়াম অবস্থিত–
(a) ফ্রান্সে (b) নিউ ইয়র্কে
(c) প্যারিসে (d) বার্লিনে।

উত্তরঃ (c) প্যারিসে

(v) মুর্শিদ কুলি খাঁ ছিলেন বিশ্বস্ত অনুচর—
(a) বাবর (b) ঔরঙ্গজেব
(c) শাহজাহান (d) অকবর।

উত্তরঃ (b) ঔরঙ্গজেব

(vi) আই-লা-স্যাপেলের সন্ধি হয়েছিল–
(a) ১৭৪৫ খ্রীঃ (b) ১৭৪৮ খ্রীঃ
(c) ১৮৪৮ খ্রীঃ (d) ১৭৪৬ খ্রীঃ।

উত্তরঃ(b) ১৭৪৮ খ্রীঃ

(vii) ‘Lays of Ancient Rome’ গ্রন্থটির লেখক হলেন–
(a) জেমস মিল (b) ব্যাবিংটন মেকলে
(c) স্টুয়ার্ট মিল (d) রামমোহন রায়।

উত্তরঃ (b) ব্যাবিংটন মেকলে

(viii) ভারতে রেলপথের সম্প্রসারণের জনক ছিলেন–
(a) লর্ড ক্লাইভ (b) কর্ণওয়ালিস
(c) লর্ড কার্জন (d) লর্ড ডালহৌসি।

উত্তরঃ (d) লর্ড ডালহৌসি।

(ix) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়—
(a) ১৭৮৪ খ্রীঃ (b) ১৮০২ খ্রীঃ
(c) ১৮১৭ খ্রীঃ (d) ১৮৫৭ খ্রীঃ

উত্তরঃ (c) ১৮১৭ খ্রীঃ

(x) The History of British India’ গ্রন্থের লেখক হলেন–
(a) মেকলে (b) বেন্টিঙ্ক
(c) জেরেমি বেশ্বাম (d) জেমস মিল।

উত্তরঃ (d) জেমস মিল।

(xi) ‘শিব জ্ঞানে জীব সেবা’ এই কথাটি বলেছেন–
(a) শ্রীরামকৃষ্ণ (b) স্বামী বিবেকানন্দ
(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (d) শ্রীচৈতন্যদেব।

উত্তরঃ (a) শ্রীরামকৃষ্ণ

(xii) জ্যোতিরাও ফুলে ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন–
(a) ১৭৭৩ খ্রীঃ (b) ১৮৭৩ খ্রীঃ
(c) ১৮৭২ খ্রীঃ (d) ১৮৮২ খ্রীঃ।

উত্তরঃ (b) ১৮৭৩ খ্রীঃ

(xiii) ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ কাকে বলা হয় ?
(a) শ্রীনারায়ণ গুরু (b) বীরসালিঙ্গম
(c) জ্যোতিরাও ফুলে (d) দয়ানন্দ সরস্বতী।

উত্তরঃ (b) বীরসালিঙ্গম

(xiv) সংস্কার প্রবর্তনে চিন সম্রাটের কাছে আবেদন জানায়—
(a) ফ্রাং-ইউ-ওয়ে (b) ফোয়াং সু
(c) সাইউয়ান পেই (d) চেন-তু-শিউ।

উত্তরঃ (a) ফ্রাং-ইউ-ওয়ে

(xv) স্তম্ভ ‘ক’র সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
(i) টিপু সুলতান

(ii) রণজিৎ সিং
(a) অমৃতসরের সন্ধি

(b) শ্রীরঙ্গপত্তমের সন্ধি
(iii) মিরকাশিম

(c) বক্সারের যুদ্ধ
(iv) লর্ড ডালহৌস

(d) চিলিয়ানওয়ালার যুদ্ধ

বিকল্পগুলি হল :
A (i) – a, (ii) – b, (iii) – c, (iv) – c
B (i) – b, (ii) – d, (iii) – a, (iv) – c
C (i) – a, (ii) – c, (iii) – d, (iv) – b
D (i) – b, (ii) – a, (iii) – c, (iv) – d

উত্তরঃ D (i) – b, (ii) – a, (iii) – c, (iv) – d

(xvi) মাইকেল-ও-ডায়ার যুক্ত ছিলেন–
(a) রাওলাট আইনের সাথে
(b) জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের
(c) হল ব্রিজের গুলি বর্ষণের সঙ্গে
(d) সিডিশন কমিশনের সঙ্গে।

উত্তরঃ (b) জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের

(xvii) ‘মুসলিম লীগের’ প্রতিষ্ঠা হয়—
(a) ১৯০২ খ্রীঃ (b) ১৯০৫ খ্রীঃ
(c) ১৯০৬ খ্রীঃ (d) ১৯০৭ খ্রীঃ।

উত্তরঃ (c) ১৯০৬ খ্রীঃ

(xviii) কোন দেশীয় রাজা প্রথম ‘অধীনতামূলক মিত্রতা’ নীতি গ্রহণ করেন– (a) জয়পুরের রাজা
(b) মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজীরাও
(c) হায়দ্রাবাদের নিজাম
(d) টিপু সুলতান

উত্তরঃ (c) হায়দ্রাবাদের নিজাম

(xix) ওয়ালচাঁদ হীরাচাঁদ কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন ?
(a) জাহাজ নির্মাণ (b) চা
(c) কাগজ (d) লৌহ ইস্পাত।

উত্তরঃ (a) জাহাজ নির্মাণ

(xx) ১৯৩৫ খ্রীঃ ভারত শাসন আইন অনুসারে ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়—
(a) ১৯৩৭ খ্রীঃ (b) ১৯৩৬ খ্রীঃ
(c) ১৯৩৮ খ্রীঃ (d) ১৯৩৯ খ্রীঃ

উত্তরঃ (a) ১৯৩৭ খ্রীঃ

(xxi) গান্ধীজী ১৯৪২ খ্রীঃ ২৬ এপ্রিল ভারত ছাড়ো পরিকল্পনা পেশ করেন কোন পত্রিকায়–
(a) ইয়ং ইন্ডিয়া (b) অমৃতবাজার
(c) হরিজন (d) যুগান্তর।

উত্তরঃ (c) হরিজন

(xxii) সুভাষ চন্দ্র বসু ১৯৪৩ খ্রীঃ ২৯ অক্টোবর ‘আজাদ হিন্দ সরকার’ নামে স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করেন—
(a) থাইল্যান্ডে (b) সিঙ্গাপুর
(c) কোহিমা (d) বার্মা

উত্তরঃ (b) সিঙ্গাপুর

(xxiii) ভারতের সংবিধান রচনার জন্য ১৯৪৬ খ্রীঃ গণপরিষদ গঠিত হয় কোন পরিকল্পনা অনুসারে–
(a) ওয়াভেল (b) মন্ত্রীমিশন
(c) ক্রিপস মিশান (d) মাউন্টব্যাটেন প্রস্তাব।

উত্তরঃ (b) মন্ত্রীমিশন

(xxiv) স্বাধীন ইন্দোনেশিয়ায় প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন–
(a) জাহরির (b) ডঃ মহম্মদ হাত্তা
(c) ডঃ সুকর্ণ (d) বারট্রান্ড রাসেল।

উত্তরঃ (c) ডঃ সুকর্ণ।

This Post Has 2 Comments

Leave a Reply