WB HS History Online Mock Test Set-3 [WBCHSE] | উচ্চমাধ্যমিক ইতিহাস অনলাইন মক্ টেস্ট।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS History Online Mock Test, Prosnodekho.com



HS History Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ইতিহাস প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ প্রশ্নগুলো সম্ভব হয়নি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইতিহাস বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

HS History Mock Test- 3

1 / 22

(i) 'ঠাকুরমার ঝুলি' বইটির রচয়িতা–

 

2 / 22

(ii) হাজারদুয়ারী একটি–

 

3 / 22

(iii) ব্রিটিশ ভারতের কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম ইতিহাস গবেষণা শুরু করে ?

4 / 22

(iv) বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন—

 

5 / 22

(v) অমৃতসরের সন্ধি (1809 খ্রীঃ) স্বাক্ষরকারী দুটি পক্ষ হল–

 

6 / 22

(vi) যে ঘটনার ফলে বাংলায় দ্বৈতশাসন শুরু হয়েছিল, তা হল—

 

7 / 22

(vii) আদি ব্রাত্মসমাজ প্রতিষ্ঠা করেন—

 

8 / 22

(viii) মানুষ তৈরীর ধর্মের কথা কে প্রচার করেন ?

9 / 22

(ix) 'দক্ষিণের বিদ্যাসাগর' নামে পরিচিত—

10 / 22

(x) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল—

11 / 22

(xi) সতীদাহ প্রথাবিরোধী আইন পাশ করেন—

 

12 / 22

(xii) ভারতের প্রথম ট্রেড উইনিয়ন হল—

13 / 22

(xiii) একজন প্রাচ্যবাদী হলেন–

 

14 / 22

(xiv) কোন আইনবলে ব্রিটিশশাসিত ভারতবর্ষে প্রথম দ্বি-কক্ষবিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা গঠিত হয় ?

15 / 22

(xv) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন–

 

16 / 22

(xvi) বড়লাট ওয়েলেসলী প্রবর্তন করেন—

17 / 22

(xvii) ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল—

 

18 / 22

(xviii) মুসলীম লীগ (1906 খ্রীঃ) প্রতিষ্ঠা করেন–

 

19 / 22

(xix) রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়—

 

20 / 22

(xx) জাতীয়তাবাদী নেতা মহম্মদ হাত্তা কোন দেশের মানুষ ছিলেন ?

21 / 22

(xxi) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন–

 

22 / 22

(xxii) আজাদ হিন্দুস্থান বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল–

 

Your score is

The average score is 56%

0%

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24

(i) ‘ঠাকুরমার ঝুলি’ বইটির রচয়িতা–
(a) অবনীন্দ্রনাথ ঠাকুর
(b) দক্ষিণারঞ্জন মিত্র-মজুমদার
(c) সুকুমার রায়
(d) লীলা মজুমদার।

উত্তরঃ (b) দক্ষিণারঞ্জন মিত্র-মজুমদার।

(ii) হাজারদুয়ারী একটি–
(a) বিশ্বকোষ জাদুঘর
(b) শিল্প জাদুঘর
(c) প্রত্নতাত্ত্বিক জাদুঘর
(d) ঐতিহাসিক জাদুঘর।

উত্তরঃ (d) ঐতিহাসিক জাদুঘর।

(iii) ব্রিটিশ ভারতের কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম ইতিহাস গবেষণা শুরু করে ?
(a) এশিয়াটিক সোসাইটি
(b) কলকাতা বিশ্ববিদ্যালয়
(c) স্কুল বুক অফ্ সোসাইটি
(d) কলকাতা মাদ্রাসা।

উত্তরঃ (c) স্কুল বুক অফ্ সোসাইটি

(iv) বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন—
(a) ইবন খালদুন (b) হেরোডোটাস
(c) উইলিয়াম জোনস (d) থুকিডিডিস।

উত্তরঃ (d) থুকিডিডিস।

(v) অমৃতসরের সন্ধি (1809 খ্রীঃ) স্বাক্ষরকারী দুটি পক্ষ হল–
(a) ইংরেজ ও মহীশূর
(b) ইংরেজ ও শিখ
(c) ইংরেজ ও মারাঠা
(d) ইংরেজ ও নেপাল।

উত্তরঃ (b) ইংরেজ ও শিখ

(vi) যে ঘটনার ফলে বাংলায় দ্বৈতশাসন শুরু হয়েছিল, তা হল—
(a) ফারুকশিয়রের ফরমান
(b) দেওয়ানী লাভ
(c) রেগুলেটিং অ্যাক্ট
(d) পিটের ভারত শাসন আইন

উত্তরঃ (b) দেওয়ানী লাভ

(vii) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :
স্তম্ভ-১ স্তম্ভ-২

(i) কোম্পানীর দেওয়ানী লাভ
(A) 1853 খ্রী:

(ii) ছিয়াত্তরের মন্বন্তর-
(B) 1835 খ্রী:

(iii) রেলপথের প্রতিষ্ঠা-
C) 1770 খ্রী:

(iv) মেকলে মিনিট-
D) 1765 3:

বিকল্প সমূহ :
(a) (i) – B, (ii) – A, (iii) – C, (iv) – D;
(b) (i) – A, (ii) – D, (iii) – B, (iv) – C
(c) (i) – C, (ii) – B, (iii) – D, (iv) – A;
(d) (i) – B, (ii) – C, (iii) – A, (iv) – B

উত্তরঃ (d) (i) – B, (ii) – C, (iii) – A, (iv) – B

(viii) আদি ব্রাত্মসমাজ প্রতিষ্ঠা করেন—
(a) দেবেন্দ্রনাথ ঠাকুর (b) কেশবচন্দ্র সেন
(c) শিবনাথ শাস্ত্রী (d) রাজা রামমোহন রায়।

উত্তরঃ (d) রাজা রামমোহন রায়।

(ix) মানুষ তৈরীর ধর্মের কথা কে প্রচার করেন ?
(a) দয়ানন্দ সরস্বতী (b) স্বামী বিবেকানন্দ
(c) শ্রীরামকৃষ্ণদেব (d) শ্রীনারায়ণ গুরু

উত্তরঃ (b) স্বামী বিবেকানন্দ

(x) ‘দক্ষিণের বিদ্যাসাগর’ নামে পরিচিত–
(a) মহাদেব গোবিন্দ রানাডে
(b) বীরসালিঙ্গম পান্তুলু
(c) শ্রী নারায়ণ গুরু
(d) জ্যোতিবা ফুলে।

উত্তরঃ (b) বীরসালিঙ্গম পান্তুলু

(xi) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল—
(a) এথেনিয়াম (b) পার্থেনন
(c) ক্যালাইডোস্কোপ (d) হেসপেরাস।

উত্তরঃ (a) এথেনিয়াম

(xii) সতীদাহ প্রথাবিরোধী আইন পাশ করেন—
(a) লর্ড ডালহৌসি
(b) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(c) লর্ড ওয়েলসলী
(d) লর্ড কর্ণওয়ালিশ।

উত্তরঃ (b) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

(xiii) ভারতের প্রথম ট্রেড উইনিয়ন হল—
(a) ইন্ডিয়ান ট্রেড উইনিয়ন ফেডারেশন
(b) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস
(c) গিরনি কামগার ইউনিয়ন
(d) মাদ্রাজ লেবার ইউনিয়ন।

উত্তরঃ (d) মাদ্রাজ লেবার ইউনিয়ন।

(xiv) একজন প্রাচ্যবাদী হলেন–
(a) টমাস ব্যাবিংটন মেকলে
(b) এইচ টি প্রিন্সেপ
(c) আলেকজান্ডার
(d) জেমস কোলভিন।

উত্তরঃ (b) এইচ টি প্রিন্সেপ

(xv) কোন আইনবলে ব্রিটিশশাসিত ভারতবর্ষে প্রথম দ্বি-কক্ষবিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা গঠিত হয় ?
(a) 1909 খ্রীষ্টাব্দের মর্লে-মিন্টো সংস্কার আইন
(b) রাওলাট আইন
(c) 1919 খ্রীষ্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন
(d) 1935 খ্রীষ্টাব্দের ভারত শাসন আইন।

উত্তরঃ (c) 1919 খ্রীষ্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন

(xvi) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন–
(a) র‍্যামসে ম্যাকডোনাল্ড
(b) উইনস্টন চার্চিল
(c) নেভিল চেম্বারলেন
(d) ক্লিমেন্ট এটলী।

উত্তরঃ (a) র‍্যামসে ম্যাকডোনাল্ড

(xvii) বড়লাট ওয়েলেসলী প্রবর্তন করেন–
(a) স্বত্ববিলোপ নীতি
(b) চিরস্থায়ী বন্দোবস্ত
(c) অধিনতামূলক মিত্রতা নীতি
(d) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি।

উত্তরঃ (c) অধিনতামূলক মিত্রতা নীতি

(xviii) ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল—
(a) কাশ্মীর (b) মহীশূর
(c) বরোদা (d) হায়দ্রাবাদ।

উত্তরঃ (d) হায়দ্রাবাদ।

(xix) মুসলীম লীগ (1906 খ্রীঃ) প্রতিষ্ঠা করেন–
(a) চৌধুরী রহমত আলী
(b) সৈয়দ আহমেদ
(c) মহম্মদ আলী জিন্নাহ
(d) নবাব সলিমুল্লাহ।

উত্তরঃ (c) মহম্মদ আলী জিন্নাহ

( xx) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ – ২ মেলাও :
স্তম্ভ-১ স্তম্ভ-২

(i) আগস্ট প্রস্তাব
(A) নেতাজী

(ii) হরিজন
B) লিনলিথগো প্রস্তাব

(iii) ভারত রক্ষা আইনে গ্রেপ্তার
(C) তলোয়ার জাহাজ

(iv) নৌবিদ্রোহ
(D) গান্ধীজী

বিকল্প সমূহ :
(a) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
(b) (i) – C, (ii) – B, (iii) – D, (iv) – A
(c) (i) – A, (ii) – C, (iii) – B, (iv) – D,
(d) (i) – D, (ii) – A, (iii) – C, (iv) – B

উত্তরঃ (a) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C

(xxi) রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়—
(a) 1937 খ্রী: (b) 1939 খ্রীঃ
(c) 1940 খ্রী: (d) 1941 খ্রীঃ

উত্তরঃ (c) 1940 খ্রী:

xxii) জাতীয়তাবাদী নেতা মহম্মদ হাত্তা কোন দেশের মানুষ ছিলেন ?
(a) ভিয়েতনাম (b) জাপান
(c) চীন (d) ইন্দোনেশিয়া

উত্তরঃ (d) ইন্দোনেশিয়া

(xxiii) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন–
(a) সতীশচন্দ্র সামন্ত
(b) সুশীল ধাড়া
(c) মাতঙ্গিনী হাজরা
(d) অজয় মুখোপাধ্যায়

উত্তরঃ (a) সতীশচন্দ্র সামন্ত

(xxiv) আজাদ হিন্দুস্থান বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল–
(a) জাপানে (b) সিঙ্গাপুরে
(c) জার্মানিতে (d) ভারতবর্ষে।

উত্তরঃ (c) জার্মানিতে

This Post Has One Comment

Leave a Reply