WB HS History Online Mock Test Set-4 [WBCHSE] | উচ্চমাধ্যমিক ইতিহাস অনলাইন মক্ টেস্ট।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS History Online Mock Test, Prosnodekho.com



HS History Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ইতিহাস প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ প্রশ্নগুলো সম্ভব হয়নি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইতিহাস বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

HS History Mock Test- 4

1 / 22

(i) ইতিহাসের জনক বলা হয়—

 

2 / 22

(ii) ইতিহাসমালা রচনা করেন—

 

3 / 22

(iii) লুভর মিউজিয়ামটি রয়েছে—

 

4 / 22

(iv) মুর্শিদাবাদ জেলার হাজার দুয়ারী হলো একটি—

 

5 / 22

(v) পিটের ভারত শাসন আইন পাশ হয়—

6 / 22

(vi) শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়—

 

7 / 22

(vii) নান কিং এর সন্ধি সম্পাদিত হয়—

 

8 / 22

(viii) ভারতে শিক্ষাখাতে প্রতিবছর এক লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষণা করা হয়—

 

9 / 22

(ix) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন—

10 / 22

(x) প্রাচ্যবাদী (Orientalist) গোষ্ঠীভূত ছিলেন–

 

11 / 22

(xi) বেদান্ত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন—

12 / 22

(xii) তিন আইন কবে পাশ হয়–

 

13 / 22

(xiii) ‘গুলামগিরি ’গ্রন্থটির রচয়িতা হলেন—

14 / 22

(xiv) অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন—

 

15 / 22

(xv) মর্লেমিন্টো সংস্কার আইন অনুযায়ী গঠিত বড়লাটের কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদে প্রথম ভারতীয় সদস্য ছিলেন—

 

16 / 22

(xvi) ভাইকম সত্যাগ্রহের সঙ্গে জড়িত ছিলেন–

 

17 / 22

(xvii) ভারতের প্রথম পাটকল 1855 তে স্থাপিত হয়–

 

18 / 22

(xviii) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন–

 

19 / 22

(xix) কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়—

20 / 22

(xx) গণপরিষদের প্রথম অধিবেশ বসে—

21 / 22

(xxi) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন–

 

22 / 22

(xxii) দিয়েন বিয়েন ফু'য়ের যুদ্ধে পরাজিত হয়—

Your score is

The average score is 67%

0%

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24

(i) ইতিহাসের জনক বলা হয়—
(a) রমেশচন্দ্র মজুমদারকে
(b) যদুনাথ সরকারকে
(c) হেরোডোটাসকে
(d) ভিনসেন্ট স্মিথকে

উত্তরঃ (c) হেরোডোটাসকে

(ii) ইতিহাসমালা রচনা করেন—
(a) উইলিয়াম কেরি (b) মার্শম্যান
(c) ডডওয়েল (d) রামরাম বসু।

উত্তরঃ (a) উইলিয়াম কেরি

(iii) লুভর মিউজিয়ামটি রয়েছে—
(a) ইংল্যান্ডে (b) ফ্রান্সে
(c) স্পেনে (d) ইটালীতে।

উত্তরঃ (b) ফ্রান্সে।

(iv) মুর্শিদাবাদ জেলার হাজার দুয়ারী হলো একটি—
(a) ঐতিহাসিক গৃহ জাদুঘর
(b) প্রত্নতাত্ত্বিক জাদুঘর
(c) সামরিক জাদুঘর
(d) বিশ্বকোষ জাদুঘর।

উত্তরঃ (a) ঐতিহাসিক গৃহ জাদুঘর

(v) পিটের ভারত শাসন আইন পাশ হয়–
(a) 1773 খ্রিস্টাব্দে। (b) 1774 খ্রিস্টাব্দে।
(c) 1784 খ্রিস্টাব্দে। (d) 1093 খ্রিস্টাব্দে।

উত্তরঃ (c) 1784 খ্রিস্টাব্দে।

(vi) শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়—
(a) মারাঠা ও ইংরেজদের মধ্যে
(b) হায়দার আলি ও ইংরেজদের মধ্যে
(c) টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে
(d) রঞ্জিৎ সিংহ ও ইংরেজেদের মধ্যে।

উত্তরঃ (c) টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে

(vii) নান কিং এর সন্ধি সম্পাদিত হয়—
(a) 1838 খ্রিস্টাব্দে। (b) 1840 খ্রিস্টাব্দে।
(c) 1842 খ্রিস্টাব্দে। (d) 1844 খ্রিস্টাব্দে।

উত্তরঃ (c) 1842 খ্রিস্টাব্দে।

(viii) ভারতে শিক্ষাখাতে প্রতিবছর এক লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষণা করা হয়—
(a)1813-র চার্টার অ্যাক্ট
(b) 1833-র চার্টার অ্যাক্ট
(c) 1858 ভারত শাসন আইন
(d) 1909 সংস্কার আইন।

উত্তরঃ (a)1813-র চার্টার অ্যাক্ট

(ix) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :

স্তম্ভ-১
(i) স্কুল বুক সোসাইটি
(ii) অ্যাকডেমিক অ্যাসোসিয়েশন
(iii) জেনারেল অ্যাসেম্বলীজ ইনস্টিটিউশান
(iv) মেট্রোপলিটন ইনস্টিটিউট’

স্তম্ভ-২
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) ডেভিড হেয়ার
(C) ডিরোজিও
(D) আলেকজান্ডার ডাক

বিকল্প সমূহ :

(a) i – C, ii – B, iii – D, iv – A
(b) i – A, ii – B, iii – B, iv – C
(c) i – B, ii – C, iii – D, iv – A
(d) i – D, ii – B, iii – C, iv – A

উত্তরঃ (c) i – B, ii – C, iii – D, iv – A

(x) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন—
(a) লর্ড ওয়েলেসলী (b) লর্ড বেন্টিঙ্ক
(c) ডিরোজিও (d) উইলিয়াম জোন্‌স।

উত্তরঃ (d) উইলিয়াম জোন্‌স।

(xi) প্রাচ্যবাদী (Orientalist) গোষ্ঠীভূত ছিলেন–
(a) এইচ টি প্রিন্সেস
(b) আলেকজান্ডার ডাফ
(c) কেলভিন (d) মেকলে।

উত্তরঃ (a) এইচ টি প্রিন্সেস

(xii) বেদান্ত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন–
(a) রাজা রামমোহন রায়
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(c) ডেভিড হেয়ার (d) উইলিয়াম কেরী।

উত্তরঃ (c) ডেভিড হেয়ার

(xiii) তিন আইন কবে পাশ হয়–
(a) 1865 (b) 1867 (c) 1872 (d) 1891

উত্তরঃ (c) 1872

(xiv) ‘গুলামগিরি ’গ্রন্থটির রচয়িতা হলেন–
(a) দয়ানন্দ সরস্বতী (b) জ্যোতিবা ফুলে
(c) শ্রীনারায়ণ গুরু (d) বীরসালিঙ্গম।

উত্তরঃ (b) জ্যোতিবা ফুলে

(xv) অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন—
(a) হায়দ্রাবাদের নিজাম
(b) টিপু সুলতান
(c) রাণী লক্ষীবাঈ
(d) অ্যযাধ্যার নবাব।

উত্তরঃ (a) হায়দ্রাবাদের নিজাম

(xvi) মর্লেমিন্টো সংস্কার আইন অনুযায়ী গঠিত বড়লাটের কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদে প্রথম ভারতীয় সদস্য ছিলেন—
(a) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(b) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ
(c) কিশোরীলাল গোস্বামী
(d) সুরেন্দ্রনাথ ব্যানার্জী।

উত্তরঃ (b) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ

(xvii) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ ২ মেলাও
স্তম্ভ-১ স্তম্ভ-২

(i) সাম্প্রদায়িক বাঁটোয়ারা-
(A) 1909

(ii) রাওলাট আইন-
(B) 1916

(iii) মলেমিন্টো সংস্কার আইন-
C) 1919

(iv) লক্ষৌ চুক্তি
(D) 1932

বিকল্প সমূহ :

(a) i – A, ii – B, iii – C, iv – D;
(b) i – D, ii – C, iii – A, iv – B
(c) i – C, ii – D, iii – B, iv – A;
(d) i – B, ii – A, iii – C. iv – D

উত্তরঃ (d) i – B, ii – A, iii – C. iv – D

(xviii) ভাইকম সত্যাগ্রহের সঙ্গে জড়িত ছিলেন–
(a) বি আর আম্বেদকর
(b) কেশব মেনন
(c) জ্যোতিবা ফুলে
(d) দয়ানন্দ সরস্বতী।

উত্তরঃ (b) কেশব মেনন

(xix) ভারতের প্রথম পাটকল 1855 তে স্থাপিত হয়–
(a) রাণীগঞ্জ (b) আসানসোল
(c) দুর্গাপুর (d) রিষড়াতে।

উত্তরঃ (d) রিষড়াতে।

(xx) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন–
(a) অজয় মুখোপাধ্যায়
(b) সতীশচন্দ্ৰ সামন্ত
(c) মাতঙ্গিনী হাজরা
(d) মাস্টারদা সূর্যসেন।

উত্তরঃ (b) সতীশচন্দ্ৰ সামন্ত

(xxi) কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়–
(a) তলোয়ার (b) দ্য প্রিন্স
(c) কামাগাতামারু (d) এম ভি আকবর।

উত্তরঃ (a) তলোয়ার

(xxii) গণপরিষদের প্রথম অধিবেশ বসে–
(a) 1950, 26 জানুয়ারী
(b) 1949, 26 নভেম্বর
(c) 1946, 9 ডিসেম্বর
(d) 1947, 20 ফেব্রুয়ারী।

উত্তরঃ (c) 1946 খ্রিঃ 9 ডিসেম্বর।

(xxiii) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন–
(a) ডঃ মহম্মদ হাড়া (b) ডঃ সুকর্ণ
(c) জেনারেল সুহার্তো (d) অঙ সান্ সু কি

উত্তরঃ b) ডঃ সুকর্ণ

(xxiv) দিয়েন বিয়েন ফু’য়ের যুদ্ধে পরাজিত হয়—
(a) ফ্রান্স (b) ইংল্যাণ্ড
(c) স্পেন (d) পর্তুগাল

উত্তরঃ (a) ফ্রান্স

This Post Has One Comment

Leave a Reply