WB HS History Online Mock Test [WBCHSE] | উচ্চমাধ্যমিক ইতিহাস অনলাইন মক্ টেস্ট।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS History Online Mock Test, Set-1 Prosnodekho.com



HS History Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ইতিহাস প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ প্রশ্নগুলো সম্ভব হয়নি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইতিহাস বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

👉Online Mock Test কেন দেবেন ?

• Exam দেওয়ার জন্য আপনি কতটা তৈরি হয়েছেন সেটা জানতে পারবেন।

• পরীক্ষার প্যাটার্নের সাথে আপনার পরিচিতি ঘটে।

• পড়াশোনার ঘাটতির বিষয়ে আপনার দুর্বলতাকে চিহ্নিত করে।

• Online Mock Test দেওয়াটা বেশ মজার এবং তার সাথে পড়া শেখার আগ্রহ বাড়িয়ে তোলে।

• নিয়মিতভাবে Mock Test দিলে আপনার আত্মবিশ্বাস তৈরি করতে এবং পরীক্ষা উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।

👉Prosnodekho.com থেকে Mock Test কেন দেবেন ?

• পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস ও প্রশ্নকাঠামো অনুসরণ করে প্রশ্ন তৈরি করা হয়।

• প্রতিদিন যখন ইচ্ছে Online Mock Test দিতে পারবেন।

• পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন প্রশ্নের Mock Test পাওয়া যায়।

• আপনার পরীক্ষার প্রস্তুতির কৌশলের অংশ হিসাবে মক্ টেস্টগুলি অত্যন্ত অপরিহার্য।

HS History Mock Test-1

1 / 24

(i) ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থটি হল—

2 / 24

(ii) ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন সংলাপ"- উক্তিটি করেন—

3 / 24

(iii) যে নীতির মাধ্যমে শক্তিশালী দেশ অন্য দেশের শাসন কায়েম করে তাকে বলে—

4 / 24

(iv) 'Weltpolitik'-নীতি গ্রহণ করেছিলেন—

5 / 24

(v) বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন—

6 / 24

(vi) কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়—

7 / 24

(vii) শিমনোসেকির সন্ধি যাদের মধ্যে স্বাক্ষরিত হয় তারা হল—

8 / 24

(viii) গান্ধীজী প্রবর্তিত "হরিজন" কথাটির অর্থ হল—

9 / 24

(ix) "দ্য ইন্ডিয়ান মুসলমান" গ্রন্থটির রচয়িতা হলেন—

10 / 24

(x) ভারতে প্রথম মে দিবস পালিত হয়—

11 / 24

(xi) 'নববিধান' ঘোষণা করেন—

12 / 24

(xii) 'দ্বি-জাতি তত্ত্বে'র প্রবক্তা হলেন—

13 / 24

(xiii) 1909 সালে ভারতের ভাইসরয় ছিলেন—

14 / 24

(xiv) ত্রিপুরী কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন—

15 / 24

(xv) ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়—

16 / 24

(xvi) রশিদ আলী দিবস পালিত হয়—

17 / 24

(xvii) 1949 সালে সোভিয়েত বিরোধী যে সামরিক জোট তৈরি হয় তা হল—

18 / 24

(xviii) ফালটন বক্তৃতা প্রদান করেন—

19 / 24

(xix) সুয়েজ খাল জাতীয়করণ করা হয়—

20 / 24

(xx) ফিদেল কাস্ত্রো ছিলেন—

21 / 24

(xxi) আলজেরিয়া ছিল—

22 / 24

(xxii) ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে—

23 / 24

(xxiii) প্রথম 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি' বা IIT প্রতিষ্ঠিত হয়—

24 / 24

(xxiv) সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন টি অনুষ্ঠিত হয়—

Your score is

The average score is 65%

0%

HS HISTORY MCQ TEST – 2
HS HISTORY MCQ TEST – 3
HS HISTORY MCQ TEST – 4
HS HISTORY MCQ TEST – 5
HS HISTORY MCQ TEST – 6
HS HISTORY MCQ TEST – 7
HS HISTORY MCQ TEST – 8
HS HISTORY MCQ TEST – 9
HS HISTORY MCQ TEST – 10

1. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। 1 x 24 = 24

(i) ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থটি হল—
(ক) অর্থশাস্ত্র (খ) রামচরিত
(গ) রাজ তরঙ্গিনী (ঘ) ইন্ডিকা

উত্তরঃ (গ) রাজ তরঙ্গিনী

(ii) ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন সংলাপ”- উক্তিটি করেন—
(ক) ক্রোচে (খ) ই এইচ কার
(গ) ফ্রান্সিস বেকন (ঘ) বিউরি

উত্তরঃ (খ) ই এইচ কার

(iii) যে নীতির মাধ্যমে শক্তিশালী দেশ অন্য দেশের শাসন কায়েম করে তাকে বলে—
(ক) সাম্রাজ্যবাদ (খ) মানবতাবাদ
(গ) জাতীয়তাবাদ (ঘ) আন্তর্জাতিকতাবাদ

উত্তরঃ (ক) সাম্রাজ্যবাদ।

(iv) ‘Weltpolitik’-নীতি গ্রহণ করেছিলেন—
(ক) অ্যাডাম স্মিথ
(খ) জেমস মিল
(গ) বিসমার্ক
(ঘ) কাইজার দ্বিতীয় উইলিয়াম

উত্তরঃ (ঘ) কাইজার দ্বিতীয় উইলিয়াম।

(v) বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন—
(ক) সিরাজউদ্দৌলা (খ) সুজাউদ্দিন
(গ) মুর্শিদকুলি খান (ঘ) আলীবর্দী খান

উত্তরঃ (গ) মুর্শিদকুলি খান

(vi) কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়—
(ক) 1772 খ্রী (খ) 1774 খ্রী
(গ) 1773 খ্রী (ঘ) 1775 খ্রী

উত্তরঃ (খ) 1774 খ্রীঃ

(vii) শিমনোসেকির সন্ধি যাদের মধ্যে স্বাক্ষরিত হয় তারা হল—
(ক) রুশ-জাপান (খ) ভারত-চীন
(গ) চীন-জাপান (ঘ) ব্রিটেন-চীন

উত্তরঃ (গ) চীন-জাপান

(viii) গান্ধীজী প্রবর্তিত “হরিজন” কথাটির অর্থ হল—
(ক) অস্পৃশ্য (খ) নিপীড়িত
(গ) উপজাতি (ঘ) ঈশ্বরের সন্তান

উত্তরঃ (ঘ) ঈশ্বরের সন্তান

(ix) “দ্য ইন্ডিয়ান মুসলমান” গ্রন্থটির রচয়িতা হলেন—
(ক) সৈয়দ আহমেদ খান
(খ) উইলিয়াম হান্টার
(গ) থিওডোর বেক
(ঘ) আবুল কালাম আজাদ

উত্তরঃ (খ) উইলিয়াম হান্টার

(x) ভারতে প্রথম মে দিবস পালিত হয়—
(ক) 1923 খ্রী (খ) 1927 খ্রী
(গ) 1925 খ্রী (ঘ) 1920 খ্রী

উত্তরঃ (ক) 1923 খ্রীঃ

(xi) ‘নববিধান’ ঘোষণা করেন—
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর (খ) কেশব চন্দ্র সেন
(গ) রামমোহন রায় (ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (খ) কেশব চন্দ্র সেন

(xii) ‘দ্বি-জাতি তত্ত্বে’র প্রবক্তা হলেন—
(ক) নবাব সলিম উল্লাহ
(খ) মোহাম্মদ আলী জিন্না
(গ) চৌধুরী রহমত আলী
(ঘ) সৈয়দ আহম্মদ খান

উত্তরঃ (ঘ) সৈয়দ আহম্মদ খান

(xiii) 1909 সালে ভারতের ভাইসরয় ছিলেন—
(ক) লর্ড কার্জন (খ) লর্ড মিন্টো
(গ) মন্টেগু (ঘ) ওয়াভেল

উত্তরঃ (খ) লর্ড মিন্টো

(xiv) ত্রিপুরী কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন—
(ক) সুভাষচন্দ্র বসু (খ) গান্ধীজী
(গ) সীতারামাইয়া (ঘ) বল্লভ ভাই প্যাটেল

উত্তরঃ (ক) সুভাষচন্দ্র বসু

(xv) ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়—
(ক) 1946 সালের 4 জুলাই
(খ) 1946সালের 14 আগস্ট
(গ) 1947 সালের 4 জুলাই
(ঘ) 1947 সালের 14 আগস্ট

উত্তরঃ (গ) 1947 সালের 4 জুলাই

(xvi) রশিদ আলী দিবস পালিত হয়—
(ক) 26 জানুয়ারী (খ) 12 ফেব্রুয়ারী
(গ) 12 মাৰ্চ (ঘ) 26 এপ্ৰিল

উত্তরঃ (খ) 12 ফেব্রুয়ারী

(xvii) 1949 সালে সোভিয়েত বিরোধী যে সামরিক জোট তৈরি হয় তা হল—
(ক) সিয়াটো (খ) ওয়ারশ
(গ) ন্যাটো (ঘ) কমিনফর্ম

উত্তরঃ (গ) ন্যাটো

(xviii) ফালটন বক্তৃতা প্রদান করেন—
(ক) রুজভেল্ট (খ) স্ট্যালিন
(গ) চার্চিল (ঘ) অ্যাটলি

উত্তরঃ (গ) চার্চিল

(xix) সুয়েজ খাল জাতীয়করণ করা হয়—
(ক) 1950 খ্রী (খ) 1952 খ্রী
(গ) 1956 খ্রী (ঘ) 1960 খ্রী

উত্তরঃ (গ) 1956 খ্রী

(xx) ফিদেল কাস্ত্রো ছিলেন—
(ক) ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান
(খ) মিশরের রাষ্ট্রপ্রধান
(গ) কিউবার রাষ্ট্রপ্রধান
(ঘ) ভারতের রাষ্ট্রপ্রধান

উত্তরঃ (গ) কিউবার রাষ্ট্রপ্রধান

(xxi) আলজেরিয়া ছিল—
(ক) পর্তুগিজ উপনিবেশ
(খ) ব্রিটিশ উপনিবেশ
(গ) ফরাসি উপনিবেশ
(ঘ) ওলন্দাজ উপনিবেশ

উত্তরঃ (গ) ফরাসি উপনিবেশ

(xxii) ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে—
(ক) 1945 খ্রী (খ) 1949 খ্রী
(গ) 1948 খ্রী (ঘ) 1950 খ্রী

উত্তরঃ (খ) 1949 খ্রী

(xxiii) প্রথম ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি’ বা IIT প্রতিষ্ঠিত হয়—
(ক) দিল্লিতে (খ) খড়গপুরে
(গ) মাদ্রাজে (গ) বোম্বাইয়ে

উত্তরঃ (খ) খড়গপুরে

(xxiv) সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন টি অনুষ্ঠিত হয়—
(ক) ঢাকাতে (খ) কলকাতায়
(গ) ইসলামাবাদে (ঘ) কলম্বোতে

উত্তরঃ (ক) ঢাকাতে

This Post Has 8 Comments

Leave a Reply