WB Madhyamik History Question Paper 2022 With Answer | উত্তরসহ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২২

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

MADHYAMIK HISTORY QUESTION PAPER 2022

WBBSE Madhyamik History Question Paper 2022 Solved | মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2022

2022 History Question Paper with answers for Madhyamik students of West Bengal Board of Secondary Education. Question and Answers of the question paper are given below.
মাধ্যমিক শিক্ষা সংসদের অধীন মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য ২০২২ সালের উত্তরসহ ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র।

📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র | Madhyamik Previous Years Question Paper CLICK HERE

2022
HISTORY
Time – 3 Hours 15 Minutes
(First 15 minutes for reading the question paper only)

Full Marks: 90 For Regular Candidates
Full Marks: 100 For External Candidates

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

[ ‘ক’ বিভাগ থেকে ও বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। ]

(‘ক’ বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়।
‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।)

বিভাগ ‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : ১x২০=২০

১.১ সত্যজিৎ রায় যুক্ত ছিলেন—
(ক) খেলার ইতিহাসে
(গ) নারীর ইতিহাসে
(খ) শহরের ইতিহাসে
(ঘ) শিল্পচর্চার ইতিহাসে

উত্তরঃ (ঘ) শিল্পচর্চার ইতিহাসে

১.২ রেশম আবিষ্কৃত হয় প্রাচীন—
(ক) ভারতে (গ) পারস্যে (খ) রােমে
(ঘ) চীনদেশে

উত্তরঃ (ঘ) চীনদেশে

১.৩ ‘নিষিদ্ধ শহর’ বলা হয়—
(ক) লাসাকে (খ) বেইজিংকে
(গ) রোমকে (ঘ) কনস্ট্যাটিনােপলকে

উত্তরঃ (ক) লাসাকে

১.৪ বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি—
(ক) সাপ্তাহিক পত্রিকা (খ) পাক্ষিক পত্রিকা
(গ) মাসিক পত্রিকা (ঘ) বাৎসরিক পত্রিকা

উত্তরঃ (গ) মাসিক পত্রিকা

১.৫ ‘নীলদর্পণ’ নাটকটি ছাপা হয়েছিল—
(খ) ঢাকায় (ক) নদীয়াতে (ঘ) কলকাতায়
(গ) শ্রীরামপুরে

উত্তরঃ (খ) ঢাকায়


👉মাধ্যমিক সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


১.৬ রামমােহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন—
(ক) অক্ষয়কুমার দত্ত
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) রামচন্দ্র বিদ্যাবাগীশ
(ঘ) তারাচাঁদ চক্রবর্তী

উত্তরঃ (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর

১.৭ বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল—
(ক) সমাচার দর্পণ (খ) সম্বাদ প্রভাকর
(ঘ) বাঙাল গেজেটি (গ) ব্রাহ্মণ সেবধি

উত্তরঃ (ঘ) বাঙাল গেজেটি

১.৮ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন—
(ক) সৈয়দ আমীর আলি
(খ) আব্দুল লতিফ
(গ) দেলওয়ার হােসেন আহমেদ
(ঘ) সৈয়দ আহমেদ

উত্তরঃ (গ) দেলওয়ার হােসেন আহমেদ

১.৯ ঔপনিবেশিক অরণ্যআইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল—
(ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(খ) চূয়াড় বিদ্রোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) রম্পা বিদ্রোহ

উত্তরঃ (খ) চূয়াড় বিদ্রোহ

১.১০ ‘সন্ন্যাসী বিদ্রোহ’ কথাটি প্রথম ব্যবহার করেন—
(ক) ভিনসেন্ট স্মিথ (গ) ওয়ারেন হেস্টিংস
(খ) জেমস্ মিল (ঘ) লর্ড কর্ণওয়ালিশ

উত্তরঃ (গ) ওয়ারেন হেস্টিংস

১.১১ সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল—
(ক) চূয়াড় বিদ্রোহ
(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(খ) ফরাজি আন্দোলন
(ঘ) সাঁওতাল বিদ্রোহ

উত্তরঃ (গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

১.১২ মির নিশার আলি নেতৃত্ব দিয়েছিলেন—
(ক) বাংলার ওয়াহাবি আন্দোলনে
(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে
(খ) ফরাজি আন্দোলনে
(ঘ) নীল বিদ্রোহে

উত্তরঃ (ক) বাংলার ওয়াহাবি আন্দোলনে

১.১৩ ‘রাষ্ট্রগুরু’ নামে পরিচিত ছিলেন—
(ক) রামমােহন রায়
(খ) রাজনারায়ণ বসু,
(গ) নবগােপাল মিত্র
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

১.১৪ মহাবিদ্রোহকে (১৮৫৭) ‘কৃষক বিদ্রোহ’ আখ্যা দিয়েছেন—
(ক) সুরেন্দ্রনাথ সেন
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) শশীভূষণ চৌধুরি
(ঘ) বিনায়ক দামােদর সাভারকর

উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ সেন

১.১৫ আনন্দ মােহন বসু ছিলেন ভারত সভার—
(ক) প্রতিষ্ঠাতা (খ) সভাপতি
(গ) সহ-সভাপতি (ঘ) সচিব

উত্তরঃ (গ) সহ-সভাপতি

১.১৬ ‘বন্দেমাতরম’ সঙ্গীতটি রচনা করেন—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১.১৭ বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা, জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন—
(ক) গণিত শাস্ত্রের (খ) রসায়ন শাস্ত্রের
(গ) পদার্থ বিদ্যার (ঘ) উদ্ভিদ বিদ্যার

উত্তরঃ (গ) পদার্থ বিদ্যার

১.১৮ ‘বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল—
(ক) ১৮৩৩ খ্রিঃ (খ) ১৮৫৬ খ্রিঃ
(গ) ১৮৮০ খ্রিঃ (ঘ) ১৯০৩ খ্রিঃ

উত্তরঃ (খ) ১৮৫৬ খ্রিঃ

১.১৯ ‘জাতীয় শিক্ষা পরিষদ’ (১৯০৬) -এর প্রথম সভাপতি ছিলেন—
(ক) রাসবিহারী ঘােষ
(খ) অরবিন্দ ঘােষ
(গ) তারকনাথ পালিত
(ঘ) সতীশচন্দ্র মুখােপাধ্যায়

উত্তরঃ (ক) রাসবিহারী ঘােষ

১.২০ ‘দিগদর্শন’-এর সম্পাদক ছিলেন—
(ক) উইলিয়ম কেরি (খ) জোশুয়া মার্শম্যান
(গ) ফেলিক্স কেরি (ঘ) জনক্লার্ক মার্শম্যান

উত্তরঃ (ঘ) জনক্লার্ক মার্শম্যান

বিভাগ ‘খ’

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মােট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : ১x১৬=১৬

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও : ১x৪=৪

(২.১.১) কোন্ বছর ‘সােমপ্রকাশ’-এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় ?

উত্তরঃ ১৮৭৮ খ্রীষ্টাব্দে।

(২.১.২) কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যেকোনাে একটি উল্লেখ করো।

উত্তরঃ রাইটার্স বিল্ডিং/ ভিক্টোরিয়া মেমোরিয়াল।

(২.১.৩) রেভাঃ জেমস্ ল কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন ?

উত্তরঃ নীলদর্পণ নাটক অনুবাদ করার জন্য।

(২.১.৪) “বিদ্যাহারাবলী’ গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তরঃ ফেলিক্স কেরি।

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো : ১x৪=৪

(২.২.১) ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশীর যুদ্ধে ।

উত্তরঃ ভুল।

(২.২.২) ১৯১১ খ্রিষ্টাব্দে মােহন বাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল ।

উত্তরঃ ঠিক।

(২.২.৩) প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন ।

উত্তরঃ ঠিক।

(২.২.৪) ল্যাণ্ডহােল্ডার্স সােসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর ।

উত্তরঃ ঠিক।

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১x৪=৪

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) লর্ড রিপন। (১) জমিদার সভা
(২.৩.২) রামমােহন রায় (২) হান্টার কমিশন
(২.৩.৩) দ্বারকানাথ ঠাকুর (৩) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
(২.৩.৪) তারকনাথ পালিত (৪) অ্যাংলাে হিন্দু স্কুল

উত্তরঃ
(২.৩.১) লর্ড রিপন (২) হান্টার কমিশন
(২.৩.২) রামমােহন রায় (৪) অ্যাংলো হিন্দু স্কুল
(২.৩.৩) দ্বারকানাথ ঠাকুর (১) জমিদার সভা
(২.৩.৪) তারকনাথ পালিত (৩) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর ও নামাঙ্কিত কর : ১x৪=৪

(২.৪.১) নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র – নদীয়া ।
(২.৪.২) কোল বিদ্রোহের এলাকা – ছােটনাগপুর ।
(২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র – দিল্লি।
(২.৪.৪) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র – কানপুর ।
অথবা

(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

শূন্যস্থান পূরণ কর : ১x৪=৪

(২.৪.১) ‘হূল’ কথাটির অর্থ হল _______।

উত্তরঃ বিদ্রোহ।

(২.৪.২) নীল দর্পণ’ নাটকটি রচনা করেন __________।

উত্তরঃ দীনবন্ধু মিত্র।

(২.৪.৩) ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ___________।

উত্তরঃ লর্ড ক্যানিং।

(২.৪.৪) ‘শ্রীরামপুর মিশন প্রেস’ প্রতিষ্ঠিত হয়েছিল ________ খ্রিষ্টাব্দে।

উত্তরঃ ১৮০০ খ্রীষ্টাব্দে।

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলিব সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো : ১x৪=৪

(২.৫.১) বিবৃতি : ১৮১৭ খ্রিষ্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।

ব্যাখ্যা ১: এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল।

ব্যাখ্যা ২ : এই কলেজে হিন্দু ও ব্রাহ্ম ছাত্রদের প্রবেশাধিকার ছিল।

ব্যাখ্যা ৩ : এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল।

উত্তরঃ ব্যাখ্যা ২ : এই কলেজে হিন্দু ও ব্রাহ্ম ছাত্রদের প্রবেশাধিকার ছিল।

(২.৫.২) বিবৃতি : ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সী’ নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন।

ব্যাখ্যা ১ : এটি গঠিত হয়েছিল চূয়াড় বিদ্রোহের পর।

ব্যাখ্যা ২ : এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর।

ব্যাখ্যা ৩ : এটি গঠিত হয়েছিল মুণ্ডা বিদ্রোহের পর।

উত্তরঃ ব্যাখ্যা ২ : এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর।

(২.৫.৩) বিবৃতি : ১৯১৭ খ্রিষ্টাব্দে জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।

ব্যাখ্যা ১ : এটি উদ্ভিদ বিদ্যা গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় ।

ব্যাখ্যা ২ : এটি বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয় ।

ব্যাখ্যা ৩ : এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।

(২.৫.৪) বিবৃতি : উনিশ শতকে বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন।

ব্যাখ্যা ১ : কারণ, বইয়ের দোকান ছিল অত্যন্ত সীমিত।

ব্যাখ্যা ২ : কারণ, বই বিক্রি করাকে নিম্নস্তরের পেশা বলে মনে করা হত।

ব্যাখ্যা ৩ : কারণ, এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায়।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : কারণ, এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায়।

বিভাগ ‘গ’

৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনাে ১১টি) : ২x১১=২২

৩.১ সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী ?

উত্তরঃ সামরিক ইতিহাসচর্চা থেকে সমকালীন সামরিক সরঞ্জামের গুণগতমান, যুদ্ধ প্রযুক্তি ইত্যাদি বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। সমাজ ও পরিবেশে যুদ্ধের কি প্রভাব পড়ে এবং এর পিছনে থাকা কূটনৈতিক নীতি সমূহের প্রয়োগের মতো বিভিন্ন বিষয় সম্পর্কে সামরিক ইতিহাসে আলোচনা করা হয়। তাই আধুনিক ইতিহাসে সামরিক ইতিহাসের গুরুত্ব অপরিসীম।

৩.২ ‘সরকারি নথিপত্র’ বলতে কী বােঝায় ?

উত্তরঃ সরকারের অধীনস্থ বিভিন্ন শ্রেণির কর্মচারী ও আধিকারিকদের লিপিবদ্ধ বিবরন, প্রতিবেদন ও চিঠিপত্রকেই এককথায় “সরকারি নথিপত্র” বলা হয়।

৩.৩ স্কুল বুক সােসাইটি কেন প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ প্রখ্যাত শিক্ষাবিদ ডেভিড হেয়ার ১৮১৭ সালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল– বিদ্যালয়ের ছাত্রদের উপযোগী ইংরেজি ও ভারতীয় ভাষায় উপযুক্ত পাঠ্যপুস্তক প্ৰণয়ন, প্রকাশ ও স্বল্প মূল্যে বা বিনামূল্যে বিতরণ করা।

৩.৪ মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন ?

উত্তরঃ পণ্ডিত মধুসূদন গুপ্ত (1800 – 15 নভেম্বর 1856) ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ (বৈদ্য) অনুবাদক এবং আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি পাশ্চাত্য চিকিৎসাতেও প্রশিক্ষিত ছিলেন এবং ১৮৩৬ সালে কলকাতা মেডিকেল কলেজে (সিএমসি) ভারতে প্রথম মানব ব্যবচ্ছেদ করার কৃতিত্ব অর্জন করেন।

৩.৫ লর্ড হার্ডিঞ্জ-এর ‘শিক্ষাবিষয়ক নির্দেশনামা’ গুরুত্বপূর্ণ কেন ?

উত্তরঃ লর্ড হার্ডিঞ্জ ১৮৪৪ সালে ইংরেজির জ্ঞানকে সরকারি চাকরির সাথে যুক্ত করে ইংরেজি শিক্ষাকে আরও উদ্দীপনা দেন ৷ তিনি ঘোষণা করেন যে ইংরেজি জানা ভারতীয়দের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। এই ঘোষণা ইংরেজি শিক্ষাকে আরও জনপ্রিয় করে তোলে।

৩.৬ বাংলার নবজাগরণ বলতে কী বােঝায় ?

উত্তরঃ উনিশ শতকের প্রথম দিকে বাংলাদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে বাংলার সমাজ, সংস্কৃতি, ধর্ম, প্রভৃতি সর্বক্ষেত্রে তার প্রভাব পড়ে। এর ফলে বাঙালির ভাব জগতে এক ব্যাপক অগ্রগতি ঘটে। এই অগ্রগতি বাংলার নবজাগরণ নামে পরিচিত।

৩.৭ ফরাজি আন্দোলন ব্যর্থ হ’ল কেন ?

উত্তরঃ ফরাজি আন্দোলন পূর্ব বাংলার একটি সংকীর্ণ স্থানে আবদ্ধ ছিল। ইংরেজ সরকার, নীলকর ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করার শক্তি আন্দোলনকারীদের ছিল না। সংকীর্ণ ধর্মীয় চেতনার ওপর ভিত্তি করে এই আন্দোলন গড়ে ওঠে। রক্ষণশীল মুসলিম সমাজ এর বিরোধী ছিল। ফলে এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

৩.৮ তিতুমীর স্মরণীয় কেন ?

উত্তরঃ তিতুমির ছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা। তিনি দরিদ্র ও নির্যাতিত মুসলিমদের নিয়ে অত্যাচারী জমিদার, মহাজন ও নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন করেন এবং বারাসাত বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করেন। শেষপর্যন্ত ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি নিহত হন।

৩.৯ শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের (১৮৫৭) বিরােধিতা করেছিল ?

উত্তরঃ শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণির একটি বড়ো অংশ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। এজন্য তারা মহাবিদ্রোহের (১৮৫৭) বিরোধিতা করেছিল। এই বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর পর কেউ ভারতে জাতীয় রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কি না এই বিষয়ে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণি সন্দিহান ছিল।

৩.১০ ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন ?

উত্তরঃ পরাধীন ভারতে প্রচলিত সামাজিক কুপ্রথা সম্পর্কে মানুষকে অবহিত করা এবং তাৎকালীন রাজনৈতিক ও আর্থসামাজিক ত্রুটিগুলি জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে ব্যঙ্গচিত্র আঁকা হয়।

৩.১১ নবগােপাল মিত্র কে ছিলেন ?

উত্তরঃ নবগোপাল মিত্র ছিলেন একাধারে একজন ভারতীয় নাট্যকার, কবি, প্রাবন্ধিক, দেশপ্রেমিক এবং অন্যদিকে হিন্দু জাতীয়তাবাদের প্রতিষ্ঠাকর্তাদের মধ্যে অন্যতম। হিন্দু জাতীয়তাবাদ সৃষ্টির পটভূমিকায় ১৮৬৭ খ্রিস্টাব্দে তিনি হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন।

৩.১২ উনিশ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল ?

উত্তরঃ বঙ্কিমচন্দ্র রচিত ‘আনন্দমঠ’
উপন্যাস জাতীয়তাবাদী চেতনার উন্মেষের সঙ্গে সঙ্গে দেশবাসীর মনে স্বাদেশিকতা ও সশস্ত্র অভ্যুত্থানের ধারণা সঞ্চারিত করেছিল। এই উপন্যাসে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে ‘বন্দেমাতরম’ সংগীতটি পরাধীন ভারতের জাতীয় সংগীত, বিপ্লবীদের মন্ত্রে পরিণত হয়েছিল।

৩.১৩ জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরিশিক্ষা দান করা, শিক্ষার্থীদের মধ্যে দেশসেবার মনোভাব জাগিয়ে তোলা, নৈতিক শিক্ষা দান করা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো প্রভৃতি উদ্দেশ্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে তোলা হয়।

৩.১৪ বিদ্যাসাগর সাট’ বলতে কী বােঝায় ?

উত্তরঃ বিদ্যাসাগর পূর্ববর্তী স্বরবর্ণ (১৬টি) ও ব্যঞ্জনবর্ণ (৩৪টি) মিলিয়ে ৫০টি বর্ণের পরিবর্তে ১২টি স্বরবর্ণ ও ৪০টি ব্যঞ্জনবর্ণের (মোট৫২টি) প্রস্তাব দিয়ে বাংলা বর্ণমালার যে যথাযথ রূপ দেন, বাংলা মুদ্রণের ইতিহাসে তা ‘বিদ্যাসাগর সার্ট’ নামে পরিচিত।

৩.১৫ বাংলা ছাপাখানার বিকাশে লাইনােটাইপ প্রবর্তনের গুরুত্ব কী ?

উত্তরঃ লাইনোটাইপ আদতে একটি কম্পোজিং মেশিন। এর সাহায্যে হাতের বদলে মেশিনে অত্যন্ত দ্রুত ও সুচারুরূপে চলমান ধাতব হরফ স্থাপন করা যেত। বাংলায় ১৯৩৫ খ্রিস্টাব্দ নাগাদ সুরেশচন্দ্ৰ মজুমদার, রাজশেখর বসু প্রমুখের উদ্যোগে এই প্রযুক্তিতে সংবাদপত্র ছাপা শুরু হয়।

৩.১৬ গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ-এর অবদান কীরূপ ছিল ?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম সমাজ ও কৃষির উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করেন। শিক্ষার মধ্য দিয়ে গ্রামীন পরিকাঠামো, অর্থনীতি ও সমাজের উন্নয়ন ঘটানোর কথা ভাবেন। এই উদ্দেশ্য পূরনের জন্য তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন।

বিভাগ ‘ঘ’

৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ২টি করে প্রশ্নসহ মােট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৪x৬=২৪

উপবিভাগ : ঘ.১

৪.১ উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্তদেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন ?

উত্তরঃ রাজা রাধাকান্তদেব শুধুমাত্র রাজা রামমোহন রায়ের প্রতিপক্ষ বা রক্ষনশীল হিন্দু সমাজের দলপতি ছিলেন না, তিনি ছিলেন উনিশ শতকে পাশ্চাত্য ও নারীশিক্ষার অন্যতম সমর্থক এবং প্রচারক। তিনি নিজের পরিবারের মহিলাদের শিক্ষাদানের জন্য ইংরেজি শিক্ষায়িত্রী নিযুক্ত করেছিলেন। ব্যাপটিস্ট মিশনারীদের উদ্যোগে নারীশিক্ষার জন্য ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি স্থাপিত হলে তা রাধাকান্তদেবের সমর্থন ও সহযোগিতা লাভ করে। তবে রাজা রাধাকাস্তদেব সম্ভ্রান্ত মহিলাদের অন্তঃপুর শিক্ষা এবং ছোট ছোট বালিকাদের গৃহস্থ পাঠশালায় শিক্ষা প্রদান করতে চেয়েছিলেন। তাই তিনি শোভাবাজারে নিজ বাড়িতে বালিকাদের পড়ানোর এবং পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। মেয়েদের লেখাপড়ায় উৎসাহ দেওয়ার জন্য পারিতোষিকেরও ব্যবস্থা করেছিলেন।

নারী শিক্ষার মূল বাধা ছিল তৎকালীন রক্ষণশীল গোষ্ঠীর মানসিকতা। তাই তাঁর উৎসাহ এবং সহযোগিতায় স্কুল বুক সোসাইটির প্রধান পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্কার ১৮২২ খ্রিষ্টাব্দে লেখেন ‘স্ত্রী শিক্ষা বিধায়ক’ নামে একটি পুস্তিকা, যেখানে আলোচিত হয় স্ত্রীলোকদের লেখাপড়া শেখা অশাস্ত্রীয় নয় এবং অতীতেও নারীরা সুশিক্ষিত হতেন— প্রভৃতি বিষয়।

তবে রাজা রাধাকান্তদেব ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির কাঠামোর মধ্যে থেকে নারী শিক্ষার বিস্তার চেয়েছিলেন তাই বেথুন সাহেব মেয়েদের জন্য আধুনিক ‘হিন্দু ফিমেল স্কুল’ গড়ে তুলতে উদ্যোগী হলে রাধাকান্তদের খ্রিষ্টধর্মের প্রসার ও হিন্দু ঐতিহ্যের অবক্ষয়ের আশঙ্কায় দ্বিধাগ্রস্থ হন। তবুও নারী শিক্ষার প্রসারে রাজা রাধাকান্তদেবের ভূমিকা অস্বীকার করা যায় না।

৪.২ লর্ড মেকলে-কে কী এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় ?

উত্তরঃ ইংরেজ ইস্ট কোম্পানি এদেশে ক্ষমতা দখলের পর পাশ্চাত্য শিক্ষা প্রসারে কোনো উদ্যোগ নেয়নি। তাদের ধারনা ছিল এদেশের আধুনিক পাশ্চাত্য শিক্ষা প্রসারিত হলে ভারতবাসীর মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পাবে ও তারা ক্রমশ ব্রিটিশ বিরোধী হয়ে উঠবে। ফলে তারা প্রাচ্য ভাষা ও সংস্কৃতি চর্চাকেই গুরুত্ব দিয়েছিলেন।

জনশিক্ষা প্রসারের উদ্দেশ্যে ১৮২৩ খ্রিঃ জনশিক্ষা কমিটি তৈরি হয়। গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক জনশিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত করেন তাঁর আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলেকে। মেকলে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উগ্র সমর্থক ছিলেন। প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের অবসান ঘটাতে তিনি ভারতে পাশ্চাত্যশিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে ১৮৩৫ খ্রিঃ (২ ফেব্রুয়ারি) লর্ড বেন্টিঙ্কের কাছে একটি প্রস্তাব দেন যা ‘মেকলে মিনিটস’ নামে পরিচিত। মেকলে তাঁর প্রস্তাবে বলেন যে প্রাচ্যের শিক্ষা বৈজ্ঞানিক চেতনাহীন এবং পাশ্চাত্যের তুলনায় নিকৃষ্ট। প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্থ ও অপবিত্র। তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হওয়া উচিত। এদেশের উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রাসর ঘটলে ‘চুঁইয়ে পড়া নীতি’ অনুসারে ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে। পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলে এদেশে এমন একটি সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে যারা রক্তে ও বর্ণে ভারতীয় হলেও রুচি, মত, নৈতিকতা ও বুদ্ধিমত্তায় হবে ইংরেজ’। শেষ পর্যন্ত তার প্রস্তাবের সুপারিশ মেনে বেন্টিঙ্ক ১৮৩৫ খ্রিঃ (৭ মার্চ) এদেশে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারের শিক্ষানীতি হিসেবে ঘোষণা করেন— এই হিসেবে মেকলেকে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলতে অত্যুক্তি হয় না।

৪.৩ ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল ?

৪.৪ নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো।

উপবিভাগ : ঘ.২

৪.৫ জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা বিশ্লেষণ করো।

৪.৬ গােরা’ উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো।

৪.৭ ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল ?

৪.৮ বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশাের ভট্টাচার্য্যের ভূমিকা বিশ্লেষণ করো।

বিভাগ- ‘ঙ’

৫। পনেরাে বা যােলটি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮

৫.১ উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃয়দেবের ভূমিকা সংক্ষেপে আলােচনা করো।

৫.২ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল ? এই বিদ্রোহ ব্যর্থ হ’ল কেন ?

৫.৩ হ্যালহেডের ‘এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন ? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্স-এর ভূমিকা বিশ্লেষণ কর। ৩+৫

(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

বিভাগ ‘চ’

৬। ৬.১ একটি পূর্ণবাক্যে উত্তর দাও (যে কোনাে চারটি) : ১x৪=৪

৬.১.১ কোন বছর ‘বঙ্গদর্শন’ প্রকাশিত হয় ?

৬.১.২ নীল কমিশন কবে গঠিত হয় ?

৬.১.৩ কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?

৬.১.৪ ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয় ?

৬.১.৫ ভারতমাতা’ চিত্রটি কে এঁকে ছিলেন ?

৬.১.৬ বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন ?

৬.২ দু’টি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনাে তিনটি) : ২x৩=৬

৬.২.১ ডেভিড হেয়ার বিখ্যাত কেন ?

৬.২.২ ‘বিপ্লব’ বলতে কী বােঝায় ?

৬.২.৩ ভারত সভা প্রতিষ্ঠার দু’টি উদ্দেশ্য লেখ।

৬.২.৪ পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন ?

৬.২.৫ কী উদ্দেশ্যে শ্রীনিকেতন’ গড়ে ওঠে ?

📌 আরও দেখুনঃ

» Madhyamik History Q.P 2024

» Madhyamik History Q.P 2023

» Madhyamik History Q.P 2022

» Madhyamik History Q.P 2020

» Madhyamik History Q.P 2019

» Madhyamik History Q.P 2018

» Madhyamik History Q.P 2017

📌 আরও দেখুনঃ

» মাধ্যমিক বাংলা সিলেবাস ২০২৫

» মাধ্যমিক বাংলা পাঠ্যবই সমাধান

» মাধ্যমিক ইংরেজি পাঠ্যবই সমাধান

» মাধ্যমিক ইতিহাস পাঠ্যবই সমাধান

» মাধ্যমিক ভূগোল পাঠ্যবই সমাধান

» মাধ্যমিক জীববিজ্ঞান পাঠ্যবই সমাধান

» মাধ্যমিক ভৌতবিজ্ঞান পাঠ্যবই সমাধান

» দশম শ্রেণি সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র

» মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫

» মাধ্যমিক সমস্ত বিষয়ের MCQ মক টেস্ট

Leave a Reply