পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের “রূপশ্রী” প্রকল্পে DM অফিসে কর্মী নিয়োগ

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের “রূপশ্রী” প্রকল্পে DM অফিসে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জেলা ভিত্তিক নিয়োগ শুরু হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ুন আজকের এই প্রতিবেদনে।

Employment No.– 368/SW

“রূপশ্রী” প্রকল্পে নিয়োগ2023-2024: পশ্চিমবঙ্গ সরকারের “রূপশ্রী” প্রকল্পের জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। DM অফিসে নিয়োগ হবে। অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে।শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

» পদের নাম– Accountant

» মোট শূন্যপদ– ১ টি।

» শিক্ষাগত যোগ্যতা– যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিভাগে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এরই সঙ্গে প্রার্থীকে মাইক্রোসফ্ট অফিস ম্যানেজমেন্টের বিভিন্ন সফ্টওয়্যারে কাজের দক্ষতা রাখতে হবে।

» বয়সসীমা– আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় আছে। হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।

» আবেদন পদ্ধতি– অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট www.paschimmedinipur.gov.in -এ গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করার পর নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি জমা করতে হবে।

»আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা– DPMU, Rupashree Prakalpa Cell under Social Welfare Section, Paschim Medinipur.

» আবেদন ফি– আবেদনকারীকে কোনো আবেদন ফি দিতে হবে না।

» মাসিক বেতন– ১৫০০০/- টাকা

» আবেদনের শেষ তারিখ– ১লা জানুয়ারী, ২০২৪।

Official NotificationDownload Now

Leave a Reply