WB Student Credit Card Loan | স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন পশ্চিমবঙ্গ – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Student Credit Card: রাজ্যে চালু হয়েছে ছাত্রঋণ ব্যবস্থা। স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) নামের একটি কার্ড। কারা পাবেন এই ছাত্রঋণ, সর্বোচ্চ কত টাকা পাওয়া যাবে, শোধ করার কী নিয়ম, সব তথ্য বিস্তারিত ভাবে জানুন।


• পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের বিশদ বিবরণ। 
  
» স্কিমের নাম : পশ্চিমবঙ্গ ছাত্র ক্রেডিট কার্ড ।
» মূল উদ্দেশ্য : পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ঋণ প্রদান।

» অফিসিয়াল ওয়েবসাইট : https://wbscc.wb.gov.in/  

» ঋণের পরিমাণ : 10 লাখ পর্যন্ত।

» পরিশোধের সময়কাল : চাকরি পাওয়ার ১৫ বছরের মধ্যে।  

» আবেদন ধরণ : অফলাইন এবং অনলাইন।

» সুদের হার ৪ শতাংশ।

» এই ঋণ প্রাতিষ্ঠানিক এবং অ-প্রাতিষ্ঠানিক খরচ যেমন- হোস্টেল ফি বা ভাড়া, ল্যাপটপ কেনাকাটা, এবং স্টাডি ট্যুর বা প্রকল্পের জন্য ব্যবহার করা যেতে পারে। 

» এই ব্যবস্থার অধীনে ঋণ পরিশোধের জন্য ছাত্রদের 15 বছর সময় থাকবে। একজন শিক্ষার্থী বা তাদের পিতামাতা বা আইনগত অভিভাবক সময়সীমার আগে যেকোনো মুহূর্তে ঋণের পরিমাণ ফেরত দিতে পারেন। 

» যদি একজন শিক্ষার্থী অধ্যয়নের সময় সমস্ত সুদের অর্থ প্রদান করে তাকে ১% সুদের ছাড় দেওয়া হবে।

• WB স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য গুরুত্বপূর্ণ নথি— 
    
» আবেদনকারী শিক্ষার্থীর রঙিন ছবি। 

» সহ-ঋণগ্রহীতা বা সহ-আবেদনকারীর রঙিন ছবি।  

» ছাত্রের আধার কার্ড। 

» আবেদনকারী শিক্ষার্থীর মাধ্যমিকের এডমিট কার্ড। 

» অভিভাবকের ঠিকানার প্রমাণ পত্র। 

» ছাত্রের প্রতিষ্ঠানে ভর্তিরসিদ। 

» প্যান কার্ড, যদি ছাত্রের PAN CARD না থাকে তবে শিক্ষার্থীর অঙ্গীকার পত্র।

» অভিভাবকের প্যান কার্ড, যদি অভিভাবকের কাছে প্যান না থাকলে অঙ্গীকার পত্র দিতে হবে।

» প্রাসঙ্গিক ডকুমেন্টে বা ব্রোশিওরের পৃষ্ঠা যা টিউশন ফি বা নির্বাচিত কোর্সের অন্যান্য সমস্ত অতিরিক্ত ফি সম্পর্কে বিশদ বিবরণ আছে।

Students Credit Card-এর কারা আবেদনের যোগ্য ?

» দশম শ্রেণি, স্নাতক ও স্নাতকোত্তর এমনকি ডাক্তারি, আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, কোনও ডিপ্লোমায় পড়ার জন্য ছাত্ররা যে কোনও সময় এই ঋণ পেতে পারেন।

» Student Credit Card Loan স্কীমের মাধ্যমে ছাত্র বা ছাত্রী ঋণের আবেদন শুধুমাত্র বর্তমানে যে কোর্সে পাঠরত সেই কোর্সের জন্যই করা যাবে। দরখাস্ত করার সময় ভর্তির নথি ( Receipt) আপলোড করতে হবে।

অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পাঠরত কোনো ছাত্র বা ছাত্রী যদি ভবিষ্যতে ম্যানেজমেন্ট পড়ার জন্য মনস্থ করে তাহলে সে, সেই কোর্সের জন্য ঋণের আবেদন করতে পারবে না। সে বর্তমানে যেহেতু দ্বাদশ শ্রেনীতে পাঠরত তাই শুধু সেই প্রয়োজনেই ঋণের আবেদন করতে পারবে। ভবিষ্যতে অন্য কোনো কোর্সে ভর্তি হলে তার জন্য ঐ কোর্সে ভর্তি হওয়ার পর নতুন করে SCC স্কীমের মাধ্যমে ঋণের আবেদন করতে হবে।

» একাধিক কোর্সের জন্য একসঙ্গে ঋণের আবেদন করা যাবে না। অর্থাৎ BA/BSC কোর্সের জন্য ঋণের আবেদন করলে একইসঙ্গে কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ার জন্য ঋণের আবেদন করা
যাবে না।

» স্কুল, কলেজ বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে কোর্স ফি / ভর্তির ফি জমা হয়ে গেলে সেই জমা দেওয়া ফি-এর জন্য ঋণের আবেদন করা যাবে না। ওই কোর্সের পরবর্তীকালে যে ফি জমা করতে হবে শুধুমাত্র তাই এই দরখাস্তে লিখতে হবে।

• Registration করার সময় নিম্নলিখিত নথিগুলি তৈরি করে রাখতে হবে—

» আবেদনকারীর রঙিন ছবি (সাইজ 50 KB এবং 20 KB-র মধ্যে .jpeg/.jpg ফরম্যাটে থাকতে হবে)।

» সহ-আবেদনকারী/সহ ঋণ গ্রহীতার রঙিন ছবি (সাইজ 50 KB এবং 20 KB-র মধ্যে .jpeg /.jpg ফরম্যাটে থাকতে হবে)।

» শিক্ষার্থীর স্বাক্ষর (সাইজ 50 KB এবং 20 KB-র মধ্যে .jpeg/.jpg ফরম্যাটে থাকতে হবে)।

» সহ – ঋণ গ্রহীতা / অভিভাবকের স্বাক্ষর (সাইজ 50 KB এবং 10KB-র মধ্যে .jpeg / .jpg ফরম্যাটে থাকতে হবে)।

» শিক্ষার্থীর আধার কার্ড (সাইজ 400 KB এবং 50 KB-র মধ্যে .pdf ফরম্যাটে থাকতে হবে)।

» শিক্ষার্থীর দশম শ্রেণির বোর্ড নিবন্ধকরণ শংসাপত্র (যদি আধার কার্ড না থাকে) (সাইজ 400 KB এবং 50 KB-র মধ্যে pdf ফরম্যাটে থাকতে হবে)।

» অভিভাবকের ঠিকানার প্রমানপত্র (সাইজ 400 KB এবং 50 KB-র মধ্যে .pdf ফরম্যাটে থাকতে হবে)।

» ভর্তির প্রাপ্তি (সাইজ 400 KB এবং 50 KB-র মধ্যে pdf ফরম্যাটে থাকতে হবে)।

» শিক্ষার্থীর প্যান কার্ড / না থাকলে আন্ডারটেকিং (সাইজ 400 KB এবং 50 KB-র মধ্যে pdf ফরম্যাটে থাকতে হবে)।

» অভিভাবকের প্যান কার্ড / না থাকলে আন্ডারটেকিং (সাইজ 400 KB এবং 50 KB-র মধ্যে pdf ফরম্যাটে থাকতে হবে)।

» কোর্স ফি / টিউশন ফির ব্রোশিওর / ডকুমেন্টের প্রাসঙ্গিক পৃষ্ঠা (সাইজ 400 KB এবং 50 KB-র মধ্যে pdf ফরম্যাটে থাকতে হবে)।

Online Registration করার সময় যে বিষয় গুলো অবশ্যই মনে রাখতে হবে–

• Dropdown list থেকে নির্বাচন করার পদ্ধতি -PROGRAMME NAME / COURSE :

• Programme Type Dropdown list থেকে নির্বাচন করতে হবে যথা – স্নাতক / স্নাতকোত্তর ডিপ্লোমা / স্কুল / বৃত্তিমূলক
(10+2) ইত্যাদি।

• Programme Name : প্রতিটি Programme-এর Type এর
জন্য নির্দিষ্ট প্রোগ্রাম-এর নাম নির্বাচন করতে হবে।

বি:দ্র: Dropdown list বিষয় ভিত্তিক নয় বেশির ভাগ ক্ষেত্রে। ঋণের আবেদন পত্রের জন্য বিষয়ের কোনো প্রয়োজন নেই। ঋন মঞ্জুর হবার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র M.A / M.Sc / B.A / B.Sc ইত্যাদী কোর্সকে নির্বাচন করতে হবে।

Programme Name Programme Type

স্নাতকোত্তর – MA, M.Sc, M.Com, MD, MS, MBA, LLM, M Mus, etc. বিষয়ভিত্তিক কোর্স যেমন MSC (Physics) ইত্যাদি নির্বাচন করার প্রয়োজন নেই।

স্নাতক – BA, BSc, BCom, MBBS, BBA, LLB, etc.
বিষয়ভিত্তিক কোর্স যেমন – B.Sc (Physics) ইত্যাদি নির্বাচন করার প্রয়োজন নেই।

ডিপ্লোমা – ANM, GNM, PGDBA, PGDM, PG Diploma, all Diploma in Poly-techniques, Paramedical, etc.

সার্টিফিকেট – ITI

স্কুল –দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী

বৃত্তিমূলক (১০+২) – একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী


• Online Ragistration (অনলাইন নিবন্ধকরণ) :
১. www.wb.gov.in বা https://banglaruchchashiksha.wb.gov.in দেখুন এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড ট্যাবে ক্লিক করুন বা https://wbscc.wb.gov.in এ লগ ইন করুন।

২.”স্টুডেন্ট রেজিস্ট্রেশন” বিকল্পটিতে ক্লিক করুন, 

৩. নির্দেশ মতো রেজিস্ট্রেশন ফর্ম পূরন করুন এবং তারপরে ইউজার আইডি এবং
পাসওয়ার্ড তৈরি করতে “রেজিস্টার” বাটনে ক্লিক করুন।
  স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মে দু’রকম ফরমেট আছে—
   (১) জাতের আধার কার্ড আছে ও
   (২) যাদের আধার কার্ড নেই
সেই অনুসারে ফরমাটটি পূরণ করতে হবে।

৪. Registrations successful হলে নিচের মেসেজটি একটি বাক্সের মধ্যে দেখা যাবে।
“You have successfully registered in WBSCC. Your registration id is WBSCC166614931. Your login credentials has been sent to your mobile number. Kindly login with your credentials.”

৫. রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ার পর একটি ইউনিক আইডি প্রদত্ত মোবাইল নম্বর ও ইমেইলে পেয়ে যাবে। সেটি যত্ন করে রাখতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় সেটি id হিসেবে ব্যবহৃত হবে এবং ভবিষ্যতের সমস্ত ক্ষেত্রের জন্য ব্যবহৃত হবে।

• ID/ Password ভুলে গেলে কি করনীয় ?
» Forgot ID / Password বাটনে ক্লিক করে নির্দেশ মত এগিয়ে গেলে আইডি অথবা পাসওয়ার্ড পুনরায় পাওয়া যাবে।

• রেজিস্ট্রেশন করার পর কীভাবে আবেদন জমা দেবে ?
» স্টুডেন্ট লগইন বোতামে ক্লিক করে প্রবেশ করতে হবে।

» সেখানে আবেদনকারী ড্যাসবোর্ড দেখা যাবে। সেই পেজে Application Registration ‘Done’ দেখা যাবে।

» আবেদন করার জন্য ‘Apply Now’ এর উপর ক্লিক করতে হবে।

• আবেদন পত্রের বিভিন্ন বিভাগের বিশদ বিবরণ :

» যাদের আধার কার্ড আছে তারা তাদের নির্দিষ্ট ফর্ম পূরণ করবে।

» যাদের আধার কার্ড নেই তারা তাদের নির্দিষ্ট ফর্মটি পূরণ করবে।

» শহর ইন গ্রহণকারী এবং তার বর্তমান ঠিকানার বিবরণ।

» স্থায়ী ঠিকানা, কোর্স এবং আয়ের বিবরণ।

» শহরীন গ্রহণকারী ও ছাত্রের ব্যাংকের বিবরণ।

• আবেদনকারীর ডকুমেন্ট আপলোড করার পদ্ধতি—

» যাদের আধার কার্ড আছে তারা প্রথম ফরম্যাটটি পূরণ করবে।

» যাদের আধার কার্ড নেই তারা দ্বিতীয় ফর্মাটি পূরণ করবে।

» ফর্মটি পূরণ করার পর ‘Save & Continue’ বোতামে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে।

» তারপর নিচের লেখাটি দেখতে পাওয়া যাবে।
       


» Yes বাটনে ক্লিক করলে এই ড্যাশবোর্ডটি শো করবে।


» জমা দেওয়া দরখাস্তে কোন ভুল থাকলে সেই দরখাস্ত আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া হবে। পরে কারেকশন করে আবার জমা দিতে পারবে।

» কোন ভুল না থাকলে আবেদন পত্রটি ব্যাংকে পাঠানো হবে।

• কোন প্রকার সাহায্যের জন্য যোগাযোগ করুন— 

আপনার যদি সমস্যা হয়, নিচের হেল্পলাইন নম্বরে ফোন করুন বা সহায়তা পেতে একটি ইমেল পাঠান। নিচের হেল্পলাইন নম্বর এবং ইমেল ঠিকানা: 

হেল্পলাইন নম্বর:18001028014 ইমেইল আইডি:support-wbscc@bangla.gov.in, contactwbscc@gmail.com

Leave a Reply