M.P Suggestion-2022
বহুরূপী – সুবোধ ঘোষ
কম-বেশি ২০টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও।
১.“ আপনি কি ভগবানের চেয়েও বড়ো ? ” — বক্তা একথা কাকে বলেছিলেন ?(২০২০)
উঃ বক্তা হলেন বিরাগীরুপী হরিদা। বহুরূপী গল্পের এক ধনী চরিত্র জগদীশবাবুকে একথা বলেছিলেন।
২.“ সপ্তাহে বড়োজোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা । ” — ‘ বহুরূপী ‘ কাকে বলে ? (২০১৯)
উঃ বহু রূপ কথার অর্থ হল নানারূপ ধারণকারী। বিশেষ বৃত্তিধারী গ্রামীণ লোকশিল্পীরা বিশেষ বেশে সজ্জিত হয়ে জনসাধারণের মনোরঞ্জন করার মাধ্যমে জীবিকানির্বাহ করে, তাদের বহুরূপী বলে।
৩.“ হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে । ” — কী রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে ? (২০১৮)
উঃ পেশাগতভাবে ‘বহুরূপী ‘ গল্পের হরিদা একনিষ্ঠ গ্রামীণ লোকশিল্পী । লোক – মনোরঞ্জনকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়ে হরিদা পুলিশ , পাগল , বাইজি , বাউল , কাপালিক , কাবুলিওয়ালা , ফিরিঙ্গি সাহেব প্রভৃতি বিভিন্ন সাজে সেজে রাস্তায় বেরোয় এবং চমৎকার অভিনয় করে সামান্য কিছু রোজগার করে জীবনযাপন করে । আলোচ্য অংশে এই নাট্য প্রদর্শনকেই ‘খেলা’ বলা হয়েছে ।
৪.জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন ? (২০১৭)
উঃ ‘বহুরূপী’ গল্পে জগদীশবাবু বিরাগী রূপী হরিদাকে তীর্থভ্রমণের জন্য একশো এক টাকা দিতে চেয়েছিলেন।
৫.’ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা’- কোনগুলির কথা বলা হয়েছে ?(Board Test Paper 2022)
উঃ বহুরূপী গল্পে ধন জন যৌবনকে সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা বলা হয়েছে।
৬.’বাঃ, এতো বেশ মজার ব্যাপার’- মজার ব্যাপারটি কী ছিল ?(Board Test Paper 2022)
উঃ জগদীশবাবু কাঠের কমিশনার বললা গিয়ে তার পায়ের কাছে ধরতেই হিমালয়বাসী সন্ন্যাসী পা বাড়িয়ে দিলেন। আর সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। এখানে এটাকেই মজার ব্যপার বলা হয়েছে।
৭.হরিদা জগদীশবাবুর বাড়ি কোন ছদ্মবেশে গিয়েছিলেন ?(Board Test Paper 2022)
উঃ হরিদা জগদীশবাবুর বাড়ি বিরাগী ছদ্মবেশে গিয়েছিলেন।
৮.বিরাগীর বেশ ধারণকারী হরিদার পরনে কী ছিল ?(Board Test Paper 2022)
উঃ বেতাগীর বেশ ধারণকারী হরিদার পরনে ছিল একটি ধবধবে সাদা উত্তরীয় ছোট বহরের একটি সাদা থান।
৯.বহুরূপী গল্পের সন্ন্যাসী কী খেতেন ?(Board Test Paper 2022)
উঃ বহুরূপী গল্পের সন্ন্যাসী সারাবছর শুধুমাত্র একটি হরিতকী খেতেন।
১০.’সে ভয়ানক দুর্লভ জিনিস’- সেই বক্তব্যটিকে দুর্লভ বলার কারণ কী ? (Board Test Paper 2022)
উঃ সুবোধ ঘোষের ‘বহুরূপী’ গল্পের সন্ন্যাসী জগদীশবাবু ছাড়া আর কাউকেই পায়ের ধুলো নিতে দেননি। তাই সেই বস্তুটিকে দুর্লভ বলা হয়েছে।
১১.বাইজির ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিল ? (Board Test Paper 2022)
উঃ বাইজির ছদ্মবেশে ফরিদা মোট আট টাকা দশ আনা রোজগার করেছিলেন।
১২.জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন ?(Board Test Paper 2022)
উঃ ‘বহুরূপী’ গল্পে জগদীশবাবু বিরাগী রূপী হরিদাকে তীর্থভ্রমণের জন্য একশো এক টাকা দিতে চেয়েছিলেন।
১৩.’আক্ষেপ করেন হরিদার’- হরিদার আক্ষেপের কারণ কী ? (Board Test Paper 2022)
উঃ জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর মাহাত্ম্য শুনে হরিদা তার পায়ের ধুলো নিতে চেয়েছিলেন। কিন্তু সন্ন্যাসী বিদায় নেওয়ায় তার ইচ্ছা পূরণ হয়নি। তাই তিনি আক্ষেপ করেছেন।
১৪.’কী অদ্ভুত কথা বলেন হরিদা।’- হরিদার কোন কথাকে অদ্ভুত মনে হয়েছিল ?(Board Test Paper 2022)
উঃ হরিদা জানিয়েছিলেন যে শত হোক একজন বিরোধী সন্ন্যাসী সেজে টাকা ফাঁকা স্পর্শ করলে তার রঙ নষ্ট হয়ে যায়। তাঁর এই কথাকে লেখকের অদ্ভুত মনে হয়েছিল।
১৫.’তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়।’- উদ্ধৃতাংশের মধ্য দিয়ে বক্তা কী বলতে চেয়েছেন ?
(Board Test Paper 2022)
উঃ প্রকৃতপক্ষে একজন সন্ন্যাসীর সৎ, বিনয়ী,নম্র, নির্লোভ ও সংযমী এসব গুনগুলো দেখানোর জন্য এবং শিল্প ও শিল্পীর মান মর্যাদা রাখতে একথা বলেছেন।
১৬.’আপনি কী ভগবানের চেয়েও বড়ো।’- বক্তা একথা কাকে বলেছিলেন ?(Board Test Paper 2022)
উঃ বিরাগীরুপী হরিদা জগদীশবাবুকে এ কথা বলেছেন। বিরাগীকে দূর থেকে অভ্যর্থনা জানানোর জন্য বিরাগী উক্ত মন্তব্যটি করেছেন।
১৭.’অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না।’- কোন ভুল ক্ষমা করার কথা উল্লেখিত হয়েছে ?
(Board Test Paper 2022)
উঃ শিল্প মর্যাদার স্বার্থে বহুরূপী হরিদা জগদীশবাবুর অর্থ প্রত্যাখ্যান করে ভুল করেছিলেন বলে লেখক মনে করেছেন। সেই ভুলের কথা এখানে বলা হয়েছে।
১৮.’বহুরূপী সেজে বের হন হরিদা’- বহুরূপী কাকে বলে ?(Board Test Paper 2022)
অথবা,
‘সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা।’- বহুরূপী বলতে তুমি কী বোঝো ?(Board Test Paper 2022)
উঃ বহু রূপ কথার অর্থ হল নানারূপ ধারণকারী। বিশেষ বৃত্তিধারী গ্রামীণ লোকশিল্পীরা বিশেষ বেশে সজ্জিত হয়ে জনসাধারণের মনোরঞ্জন করার মাধ্যমে জীবিকানির্বাহ করে, তাদের বহুরূপী বলে।
১৯.’গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা’- হরিদার শোনা গল্পটি কী ?(Board Test Paper 2022)
উঃ হিমালয় বাসী এক সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে এসেছিলেন, যিনি সারা বছরে একটি হরিতকী খান, যাঁর বয়স হাজার বছরের বেশি, পায়ের ধুলো কাউকে দেন না কিন্তু জগদীশবাবু কায়দা করে পায়ের ধুলো নিয়েছিলেন।
২০.জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন ?(Board Test Paper 2022)
উঃ জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী সাতদিন ছিলেন।
২১. “চমকে উঠলেন জগদীশবাবু।”— জগদীশবাবু চমকে উঠলেন কেন?(Board Test Paper 2022)
উঃ আদুড় গায়ে, সাদা উত্তরীয় জড়ানো, ছোট সাদা থান, মাথায় সাদা চুল, পায়ের ধুলো মাখা বিরাগী কে দেখে জগদীশবাবু চমকে উঠলেন।
২২.’ভয়ে কেঁদে ফেলেছিলো ছেলেগুলো’- ছেলেগুলোর ভয় কাঁদার কারণ কী ?(Board Test Paper 2022)
উঃ হরিদা একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে স্কুলের চারটি ছেলেকে ধরেছিলেন, তাই ছেলেগুলো ভয়ে কেঁদেছিল।
২৩.’কিন্তু দোকানদার হেসে ফেলে- হরির কান্ড।’- হরির কোন কান্ড দেখে দোকানদার হেসে ফেলে ?
(Board Test Paper 2022)
উঃ এক সন্ধ্যায় বাইজির ছদ্মবেশে হরি শহরের পথে ঘুঙুরের মিষ্টি শব্দ করে নাচতে নাচতে চলে যাওয়ার কান্ড দেখে দোকানদার হেসে ফেলে।
২৪.’সেটাই যে হরিদার জীবনের পেশা।’- হরিদার জীবনের পেশা কী ছিল ?(Board Test Paper 2022)
উঃ বহুরূপী বেশে সজ্জিত হয়ে জনসাধারণের মনোরঞ্জন করার মাধ্যমে জীবিকানির্বাহ করা হরিদার জীবনের পেশা।
২৫.কোন সাজে হরিদার রোজগার সর্বাধিক হয়েছিল ?(Board Test Paper 2022)
উঃ বাইজি সেজে হরিদার রোজগার সর্বাধিক হয়েছিল।
২৬.বিরাগীর মতে ‘পরম সুখ’ কী ?(Board Test Paper 2022)
উঃ বহুরূপী গল্পে মতানুসারে, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করতে পারলেই পরম সুখ লাভ করা যায়।
২৭.’আমার অনুরোধ বিরাগীজী।’- কে কার প্রতি অনুরোধ জানিয়েছে ?(Board Test Paper 2022)
উঃ জগদীশবাবু বিরাগীরুপী হরিদার প্রতি অনুরোধ জানিয়েছেন।
👉 আরো দেখো….