FIRST SUMMATIVE EVALUATION
BENGALI QUESTION PAPER
CLASS 10 WBBSE
Set-3
প্রথম পর্যায়ক্রমিক (পূর্ণমান ৪০ এবং অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০)
পাঠ্যসূচি—
গদ্য : জ্ঞানচক্ষু,
প্রবন্ধ : হারিয়ে যাওয়া কালি কলম,
পদ্য : আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন
ব্যাকরণ : কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ।
কোনি : ১ – ৩১ পাতা
বাহাদুরপুর হাইস্কুল (উঃ মাঃ)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২৩
শ্রেণি- দশম বিষয়- বাংলা
সময়- ১.২০ মিনিট পূর্ণমান – ৪০
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×১০=১০
১.১ ‘ক্রমশ ও কথাটি ছড়িয়ে পড়ে। – ও কথাটি হল—
(ক) গল্প লেখা (খ) কারেকশানের কথা
(গ) তপন একজন গল্প লেখক
(ঘ) পড়াশোনার কথা।
উত্তরঃ (খ) কারেকশানের কথা
১.২ ‘তারপুর যুদ্ধ এল’ – যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে—
(ক) আগ্নেয় পাহাড় (খ) আগ্নেয়গিরি
(গ) পাহাড় (ঘ) মালভূমি
উত্তরঃ (ক) আগ্নেয় পাহাড়
১.৩ বেঁধে বেঁধে কথাটির অর্থ হল—
(ক) বাঁধন দিয়ে থাকা
(খ) সংঘবদ্ধ ভাবে থাকা
(গ) গুটিসুটি মেরে থাকা
(ঘ) গুছিয়ে থাকা
উত্তরঃ (খ) সংঘবদ্ধ ভাবে থাকা
১.৪ ‘চিরচিহ্ন দিয়ে গেল’ – কোথায় দিয়ে গেল ?
(ক) ইতিহাসের পাতায়
(খ) অপমানিত ইতিহাসে
(গ) সাধারণের মনে
(ঘ) ভবিষ্যতের ভাবনায়
উত্তরঃ (খ) অপমানিত ইতিহাসে
১.৫ সিজার স্টাইলাস দিয়ে আঘাত করেছিলেন কাকে ?
(ক) মার্কো পোলোকে (খ) কাসকাকে
(গ) ব্রুটাসকে (ঘ) হ্যামলেটকে
উত্তরঃ (খ) কাসকাকে
১.৬ জুপিটার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হলেন—
(ক) বিনোদ ভড় (খ) ক্ষিতীশ সিংহ
(গ) ধীরেন ঘোষ (ঘ) বিষ্টুচরণ ধর।
উত্তরঃ (ক) বিনোদ ভড়
১.৭ অনুসর্গ মাত্রই—
(ক) প্রত্যয় (খ) সর্বনাম (গ) ধাতু (ঘ) অব্যয়।
উত্তরঃ (ঘ) অব্যয়।
১.৮ ক্রিয়ার আধারকে বলে—
(ক) অপাদান (খ) কর্ম (গ) সম্বন্ধ
(ঘ) অধিকরণ।
উত্তরঃ (ঘ) অধিকরণ।
১.৯ ‘টি’ ‘টা’ হল—
(ক) বিভক্তি (খ) বচন (গ) নির্দেশক
(ঘ) অব্যয়।
উত্তরঃ (গ) নির্দেশক
১.১০. গাছগুলিতে জল দাও। চিহ্নিত পদটি—
(ক) কর্মকারক (খ) কর্তৃকারক
(গ) সম্বন্ধপদ (ঘ) সম্বোধন পদ।
উত্তরঃ (ক) কর্মকারক
২। নিম্ন লিখিত প্রশ্নগুলি কমবেশি ২০ শব্দে উত্তর দাও: ১×৬=৬
২.১. জ্ঞানচক্ষু গল্পের সাহিত্য পত্রিকাটির নাম কী ?
২.২. ‘সব চূর্ন হয়ে গেল’ কী কী চূর্ন হয়ে গেল ?
২.৩. ‘এ মুহূর্তে মরে যাবো না কি ? – এ মুহূর্তে বলতে বক্তা কোন্ সময়কে বুঝিয়েছেন ?
২.৪. ‘হিংস্র প্রলাপের মধ্যে’ – হিংস্র প্রলাপ কী ?
২.৫. ‘সবই আজ অবলুপ্তির পথে।’ – কোন বিষয়ে লেখক এমন মন্তব্য করেছেন ?
২.৬. বিভক্তি কী ?
৩। কমবেশি ৬০ শব্দে উত্তর দাও নিম্ন লিখিত প্রশ্নগুলি ১ এবং ২ নম্বর প্রশ্ন আবশ্যিক আর বাকি প্রশ্নগুলির যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। মোট চারটি : ৩×৪=১২
৩.১. তপনের আনন্দটা সহসা হারিয়ে যায় কেন ? ৩
৩.২. ‘বলো ক্ষমা করো’ – কে, কাকে ক্ষমা চাইতে বলেছেন ? কেন বলেছেন ? ২+১=৩
৩.৩. ‘আমাদের কথা কে-বা জানে’— কাদের কথা কেউ জানেনা কেন ? ১+২=৩
৩.৪ ‘সমস্ত সমতলে ধরে গেল আগুন’— কেন আগুন ধরল ? আগুন ধরার ফলে কী হয়েছিল ? ১+২=৩
৩.৫ ‘নিজের পাকা হাতের কলমে’— কার পাকা হাত ? তিনি কি করেছিলেন ? ১+২=৩
৪। নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের কমবেশি ১৫০ শব্দে উত্তর দাও : ৫x১=৫
৪.১. ‘তখন যেন কোথায় হারিয়ে যায় – তপন কে ? তার হারিয়ে যাওয়ার কারণ গল্পটি অবলম্বনে আলোচনা করো। ১+৪=৫
৪.২. ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে’।— কারা এই চিহ্ন দিয়েছিল ? কাদের প্রতি এই অপমান করেছিল ? অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও ? ১+১+৩=৫
৪.৩. ‘তার নাম লুইস অ্যাডসন ওয়াটার ম্যান’। – লুইস অ্যাডসন ওয়াটার ম্যান কে ? তার কৃতিত্ব সম্পর্কে যা জান লেখো। ১+৪=৫
৫। নিচের প্রশ্নটির উত্তর দাওঃ ২×১=২
৫.১. অনুসর্গ ও বিভক্তির পার্থক্য লেখ।
৬। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
৬.১. ‘আজ বারুনী’ – বারুনী কী ? এই অনুষ্ঠান উপলক্ষ্যে কী করা হয় ? ছোটো ছেলেদের মনে এবিষয়ে উন্মাদনার কারণ কী ? ১+২+২=৫
৬.২. ‘কোনি’ রচনা অবলম্বনে ‘ক্ষিতিশের’ এবং ‘কোনির পারিবারিক জীবনের পরিচায় দাও। ২½ + ২½
Pingback: WBBSE Class 10 All Subject Unit Test Question Papers - Prosnodekho -